Class 7th Bangla Boi Porar Kayda Kakun Questions And Answers | ক্লাস সেভেন বাংলা বই পড়ার কায়দা কানুন প্রশ্ন উত্তর | বই পড়ার কায়দা কানুন প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণী বাংলা - Psycho Principal

Fresh Topics

Thursday, 19 December 2024

Class 7th Bangla Boi Porar Kayda Kakun Questions And Answers | ক্লাস সেভেন বাংলা বই পড়ার কায়দা কানুন প্রশ্ন উত্তর | বই পড়ার কায়দা কানুন প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণী বাংলা

  

বই পড়ার কায়দা কানুন
প্রশ্ন উত্তর





সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের একটা অধ্যায় হলো "বই পড়ার কায়দা কানুন" এই অধ্যায় থেকে কিছু বিশেষ প্রশ্নের উত্তর করে দেওয়া হলো নিম্নের পোষ্টটিতে ।



১. দর্শন বিষয়টি কেন তৈরি হয়েছিল?

উঃ। অনেকদিন আগে গুহায় বাস করার সময়কালীন মানুষের মনে নানারকম প্রশ্ন জন্ম নিত। এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় যে বিষয় তৈরি হয়েছে তার নাম দর্শন।


২. মানুষের মনে কীভাবে আলৌকিক শক্তি সম্পর্কে ধারণা জন্মাল ?

 উঃ। বিদ্যুৎ, বাজপড়া, প্রবল বৃষ্টি প্রকৃতির এইসব ঘটনায় মানুষের মনের ভয় থেকে জন্ম হল অলৌকিক শক্তি সম্বন্ধে ধারণা।


৩. ধর্ম কোন্ বিষয় নিয়ে গড়ে উঠল?

উঃ। অলৌকিক শক্তির ধারণা থেকে যে বোধ সৃষ্টি হল তা মানুষকে সুন্দর জীবনধারণ ও আচরণ করতে শেখাল, আমাদের ধারণ করল। এই নিয়ে গড়ে ওঠা বিষয়টি হল ধর্ম।


৪. সমাজবিদ্যা কী? মানুষ কেন সমাজ তৈরি করেছিল? 

উঃ। সমাজের নানা দিক নিয়ে যে জ্ঞান তাকে বলে সমাজবিদ্যা । অনেক পরে মানুষ গুহাজীবন ছেড়ে একে অপরের সঙ্গে মিলেমিশে সহযোগিতা করে বাঁচার জন্য সমাজ তৈরি করেছিল।


৫. ভাষা কী?

উঃ। সমাজ তৈরির পর প্রথমেই মানুষের দরকার হল নিজের মনের ভাব অন্যকে বোঝানো এবং অন্যেরা কী বলতে চায় তা বোঝা। এইভাবেই ভাষার সৃষ্টি হল।


৬. মানুষ বিজ্ঞান বিষয়টি কীভাবে শিখল?

উঃ। মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে জেনে ফেলল তার চারপাশে ঘটতে থাকা বিভিন্ন ঘটনার পিছনে থাকা আসল কারণগুলি কী কী? এভাবেই মানুষ বিজ্ঞান বিষয়টি শিখে নিল।


৭. বিজ্ঞানের ভাগগুলি কী কী ?

উঃ। গণিত, মহাকাশবিজ্ঞান, রসায়ন, ভূ-বিজ্ঞান, জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান প্রভৃতি হল বিজ্ঞানের বিভিন্ন ভাগ।


৮. প্রযুক্তি কাকে বলা হয় ?

উঃ। বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ শিখে ফেলল চাষবাস, আবিষ্কার করল নানা যন্ত্রপাতি। এর ফলে জীবন অনেক সহজ হল। জ্ঞানের এই দিকটিকে বলা হয় প্রযুক্তি।


৯. মানুষের মাথার মধ্যে কটি ঘর আছে? সেখানে কারা বাস করে? এরা কী করে? 

উঃ। মানুষের মাথার মধ্যে তিনটি ঘর আছে। একটি ঘরে বাস করে যুক্তি আর বুদ্ধি। দ্বিতীয় ঘরে বাস করে কল্পনা, আর তৃতীয় ঘরে বাস করে স্মৃতি। মানুষের যাবতীয় কাজ পিছন থেকে নিয়ন্ত্রণ করে এই যুক্তি, কল্পনা ও স্মৃতি।


১০. শিল্প কীভাবে সৃষ্টি হল ?

উঃ। কল্পনাশক্তি দিয়ে মানুষ ছবি আঁকল, মূর্তি বানাল, গান গাইল, নাটক করল, খেলাধূলা করল, এভাবেই সৃষ্টি হলো শিল্প।


১১. কাকে সাহিত্য বলা হল ?

উঃ। মানুষ যখন লিখতে শিখল তখন সৃষ্টি হল কবিতা, নাটক, গল্প, উপন্যাস ও প্রবন্ধ। এই বিষয়গুলিকে বলা হলো সাহিত্য।


১২. এইসব সৃষ্টিকে কে ধরে রাখল? তার নিয়ন্ত্রণে কী কী রইল?

উঃ। এইসব সৃষ্টিকে ধরে রাখল স্মৃতি। তার নিয়ন্ত্রণে রইল তিনটি বিষয় ইতিহাস, ভূগোল ও জীবনী।


১৩. কে কবে কোন্ পদ্ধতিতে লাইব্রেরিতে সব বিষয়ের বইকে সাজানোর উপায় আবিষ্কার করেছিলেন? 

উঃ। ১৮৭৬ সালে মেলভিল ডিউই নামের আমেরিকার একজন গণিতজ্ঞ ও গ্রন্থাগার বিজ্ঞানী ০ থেকে ৯ দশমিক চিহ্ন ব্যবহারের মাধ্যমে এক একটা বিষয় চিহ্নিত করে সব বিষয়ের বইকে লাইব্রেরিতে সাজানোর উপায় আবিষ্কার করেছিলেন।

No comments:

Post a Comment