👉( Class 7th Geography Chapter -5 Part-4 Questions And Answers )
প্রশ্ন: নদী (River) কাকে বলে?
🢖🢖উত্তর: পার্বত্য বা মালভূমি অঞ্চল থেকে বৃষ্টির জল বা বরফগলা জলের কিছু অংশ ভূমির ঢাল অনুসারে একটি জলধারার মাধ্যমে নীচের দিকে প্রবাহিত হয়ে এবং শেষে সাগর, হ্রদ বা বড়ো কোনো নদীতে এসে পড়লে সেই জলধারাকে নদী বলে। ভূবিজ্ঞানী মেরি মরিসাওয়া (M. Morisawa)-এর মতে, 'জলধারা খাতের মধ্য দিয়ে প্রবাহিত হলে, তাকে নদী বলে' ('A stream may be defined as a channelised flow of water')। উদাহরণ- গঙ্গা, গোদাবরী ইত্যাদি।
প্রশ্ন: আদর্শ নদী (Ideal River) বলতে কী বোঝো?
🢖🢖উত্তর: ভূমির ঢাল ও নদীর কার্যের তারতম্য অনুসারে নদীর গতিপথকে তিনটি ভাগে ভাগ করা যায়- উচ্চগতি বা পার্বত্য প্রবাহ,ও মধ্যগতি বা সমভূমি প্রবাহ, নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। যেসব নদীর এই তিনটি গতি স্পষ্ট বোঝা যায় তাকেই আদর্শ নদী - বলে। যেমন- ভারতের গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয়। গঙ্গার উৎস গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত অংশ হল পার্বত্যগতি, হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান পর্যন্ত মধ্যগতি এবং ধূলিয়ান থেকে মোহানা পর্যন্ত নিম্নগতি।
প্রশ্ন: নদী উপত্যকা (River Valley) কাকে বলে?
🢖🢖উত্তর: উৎস থেকে মোহানা পর্যন্ত অংশে যে সুদীর্ঘ খাতের ভিতর দিয়ে নদী জল বয়ে নিয়ে যায়, তাকে বলা হয় নদীখাত বা নদী উপত্যকা।
প্রশ্ন: নদী অববাহিকা (River Basin) কাকে বলে?
🢖🢖উত্তর: প্রধান বা মূলনদীর গতিপথে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বহু উপনদী এসে প্রধান নদীতে মেশে এবং প্রধান নদী থেকে শাখানদী নির্গত হয়ে একটি নদীগোষ্ঠীর সৃষ্টি করে। প্রধান নদী তার উপনদী ও শাখানদী সহ উৎস থেকে মোহানা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই বিস্তীর্ণ ভূমিভাগকে একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত
প্রশ্ন: নদী সঞ্চয়কার্য করে কখন?
🢖🢖উত্তর:কোনো নদী উপত্যকায় ভূমির ঢাল যখন যথেষ্ট কমে যায় তখন নদী আর ক্ষয় করার পর্যায়ে থাকে না। এই অবস্থায় নদীর গতিবেগ অত্যন্ত মন্থর হয়ে যাওয়ার দরুণ উৎস থেকে বয়ে আনা নুড়ি, বালি, পলি, কাদা প্রভৃতি পদার্থগুলিকে নদীর উপত্যকার দুই পাশে কিংবা নদীর মাঝবরাবর নদী সঞ্চয় করে থাকে।
প্রশ্ন: অন্তর্বাহিনী নদী (Inland River) কাকে বলে? উদাহরণ দাও।
🢖🢖উত্তর: যেসব নদী কোনো দেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর দেশের অভ্যন্তরস্থ কোনো হ্রদ বা জলাভূমিতে গিয়ে মেশে অথবা প্রবাহপথে অন্তর্হিত হয়ে যায়, তাদের অন্তর্বাহিনী নদী বলে। যেমন- ভারতের লুনি, আনাসাগর হ্রদ থেকে উৎপন্ন হয়ে থর মরু অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়ে কচ্ছের রণে পড়েছে।
প্রশ্ন: নিত্যবহ নদী (Perennial River) কাকে বলে?
🢖🢖উত্তর: যে নদীতে সারাবছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ সৃষ্ট তথা বরফগলা জলে পুষ্ট নদীতেই সারাবছর জল থাকে। মানচিত্রে এই নদীগুলি নীল রঙে অঙ্কন করা হয়। উদাহরণ- গঙ্গা নদী।
প্রশ্ন: অনিত্যবহ নদী (Non-perennial River) কাকে বলে?
🢖🢖উত্তর: যে নদীতে সারাবছর বা বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময় জল থাকে না, তাকে অনিত্যবহ নদী বলে। সাধারণত মালভূমি অঞ্চলে সৃষ্ট তথা বৃষ্টির জলে পুষ্ট নদীতেই সারাবছর জল থাকে না। মানচিত্রে এই নদীগুলি কালো রঙে অঙ্কন করা হয়। উদাহরণ- ময়ূরাক্ষী নদী।
প্রশ্ন: জলচক্র (Water Cycle) কাকে বলে?
🢖🢖উত্তর: পৃথিবীর সমস্ত জলভাগ - সমুদ্র, নদী, জলাশয় প্রভৃতির জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে ওপরে উঠে ঘনীভূত হয় এবং মেঘ সৃষ্টি করে। এরপর মেঘমধ্যস্থ জলকণা আরও ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। জলের এই চক্রাকার আবর্তনকেই জলচক্র বলা হয়।
No comments:
Post a Comment