⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1
1. প্রাথমিকভাবে UNO-র চুক্তিপত্রে কতগুলি দেশ স্বাক্ষর করে?
উঃ প্রাথমিকভাবে UNO-র চুক্তিপত্রে ৫১টি দেশ স্বাক্ষর করে।
2. কোন্ দিনটি প্রতিবছর রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয় ?
উঃ ২৪ অক্টোবর দিনটি প্রতিবছর রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয়।
3. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী ?
উঃ সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টোনিও গুতারেস।
4. কোন্ দুটি দেশের আদর্শগত সংঘাত ঠান্ডা লড়াই নামে পরিচিত ?
উঃ রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শগত সংঘাত ঠান্ডা লড়াই নামে পরিচিত।
9. NATO কথাটির পুরো নাম কী ?
উঃ NATO কথাটির পুরো নাম হল 'North Atlantic Treaty Organization' ।
10. বর্তমানে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ?
উঃ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫। এর মধ্যে ৫টি স্থায়ী এবং অবশিষ্ট ১০টি অস্থায়ী সদস্য।
11. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কাদের দ্বারা কতদিনের জন্য নির্বাচিত হয় ?
উঃ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা সাধারণ সভার দ্বারা ২ বছরের জন্য নির্বাচিত হয়।
12. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা কাদের দ্বারা কতদিনের জন্য নির্বাচিত হয়?
উঃ জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা সাধারণ সভার দ্বারা ৩ বছরের জন্য নির্বাচিত হয়।
13. UNESCO কথাটির পুরো অর্থ কী ?
উঃ UNESCO-এর পুরো কথাটি হল— United Nations Educational Scientific and Cultural Organization |
14. কীভাবে জাতিপুঞ্জের নতুন সদস্য গ্রহণ করা যায়?
উঃ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে এবং সাধারণ সভার মোট সদস্যের ২/৩ অংশের সমর্থনে কোনো রাষ্ট্র জাতিপুঞ্জের সদস্য হতে পারে।
15. সম্মিলিত জাতিপুঞ্জের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সংস্থার নাম কী?
উঃ সম্মিলিত জাতিপুঞ্জের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সংস্থার নাম নিরাপত্তা পরিষদ (Security Council)।
16. কীভাবে জাতিপুঞ্জের সদস্যপদ বাতিল করা যায় ?
উঃ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে এবং সাধারণ সভার মোট সদস্যের ২/৩ অংশের সমর্থনে জাতিপুঞ্জের কোনো রাষ্ট্রের সদস্যপদ বাতিল হতে পারে।
17. কোন্ সংস্থা 'বিশ্বমানবের সংসদ' নামে পরিচিত ?
উঃ সম্মিলিত জাতিপুঞ্জ বিশ্বমানবের সংসদ' নামে পরিচিত। (সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা বিশ্বমানবের সংসদ' নামে পরিচিত।)
18. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য-রাষ্ট্রগুলির নাম লেখো।
উঃ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য-রাষ্ট্রগুলি হল আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও চিন।
19. জাতিপুঞ্জের সনদে কয়টি অধ্যায় আছে?
উঃ জাতিপুঞ্জের সনদে ১৯টি অধ্যায় আছে।
20. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য দেশের নাম উল্লেখ করো।
উঃ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
21. জাতিপুঞ্জের বিচারব্যবস্থার প্রধান দপ্তরের নাম কী ?
উঃ জাতিপুঞ্জের বিচারব্যবস্থার প্রধান দপ্তরের নাম আন্তর্জাতিক বিচারালয় (International Court of Justice) ।
22. আন্তর্জাতিক বিচারালয়ের কাজ কী ?
উঃ আন্তর্জাতিক বিচারালয়ের কাজ হল বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলতে থাকা আন্তর্জাতিক সংকট বা সমস্যার বিচার করা।
23. জোটনিরপেক্ষ আন্দোলনের সূচনা করেন কে ?
উঃ জোটনিরপেক্ষ আন্দোলনের সূচনা করেন জওহরলাল নেহরু।
24. কে, কবে জাতিসংঘ প্রতিষ্ঠা করেন ?
