দশম অধ্যায়
প্রশ্ন উত্তর
একাদশ অধ্যায় প্রশ্ন উত্তর
❐ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :
1. দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরে কত ডিগ্রি অক্ষাংশ রয়েছে ?
উঃ । দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরে 12 ° 28 ' ডিগ্রি অক্ষাংশ রয়েছে ।
2. দক্ষিণ আমেরিকা সর্ব দক্ষিণ অংশ কোনটি ?
উঃ । হর্ন অন্তরীপ ।
3. দক্ষিণ আমেরিকা মহাদেশে দেশের সংখ্যা কত ?
উঃ । 13 টি ।
4. দক্ষিণ আমেরিকা মহাদেশের বিখ্যাত শহরগুলোর নাম লেখো ।
উঃ । রিও - ডি - জেনিরো , সান্টিয়াগো , মন্টে ভিডিও , কুইটো , বুয়েনস - এয়ার্স ।
5. লাতিন আমেরিকা কাকে বলে ?
উঃ । দক্ষিণ আমেরিকা , মধ্য আমেরিকা , মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে একসঙ্গে লাতিন আমেরিকা বলা হয় ।
6. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কী ?
উঃ । আন্দিজ পর্বতমালা ।
7. পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কী ?
উঃ । টিটিকাকা ( 3 , 810 মিটার ) ।
৪. পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরিগুলোর নাম লেখো ।
উঃ । ( i ) মাউন্ট চিম্বোরাজো ( 6,272 মিটার ) । ( ii ) কটোপ্যাক্সি ( 5,896 মিটার ) ।
9. পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী ?
উঃ । অ্যাঞ্জেল জলপ্রপাত ।
10. পূর্বের উচ্চভূমি অঞ্চলটির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ? এর উচ্চতা কত ?
উঃ । পূর্বের উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ রোরোইমা । এর উচ্চতা 2,769 মিটার ।
11. লা - প্লাটা নদী কাকে বলে ?
উঃ । পারানা , প্যারাগুয়ে ও উরুগুয়ে এই তিনটি নদীর মিলিত প্রবাহকে একসাথে লা - প্পাটা নদী বলা হয় ।
12. আমাজন নদী অববাহিকায় গড় বৃষ্টিপাত কত ?
উঃ । 250-300 সেমি ।
13. সেলডা অরণ্যের আয়তন কত ?
উঃ । 55,00,000 বর্গ কিমি ।
14. কোন্ অরণ্যে বৃহৎ চাঁদোয়া দেখা যায় ?
উঃ । সেলভা অরণ্যে দেখা যায় ।
15. পৃথিবীতে কত শতাংশ জীবন্ত প্রজাতি সেলভা অরণ্যে বসবাস করে ?
উঃ । পৃথিবীতে 10 % জীবন্ত প্রজাতি সেলভা অরণ্যে বাস করে ।
16. দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ?
উঃ । আমাজন নদী ।
17. দক্ষিণ আমেরিকার কোন্ অঞ্চল কী রপ্তানিতে পৃথিবীতে কোন্ স্থান অধিকার করে ?
উঃ । দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে ।
18. পম্পাস অঞ্চলের কোন স্থান দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত ?
উঃ । আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত করডোবা অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত ।
19. পম্পাস অঞ্চল থেকে কী কী বিদেশে রপ্তানি করা হয় ?
উঃ । গো - মাংস , মাখন , পনির , চিজ , পশম , চামড়া , চর্বি ইত্যাদি ।
20. পম্পাস অঞ্চল কী নামে পরিচিত ?
উঃ । দক্ষিণ আমেরিকার শস্যভান্ডার নামে পরিচিত ।
21. পম্পাস অঞ্চলে পশুচারণ ভূমি কী নামে পরিচিত ?
উঃ । পম্পাস অঞ্চলে পশুচারণ ভূমি এস্টেনশিয়া নামে পরিচিত ।
22. পম্পাস অঞ্চলে কী কী ফসল উৎপন্ন হয় ?
উঃ । ভুট্টা , বার্লি , আখ , তুলা , নানারকম ফল ইত্যাদি ।
23. পম্পাস শব্দের অর্থ কী ?
