নবমশ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় পার্ট -৩ "বিংশ শতকের ইউরোপ" প্রশ্ন উত্তর | ক্লাস নাইন ইতিহাস পঞ্চম অধ্যায় পার্ট -৩ প্রশ্ন উত্তর | History Chapter -5 Part-3 Questions Answers Class 9th - Psycho Principal

Fresh Topics

Tuesday, 4 July 2023

নবমশ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় পার্ট -৩ "বিংশ শতকের ইউরোপ" প্রশ্ন উত্তর | ক্লাস নাইন ইতিহাস পঞ্চম অধ্যায় পার্ট -৩ প্রশ্ন উত্তর | History Chapter -5 Part-3 Questions Answers Class 9th

 

পঞ্চম অধ্যায় 
বিংশ শতকের ইউরোপ



ষষ্ঠ অধ্যায় "দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর" প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো

👉 ( ষষ্ঠ অধ্যায় পার্ট -১ প্রশ্ন উত্তর )


পার্ট -৩

⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1

1. ‘ফ্যাসিবাদ' শব্দটির উদ্ভব হয়েছে কোথা থেকে ?

উঃ ‘ফ্যাসিবাদ' শব্দটির উদ্ভব হয়েছে ‘ফ্যাসেস' শব্দ থেকে, যার অর্থ সর্বময় ক্ষমতার প্রতীক'।


2. কোন্ গ্রন্থকে 'নাৎসি বাইবেল' বলে ? 

উঃ জার্মানির অ্যাডলফ হিটলারের আত্মজীবনী 'মাইন কাম্ফ' গ্রন্থকে 'নাৎসি বাইবেল' বলে।


3. ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর উপাধি কী ছিল?

উঃ ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর উপাধি ছিল কড়িলো।


4. স্পেনে কার নেতৃত্বে ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়? 

 উঃ স্পেনে জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হয় ।


5. স্পেনে পপুলার ফ্রন্ট কারা গঠন করে?

উঃ ১৯৩৬ খ্রিস্টাব্দে স্পেনে পপুলার ফ্রন্ট গঠন করে সেখানকার প্রজাতন্ত্রী, সমাজতন্ত্রী ও কমিউনিস্টরা।


6. ফ্রেডরিখ ইবার্ট কে ছিলেন?

উঃ ফ্রেডরিখ ইবার্ট ছিলেন জার্মানির সমাজতান্ত্রিক নেতা ও ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা।


7. মুসোলিনি কে ছিলেন ?

 উঃ মুসোলিনি ছিলেন ফ্যাসিস্ট দলের নেতা এবং ইটালির একনায়কতান্ত্রিক শাসক।


৪. ফ্যাসিস্ট দলের প্রতীক কী ছিল?

উঃ  ফ্যাসিস্ট দলের প্রতীক ছিল দড়িবাঁধা কাষ্ঠদণ্ড।


9. কে, কবে ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠা করেন ?

উঃ  মুসোলিনি ১৯১৯ খ্রিস্টাব্দে ইটালির মিলান শহরে ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠা করেন।


10. 'ইতালীয় পূর্ব আফ্রিকা' রাষ্ট্রটি কে, কবে গঠন করেন ? 

উঃ  মুসোলিনি, ১৯৩৬ খ্রিস্টাব্দে 'ইতালীয় পূর্ব আফ্রিকা' রাষ্ট্রটি গঠন করেন।


11. 'পোপুলো দ্য ইতালিয়া' পত্রিকাটি কে প্রকাশ করেন ?

উঃ ‘পোপুলো দ্য ইতালিয়া' পত্রিকাটি প্রকাশ করেন বেনিটো মুসোলিনি ।


12. জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী? 

উঃ  জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষের নাম রাইখস্ট্যাগ।


13. কবে, কাদের মধ্যে ‘কমিন্টার্ন-বিরোধী চুক্তি' স্বাক্ষরিত হয় ? 

