উচ্চমাধ্যমিক ইতিহাস,কীভাবে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়? ঠান্ডা লড়াইয়ের ফলাফল বিশ্লেষণ করো। | Class 12th History Notes - Psycho Principal

Fresh Topics

Saturday, 30 September 2023

উচ্চমাধ্যমিক ইতিহাস,কীভাবে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়? ঠান্ডা লড়াইয়ের ফলাফল বিশ্লেষণ করো। | Class 12th History Notes

 

উচ্চমাধ্যমিক ইতিহাস


👉( সুয়েজ সংকট কী ছিল ? | সুয়েজ সংকটের কারণ কী ছিল ? )


প্রশ্ন: কীভাবে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়? ঠান্ডা লড়াইয়ের ফলাফল বিশ্লেষণ করো। 2+6


🢖🢖উত্তর:

🢖🢖ঠান্ডা লড়াইয়ের অবসান : ঠান্ডা লড়াইয়ের অবসান কবে, কীভাবে হয়—এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। তবে এ কথা সকলেই স্বীকার করেন যে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে।


🢖🢖সোভিয়েত ইউনিয়নের পতন: 1991 খ্রিস্টাব্দের 25 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব এক মেরুকেন্দ্রিক হয়ে পড়ে। এতদিন পৃথিবীতে দুটি মহাশক্তিধর রাষ্ট্র ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। এই দুই শক্তিকে কেন্দ্র করেই বিশ্বরাজনীতিতে ছিল দ্বিমেরুকরণ (Bi-polarism)। সোভিয়েতের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র সমগ্র বিশ্বে এককভাবে প্রাধান্য স্থাপন করে। এখানে ঠান্ডা লড়াই-এর সমস্ত সম্ভবনাই বিলুপ্ত হয়। বর্তমান রাশিয়া অনেকক্ষেত্রেই নতমস্তকে আমেরিকার নির্দেশ পালন করে এবং বিশ্বশান্তি রক্ষার ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করে।


🢖🢖 ফলাফল : ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটলেও সমগ্র বিশ্বে তার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠান্ডা লড়াই-এর ফলাফলকে আমরা দুটি দিক থেকে আলোচনা করতে পারি—এর সুফল ও কুফল। । 

❐ সুফল: ঠান্ডা লড়াই-এর সুফলগুলি নিম্নরূপ—

i) বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি: ঠান্ডা লড়াইয়ের প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ঘটে। এই দুই দেশের প্রতিযোগিতার ফলে মহাকাশ গবেষণা, রকেট নির্মাণ, উড়োজাহাজ নির্মাণ ও পারমাণবিক গবেষণাতে দুটি দেশের ব্যাপক উন্নতি ঘটে। মানুষ চাঁদের মাটিতে পা রাখে।


(ii) ইউরোপের উন্নয়ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড, ফ্রান্স সহ ইউরোপের দেশগুলির আর্থিক সংকট চরমে ওঠে। কিন্তু মার্শাল পরিকল্পনা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ঠান্ডা লড়াইয়ের জন্য এই দেশগুলিকে প্রচুর অর্থসাহায্য করে। এই অর্থসাহায্য পেয়ে ইউরোপের দেশগুলির অর্থনীতি শক্তিশালী হয়।


(iii) শ্রমিক ও কৃষকদের উন্নতি: সাম্যবাদী মতাদর্শ থেকে শ্রমিক ও কৃষকদের দূরে সরিয়ে রাখার জন্য গণতান্ত্রিক দেশগুলি শ্রমিকদের বেতন ও অন্যান্য সুযোগসুবিধা বৃদ্ধি করে। কৃষকদের নানা ধরনের সাহায্য করে। ফলে শ্রমিক ও কৃষকদের অবস্থার উন্নতি ঘটে।


(iv) জার্মানির নিষ্কৃতি: ঠান্ডা লড়াই-এর জন্য জার্মানি দু-ভাগে বিভক্ত হয়। তবে জার্মানি ক্ষতিপূরণ বা জবরদস্তিমূলক চুক্তি থেকে রক্ষা পায়। আমেরিকা ও রাশিয়া জার্মানির দুটি ভাগেই শিল্প ও কৃষির উন্নতি ঘটায়।


(v) জোটনিরপেক্ষ নীতির সূচনা: ঠান্ডা লড়াই-এর প্রভাবে ভারতবর্ষ ও চিনের নেতৃত্বে জোটনিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়। 


❐  কুফল: ঠান্ডা লড়াই-এর সুফল অপেক্ষা কুফল অনেক বেশি ছিল। সেগুলি হল-


(i) পারমাণবিক যুদ্ধের আতঙ্ক : সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল প্রচুর পারমাণবিক বোমা। এই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এই পারমাণবিক যুদ্ধের আতঙ্কে সমগ্র বিশ্ব শঙ্কিত হয়ে পড়ে।


(ii) যুদ্ধের আতঙ্ক: ঠান্ডা যুদ্ধের প্রভাবে যে-কোনো দিন রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধ বাধতে পারে এই ভয়ে সমস্ত মানুষ দিন কাটায়।


(iii) সামরিক বিভাগে ব্যয় বৃদ্ধি: ঠান্ডা যুদ্ধের প্রভাবে কেবলমাত্র আমেরিকা ও রাশিয়ায় নয়, বিশ্বের প্রতিটি দেশের সামরিক বিভাগের ব্যয় বৃদ্ধি পায়। প্রচুর অস্ত্রনির্মাণ করে।


(iv) মানুষের জীবনযাত্রার মান হ্রাস পায়: সামরিক বিভাগে ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য বিশ্বের প্রতিটি দেশ মানুষের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ হ্রাস করে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ প্রভৃতি বিভাগগুলি অবহেলিত হয়। ফলে মানুষের জীবনযাত্রার মান হ্রাস পায়।


(v) দ্বিমেরুকরণ : ঠান্ডা লড়াইয়ের ফলে সমগ্র বিশ্ব দুটি পরস্পরবিরোধী জোটে বিভক্ত হয়ে পড়ে। একদিকে মার্কিন গণতান্ত্রিক জোট, অন্যদিকে সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক জোট।


(vi) সামরিক জোট গঠন: নিজেদের নিরাপত্তার জন্য সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক জোট গঠন করে। যেমন-আমেরিকা গঠন করে NATO, CENTO, SEATO তেমনি রাশিয়া গঠন করে কমিকন ও ওয়ারশ চুক্তি সংস্থা। 


(vii) আঞ্চলিক যুদ্ধ : ঠান্ডা লড়াইয়ের প্রভাবে বেশ কয়েকটি আঞ্চলিক যুদ্ধের সূচনা হয়, যেমন- কোরিয়ার যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ ইত্যাদি।


» মূল্যায়ন: ঠান্ডা লড়াই-এর পতনের পর পৃথিবীতে পারমাণবিক যুদ্ধের আতঙ্ক শেষ হয় এবং শান্তি স্থাপিত হয়। সমগ্র বিশ্বজুড়ে আমেরিকার সাম্রাজ্যবাদী জুলুম বৃদ্ধি পাওয়ার ফলে ইরাক, আফগানিস্তান, যুগোশ্লাভিয়ার মাটিতে আজ যুদ্ধের বীভত্তা বৃদ্ধি পেয়েছে।

No comments:

Post a Comment