উঃ । পম্পাস একটি শব্দ স্পেনীয় যার অর্থ বিস্তীর্ণ সমতলক্ষেত্র ।
24. পম্পাস অঞ্চলের আকৃতি কেমন ?
উঃ । পম্পাস অঞ্চলের আকৃতি অনেকটা আধখানা চাঁদের মতো ।
25. পম্পাস তৃণভূমি কোন্ কোন্ অঞ্চলে অবস্থিত ?
উঃ ! আর্জেন্টিনা ও উরুগুয়ের দক্ষিণ - পশ্চিমে লা - প্লাটা অববাহিকা অঞ্চলে পম্পাস তৃণভূমি অবস্থিত ।
26. পম্পাস তৃণভূমি অঞ্চলের প্রধান দুটি নদীর নাম কী ?
উঃ । পারানা ও প্যারাগুয়ে ।
27. কোন শহরকে ' চিরবসন্তের শহর ' বলা হয় ?
উঃ । কুইটো শহরকে ।
28. আমাজন নদীর উপনদী গুলির নাম লেখো ।
উঃ । আমাজন নদীর উপনদীগুলি হল জুরুয়া , পুরুস , জিগু , মাদরা ।
29. ওরিনাকো নদীর উপনদী গুলির নাম লেখো ।
উঃ । এরিনাকো নদীর উপনদীগুলি হল ক্যারোনি , মেতা , জাপুরে ।
30. ওরিনোকো নদী অববাহিকার সমভূমি কী নামে পরিচিত ?
উঃ । ওরিনোকো নদী অববাহিকা ল্যানোস সমভূমি নামে পরিচিত ।
31. আমাজন নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?
উঃ । আমাজন নদী আন্দিজ পর্বতের মিশমি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে ।
32. প্যারানা - প্যারাগয়ে নদীর অববাহিকার অবস্থিত সমভূমি কী নামে পরিচিত ?
উঃ । পারানা প্যারাগয়ে নদীর অববাহিকায় অবস্থিত সমভূমি গ্রানচাকো সমভূমি নামে পরিচিত ।
33. আমাজন নদীর উপনদীর সংখ্যা কত ?
উঃ । আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় 1000 - এর ও বেশি ।
34. লা - গ্লাটা নদীর মোহনা অঞ্চল কী নামে পরিচিত ?
উঃ । লা- প্লাটা নদীর মোহনা অঞ্চল রিও - ডি লা - প্লাটা নামে পরিচিত ।
35. পারানা ও প্যারাগয়ে নদী দুটি কোথা থেকে উৎপন্ন হয়েছে ?
উঃ । পারানা ও প্যারাগুয়ে নদী দুটি ব্রাজিলের পৃথক দুটি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে ।
36. দক্ষিণ আমেরিকার নদীগুলি চিরপ্রবাহী কেন ?
উঃ । দক্ষিণ আমেরিকার নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট হওয়ায় এগুলি চিরপ্রবাহী ।
37. আমাজন অঞ্চলে সারাবছর প্রচুর পরিমানে বৃষ্টিপাত হয় কেন ?
উঃ । আমাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত তাই এখানে সারাবছর প্রচুর পরিমানে বৃষ্টিপাত হয় ।
38. আমাজন নদীর প্রতি সেকেন্ডে জলপ্রবাহের পরিমান কত ?
উঃ । আমাজন নদীর প্রতি সেকেন্ডে জলপ্রবাহের পরিমান 2.09,000 ঘন মিটার ।
39. কার অভিযানের দ্বারা দক্ষিণ আমেরিকা মহাদেশটির কথা জানা যায় ?
উঃ । পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে পোর্তুগিজ নাবিক আমেরিগো ভেসপুচির অভিযানে এই মহাদেশটির কথা জানা যায় ।
40. আন্দিজ পর্বতমালার সর্বোচ্চশৃঙ্গের নাম কী ?
উঃ । অ্যাকোনকাজুয়া ( 6960 মিটার ) ।
41. আমাজন নদীর উত্তরদিকে কোন্ উচ্চভূমি অবস্থিত এবং এর সর্বোচ্চ শৃঙ্গ কী ?
