A King's Tale Question Answers Class 8th English | Class 8th English Notes With Bengoli Meaning - Psycho Principal

Fresh Topics

Monday, 30 December 2024

A King's Tale Question Answers Class 8th English | Class 8th English Notes With Bengoli Meaning

 

A King's Tale 
Question And Answers




A King's Tale  Questions And Answers Class 8th English | Class 8th English A King's Tale Questions And Answers,  Note With Bengoli Meaning | #Class 8th English Note With Bengoli Meaning #Class 8th English Questions And Answers


⬛ About The Author;

King Arthur was a legendary British leader. According to medieval history, he conducted the defence of British against the Saxon (people . who lived in the parts of central and northern Germany from Roman times) invaders in the late 5th and early 6th centuries.

The stories of King Arthur are mainly composed of folklore and literary invention. There is still a huge debate as to whether Arthur existed or it is just a myth.

The stories of King Arthur is obtained from various sources like the Annales Cambriae, the Historia Brittonum and the writings of Gildas.

Arthur is a central figure in the legends making up the Matter of Britain.

The origin of the name 'Arthur' remains a topic of debate. Some suggest it is derived from the Roman Artorius. Some professional scholars suggest that the name is derived from Arcturus, the brightest star in the constellation Boötes near Ursa Major.

The 'round table' is an important element of King Arthur's legend. Since Arthur did not consider himself a king or a supreme being, he did not want to sit at the head of the table. Instead, he wanted to consider himself the same as the other knights. So he had his entire team sitting around a round table. This concept of a 'round table' discussion still exists in modern business philosophy.


⬛ A King's Tale  Questions And Answers,  Note With Bengoli Meaning ;

1. What is the name of Arthur's father and mother ? (আর্থার-এর পিতা-মাতার নাম কী ? )

➢Arthur's father's name is Uther - Pendragon and mother's name is Lady Igraine. (আর্থারের পিতার নাম ইউথার-পেনড্রাগন এবং মা-এর নাম লেডি ইগ্রেন।)


2. What kind of a king was Uther - Pendragon? How was Britain during his rule? (ইউথার- পেনড্রাগন কেমন রাজা ছিলেন? তাঁর রাজত্বকালে ব্রিটেনের অবস্থা কেমন ছিল?)

➢King Uther-Pendragon was a fair king who was the friend and protector of all his people. During his reign, Britain was a peaceful place to live in. The people of Britain lived in happiness. (রাজা ইউথার-পেনড্রাগন একজন ন্যায়পরায়ণ রাজা ছিলেন যিনি তাঁর প্রজাদের বন্ধু ও রক্ষক ছিলেন। তাঁর রাজত্বকালে ব্রিটেন এক শান্তিপূর্ণ দেশ ছিল। ব্রিটেনের মানুষেরা আনন্দে বসবাস করত।)


3. What happened in Britain soon after the death of King Uther Pendragon? (রাজা ইউথার- পেনড্যাগনের মৃত্যুর পর ব্রিটেনে কী হয়েছিল ?)

➢Trouble broke out in Britain soon after the death of King Uther-Pendragon. The barons started to fight among themselves and tried to capture the throne. (ইউথার-পেনড্রাগনের মৃত্যুর ঠিক পরেই ব্রিটেনে অরাজকতা নেমে এল। সব অভিজাতরা সিংহাসন দখলের জন্য নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করল।)


4. Who were Merlin and Sir Ulfius ? (মার্লিন এবং স্যার উলফিয়াস কে ছিলেন?)

➢ Merlin and Sir Ulfius were King Uther's two wise counsellors. Merlin was a prophet and magician and Sir Ulfius was a brave knight. (মার্লিন এবং স্যার উলফিয়াস ছিলেন রাজা ইউথারের দুই জ্ঞানী পরামর্শদাতা। মার্লিন ছিলেন একজন ভবিষ্যদবক্তা এবং জাদুকর, আর স্যার উলফিয়াস ছিলেন এক সাহসী নাইট।)


5. When did Merlin and Sir Ulfius take the baby to Sir Ector ? (কোন সময় মার্লিন এবং স্যার উলফিয়াস শিশুটিকে নিয়ে স্যার এক্টর-এর কাছে গেলেন ? )