উঃ ১৯৩৬ খ্রিস্টাব্দে জার্মানি ও জাপানের মধ্যে ‘কমিন্টার্ন- বিরোধী চুক্তি' স্বাক্ষরিত হয়।


14. জার্মানিতে হিটলারের দলের নাম কী ছিল ?

উঃ জার্মানিতে হিটলারের দলের নাম ছিল 'ন্যাশনাল সোশ্যালিস্ট' বা সংক্ষেপে ‘নাৎসি' দল।


15. হিটলারের নাৎসি সংগঠনে বেকার যুবকদের নিয়ে গঠিত আধা- সামরিক বাহিনী কী নামে পরিচিত ?

উঃ হিটলারের নাৎসি সংগঠনে বেকার যুবকদের নিয়ে গঠিত আধা-সামরিক বাহিনী 'স্টর্ম ট্রুপার্স’বা SA নামে পরিচিত ছিল । 


16. নাৎসি দল কার লেখা কোন্ গানটিকে জাতীয় সংগীতের মর্যাদা দেয় ?

উঃ নাৎসি দল ওয়াগনার-এর লেখা 'জাগ্রত জার্মানি' গানটিকে জাতীয় সংগীতের মর্যাদা দেয়।


17. গেস্টাপো কী ?

উঃ গেস্টাপো হল নাৎসি জার্মানির গুপ্ত পুলিশবাহিনী।


18. হিটলার কোন্ শাসনের পতন ঘটিয়ে কবে জার্মানির শাসনক্ষমতা দখল করেন ?

উঃ হিটলার ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে, ১৯৩৩ খ্রিস্টাব্দে জার্মানির শাসনক্ষমতা দখল করেন।


19. গুস্টাভ স্ট্রেসম্যান কে ছিলেন?

উঃ গুস্টাভ স্ট্রেসম্যান ছিলেন জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের চ্যান্সেলর এবং বিদেশমন্ত্রী।


20. মুসোলিনি যুবক সম্প্রদায়কে নিয়ে কোন্ জাতীয়তাবাদী দলটি গড়ে তোলেন?

উঃ মুসোলিনি যুবক সম্প্রদায়কে নিয়ে ‘ব্ল্যাক শার্ট' নামে দল গড়ে তোলেন।


21. ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতাগুলি কোথায় প্রকাশিত হয় ?

উঃ ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতাগুলি পিপল্স অবজারভার' নামে নাৎসি পত্রিকায় প্রকাশিত হয় ।


22. নাৎসি দলের মুখপত্রের নাম কী ?

উঃ  নাৎসি দলের মুখপত্রের নাম হল 'পিপল্স অবজারভার'।


23. হিটলারের জার্মান বাসস্থানের সম্প্রসারণের তত্ত্ব' আর কী নামে পরিচিত ?

উঃ  হিটলারের জার্মান বাসস্থানের সম্প্রসারণের তত্ত্ব’ ‘তৃতীয় রাইখ' নামেও পরিচিত।


24. 'ম্যাজিনো লাইন' কী ?

উঃ জার্মান আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে সুইটজারল্যান্ড থেকে বেলজিয়াম পর্যন্ত ফ্রান্স যে নিরাপত্তা বলয় গড়ে তোলে তা ‘ম্যাজিনো লাইন' নামে পরিচিত।


⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3


1. হেরেনভক তত্ত্ব কী?

উঃ নাৎসি দলের প্রতিষ্ঠাতা হিটলার মনে করতেন যে, জার্মানরাই একমাত্র আর্য জাতি এবং বিশুদ্ধ রক্তের অধিকারী। অন্যান্য সব জাতিই বর্ণসংকর। এক্ষেত্রে একমাত্র জার্মানরাই বিশ্বের অন্যান্য সব জাতির ওপর কর্তৃত্ব স্থাপনের অধিকারী। এই তত্ত্বই ‘হেরেনভক তত্ত্ব' নামে পরিচিত।


2. ভাইমার সরকার কাকে বলে ?