উঃ । আমাজন নদীর উত্তরদিকে গায়না উচ্চভূমি অবস্থিত এবং এর সর্বোচ্চ শৃঙ্গ হল রোরোইমা ( 2739 মি ) ।
42. কাকে এবং কেন পৃথিবীর ফুসফুস ' বলা হয় ?
উঃ । আমাজন নদী অববাহিকায় অবস্থিত সেলভা অরণ্য পৃথিবীর 20 শতাংশ অক্সিজেনের জোগান দেয় তাই একে ‘ ' পৃথিবীর ফুসফুস ' বলা হয় ।
43. পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোন্টি এবং কেন ?
উঃ । পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় আর্জেন্টিনায় ।
44. ওরিনোকো নদীর উচ্চতা কত ।
উঃ । প্রায় 900 মিটার ।
45. আমাজন অববাহিকার আয়তন কত ?
উঃ । 70,50,000 বর্গ কিমি ।
❐ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :
1. আমাজন নদীর মোহনায় কোনো ব - দ্বীপ সৃষ্টি হয়নি কেন ?
উঃ । আমাজন অববাহিকা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত হওয়ায় ও প্রচুর পরিমাণে ঢালু হওয়ার কারণে সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে । আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জল নদীতে অবাধে প্রবেশ করে । মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্রস্রোতও খুব শক্তিশালী । এইসব কারণে আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি ।
2. পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্যভান্ডার বলা হয় কেন ?
উঃ । কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত । এখানকার উর্বর পলিমুক্তিকা ও পরিমিত বৃষ্টিপাত কৃষির পক্ষে অনুকূল । অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমান অনেক বেশি হয় । সেই কারণে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার বলা হয় ।
3. আটলান্টিক মহাসাগরের কিছু অঞ্চলে সমুদ্রের জলের লবণতা কম কেন ?
উঃ । আমাজন নদীর মোহনা অঞ্চলে বিপুল পরিমানে স্বাদু জল সমুদ্রে মিলিত হয় । তাই আটলান্টিক মহাসাগরের কিছু অঞ্চলে বেশ কিছুদুর পর্যন্ত সমুদ্রের জলের লবণতা কম ।
4. চিরহরিৎ বৃক্ষের বনভূমিতে কী কী গাছ ও জীবজন্তু দেখা যায় ?
উঃ । নিরক্ষরেখার উভয় পার্শ্বে বিশেষত আমাজন নদী অববাহিকায় ঘন চিরহরিৎ গাছের বনভূমি সৃষ্টি হয়েছে । এখানকার গাছগুলির পাতা বড়ো ও শক্ত । চিরহরিৎ বৃক্ষের বনভূমিতে রোজউড , আয়রন উড , ব্রাজিলনাট , বাঁশ প্রভৃতি গাছ দেখা যায় । গাছগুলি ঘনসন্নিবিষ্টভাবে জন্মায় বলে কোথাও কোথাও সূর্যালোক প্রবেশ করতে পারে না । বৃক্ষ শ্রেণির গাছের পাশাপাশি লতানো পরজীবী গাছও প্রচুর পরিমাণে জন্মায় । এখানে অ্যানাকোনডা সাপ , ট্যারেনটুলা মাকড়সা , মাছি , মাংসাশী পিঁপড়ে , রক্তচোষা বাদুড় জোঁক প্রভৃতি জীবজন্তু দেখা যায় ।
5. পম্পাস অঞ্চলে কী কী শিল্প গড়ে উঠেছে ?
উঃ । পুষ্পাস অঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণ ও অন্যান্য শিল্প গড়ে উঠেছে । পশুজাত কাঁচামালকে ভিত্তি করে গুঁড়ো দুধ , পনির , মাখন , ঘি , চিজ প্রভৃতি দুগ্ধজাত এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে । কৃষিজাত কাঁচামালকে কেন্দ্র করে ময়দা , চিনি , বেকারি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে ।
6. দক্ষিণ আমেরিকার ভূ - প্রাকৃতিক বৈচিত্র্যকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কী কী ?