উঃ মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল জাতিসংঘ প্রতিষ্ঠা করেন।
25. জাতিসংঘ কী উদ্দেশ্যে, কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ জাতিসংঘ ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
26. জাতিসংঘের যে-কোনো দুটি সহযোগী সংস্থার নাম লেখো।
উঃ জাতিসংঘের দুটি সহযোগী সংস্থার নাম হল— [1] লিগ পরিষদ, [2] সচিবালয় ।
27. জোটনিরপেক্ষ আন্দোলনের সূচনা করেন কে ?
উঃ জোটনিরপেক্ষ আন্দোলনের সূচনা করেন জওহরলাল নেহরু।
⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3
1. লিগ অব নেশন্স'-এর অঙ্গগুলি কী কী ?
উঃ লিগ অব নেশন্স'-এর প্রধান অঙ্গ ছিল ৫টি। যথা— [1] সাধারণ সভা, [2] লিগ পরিষদ, [3] সচিবালয়, [4] আন্তর্জাতিক বিচারালয় এবং [5] আন্তর্জাতিক শ্রমিক সংস্থা। এ ছাড়া স্থায়ী তত্ত্বাবধায়ক কমিশন, সংখ্যালঘু সমিতি-সহ অন্যান্য কয়েকটি কমিটিও ছিল।
2. আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে কী জান?
উঃ জাতিপুঞ্জের একটি উল্লেখযোগ্য দপ্তর হল ১৫ জন বিচারপতি নিয়ে গঠিত আন্তর্জাতিক বিচারালয়। বিচারপতিরা জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের দ্বারা ৯ বছরের জন্য নির্বাচিত হন। এই বিচারালয়ের কাজগুলি হল— [1] আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা দান, [2] আন্তর্জাতিক বিরোধের বিচার ও নিষ্পত্তি প্রভৃতি। বর্তমান নেদারল্যান্ড্স-এর হেগ শহরে এই বিচারালয়টি অবস্থিত।
3. ‘লন্ডন ঘোষণাপত্র' কী?
উঃ ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের প্রতিনিধিগণ ১৯৪১ খ্রিস্টাব্দের জুন মাসে লন্ডনে মিলিত হয়ে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন। এতে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ার প্রস্তাব দেওয়া হয়। এটি ‘লন্ডন ঘোষণাপত্র' নামে পরিচিত।
4. ওয়াশিংটন সম্মেলন করে আহূত হয় ? কারা এতে স্বাক্ষর করেন ?
উঃ ওয়াশিংটন সম্মেলন ১৯৪২ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি আহূত হয় ৷
➢ওয়াশিংটন সম্মেলনে আমেরিকা, সোভিয়েত রাশিয়া, ইংল্যান্ড ও চিন-সহ বিশ্বের ২৬টি দেশের প্রতিনিধিগণ ‘জাতিপুঞ্জের ঘোষণাপত্র' বা ‘রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র'-এ স্বাক্ষর করেন।
5. আটলান্টিক চার্টার' কী?
উঃ মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ১৯৪১ খ্রিস্টাব্দের ৯ আগস্ট আটলান্টিক মহাসাগরে ‘প্রিন্স অব ওয়েল্স' নামে এক যুদ্ধজাহাজে গোপন বৈঠকে যোগ দেন এবং যুদ্ধশেষে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন। এটি ‘আটলান্টিক সনদ' নামে পরিচিত।
6. মস্কো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এই সম্মেলনে কোন্ কোন্ রাষ্ট্র যোগদান করেছিল ?
উঃ ১৯৪৩ খ্রিস্টাব্দে মস্কো সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আমেরিকা, সোভিয়েত রাশিয়া, ব্রিটেন ও চিন যোগদান করেছিল।
7. সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র/রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র' কী?
উঃ আমেরিকা, সোভিয়েত রাশিয়া, ইংল্যান্ড, চিন-সহ বিশ্বের ২৬টি দেশের প্রতিনিধিগণ ১৯৪২ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ওয়াশিংটন শহরে মিলিত হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা বিষয়ক আটলান্টিক সনদের নীতিগুলি মেনে নিয়ে এক দলিলে স্বাক্ষর করে। এটি 'সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র'/'রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র' নামে পরিচিত।
8. জাতিপুঞ্জের প্রতিষ্ঠায় সানফ্রান্সিসকো সম্মেলনের (১৯৪৫ খ্রি.) কী ভূমিকা ছিল?