উঃ প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় উইলিয়ামের পদত্যাগের (১৯১৮ খ্রি.) ফলে জার্মানিতে রাজতন্ত্রের অবসান ঘটে এবং ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি'র নেতা ফ্রেডরিখ ইবার্ট-এর নেতৃত্বে একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। রাজধানী বার্লিনে গোলযোগের কারণে নিকটবর্তী ভাইমার বা ওয়েমার শহরে এই সরকারের কর্মকেন্দ্র প্রতিষ্ঠিত হয় বলে এই প্রজাতন্ত্র ভাইমার (ওয়েমার) সরকার' নামে পরিচিত।


3. ‘ফ্যাসিবাদ' কী?

উঃ ‘ফ্যাসিবাদ' প্রকৃতপক্ষে ইটালিতে বেনিটো মুসোলিনির নেতৃত্বে গঠিত এবং ফ্যাসিস্ট দল পরিচালিত একটি বিশেষ রাজনৈতিক মতবাদ । রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, উগ্র জাতীয়তাবাদী ও আগ্রাসী সাম্রাজ্যবাদী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একদলীয় একনায়কতন্ত্রী শাসনব্যবস্থা এবং সর্বনিয়ন্ত্রণবাদী মতবাদটিই হল 'ফ্যাসিবাদ’।


4. উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝ ?

উঃ ঊনবিংশ শতকের শেষ ও বিংশ শতকের প্রথম দিকে ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের সংকীর্ণ জাতীয়তাবাদী ভাবধারা প্রচারিত হয়। এই জাতীয়তাবাদীগণ নিজ জাতিকে শ্রেষ্ঠ ও অন্যান্য জাতিগুলিকে নিকৃষ্ট বলে প্রচার করে এবং অন্য জাতির ওপর বলপ্রয়োগ করে আধিপত্য প্রতিষ্ঠার কথা বলে। এই ভাবধারা ‘উগ্র জাতীয়তাবাদ' নামে পরিচিত।


5.মুসোলিনি কোন্ মন্ত্রীসভার অবসান ঘটিয়ে কবে ক্ষমতা দখল করেন?

উঃ মুসোলিনি ইটালির নির্বাচিত প্রধানমন্ত্রী ফ্যাক্টার মন্ত্রীসভার অবসান ঘটিয়ে ১৯২২ খ্রিস্টাব্দে সেদেশের ক্ষমতা দখল করেন।


6. ইটালি কী উদ্দেশ্যে কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ?

 উঃ ইটালির ফ্যাসিস্ট শাসক মুসোলিনি আফ্রিকার অ্যাবিসিনিয়া আক্রমণ করলে অ্যাবিসিনিয়া ১৯৩৬ খ্রিস্টাব্দে জাতিসংঘে প্রতিকারের দাবি জানায়। জাতিসংঘ অ্যাবিসিনিয়া থেকে ইটালিকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করলে মুসোলিনি তা প্রত্যাখ্যান করেন এবং জাতিসংঘ ত্যাগ করেন । ইটালি ১৯৩৭ খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ।


7."কবে কাদের মধ্যে ‘রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি' স্বাক্ষরিত হয়? এই চুক্তিভুক্ত জোটের নাম কী ছিল ?

উঃ ১৯৩২ খ্রিস্টাব্দে ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে রোম-বার্লিন- টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তিভুক্ত জোটের নাম ছিল ‘অক্ষশক্তি’।


8. নাৎসিবাদ বলতে কী বোঝ ?

উঃ নাৎসিবাদ বলতে জার্মানির একনায়কতান্ত্রিক শাসক হিটলার ও তাঁর নাৎসি দল কর্তৃক প্রতিষ্ঠিত স্বৈরাচারী, স্বেচ্ছাচারী ও অগণতান্ত্রিক শাসনব্যবস্থাকে বোঝায় ।


9. ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মধ্যে সাদৃশ্য কী?