উঃ । দক্ষিণ আমেরিকার ভূ - প্রাকৃতিক বৈচিত্র্যকে প্রধানত চারভাগে ভাগ করা হয়েছে । ( i ) পশ্চিমের পার্বত্য অঞ্চল , ( ii ) পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল , ( iii ) পূর্বের উচ্চভূমি অঞ্চল , ( iv ) মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল ।
7. আমাজন নদীর উৎস , মোহনা ও উপনদীর নাম লেখো । এই নদীর বৈশিষ্ট্য আলোচনা করো । উঃ । আন্দিজ পর্বতের মিশমি শৃঙ্গ থেকে আমাজন নদী উৎপন্ন হয়েছে । এই নদীর মোহনা হল উত্তর আটলান্টিক মহাসাগর । এর উপনদীগুলি হল জুরুয়া , পুরুস , জিল্লু , মাদিয়া । দৈর্ঘ্যের বিচারে আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী । নদী অববাহিকার আয়তন এবং জলপ্রবাহের দিক থেকে এই নদী পৃথিবীতে বৃহত্তম ।
8. দক্ষিণ আমেরিকা মহাদেশের নদনদীর বৈশিষ্ট্য সম্বন্ধে যা জানো লেখো ।
উঃ । ( 1 ) দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদনদী দীর্ঘ এবং আয়তনে বিশাল । ( ii ) নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট , তাই চিরপ্রবাহী । ( ii ) অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে । ( iv ) ওরিনোকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি ।
9. পম্পাস অঞ্চলের অবস্থান ও সীমা লেখো ।
উঃ । অবস্থান : পম্পাস অঞ্চলের উত্তরে গ্রানচাকো ও ব্রাজিল উচ্চভূমি , পূর্বে আটলান্টিক মহাসাগর , দক্ষিণে প্যাটাগোনিয়া মরুভূমি ও পশ্চিমে আন্দিজ পর্বতের পাদদেশে অঞ্চল অবস্থিত ।
সীমা : আর্জেন্টিনা ও উরুগুয়ের প্রায় সমগ্র অংশ নিয়ে এই তৃণভূমি অঞ্চল গঠিত । ব্রাজিলের দক্ষিণের সামান্য অংশ এর অন্তর্গত । এই তৃণভূমি অঞ্চল 30 ° দক্ষিণ থেকে 38 ° দক্ষিণ অক্ষাংশ এবং 54 ° পশ্চিম থেকে 65 ° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত ।
10. পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ও নদনদী সম্পর্কে লেখো ।
উঃ । পম্পাস তৃণভূমি অঞ্চল নদীবাহিত পলিমৃত্তিকা এবং বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা দ্বারা গঠিত হয়েছে । এই অঞ্চল সমভূমি হলেও কোথাও কোথাও ছোটো পাহাড় বা টিলা দেখা যায় । পম্পাস অঞ্চল পশ্চিমে আন্দিজ পর্বতের পাদদেশ থেকে পূর্বে আটলান্টিক মহাসাগরের দিকে ঢালু । পারানা ও প্যারাগুয়ে এই অঞ্চলের প্রধান দুটি নদী । আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস এয়ার্স শহরের কাছে এই দুটি নদীর মিলিত প্রবাহ লা - প্লাটা নামে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে ।
11. পম্পাস অঞ্চলের জলবায়ু সম্পর্কে লেখো ।
উঃ । পম্পাস অঞ্চল সমুদ্রের নিকটবর্তী হওয়ার জন্য জলবায়ু বেশ আরামদায়ক । গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 20 ° -24 ° সে . এবং শীতকালীন গড় তাপমাত্রা ৪ ° -10 ° সে . থাকে । বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম , 50-100 সেমি । এই বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিমদিকের তুলনায় পূর্বদিকে বেশি হয় ।
❑ রচনাধর্মী প্রশ্ন ও উত্তর :
1. দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চল ও মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল সম্বন্ধে যা জানো লেখো ।
