Class 7 Poribesh O Bigyan Questions Answers Chapter -1 | Class 7th Science | সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত পরিবেশ প্রশ্ন উত্তর | ক্লাস সেভেন পরিবেশ ও বিজ্ঞান তাপ প্রশ্ন উত্তর - Psycho Principal

Fresh Topics

Sunday, 22 December 2024

Class 7 Poribesh O Bigyan Questions Answers Chapter -1 | Class 7th Science | সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত পরিবেশ প্রশ্ন উত্তর | ক্লাস সেভেন পরিবেশ ও বিজ্ঞান তাপ প্রশ্ন উত্তর

                   

প্রথম অধ্যায় ভৌত পরিবেশ - তাপ
প্রশ্ন উত্তর




সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি বিশেষ গুরুত্ব পূর্ণ অধ্যায় হলো, ভৌত পরিবেশ এবং তার একটি পার্ট হলো "তাপ" । এই অধ্যায়ের পার্ট তাপ থেকে কিছু বিশেষ বিশেষ প্রশ্ন উত্তর করা হয়েছে এই পোস্টটিতে । 


প্রথম অধ্যায় পার্ট -২ "আলো"  প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো

👉 ( পার্ট -২ আলো প্রশ্ন উত্তর )


⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1 

1. সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্কের মান কত?

উঃ। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100°C। সেলসিয়াস স্কেলের নিম্নস্থিরাঙ্ক 0°C।


2. ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্কের মান কত?

উঃ। ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্বস্থিরাঙ্ক 212°F ফারেনহাইট থার্মোমিটারের নিম্নস্থিরাঙ্ক 32°F

3. বরফ গলনের লীনতাপ কত? এর অর্থ কী?

উঃ। বরফ গলনের লীনতাপ 80 ক্যালোরি/গ্রাম। অর্থাৎ 0°C উষ্মতার 1 গ্রাম বিশুদ্ধ বরফ এই উন্নতার । গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে।


 4. জলের বাষ্পীভবনের লীনতাপ 537 ক্যালোরি/গ্রাম'—বলতে কী বোঝ?

উঃ। 100°C উন্নতায় 1 গ্রাম জল 537 ক্যালোরি তাপ গ্রহণের মাধ্যমে 100°C উষ্ণতার | গ্রাম বাষ্পে রূপান্তরিত হয়। 


5. দুটি গাছের পাতার নাম বলো যারা দিনের বেলায় নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় এবং রাত হলে মুড়ে যায় ?

উঃ। বাবলা এবং আমরুল গাছের পাতা দিনের বেলায় নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় এবং রাতে মুড়ে যায়।


6. ঘরের উষ্ণতায় এক বালতি জলে এক টুকরো বরফ ফেললে তাপ কোন্ দিকে প্রবাহিত হবে? কতক্ষণ এই তাপপ্রবাহ চলবে ? 

উঃ। জলের চেয়ে বরফের তাপ কম বলে জল তাপ বর্জন করবে এবং বরফ সেই তাপ গ্রহণ করবে। অর্থাৎ তাপ জল থেকে বরফের দিকে প্রবাহিত হবে এবং যতক্ষণ না পর্যন্ত জল এবং বরফগলা জলের তাপমাত্রা সমান না হয় ততক্ষণ এই তাপপ্রবাহ চলতে থাকবে। 


7. উন্নতার একক কী ?

উঃ। উন্নতার একক "C (ডিগ্রি সেলসিয়াস) এবং °F (ডিগ্রি ফারেনহাইট)। 


8. 0°C ও 0°F-এর মধ্যে কোনটি কম?

উঃ। এদের মধ্যে 0°F কম।


9. কোন্ কোন্ প্রাণীরা গরম বালিতে রোদ পোহায় ? 

উঃ। গিরগিটি, সাপ প্রভৃতি ঠান্ডা রক্তের প্রাণীরা গরম বালিতে রোদ পোহায়।


10. উয়তার কোন মান সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলেই সমান হয়?

উঃ। উচ্চতার মান উভয় স্কেলেই সমান হয়।


11. সুস্থ মানুষের দেহের উন্নতা কত?

উঃ 98.4F


⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3

1. তাপের সংজ্ঞা দাও। তাপের একক কী কী ?

উঃ। তাপ ঃ তাপ একপ্রকার শক্তি। দুটি ভিন্ন উন্নতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে বেশি উষ্ণতার বস্তুটি থেকে কিছু পরিমাণ শক্তি কম উন্নতার বস্তুটিতে চলে যায়। এই বিনিময় ঘটা শক্তিকেই তাপ বলা হয়।—যা গ্রহণে কোনো বস্তু উত্তপ্ত হয় এবং যা ত্যাগ করলে ঐ বস্তু ঠান্ডা হয়ে যায়।

তাপের একক : C.GS. পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। S.I. পদ্ধতিতে তাপের একক জুল।


2. থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতে কী বোঝ ? 

উঃ। নিম্ন স্থিরাঙ্ক : প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উয়তায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয়, সেই উন্নতাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়।

-ঊর্ধ্ব স্থিরাঙ্ক ঃ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে নির্দিষ্ট উয়তায় বিশুদ্ধ বরফ গলে জল হয়, সেই উন্নতাকে নিম্ন স্থিরাঙ্ক বলা হয়।


3. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল কাকে বলে ?