উঃ আমেরিকার সানফ্রান্সিসকো শহরের সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিগণ ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত জাতিপুঞ্জের উদ্দেশ্য, নীতি ও গঠনতন্ত্র সম্পর্কে আলোচনা করেন। সম্মেলন শেষে ২৬ জুন ৫১টি দেশ জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করে।
9. জাতিপুঞ্জের দিবস পালন করা হয় কবে?
উঃ ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়। এই প্রতিষ্ঠা দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে প্রতিবছর ২৪ অক্টোবর জাতিপুঞ্জ দিবস পালন করা হয়।
10. জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম লেখো।
উঃ জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম স্যার এরিক ডুমন্ড। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম ট্রিগভি লি।
11. জাতিপুঞ্জের প্রধান কয়েকটি সাফল্য উল্লেখ করো।
উঃ জাতিপুঞ্জের প্রধান কয়েকটি সাফল্য হল—[1] শান্তিপূর্ণ উপায়ে ইরান থেকে রুশ সেনা প্রত্যাহার (১৯৪৬ খ্রি.), [2] হল্যান্ডকে প্রতিহত করে ইন্দোনেশিয়ায় স্বাধীনতা প্রতিষ্ঠা (১৯৫০ খ্রি.), [3] উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা (১৯৫৩ খ্রি.), [4] সুয়েজ খালকে কেন্দ্র করে মিশরে ছড়িয়ে পড়া অশান্তি (১৯৫৫ খ্রি.) দূর করা, [5] ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধের সম্ভাবনা দুর করা (১৯৮১ খ্রি.) প্রভৃতি।
12. জাতিপুঞ্জের ব্যর্থতার কয়েকটি কারণ উল্লেখ করো ।
উঃ জাতিপুঞ্জের বিভিন্ন ব্যর্থতার প্রধান কারণগুলি হল—
[1] জাতিপুঞ্জের নিজস্ব সেনাবাহিনী না থাকা, [2] নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দ্বারা 'ভেটো' প্রয়োগ, [3] জাতিপুঞ্জের সনদের কিছু ত্রুটিবিচ্যুতি, [4] আমেরিকার আগ্রাসী মনোভাব প্রভৃতি।
13. জাতিপুঞ্জের স্থায়ী সদস্য কারা ? অথবা, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো।
উঃ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ৫। এই স্থায়ী সদস্যরাষ্ট্রগুলি হল—[1] আমেরিকা, [2] ব্রিটেন, [3] ফ্রান্স, [4] রাশিয়া ও [5] চিন।
24. সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের দুটি উদ্দেশ্য লেখো ।
উঃ সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের দুটি উদ্দেশ্য হল—[1] বিশ্ব থেকে যুদ্ধের সম্ভাবনা দূর করে বিশ্বশান্তি ও নিরপত্তা প্রতিষ্ঠা করা। [2] প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণ ও সমানাধিকারের দাবি মেনে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা ।
25. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মূল কাজ কী ?
উঃ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মূল কাজ হল—[1] আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, [2] সালিশির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করা, [3] প্রয়োজনে বিচারে অভিযুক্ত রাষ্ট্রকে শাস্তিদানের ব্যবস্থা করা।
26. জাতিপুঞ্জের প্রধান কয়েকটি ব্যর্থতা উল্লেখ করো।
উঃ জাতিপুঞ্জের বিভিন্ন ব্যর্থতার মধ্যে প্রধান কয়েকটি [1] চেকোস্লোভাকিয়ায় রুশ হস্তক্ষেপ প্রতিহত করতে ব্যর্থতা, হল-
[2] ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর সমস্যা সমাধানে ব্যর্থতা, [3] বর্ণবৈষম্যের বিরুদ্ধে জাতিপুঞ্জের ব্যর্থ সংগ্রাম, [4] উপসাগরীয় যুদ্ধে (১৯৯০ খ্রি.) জাতিপুঞ্জের ব্যর্থতা প্রভৃতি।
27. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের প্রধান কাজগুলি কী কী ?