উঃ । দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চল : পশ্চিমের পার্বত্য অঞ্চলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে প্রধানত আন্দিজ পর্বতমালা নিয়ে গঠিত । উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত এই পার্বত্য অঞ্চলটি বিস্তৃত । আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা । আন্দিজ পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণি । অ্যাকোনোকাগুয়া আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ । আন্দিজ পর্বতমালার বেশ কিছু জায়গায় পর্বতবেষ্টিত মালভূমি আছে ।
যেমন — বলিভিয়া , ইকুয়েডর , পেরু , টিটিকাকা মালভূমি । এই মালভূমিতে অবস্থিত টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ । এর উচ্চতা 3,810 মিটার । মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল : পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্বের উচ্চভূমির মাঝে এই বিশাল সমভূমি অএলটি অবস্থিত । এর আয়তন দক্ষিণ আমেরিকা মহাদেশের অর্ধেকেরও বেশি । ওরিনোকো , আমাজন ওলা প্লাটা ( পারানা , প্যারাগুয়ে , উরুগুয়ে ) নদীর সম্মিলিত অববাহিকা হল এই সমভূমি অঞ্চল । এই সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকায় বিভিন্ন নামে পরিচিত । ( 1 ) ওরিনোকো নদীর অববাহিকা । ( 2 ) আমাজন নদীর অববাহিকা ( 3 ) পারানা - প্যারাগুয়ে নদীর অববাহিকা গ্রানচাকো ও ( 4 ) লা - প্লাটা নদীর অববাহিকা পম্পাস সমভূমি নামে পরিচিত । এদের মধ্যে সেলভা সমভূমি বৃহত্তম । এখানেই পৃথিবীর চিরহরিং ও সেলভা অরণ্যের সৃষ্টি হয়েছে ।
2 দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি আলোচনা করো ।
উঃ । এই মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের অন্যতম কারণগুলি হল । ( i ) অক্ষাংশগত অবস্থান ( i ) সমদ্র থেকে দূরত্ব , ( iii ) ভূমির উচ্চতা , ( iv ) সমুদ্রস্রোত , ( v ) বায়ুপ্রবাহ । ( i ) অক্ষাংশগত অবস্থান : দক্ষিণে আমেরিকার উত্তরদিকে আর প্রায় মাঝবরাবর মকরক্রান্তি রেখা বিস্তৃত । অক্ষাংশগত অবস্থান হিসাবে মহাদেশটির 70 শতাংশ উয়ুমন্ডলে 20 শতাংশ নাতিশীতোষু মন্ডলে এবং 10 শতাংশ শীতল নাতিশীতোয় মন্ডলে অবস্থিত । ( ii ) সমুদ্র থেকে দূরত্ব : মহাদেশটির উত্তরাংশ প্রশস্ত এবং দক্ষিণাংশ অত্যন্ত সংকীর্ণ । এই কারণে মহাদেশের উত্তরে অভ্যন্তরভাগে সমুদ্রের প্রভাব পড়ে না । ( iii ) ভূমির উচ্চতা : প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র পশ্চিমাবায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে মহাদেশের দক্ষিণে প্রবেশ করতে পারে না । তাই এখানে প্যাটাগোনিয়া মরুভূমির সৃষ্টি হয়েছে । আন্দিজ পর্বত , গায়না উচ্চভূমি ও ব্রাজিলের উচ্চভূমি উন্নমণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও এখানে উন্নতা সারাবছর কম থাকে ।
( iv ) সমুদ্রস্রোতঃ একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও উয় ব্রাজিল স্রোতের জন্য মহাদেশের পূর্বদিকের জলবায়ু উ হয় । শীতল পেরু স্রোতের জন্য পশ্চিমদিকের জলবায়ু শীতল হয় । ( v ) বায়ুপ্রবাহ ঃ এই মহাদেশের পশ্চিমপ্রান্তে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে । দক্ষিণ - পূর্ব আয়ন বায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে এই পর্বতের পশ্চিমঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে ।
3. পম্পাস অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ , কৃষিকাজ ও খনিজ সম্পদ সম্পর্কে লেখো ।