উঃ। সেলসিয়াস স্কেল ঃ এর উদ্ভাবক বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস। এর ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক যথাক্রমে 100°C এবং 0°C। প্রাথমিক অন্তরের ঘরসংখ্যা 100 টি।

ফারেনহাইট স্কেল : এর উদ্ভাবক বিজ্ঞানী গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট। এর ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক যথাক্রমে 212°F এবং 32°F । প্রাথমিক অন্তরের ঘরসংখ্যা 180 টি।


4. গলন এবং কঠিনীভবন কাকে বলে ?

উঃ। গলন : তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে।

কঠিনীভবন : তাপ নিষ্কাশনের ফলে তরল পদার্থের কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কঠিনীভবন বলে। 


5. বাষ্পীভবন এবং ঘনীভবন কাকে বলে?

উঃ। বাষ্পীভবন ঃ তাপ প্রয়োগে তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে।

ঘনীভবন : তাপ নিষ্কাশনের ফলে পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। 


6. লীনতাপ কাকে বলে? এর একক কী ?

উঃ। লীনতাপ : উয়তা অপরিবর্তিত রেখে একক ভরের কোনো পদার্থের অবস্থার সম্পূর্ণ পরিবর্তন ঘটাতে যে হয়, সেই তাপকে ঐ পদার্থের ঐ অবস্থার পরিবর্তনের লীনতাপ বলে। পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে C.G.S. পদ্ধতিতে লীনতাপের একক ক্যালোরি/গ্রাম।

S.I. পদ্ধতিতে লীনতাপের একক জুল/ কিলোগ্রাম। 


7. হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন?

উঃ। স্পিরিট বা ইথার হল উদ্বায়ী পদার্থ (এই ধরনের পদার্থের খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয়)। বাষ্পীভবনের জন্য লীনতাপের প্রয়োজন। এই প্রয়োজনীয় লীনতাপ স্পিরিট সংলগ্ন পরিবেশ ও হাত থেকে সংগ্রহ করে। ফলে হাতের ওই অংশ তাপ হারায়। তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উন্নতা কমে যায়। ফলে ওই অংশে ঠান্ডার অনুভূতি হয়।


৪. মাটির কলশির জল ঠান্ডা থাকে কেন ?

উঃ। মাটির কলশির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমান জল কলশির বাইরে বেরিয়ে আসে। তখন তার বাষ্পীভবন ঘটে। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ ওই বেরিয়ে আসা জল এবং কলশি তার ভেতরে থাকা জলের থেকে সংগ্রহ করে। ফলে কলশি ও কলশির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে।


9. স্নান করে ওঠার পর পাখা চালিয়ে তার নীচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন?

উঃ। স্নান করে ওঠার পর আমাদের শরীরের ত্বকে কিছু জলকণা লেগে থাকে। সেই জলকণাগুলি বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত জলীয় বাষ্পে পরিণত হয়। এই বাষ্পীভবন প্রক্রিয়ার জন্য লীনতাপের প্রয়োজন। এই প্রয়োজনীয় লীনতাপ আমাদের শরীর ত্বক থেকে সংগ্রহ করে। ফলে তাপ হারিয়ে আমাদের শরীর ঠান্ডা হয়ে পড়ে। এই কারণে স্নান করে পাখার নীচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয়।


10. জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন?

উঃ। জল দিয়ে ঘর মোছার পর মেঝের উপর ছোটো ছোটো জলবিন্দু থাকে। এই জলবিন্দুগুলি বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত জলীয় বাষ্পে পরিণত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ জলবিন্দুগুলি সংলগ্ন মেঝে থেকে সংগ্রহ করে। ফলে মেঝে তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়।


11. গরমকালে ঘরের জানালা দরজা খোলা রেখে ভেজা পরদা টাঙানো হলে ঘর বেশ ঠান্ডা থাকে কেন ?

উঃ। গরমকালে ঘরের জানালা দরজায় ভেজা পরদা টাঙানো হলে, বাইরের গরম বায়ু ঘরের মধ্যে প্রবেশ করার সময় পরদায় অবস্থিত অসংখ্য জলবিন্দুগুলি বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত জলীয় বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়ার জন্য। প্রয়োজনীয় লীনতাপ জলবিন্দুগুলি সংলগ্ন পরদা এবং সংলগ্ন বায়ু থেকে গ্রহণ করে। ফলে পরদা এবং পরদা সংলগ্ন বায়ু ঠাণ্ডা হয়। এই কারণে সমস্ত ঘর ঠান্ডা থাকে।


12. কীসের ভিত্তিতে বিভিন্ন জীবের দেহে তাপের তারতম্য হয়?

উঃ। কোনো জীব কতটা তাপ দেহের ভিতরে তৈরি করতে পারে এবং বাইরের পরিবেশের সঙ্গে ওই জীবের কতটা পরিমাণ তাপের আদান প্রদান হয় তার ভিত্তিতেই বিভিন্ন জীবের দেহে তাপের তারতম্য হয়।

No comments:

Post a Comment