➢ Merlin and Sir Ulfius took the baby to Sir Ector on a cold and windy midnight, soon after the death of the king and the queen. (রাজা ও রানির মৃত্যুর ঠিক পরেই এক হিমেল এবং ঝোড়ো মাঝরাতে, মার্লিন এবং স্যার উলফিয়াস শিশুটিকে নিয়ে স্যার এক্টর-এর কাছে গেলেন।)


6. What happened on the cold windy night? (সেই শীতল ঝোড়ো রাতে কী ঘটেছিল ?)

➢ Merlin and Sir Ulfius placed a baby wrapped in a scarlet cloak in the hands of Sir Ector. They ordered him and his wife to bring up the boy as their own child and name him Arthur. (মার্লিন এবং স্যার উলফিয়াস একটি শিশুকে লাল কাপড়ে মোড়া অবস্থায় স্যার এক্টরের হাতে তুলে দেন। তারা তাকে এবং তার স্ত্রীকে আদেশ করেন শিশুটিকে তাদের নিজের ছেলের মতো মানুষ করতে এবং তার নাম আর্থার রাখতে।) 


7. Why did Britain go through a difficult time after King Uther's death ? (রাজা ইউথারের মৃত্যুর পর কেন ব্রিটেনে খারাপ সময় ঘনিয়ে এসেছিল ?)

➢ After King Uther's death, Britain went through a difficult time because many of the king's opponents were looking to seize the throne. (রাজা ইউথারের মৃত্যুর পর ব্রিটেনের খারাপ সময় ঘনিয়ে এসেছিল কারণ রাজার অনেক প্রতিদ্বন্দ্বীরা সিংহাসন দখলের আশায় ছিল।)


8. Why do you think Merlin and Sir Ulfius entrusted Sir Ector with the baby of the dead king and queen ? (কেন মার্লিন এবং স্যার উলফিয়াস মৃত রাজা ও রানির সন্তানের ভার স্যার এক্টরকেই সপেছিলেন বলে তোমার মনে হয় ?)

➢ Merlin and Sir Ulfius entrusted Sir Ector with the baby because the baby had become an orphan and there was no one to look after him. Sir Ector was also greatly trusted by the royal family and therefore the baby would remain safe there. (মার্লিন এবং স্যার উলফিয়াস, স্যার এক্টরকেই ওই শিশুর দেখাশোনার ভার সপেছিলেন কারণ সে অনাথ হয়ে গিয়েছিল এবং তাকে দেখার কেউ ছিল না। স্যার এক্টর রাজপরিবারের অত্যন্ত বিশ্বস্ত পাত্র হওয়ার জন্য শিশুটি তার কাছে নিরাপদে থাকবে বলে তারা ভেবেছিলেন।)


9. Describe the royal baby as he grew up at the home of Sir Ector. (স্যার এক্টরের বাড়িতে বড়ো হওয়া রাজ শিশুটির বর্ণনা দাও।)

➢ As the royal baby grew up at the home of Sir Ector, he became gentle, strong, handsome and good like his father Uther-Pendragon. (স্যার এক্টরের বাড়িতে রাজ শিশুটি বড়ো হয়ে বাবা ইউথার-পেনড্রাগনের মতো ভদ্র, শক্তিশালী, সুদর্শন এবং ভালো মানুষে পরিণত হয়েছিল।)


10. What was written upon the stone on which the sword was fixed ? (কী লেখা ছিল সেই পাথরে যার উপর তলোয়ারটি গাঁথা ছিল ?)

➢ Upon the stone on which was the sword fixed, was written "whoever pulls out this sword is by right of birth, the king of England' (যে পাথরটিতে তলোয়ারটি গাঁথা ছিল তার উপর লেখা ছিল, “যিনি এই তলোয়ারটিকে টেনে বের করবেন তিনি জন্মগত অধিকারে ইংল্যান্ডের রাজা হবেন।")


