👉(তুমি নির্মল করো মঙ্গল করে প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণী)
▨ কবি পরিচিতি ঃ
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর জন্ম হয় ১৮৯৮ সালে বর্ধমানের চুরুলিয়া । গ্রামে। গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় এই কবির বিখ্যাত কবিতাগুলি হল বিদ্রোহী, সাম্যবাদী। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অগ্নিবীণা, বিষের বাঁশী, ভাঙার গান, চক্রবাক প্রভৃতি। তিনি ‘ধুমকেতু' নামে এক পাক্ষিক পত্রিকা প্রকাশ করেন। এছাড়া তিনি উপন্যাস, ছোটোগল্প ও কিছু নাটকও লিখেছেন। তাঁর রচিত অজস্র গান বাঙালির অমূল্য সম্পদ। ১৯৭৬ সালে ঢাকায় কবির জীবনাবসান। হয়।
▨ মর্মার্থ :
কবি এই কবিতায় জাতধর্মের নামে মানুষের অপমানের কথা বলেছেন। যে সমস্ত গোঁড়া মানুষজন জাতের নামে, ছোঁয়াছুঁয়ির নামে জুয়া খেলে চলেছেন কবি তাদের বলেছেন জাত ছেলের হাতের মোরা নয় যে ছুঁলেই তা চলে যাবে। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি জাতের নামে ভিন্ন করলেই যদি ভাবা যায় জাতির প্রাণ বাঁচাবে তাহলে তা মুর্খামি। এইভাবেই এক ভারতজোড়া জাতি আজ শত টুকরো হতে বসেছে। তাই আজ মানুষ জাতির নামে শিয়ালের হুক্কাহুয়া চলেছে। খবি তাই বলেছেন প্রকৃত ধর্ম হল বর্মের মত সহনশীল, ছোঁয়াছুয়ির ঢিল মারলে সে ভাঙবে না। আর যে জাতধর্ম যত ঠুনকো হবে আজ নয় কাল তা একদিন ভাঙবেই। তাই কবির আশা সেই ঠুনকো জাত জাহান্নামে যাক কোনোও পরোয়া নেই, কিন্তু মানুষ জাতি চিরদিন থেকে যাবে।
⬛ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটা প্রশ্নের মান -1
1.জাতের নামে (জালিয়াতি/ বজ্জাতি/দোস্তি) সব।
উঃ বজ্জাতি।
2.জাত (ছেলের/খোকার/বাছার) হাতে নয়তো মোয়া ।
উঃখোকার।
3.করলি তোরা এক জাতিকে (একশ/শত/হাজার) খান।
উঃ একশ।
4.যে জাত ধৰ্ম (পলকা/ঠুনকো/অপলক) এত
উঃ মানুষ।
5. রইবে (জাতি/মানুষ/জনগণ), নাই পারোয়া।
উঃ ঠুনকো।
⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1
১. কে জুয়া খেলছে বলে কবি মনে করেন ?
উঃ। জাত জালিয়াতরা জুয়া খেলছে বলে কবি মনে করেন।
২. এক জাতিকে, কারা কী করল?
উঃ। এক জাতিকে বেকুব অর্থাৎ বোকার দল একশ খান টুকরো করল।
৩. 'মানুষ নেই আজ’—তাহলে কী আছে বলে কবি মনে করেন ?
উঃ। মানুষের বদলে শুধু জাত-শেয়ালের হুক্কাহুয়া আছে বলে কবি মনে করেন।
৪. ধর্ম কেমন বলে কবি মনে করেন?
উঃ। কবি মনে করেন ধর্ম বর্মের মতো সহনশীল।
৫. কী থাকবে বলে কবি বলেছেন?
উঃ। জাত জাহান্নমে গেলেও মানুষ থাকবে বলে কবি মনে করেন
৬. আজ নয় কাল কী ভাঙবে?
উঃ। যে জাতধর্ম ঠুনকো তা আজ নয় কাল ভাঙবে।
⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3
১. কবি জাতের নামে কী কী চলছে বলে মনে করেন?
উঃ। জাতের নামে বজ্জাতি চলছে আর তাই নিয়েই কিছু জালিয়াৎ মানুষকে বোকা বানিয়ে জুয়া খেলছে বলে কবি মনে করেন।
২. জাত ব্যবসায়ীরা কীভাবে এক জাতিকে একশ খান করে তুলেছে?
উঃ। জাত ব্যবসায়ী হুঁকোর জল আর ভাতের হাঁড় নিয়ে যে বিচার রয়েছে তাকেই জাতির জীবন মনে করেছিল। তাই তাকে আলাদা করে দিয়ে ভেবেছিল যে জাতধর্ম ও প্রাণ বেঁচে গেছে। কিন্তু তারা মুর্খ তাই ভারতজোড়া এক জাতিকে তারা একশোখানা টুকরো করে তুলেছে।
৩. কবির মতে ধর্ম কী ?
উঃ। কবির মতে ধর্ম যুদ্ধের বর্মের মতো দৃঢ় ও সহনশীল, তা এত ঠুনকো নয় যে আজ অথবা কালকে ছোঁওয়াছুয়ির একটি ছোটো ঢিলে বা আঘাতে তা ভেঙে যাবে।
৪. ‘নাই পরোয়া’—কবি পরোয়া করেন না কেন?
উঃ। কবির মতে যে জাতধর্ম এত ঠুনকো তা আজ নয় কাল ভেঙে যাবেই। কবি চান সেই ঠুনকো জাতধর্মের বিনাশ হোক। তাই সেই জাতধর্ম জাহান্নাম গেলেও কবির পরোয়া নেই কারণ তিনি মনে করেন মানুষ চিরকাল থাকবে। সবার চেয়ে বড়ো ধর্ম মানবধর্ম, তার সমাপ্তি নেই। কারণ কবির মতে মানবতার বিনাশ ঘটে না।
No comments:
Post a Comment