উঃ ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মধ্যে সাদৃশ্যগুলি হল, উভয়ই— [1] গণতন্ত্র ও প্রজাতন্ত্রের ঘোর বিরোধী। [2] একনায়কতন্ত্রের উগ্রসমর্থক। [3] বিরোধী দলের কণ্ঠরোধ করার বিষয়ে অতি সক্রিয়। [4] কমিউনিস্ট মতবাদের ঘোর শত্রু।


10. স্টর্ম ট্রুপার্স বা SA সম্পর্কে কী জান? অথবা, কাদের, কেন 'ব্রাউন শার্টস' বলা হত ?

উঃ নাৎসি দলের আধা-সামরিক ঝটিকা বাহিনীর নাম ছিল 'স্টর্ম ট্রুপার্স' বা SA। এই বাহিনীর নেতৃত্ব ছিল হিটলারের বিশ্বস্ত এরনেস্ট রোমের হাতে। এই বাহিনী নাৎসি দলের সভা-সমিতিগুলি পাহারা দিত এবং হামলা চালিয়ে অন্য দলের সভা-সমিতিগুলি ভেঙে দিত। এই বাহিনীর সদস্যরা বাদামি রঙের পোশাক পরত বলে এদের 'ব্রাউন শার্টস' বলা হত।


11. বিংশ শতকে কোন্ কোন্ রাষ্ট্রব্যক্তিত্বের নেতৃত্বাধীনে একনায়কতান্ত্রিক আদর্শের জন্ম হয় ?

উঃ বিংশ শতকে জার্মানি নাৎসি শাসক হিটলার, ইটালির ফ্যাসিস্ট শাসক মুসোলিনি, স্পেনের সামরিক শাসক জেনারেল ফ্রাঙ্কো প্রমুখের নেতৃত্বাধীনে একনায়কতান্ত্রিক আদর্শের জন্ম হয়।


12. স্পেনের গৃহযুদ্ধে বিভিন্ন রাষ্ট্রের কী ভূমিকা ছিল ?

উঃ স্পেনের গৃহযুদ্ধে—[1] জার্মানির হিটলার ও ইটালির মুসোলিনি স্পেনের বিদ্রোহী নেতা জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেন। [2] রাশিয়া স্পেনের প্রজাতান্ত্রিক সরকারকে সমর্থন করে। [3] ইংল্যান্ড ও ফ্রান্স নিরপেক্ষ থাকে।


13 . স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে কী জান?

উঃ স্পেনের বিদ্রোহী নেতা জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে সে দেশের তৎকালীন পপুলার ফ্রন্ট নামে প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ১৯৩৬ খ্রিস্টাব্দ থেকে ১৯৩৯ খ্রিস্টাব্দ পর্যন্ত যে যে যুদ্ধ চলে তা স্পেনের গৃহযুদ্ধ নামে পরিচিত। ইটালির ফ্যাসিস্ট শাসক মুসোলিনি এবং জার্মানির নাৎসি শাসক হিটলার স্পেনের গৃহযুদ্ধে বিদ্রোহী নেতা জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেন। যুদ্ধে ফ্রাঙ্কো জয়লাভ করে স্পেনে একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন।


14. স্পেনের গৃহযুদ্ধের দুটি পক্ষ কারা ছিল?

উঃ স্পেনের গৃহযুদ্ধের দুটি পক্ষ ছিল— [1] সরকার পক্ষ : কমিউনিস্ট, সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীরা ছিল প্রজাতান্ত্রিক সরকারের পক্ষ। [2] বিদ্রোহী পক্ষ জাতীয়তাবাদী নামে পরিচিত ফ্যালানজিস্ট, ন্যাশনালিস্ট প্রমুখ দক্ষিণপন্থী দল ছিল বিদ্রোহী পক্ষ।


15. স্পেনের গৃহযুদ্ধের সময় ব্রিটিশ ও ফরাসি প্রধানমন্ত্রী কারা ছিলেন ?