উঃ জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের প্রধান কাজগুলি হল—[1] বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে তথ্য সংগ্রহ করা, [2] উক্ত তথ্য সুপারিশ- সহ সাধারণ সভায় পেশ করা, [3] মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানো, [4] জনগণের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করা প্রভৃতি।
28. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনস্থ কয়েকটি উল্লেখযোগ্য সংস্থার নাম লেখো।
উঃ জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনস্থ কয়েকটি উল্লেখযোগ্য সংস্থা হল — [1] আন্তর্জাতিক অর্থভাণ্ডার (IMF), [2] আন্তর্জাতিক শ্রমিক সংস্থা (ILO), [3] বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO), [4] জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (UNESCO), [5] খাদ্য ও কৃষি পরিষদ প্রভৃতি (FAO) ইত্যাদি।
29 সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ করে ঘোষিত হয়েছিল ? এর উদ্যোক্তা কে কে ছিলেন?
উঃ ১৯৪১ খ্রিস্টাব্দে আটলান্টিক সনদের মাধ্যমে সম্মিলিত জাতিপুঞ্জ ঘোষিত হয়।
➢ সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোক্তা ছিলেন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।
30. জাতিপুঞ্জ বা UNO-এর অন্তর্ভুক্ত সংস্থাগুলির নাম লেখো।
উঃ জাতিপুঞ্জ বা UNO-এর অন্তর্ভুক্ত প্রধান সংস্থা হল ৬টি। যথা— [1] সাধারণ সভা, [2] নিরাপত্তা পরিষদ, [3] অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, [4] অছি পরিষদ, [5] আন্তর্জাতিক বিচারালয়, [6] সচিবালয়।
সভার মোট সদস্যের ২/৩ অংশের সমর্থনে জাতিপুঞ্জের কোনো রাষ্ট্রের সদস্যপদ বাতিল হতে পারে।
31. কোন্ সংস্থা 'বিশ্বমানবের সংসদ' নামে পরিচিত ?
উঃ সম্মিলিত জাতিপুঞ্জ ‘বিশ্বমানবের সংসদ' নামে পরিচিত। (সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা বিশ্বমানবের সংসদ’ নামে পরিচিত।)
32. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য-রাষ্ট্রগুলির নাম লেখো।
উঃ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি হল আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও চিন।
33. জাতিপুঞ্জের সনদে কয়টি অধ্যায় আছে?
উঃ জাতিপুঞ্জের সনদে ১৯টি অধ্যায় আছে।
34. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য দেশের নাম উল্লেখ করো।
উঃ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
35. জাতিপুঞ্জের বিচারব্যবস্থার প্রধান দপ্তরের নাম কী ?
উঃ জাতিপুঞ্জের বিচারব্যবস্থার প্রধান দপ্তরের নাম আন্তর্জাতিক বিচারালয় (International Court of Justice)।
36. আন্তর্জাতিক বিচারালয়ের কাজ কী?
উঃ আন্তর্জাতিক বিচারালয়ের কাজ হল বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলতে থাকা আন্তর্জাতিক সংকট বা সমস্যার বিচার করা।
37. FAO' এবং ‘WHO' কথা দুটির পুরো অর্থ কী ? অথবা, FAO ও WHO কথা দুটির সম্পূর্ণ নাম লেখো।
উঃ ‘FAO’ কথাটির পুরো অর্থ হল—Food and Agricultural Organization (খাদ্য ও কৃষি সংস্থা) এবং ‘WHO' কথাটির পুরো অর্থ হল World Health Organization (বিশ্বস্বাস্থ্য সংস্থা)।
38. UNICEF' কী ?
উঃ ইউনিসেফ হল সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ সংস্থা। ‘UNICEF' শব্দটির পুরো অর্থ হল— United Nations International Children's Emer- gency Fund। এটি সমগ্র বিশ্বের শিশুদের অধিকার রক্ষায় কাজ করে।
39. আনরা (UNRRA) কী ?
উঃ 'আনরা' (UNRRA) কথার পুরো অর্থ হল— United Nations Relief and Rehabiliation Administration। এটি একটি আন্তর্জাতিক ত্রাণ সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ১৯৪৩ খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ করলেও এটি ১৯৪৫ খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের অংশ হয়ে যায় ৷ এই প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল যুদ্ধ কবলতি মানুষদের খাদ্য, আশ্রয়, পোশাক, চিকিৎসা এবং অন্যান্য মৌলিক চাহিদাগুলির ব্যবস্থা করা ।
No comments:
Post a Comment