👉(সপ্তম শ্রেণীর বাংলা স্বাধীনতা সংগ্রামে নারী প্রশ্ন উত্তর )
⬛ লেখক পরিচিতি ঃ
মাইকেল অ্যানটনির জন্ম ওয়েস্ট ইন্ডিজের মেয়ারোতে ১৯৩০ সালে। মেয়ারো ত্রিনিদাদে শিক্ষাপর্ব শেষ করে ইস্পাত কারখানায় কাজ নেন। তারপর ইংল্যান্ডসহ নানা দেশ-বিদেশে পাড়ি জমান। পরম মমতা ও আশ্চর্য দক্ষতায় তিনি আপাত তুচ্ছ ঘটনাকে সজীব করে তোলেন। ত্রিনিদাদ ও টোবাগোর জীবন তার রচিত গল্পে আশ্চর্য মূর্ত ও সজীব হয়ে উঠেছে। তাঁর বিখ্যাত উপন্যাসগুলি হল 'গ্রিন ডেজ বাই দ্য রিভার' (নদীর ধারে সবুজ দিনগুলি, ১৯৬৭), স্ট্রিটস অফ কনফ্লিক্ট' (পথে পথে সংঘাত, ১৯৭৬) উল্লেখযোগ্য। ‘ক্রিকেট ইন দ্য রোড অ্যান্ড আদার স্টোরিজ' (রাস্তায় ক্রিকেট ও অন্যান্য গল্প, ১৯৭৩) তাঁর রচিত গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য। পাঠ্য গল্পটির তরজমা করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়।
⬛ রচনা পরিচয় ঃ
গদ্যাংশটিতে তিন বন্ধুর মধ্যে রাস্তায় ক্রিকেট খেলতে খেলতে বন্ধুত্ব বিচ্ছেদ এবং তার দীর্ঘদিন বাদে অভিমান দূরে সরিয়ে রেখে আবার তাদের ক্রিকেট খেলার মধ্যে মিলন হওয়াকে কেন্দ্র করে গল্পটি রচিত হয়েছে। তাই গল্পটির নামকরণ সার্থক হয়েছে।
⬛ সারসংক্ষেপ :
সেলো, অ্যামি ও ভার্ন তিন বন্ধু। মেয়ারোতে থাকে। তারা রাস্তায় ক্রিকেট খেলছিল। ইতিমধ্যে বৃষ্টি এসে তাদের খেলা বন্ধ করে দেয়। সেলো ঘরে ঢুকে যায়। তারপর আবার বৃষ্টি থামার পর ভার্ন তাকে খেলতে ডাকে। তার ব্যাট করার কথা। কিন্তু অ্যামি তাকে ব্যাট দিতে চায় না। রাগের চোটে সে বন্ধুর ব্যাট ছুড়ে ফেলে দেয়। তাদের মধ্যে বন্ধু বিচ্ছেদ ঘটে যায়। পরের বছর আবার বন্ধুরা মুখোমুখি হয়। তখন তার বন্ধু নিজের নতুন ব্যাট দিয়ে তাকে খেলতে দেয়।
⬛ বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে নীচের বাক্যগুলি আবার লেখো: প্রতিটা প্রশ্নের মান -১
১. বর্ষাকালে এমনই ছিল (মেয়ারো/ব্রাজিল / ত্রিনিদাদ)
উঃ। বর্ষাকালে এমনই ছিল মেয়ারো।
২. নেবুর পাতায় করমচা/ হে বৃষ্টি (ইতালিতে / লন্ডনে / স্পেনে) যা। উঃ। নেবুর পাতায়. করমচা হে বৃষ্টি স্পেনে যা।
৩. (ধুত্তোর/নিকুচি/ভাল্লাগেনা) মনে মনে বললাম।
উঃ। নিকুচি মনে মনে বললাম।
৪. ভেতরে ভেতরে (গুমোট/দুর্যোগপূর্ণ/হিংস্র) আবহাওয়াকে আমি ভয় পেতাম।
উঃ। ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম।
৫. অ্যামি ডাকে (হেড/টেল)।
উঃ। অ্যামি ডাকে টেল।
⬛ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1
১. লেখক কখন বৃষ্টি পড়ে বলে লিখেছেন?
উঃ । লেখক যখনই ব্যাট করেন তখনই বৃষ্টি পড়ে।
২. ভার্ন চকচকে নতুন ব্যাটটা থেকে কী ছিঁড়েছিল ?
উঃ। ভার্ন চকচকে নতুন ব্যাটটার ওপর থেকে সেলোফেন কাগজ ছিঁড়ছিল।
৩. ভার্ন পকেট থেকে কী বার করে এবং কী করতে বলে ?
উঃ। ভার্ন পকেট থেকে একটি পেনি বার করে বলে টস কর'।
৪. কারা ঝোপের মধ্যে অদৃশ্য হল?
উঃ। ভার্ন ও অ্যামি ঝোপের মধ্যে অদৃশ্য হল।
৫. ছাতের ওপর কী পড়তে লাগল ?
উঃ। ছাতের ওপর বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগল ।
৬. যখন বাজ পড়ত তখন লেখক কী করত?
উঃ। যখনই বাজ পড়ত তখনই লেখক ভয় পেয়ে ছিটকে দিয়ে ঢুকত খাটের তলায়।
⬛ নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : প্রতিটা প্রশ্নের মান -১
১. তোমার রাজ্যের কোন্ দিকে সমুদ্র রয়েছে?