উঃ স্পেনের গৃহযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন স্ট্যানলি বলডুইন ও নেভিল চেম্বারলেইন এবং ফরাসি প্রধানমন্ত্রী ছিলেন লিয়ঁ ব্লুম।


16. স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে ভারতীয়দের দৃষ্টিভঙ্গি কী ছিল ?

উঃ ভারতের জাতীয় কংগ্রেস স্পেনের গৃহযুদ্ধে বিদ্রোহী নেতা ফ্রাঙ্কোর বিরোধিতা করে এবং সেদেশের প্রজাতান্ত্রিক সরকারের প্রতি সমর্থন জানায়। প্রবাসী ভারতীয় বিপ্লবীরা লন্ডনে স্পেনের সরকারকে সাহায্যের উদ্দেশ্যে স্পেন-ভারত সমিতি এবং একটি তহবিল প্রতিষ্ঠা করেন।


17.ফ্যাসিবাদের সঙ্গে গণতন্ত্রের দুটি পার্থক্য লেখো।

উঃ ফ্যাসিবাদের সঙ্গে গণতন্ত্রের দুটি পার্থক্য হল— [1] শাসনব্যবস্থার প্রকৃতি: ফ্যাসিবাদ রাষ্ট্রনায়কের একক ইচ্ছায় পরিচালিত শাসনব্যবস্থা আর গণতন্ত্র হল জনগণের মতের ওপর প্রতিষ্ঠিত শাসনব্যবস্থা। [2] বিরোধী দলের ভূমিকা: ফ্যাসিবাদী মতবাদে বিরোধী দলের কোনো ভূমিকা নেই কিন্তু গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।


18.দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলার কোন্ কোন্ স্থান দখল করেন ?

উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মান চ্যান্সেলর হিটলার সার অঞ্চল (১৯৩৫ খ্রি.), রাইনল্যান্ড (১৯৩৬ খ্রি.), অস্ট্রিয়া (১৯৩৮ খ্রি.), চেকোস্লোভাকিয়া (১৯৩৮ খ্রি.) প্রভৃতি স্থান দখল করেন। এরপর ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর তিনি পোল্যান্ড আক্রমণ করলে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে।


19. দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপ কোন্ কোন্ জোটে বিভক্ত হয়ে যায়?

উঃ  দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপ পরস্পর-বিরোধী দুটি শিবির বা জোটে বিভক্ত হয়ে পড়ে। 

যথা—(1) মিত্রশক্তি : ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নকে নিয়ে মিত্রশক্তি গড়ে ওঠে। 

[2] অক্ষশক্তি : ইটালি, জার্মানি ও জাপানকে নিয়ে অক্ষশক্তি গড়ে ওঠে।


20. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গণতন্ত্রবিরোধী দুটি রাজনৈতিক আদর্শ কী ছিল?

 উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গণতন্ত্রবিরোধী দুটি উল্লেখযোগ্য রাজনৈতিক আদর্শ ছিল— [1] ইটালির শাসক মুসোলিনি কর্তৃক প্রতিষ্ঠিত ফ্যাসিবাদের আদর্শ এবং [2] জার্মানির শাসক হিটলার কর্তৃক প্রতিষ্ঠিত নাৎসিবাদের আদর্শ।


21. হিটলার কবে ও কার সঙ্গে যুগ্মভাবে জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন ?

উঃ  হিটলার ১৯৩৩ খ্রিস্টাব্দে হিন্ডেনবার্গের সঙ্গে যুগ্মভাবে জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন।


22. নাৎসি দলের কোন সংগঠন SS নামে পরিচিত ?

উঃ নাৎসি দলের শাখা সংগঠন শ্যুটস স্টাফেল বা SS নামে পরিচিত।



No comments:

Post a Comment