বাংলা
প্রশ্ন উত্তর
👉(কাজী নজরুলের গান প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণী)
◾অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ কোন সম্রাট অশোক স্তম্ভ ’ কে দিল্লি নিয়ে এসেছিলেন ?
উত্তর । ফিরোজ তুঘলক ‘ অশোক স্তম্ভ ’ কে দিল্লি নিয়ে এসেছিলেন ।
১.২ কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন ?
উত্তর । কুতুবুদ্দিন আইবকের নামে কুতুব মিনার নামকরণ করা হয় । কারণ উনি এই মিনারটি তৈরি করার পরিকল্পনা করেন ।
১.৩ কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন ?
উত্তর । আলাউদ্দিন খিলজি কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেষ্টা করেছিলেন ।
১.৪ মিনারেট বা মিনারিকা কী ? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায় ?
উত্তর । মসজিদ , সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার কখনো থাকে , কখনো থাকে না , • তার নাম মিনারেট বা মিনারিকা ।
→ মিনারের সঙ্গে মিনারিকার পার্থক্য হল মিনার আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় স্তম্ভ হিসেবে দাঁড়ায় । কিন্তু মিনারিকা কোনো ইমারতের অঙ্গ হিসেবে থাকে ।
১.৫ আহমদাবাদ শহরটি কোন রাজার নামানুসারে হয়েছে ? এই শহরটি কোন রাজ্যের রাজধানী ?
উত্তর । এ রাজা আহমেদের নাম অনুসারে শহরটির নাম হয়েছে ।
→ আহমদাবাদ গুজরাতের রাজধানী ।
২. নীচে যাদের নাম রয়েছে , তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও :
উত্তর । ২ : ১ কানিংহাম— কানিংহাম ছিলেন প্রখ্যাত ঐতিহাসিক । তিনি নানাবিধ ঐতিহাসিক বিষয় নিয়ে গবেষণা করেছেন , যার মধ্যে উল্লেখযোগ্য হল কুতুবমিনার নিয়ে ঐতিহাসিক ভাবনা ।
২.২ ফার্গুসন— ফার্গুসনও একজন প্রখ্যাত ইতিহাসবিদ । ইতিহাসের নানা বিষয় নিয়ে তিনি যাবতীয় ঐতিহাসিক গবেষণা ও নানা প্রমাণের চেষ্টা করেন আজীবন ।
২.৩ সৈয়দ আহমেদ — সৈয়দ আহমেদ ছিলেন একজন প্রখ্যাত ঐতিহাসিক । স্থাপত্যবিদ্যায় তাঁর জ্ঞান সংশয়াতীত । ইনি মুঘল স্থাপত্য বিষয়ে দীর্ঘদিন গবেষণা চালিয়েছেন ।
৩ : কয়েকটি বাক্যে উত্তর দাও :
৩.১ ‘ কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার' এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা উল্লেখ করো ।
উত্তর । ক . কুতুব পাঁচতলার মিনার । -
খ . কুতুব মিনারের প্রথম তলাতে আছে ' বাঁশি ’ ও ‘ কোণে ’ - র পর পর সাজানো নকশা ।
গ . কুতুব মিনারের দ্বিতীয় তলা সাজানো আছে শুধু বাঁশি দিয়ে ।
ঘ . কুতুব মিনারে কতকগুলি ব্যালকনি আছে ।
ঙ . কুতুব মিনারের গায়ে সারি সারি লতা - পাতা , ফুলের মালা এবং চক্রের নকশার যাবতীয় কারুকার্য আছে ।
৩.২ মিনারটির গঠনে হিন্দু - মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কীভাবে ধরা পড়েছে তা লেখো ।
উত্তর । কুতুব মিনারের গায়ে বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা - পাতা , ফুলের মালা , চক্রের নকশা । এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখার সারি । এভাবে সমগ্র শিল্পকর্মে হিন্দু ও মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারা ধরা পড়ে ।
৩.৩ কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন্ কোন্ স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন ?
উত্তর । ক . তাজমহল । খ . দিল্লির সেক্রেটারিয়েট । গ . রাজভবন । ঘ . ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রভৃতি স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন লেখক ।
৩.৪ আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন ?
উত্তর । আলাউদ্দিন কুতুবের দ্বিগুণ উচ্চতার মিনার গড়তে চেষ্টা করেন । কিন্তু ইমারত মাত্রেই অপটিমাম সাইজ— যার চেয়ে ইমারত বড়ো হলে খারাপ দেখায় , ছোটো হলেও খারাপ দেখায় । শেষ পর্যন্ত ইমারত গড়ে ওঠেনি । তার আগেই আলাউদ্দিন খিলজি মারা যান ।
No comments:
Post a Comment