উঃ । স্বাভাবিক উদ্ভিদ ঃ বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে । তবে পূর্বদিকে বৃষ্টিপাত তুলনায় বেশি হওয়ার জন্য তৃণভূমির মাঝে কোথাও কোথাও পপলার , ইউক্যালিপটাস গাছ দেখা যায় । তৃণভূমি অঞ্চলের অধিকাংশই পরিবহন ও কৃষিকাজের জন্য কেটে ফেলা হয়েছে । কৃষিকাজ : কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত । এখানকার নদীগঠিত উর্বর পলিমৃত্তিকা , পরিমিত বৃষ্টিপাত কৃষিকাজের পক্ষে অনুকূল । এখানকার প্রধান কৃষিজ ফসল হল গম । আর্জেন্টিনার এত বেশি পরিমাণে গম উৎপন্ন হয় যে , এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে । গম ছাড়াও এখানে ভুট্টা , আখ , তুলা , নানারকম ফল ও শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় । অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ বেশি । বর্তমানে পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্যভান্ডার নামে পরিচিত । খনিজ সম্পদ : পম্পাস অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয় । সেইজন্য এখানে বড়ো কোনো । গড়ে ওঠেনি । এখানে পর্যাপ্ত পরিমাণে পশুজাত ও কৃষিজাত দ্রব্য পাওয়া যায় । এগুলিকে ভিত্তি করে এখানে খাদ্য প্রক্রিয়াকরণ ও অন্যান্য শিল্প গড়ে উঠেছে । পশুজাত কাঁচামালকে ভিত্তি করে গুঁড়ো দুধ , পনির , মাখন , ঘি , চিজ প্রভৃতি দুগ্ধজাত এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে । কৃষিজাত কাঁচামালকে কেন্দ্র করে ময়দা , চিনি , বেকারি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে ।
4. পম্পাস অঞ্চলের পশুপালন সম্বন্ধে যা জানো লেখো ।
উঃ । পম্পাস অঞ্চল পশুপালনের উপযোগী । এখানকার পশুচারণ ভূমিকে এস্টেনশিয়া বলা হয় । এখানকার অধিবাসীরা প্রধানত মাংস এবং দুধের জন্য পশুপালন করে । এই অঞ্চলের পূর্বদিকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে গবাদি পশু ও দক্ষিণ - পশ্চিমে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ভেড়া পালন করা হয় । আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত করডোবা অশাল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত । এখানে প্রধানত দুগ্ধ প্রদানকারী গোরু প্রতিপালন করা হয় । বুয়েনস এয়ার্স প্রদেশের দক্ষিণ - পূর্ব অংশ হল পম্পাস অঞ্চলের প্রধান পশুপালন কেন্দ্র । আর্জেন্টিনায় প্রায় 40 শতাংশ ভেড়াই বুয়েনস এয়ার্স প্রদেশে প্রতিপালন করা হয় । পম্পাস অঞ্চল থেকে প্রচুর পরিমাণে গো - মাংস , মাখন , পনির , চিজ , পশম , চামড়া , চর্বি বিদেশে রপ্তানি করা হয় । মাংস রপ্তানিতে পম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে ।
5. সেলভা বনভূমির বিবরণ দাও ।
উঃ । নিরক্ষরেখার উভয় পাশে বিশেষত আমাজন নদী অববাহিকার অধিকাংশ স্থান জুড়েই এই বনভূমি দেখা যায় । এখানে ঘন চিরহরিৎ গাছের বনভূমির সৃষ্টি হয়েছে । এই অরণ্য পৃথিবীর বৃহত্তম , ঘন ক্রান্তীয় বৃষ্টি অরণ্য , যা আয়তনে ভারতীয় উপমহাদেশের দ্বিগুণেরও বেশি । এখানকার গাছগুলোর পাতা বড়ো , শক্ত ও ঘনসন্নিবিষ্ট হওয়ায় সূর্যের আলো অরণ্যের তলদেশে পৌঁছতে পারে না । ফলে অরণ্যের তলদেশ স্যাঁতস্যাঁতে প্রকৃতির । দুর্গম ও অপ্রবেশ্য সেলভা অরণ্যে বৃষ্টিশ্রেণির গাছ , লতানে পরজীবী গাছের পাশাপাশি ফার্ন , ছত্রাক , শৈবাল ও বিভিন্ন ধরনের আগাছা জন্মায় । এই অরণ্যে বিষাক্ত অ্যানাকোনডা দেখা যায়।
No comments:
Post a Comment