11. What happened on the bright May morning? (মে মাসের উজ্জ্বল সকালে কী ঘটেছিল ?)

➢A great trial took place in the presence of many people on the bright May morning. There, Arthur lifted the sword easily and I was declared the king of England. (মে মাসের একটি উজ্জ্বল সকালে বহু লোকের উপস্থিতিতে, একটি মহা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে, আর্থার খুব সহজেই পাথর থেকে তলোয়ারটি টেনে বের করেছিলেন এবং ইংল্যান্ডের রাজা ঘোষিত হয়েছিলেন।)


12. Why did Arthur need a new sword? (আর্থারের কেন নতুন তলোয়ারের প্রয়োজন হয়েছিল ?)

➢ Arthur needed a new sword because he had lost his royal sword in a battle. (একটি যুদ্ধে আর্থার নিজের রাজকীয় তলোয়ারটি হারিয়ে ফেলেছিল, সেইজন্য তার একটি নতুন তলোয়ারের প্রয়োজন হয়ে পড়েছিল।)


13. Who were present in the trial ? (কারা সেই পরীক্ষায় উপস্থিত ছিলেন ?) 

➢ Peasants, craftsmen, merchants and barons were present in the trial. (সেই পরীক্ষায় চাষিরা, কারিগরেরা, বণিকেরা এবং অভিজাতরা উপস্থিত ছিলেন।)


14. At what age did Arthur become the king of England ? (কত বছর বয়সে আর্থার ইংল্যান্ডের রাজা হয়েছিল ?)

➢ Arthur became the king of England at the age of eighteen. (আঠারো বছর বয়সে আর্থা ইংল্যান্ডের রাজা হয়েছিল।)


15. What was the condition of Britain before Arther became the king ? (আর্থার রাজা হওয়ার আগে ব্রিটেনের অবস্থা কীরকম ছিল?)

➢ Britain was in the grip of lawlessness. Travellers were regular robbed and peasants were unhappy. (ব্রিটেন ছিল বিশৃঙ্খলার কবলে। পর্যটকদের নিয়মিত লুঠ করা হত এবং কৃষকরা ছিল। অসুখী।) 


16.  What did people find one day in a churchyard? (জনগণ একদিন গির্জাপ্রাঙ্গণে কী দেখল ? )

➢ One day in a churchyard people found a large stone on which was fixed a magnificent sword. (একদিন গির্জাপ্রাঙ্গণে জনগণ দেখল একটি বিরাট পাথর যার উপর পোঁতা ছিল এক রাজসিক তরবারি।) 


17.  Why did king Arthur fight battles ? (রাজা আর্থার কেন যুদ্ধ লড়েছিলেন ? )

➢ King Arthur fought battles so that no one could ill-treat the humblest of his subjects. (রাজা আর্থার অনেক যুদ্ধ লড়েছিলেন যাতে কেউ তার প্রিয় প্রজাদের সঙ্গে দুর্ব্যবহার করতে না পারে।)


18. What happened when Merlin and Arthur came to the edge of the deep lake ? (মেরলিন এবং আর্থার এলে কি হয়েছিল?)

➢  When Arthur and Merlin came to the edge of the deep lake, a beautiful arm with golden bracelets rose from the water. The hand held a sword set with rubies and emeralds. (যখন আর্থার এবং মার্লিন হ্রদটির ধারে এসে দাঁড়ালেন তখন হ্রদটি থেকে সোনার বালা পরা একটি সুন্দর হাত বেরিয়ে এল। সেই হাতে একটি তলোয়ার ধরা ছিল যাতে চুনি এবং পান্না খচিত ছিল।)


19. Who, according to Merlin, could possess the Excalibur ? (মার্লিনের মতে কে এক্সক্যালিবার পাওয়ার যোগ্য ছিল ?)

➢ According to Merlin, only an honest and fearless knight who protects the common people, can possess the Excalibur. (মার্লিনের মতে কেবল একজন সৎ এবং নির্ভীক নাইট, যে প্রজাদের রক্ষা করবে, সে-ই এক্সক্যালিবার পাওয়ার যোগ্য।)