উঃ । আমার রাজ্যের দক্ষিণ দিকে সমুদ্র রয়েছে।
২. খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো।
উঃ। মতি নন্দীর লেখা 'স্টপার'।
৩. ঘরের ভিতরের ও বাইরের দুটি খেলার নাম লেখো।
উঃ। ঘরের ভিতরের খেলা ক্যারাম। ঘরের বাইরের খেলা ফুটবল।
৪. তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো।
উঃ। সৌরভ গাঙ্গুলি।
৫. তোমার জানা ঋতু বিষয়ক যেকোনো একটি ছড়ার প্রথম পত্তি লেখো।
উঃ। ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান'।
▦ নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর দাও : প্রতিটা প্রশ্নের মান -১ / ২
১. মাঠের খেলাধুলার সঙ্গে রাস্তার খেলাধুলার ফারাকগুলি লেখো।
উঃ। মাঠের খেলাধুলার জায়গা অনেক বেশি, রাস্তায় জায়গা কম। মাঠে পড়ে গেলে চোট লাগবে কম, রাস্তায় ইট পাথর থাকায় চোট লাগবে বেশি।
২. সমুদ্রের ধারে ঝড় কীভাবে ভয়ংকর হয়ে ওঠে?
উঃ। সমুদ্রের ধারে হাওয়া বাধাপ্রাপ্ত হয় না। তাই ঝড়ের বেগ ক্রমশ বেড়ে ওঠে। সমুদ্র হুংকার দেয়, বাতাসের তেজ আর মেঘের গর্জন চরমে ওঠে।
৩. গল্পে মোট কটি কিশোর চরিত্রের সন্ধান পেলে? গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে?
উঃ। গল্পে মোট তিনটি কিশোর চরিত্র রয়েছে। গল্পের একমাত্র বয়স্ক চরিত্র হলেন ভার্নের মা।
৪. সেলো ভার্নের ব্যাটবল কেন ও কোথায় ছুড়ে ফেলে দিয়েছিল ?
উঃ। সেলো প্রথমে ব্যাট করতে চেয়ে টসে হেরে গিয়েছিল তাই সে রাগে ও বেদনায় ভার্নের বল ও ব্যাট বাড়ির পেছনের ঝোপে ছুঁড়ে ফেলে দিয়েছিল।
৫. তাদের বিবাদ কীভাবে মিটে গেল?
উঃ। নতুন বছরে তাদের সেলো, ভার্ন আর অ্যামির আবার দেখা হল। তখন ভার্ন তার নতুন ব্যাট দিয়ে সেলোকে প্রথম ব্যাট করতে দিল। এভাবেই তাদের বিবাদ মিটে গিয়েছিল।
৬. ‘রাস্তায় ক্রিকেট খেলা' গল্পটি পড়ে কোন্ কোন্ অনুসঙ্গে মনে হল গল্পটি বিদেশি গল্প?
উঃ। প্রথমত—লেখকসহ কশোর চরিত্রগুলির নাম, তাদের শহরের নাম এবং তাদের মুদ্রার নাম পড়ে গল্পটির পটভূমি বিদেশ এবং গল্পটি বিদেশি বলে বোঝা যায়।
⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3
১. লেখক কোন্ কোন্ জিনিসকে ভয় পেতেন ?
উঃ। লেখক মনে মনে হিংস্র আবহাওয়াকে ভয় পেতেন। তিনি বৃষ্টি, বাজ-বিদ্যুৎ, উপকূলে আছড়ানো সমুদ্র, ঝোড়ো হাওয়া ও বৃষ্টি থেমে যাওয়ার পর সবকিছু মড়ার মত হয়ে থাকার অবস্থাকে ভয় পেতেন।
২. ‘ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠি, আমি খেলবই না!'—কে কেন চেঁচিয়ে উঠেছিল? এরপর সে কী করেছিল ?
উঃ। ভার্ন খেলার জন্য পকেট থেকে একটি পেনি বের করে টস করে। লেখক সেলো হেড বলে ওঠে, দেখা যায় টেল পড়েছে। হেরে গিয়ে মনে ব্যথা পেয়ে লেখক সেলো চেঁচিয়ে বলে সে খেলবেই না। এরপর রেগে গিয়ে আরও উৎপাত করার জন্য সেলো দৌড়ে যায় যেখানে সে ভার্ন-এর ব্যাট ও বল রেখেছিল। তারপর ব্যাট ও বল নিয়ে গায়ের জোরে বাড়ির পিছনের ঝোপে সে ছুঁড়ে ফেলে দেয়।
৩. ‘বর্ষাকালে এইরকমই ছিলো মেয়ারো’– মেয়ারো কীরকম ছিল বলে লেখক জানিয়েছেন?
উঃ। বর্ষাকালে মেয়ারো শহরের আকাশ সবসময় মেঘে ঢাকা থাকত। সমুদ্রের উপর জল ভরা কালো মেঘ ঝুলে থাকত আর বাতাস ছুটে এসে বদমেজাজে নারকেল বনে ধাক্কা মারত। বাতাসের তেজ ও গর্জন যখন চরমে উঠত, তখন মেঘগুলো ঘন কালো হয়ে উঠতো, সমুদ্র হুংকার দিত আর বৃষ্টির ফলাগুলো হট্টরোল করে ভেঙে পড়ত।
৪. ‘নেবুর পাতা করমচা/ হে বৃষ্টি স্পেনে যা’—গল্পটিতে ছড়াটি কারা বলত? এটি গল্পে কোথা থেকে অনুসরণ করে লেখা হয়েছে?
উঃ। ছড়াটি গল্পে ভার্ন ও অ্যামি বলত। ছড়াটি বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের লেখা 'পথের পাঁচালী' উপন্যাসের দুটি প্রধান চরিত্র অপু ও দুর্গার মুখে বলা ‘নেবুর পাতা করমচা/হে বিষ্টি ধরে যা' অনুসরণে লেখা হয়েছে।
No comments:
Post a Comment