প্রশ্ন: 'দাঁতাত' কী? দাঁতাতের উদ্ভবের কারণগুলি লেখো।
🢖🢖উত্তর:
▶ ভূমিকা :'দাঁতাত' (Detente) একটি ফরাসি শব্দ। এর অর্থ হল 'উত্তেজনা প্রশমন' বা 'বিবাদ অবসান'। ফরাসি রাষ্ট্রপতি দ্য গল কূটনৈতিক অর্থে সর্বপ্রথম 'দাঁতাত' শব্দটি ব্যবহার করেন। মার্কিন কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জার সোভিয়েত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে 'দাঁতাত' শব্দটি ব্যবহার করেন। দাঁতাত নীতির অন্যতম প্রবক্তা হলেন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন।
▶ দাঁতাত সম্পর্কে বিভিন্ন মত;
∎জিমি কার্টার: প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টারের মতে দাঁতাত হল শান্তির দিকে অগ্রগতি।
∎ কোরাল বেল: কোরাল বেল বলেন, "দাঁতাত হল উত্তেজনা প্রশমনের জন্য সুচিন্তিত ও সুপরিকল্পিত উদ্যোগ।"
∎হেনরি কিসিঞ্জার: হেনরি কিসিঞ্জারের মতে- "দাঁতাত একটি প্রক্রিয়ামাত্র, কোনো স্থায়ী সাফল্য নয়। এর মূল লক্ষ্য প্রধান সংঘর্ষের উৎসগুলিকে সীমিত করা"।
সাধারণভাবে 'দাঁতাত' বলতে দুই বা ততোধিক শত্রুভাবাপন্ন দেশের মধ্যে উত্তেজনা হ্রাস এবং বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার সুপরিকল্পিত নীতিকে বোঝায়।
▶ উদ্ভবের কারণ: দাঁতাত কোনো আকস্মিক ঘটনা ছিল না। এর মূলে ছিল নানা কারণ। এই কারণগুলি হল-
∎ মানসিকতার পরিবর্তন: রাষ্ট্রনায়কদের মানসিকতা ও আচরণের পরিবর্তন দাঁতাতের উদ্ভবের অন্যতম কারণ ছিল। কিউবা সংকটের পর থেকেই দুই বৃহৎ শক্তি উপলব্ধি করে যে, আণবিক অস্ত্র নির্মাণ করে নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভবপর নয়। এই বোধের উদয় হওয়ার পর বৃহৎ শক্তিবর্গ শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করে এবং ঠান্ডা লড়াই থেকে সরে আসে।
∎পরমাণু অস্ত্রের উদ্ভাবন: পারমাণবিক অস্ত্রের উদ্ভাবন বৃহৎ শক্তিবর্গের মানসিক পরিবর্তন ঘটায়। সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় রাষ্ট্রই উপলব্ধি করে যে যে-কোনো যুদ্ধ বাধলে তা পারমাণবিক যুদ্ধে পরিণত হবে এবং সেক্ষেত্রে কোনো দেশই রেহাই পাবে না। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা যুদ্ধের সম্ভাবনা দূর করতে সাহায্য করে।
∎তৃতীয় বিশ্বের উদ্ভব: তৃতীয় বিশ্বের দেশগুলির ওপর প্রভাব বিস্তার করার প্রতিযোগিতা দুই মহাশক্তিধর দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়াকে পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রতিযোগিতা থেকে সরিয়ে আনে। তারা প্রতিরক্ষা খাতে অর্থব্যয় হ্রাস করে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলিকে আর্থিক সাহায্যদানের মাধ্যমে নিজের নিজের প্রভাব বিস্তার করার জন্য উন্নত ও শক্তিশালী দেশগুলি তৎপর হয়ে ওঠে। তাদের সুদূরপ্রসারী লক্ষ্য ছিল তৃতীয় বিশ্বের সুবিশাল বাজার দখল করা। ফলে ঠান্ডা লড়াই-এর তীব্রতা হ্রাস পেতে থাকে।
∎জোট রাজনীতির ভাঙন: নিজ নিজ জোটের ওপর দুই মহাশক্তির কর্তৃত্বের ভাঙন স্নায়ুযুদ্ধের তীব্রতা হ্রাস করে। ফ্রান্স ও চিন যথাক্রমে ওয়াশিংটন ও মস্কোর তাঁবেদার হয়ে থাকতে অস্বীকার করে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে। ফরাসি রাষ্ট্রপতি দ্য গল ও চিনের রাষ্ট্রপতি মাও-সে-তুং আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার তল্পিবাহক হতে অস্বীকার করেন। ব্রিটেন বা ইটালি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহায়তাকে সংশয়ের দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করে। ফলে জোট রাজনীতি শিথিল হয়ে পড়ে।
∎ ঠান্ডাযুদ্ধের প্রভাব: তৃতীয় বিশ্বের উত্থান 'ঠান্ডাযুদ্ধ'-এর প্রাসঙ্গিকতাকে বিরাট প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি মার্কিন বা সোভিয়েত জোটের বাইরে এসে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার সিদ্ধান্ত নেয়।
▶ জোট নিরপেক্ষতা;
∎ জোট নিরপেক্ষ: আন্দোলন ঠান্ডাযুদ্ধের রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে তোলে। ভারতবর্ষ, ইন্দোনেশিয়া, যুগোশ্লাভিয়া প্রভৃতি জোট নিরপেক্ষ আন্দোলনের পথিকৃৎ দেশগুলি দ্ব্যর্থহীন ভাষায় ঠান্ডাযুদ্ধের নিন্দা করে।
▶ মূল্যায়ন: দাঁতাতের কবে কীভাবে সূচনা হয় তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। একদল ঐতিহাসিক মনে করেন লেনিনের আমলে 1920 খ্রিস্টাব্দ থেকেই দাঁতাতের সূচনা হয়েছে। ক্ষমতায় আসার পর লেনিন রাশিয়ার ভেঙে পড়া অর্থনীতির পুনর্গঠনের জন্য পশ্চিমি দেশগুলির কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়ার পুনর্গঠনে এগিয়ে এসে 66 মিলিয়ন ডলার সাহায্য দেয়। কিন্তু অধিকাংশ ঐতিহাসিক মনে করেন দাঁতাতের সূচনা হয় ছয়ের দশকে কিউবা সংকটের পর থেকেই।
No comments:
Post a Comment