20.  Describe the pavilion where the round table was placed, (সেই প্যাভেলিয়নটির বর্ণনা দাও যেখানে গোল টেবিলটি ছিল।)

➢ The pavilion was richly gilded and painted in crimson and dark blue. The floor was marbled In the middle of the room, there was a huge round oak table, richly carved, capable of seating fifty people. (প্যাভেলিয়নটি সোনার আস্তরণে মোড়া ছিল এবং তাতে গাঢ় লাল এবং নীল রং করা ছিল। মেঝেটি ছিল মার্বেল পাথরের। ঘরটির মাঝখানে পঞ্চাশ জন বসার যোগ্য একটি বিরাট, গোল ওক কাঠের সুন্দর নকশাকাটা টেবিল ছিল।)


21. What did King Arthur's devoted knights promise? (আর্থারের অনুগত নাইটরা কী শপথ নিয়েছিল?) 

➢ King Arthur's devoted knights promised that they would help the helpless, be gentle to the weak and punish the wicked. (আর্থারের অনুগত নাইটরা শপথ নিয়েছিল যে, তারা অসহায়দের সাহায্য করবে, দুর্বলের প্রতি নম্র আচরণ করবে এবং দুষ্টদের শাস্তি দেবে।)


22. Why did King Arthur smile when he was informed that the Excalibur was taken back into the lake by a beautiful arm ? (যখন রাজা আর্থারকে বলা হল যে, হ্রদ থেকে একটি সুন্দর হাত বেরিয়ে তলোয়ারটি নিয়ে নিয়েছে তখন তাঁর মুখে কেন হাসির রেখা দেখা গিয়েছিল?)

➢ King Arthur smiled because he was pleased to know that the Excalibur was returned to its original place. (রাজা আর্থারের মুখে হাসির রেখা দেখা গিয়েছিল কারণ তিনি এটা জেনে খুশি হয়েছিলেন যে এক্সক্যালিবার তলোয়ারটি তার প্রকৃত স্থানে ফিরে গিয়েছে।)


23.  Whom was King Arthur married to ? (কার সঙ্গে রাজা আর্থারের বিয়ে হয়েছিল?)

➢ King Arthur was married to a beautiful lady called Guinevere. She was the daughter of the king of Cornwall. (গিনিভিয়ের নামে এক সুন্দরী রমণীর সঙ্গে রাজা আর্থার-এর বিয়ে হয়েছিল। সে কর্নওয়াল-এর রাজার মেয়ে ছিল।)


24. Name the sword which the knight threw into the lake ? (যে তলোয়ারটিকে নাইটটি হ্রদের জলে ছুঁড়ে ফেলেছিল তার নাম কী ?)

➢ The name of the sword which the knight threw into the lake is Excalibur. (যে তলোয়ারটি নাইটটি হ্রদের জলে ছুঁড়ে ফেলেছিল তার নাম এক্সক্যালিবার।)


25. From whom did king Arthur accept the enchanted sword? (কার থেকে রাজা আর্থার মায়াবী তলোয়ারটি গ্রহণ করলেন?)

➢ King Arthur accepted the enchanted sword from a beautiful arm with golden bracelets. (সম্রাট আর্থার মায়াবী তলোয়ারটা একটি সোনার বালা পরিহিত সুন্দর হাত থেকে গ্রহণ করলেন)।)


26. What happened when the trusted knight threw the sword into the lake? (কী হল যখন বিশ্বস্ত নাইটটি হ্রদের জলে তলোয়ারটি ছুঁড়ে ফেলে দিল ?)

➢ When the trusted knight threw the sword into the lake, a beautiful arm with golden bracelets arose from it, caught the sword and disappeared into the water. (যখন বিশ্বস্ত নাইটটি হ্রদের জলে তলোয়ারটি ছুঁড়ে ফেলে দিয়েছিল তখন তার থেকে একটি সুন্দর সোনার বালা পরিহিত হাত উঠে এসেছিল এবং সেটি তলোয়ারটি নিয়ে হ্রদের জলে অদৃশ্য হয়ে গিয়েছিল।)


27. What was Arthur's last instruction ? (আর্থারের শেষ নির্দেশ কী ছিল ?)

➢Arthur's last instruction was to put him on a barge and sail him away. (আর্থারের শেষ নির্দেশ ছিল যে তাকে যেন বজরায় করে ভাসিয়ে দেওয়া হয়।)

No comments:

Post a Comment