⬛ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটা প্রশ্নের মান -1
1. প্রাথমিক চিকিৎসার জনক হলেন—(i) ফ্রেডারিক অ্যাঙ্গেলস (ii) ফেডারিক লিজার (iii) ফ্রেডারিক এজমার্ক (iv) ফ্রেডারিক আর্থার।
উঃ। (iii) ফ্রেডারিক এজমার্ক।
2. ফ্রাংকো প্রাসিয়ান যুদ্ধ হয়েছিল- (i) ১৮৬৩ খ্রিঃ (ii) ১৮৫০ খ্রিঃ (iii) ১৮৫৫ খ্রিঃ (iv) ১৮৫৩ খ্রিঃ ।
উঃ। (ii) ১৮৫০ খ্রিঃ ।
3.প্রাথমিক চিকিৎসার সময় যে বিজ্ঞানসম্মত ব্যবস্থাগুলো অবলম্বন করা হয় তাকে বলে- (i) প্রানিধান (ii) প্রাথমিক চিকিৎসা (iii) প্রাক্চারণ (iv) কোনোটাই নয়।
উঃ। (iii) প্রাক্চারণ।
4.ফ্রেডারিক এজমার্ক ছিলেন—(i) ব্রিটেনের (ii) ইরাকের (iii) মার্কিন যুক্তরাষ্ট্রের (iv) জার্মানির শল্য চিকিৎসক।
উঃ। (iv) জার্মানির শল্য চিকিৎসক।
5. ব্যান্ডেজ প্রধানত কয় প্রকার- (i) পাঁচ প্রকার (ii) তিন প্রকার (iii) দুই প্রকার (iv) চার প্রকার।
উঃ। (iii) দুই প্রকার।
6. ব্যক্তির আঘাত মারাত্মক হলে তাকে (i) হাসপাতালে (ii) বদ্যিবুড়ির কাছে (iii) ওঝার কাছে (iv) স্থানীয় ঔষুধের দোকানে নিয়ে যাওয়া উচিত।
উঃ। (i) হাসপাতালে।
7.ত্রিকোণ ব্যান্ডেজ সাধারণত কত ইঞ্চি হওয়া দরকার—(i) ১২ ইঞ্চি (ii) ১৮ ইঞ্চি (iii) ৩০ ইঞ্চি (iv) ৩৮ ইঞ্চি৷
উঃ। ৩৮ ইঞ্চি।
8. সমগ্র দেহের কত শতাংশ পুড়ে গেলে মানুষের মৃত্যু ঘটতে পারে—(i) অংশ (ii) অংশ (iii) : অংশ (iv) কোনোটাই নয়।
উঃ । অংশ পুড়ে গেলে।
9.বন্যার সময় বা বন্যার পরবর্তী সময়ে শিশুরা কোন্ রোগে বেশি আক্রান্ত হয় ? – (i) ডেঙ্গি (ii) ডায়রিয়া (iii) এইডস (iv) জলাতঙ্ক।
উঃ। (ii) ডায়ারিয়া।
10. কুকুর কামড়ালে কী রোগ হয় (i) মেনিনজাইটিস (ii) হেপাটাইটিস (iii) জলাতঙ্ক (iv) কলেরা।
উঃ। (iii) জলাতঙ্ক।
11. এরিয়েমার ফলে চামড়া- (i) লাল (ii) কালো (iii) বাদামি (iv) নীল হয়ে যায়।
উঃ। (i) লাল হয়ে যায়।
12. দাহ ক্ষত সাধারণত—(i) তিন প্রকার (ii) পাঁচ প্রকার (iii) দুই প্রকার (iv) চার প্রকার।
উঃ। (iii) দুই প্রকার।
13. ফোস্কা পড়লে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগে — (i) ৪-৫ দিন (ii) ৮-১০ দিন (iii) ১০-১২ দিন (iv) ১০-১৫ দিন।
উঃ। (iv) ১০-১৫ দিন।
14. সরল রোলার ব্যান্ডেজ ব্যবহার করা হয় (i) আঙুল-কবজিতে (ii) কুঁচকিতে (iii) বক্ষদেশে (iv) মস্তকে।
উঃ। (i) আঙ্গুল কবজিতে।
15. ত্রিকোণ ব্যান্ডেজের দুই প্রান্তের কোণকে বলে—(i) বিন্দু (ii) কোণ (iii) প্রান্ত (iv) কোনোটিই নয়।
উঃ। (iii) প্রান্ত।
⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1
1. রোলার ব্যান্ডেজের কয়টি অংশ ও কী কী ?
উঃ। রোলার ব্যান্ডেজের সাধারণত দুইটি অংশ—(i) মাথা (ii) টেল বা মুক্তপ্রান্ত।
2. হাত ও পা ছড়ে বা কেটে গেলে প্রাথমিক চিকিৎসা কীভাবে করবে?
উঃ। হাত পা ছড়ে বা কেটে গেলে টিংচার আয়োডিন, নেবাসালফ পাউডার অথবা দূর্বা বা গাঁদা পাতার রস লাগিয়ে প্রাথমিক চিকিৎসা করতে হবে।
3. সরল পাক ও চার (৪) আকৃতির পাক কী ?
উঃ। (a) সরল পাক : যে স্থানে ব্যান্ডেজ করা হবে সেই স্থানটি যদি সমান স্থূল হয় তখন সরল পাক ব্যান্ডেজ ব্যবহার করা হয়। যেমন-আঙুল, কবজি প্রভৃতি স্থান।
(b) চার (৪) আকৃতির পাক ঃ এই ধরনের ব্যান্ডেজ কনুই বা গোড়ালির সন্ধির নিকট বাঁধবার সময় তির্যকভাবে চারিদিকে ঘুরিয়ে ক্রমানুসারে একবার উপরে ও একবার নীচে এনে বাঁধলে ইংরেজির 8 (Eight) ও বাংলার ৪-এর আকারের মতো দেখতে হয়।
4.দাহক্ষত কয়প্রকার ও কী কী?
উঃ। দাহক্ষত দুই প্রকার (a) শুষ্কদাহ (Dry Burn) (b) ভিজাদাহ (Wet Burn)।
5.বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অগ্নিদুর্ঘটনা থেকে বাঁচাতে দুটি পদ্ধতি বর্ণনা করো।
উঃ। (a) বিদ্যালয়টি এমন পদার্থ দিয়ে তৈরি হওয়া উচিত যা সহজদাহ্য নয়। এতে নুন্যতম দুটি সিঁড়ি থাকা আবশ্যক। (b) বিদ্যালয়ে পর্যাপ্ত জলাধার ও তা পরিপূরণের ব্যবস্থা আবশ্যিক হতে হবে।
6. প্রাথমিক চিকিৎসার জনক কে?
উঃ। জার্মানির শল্যচিকিৎসক ফ্রেডারিক এজমার্ক।
7. প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড কাকে বলে?
উঃ। আকস্মিক কোনো দুর্ঘটনায় ডাক্তার দেখবার আগে রোগীকে সাময়িক ও বিজ্ঞানসম্মত সেবা শুশ্রুষা করাকে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বলে।
8.রোলার ব্যান্ডেজের দুটি অংশের নাম লেখো।
উঃ। রোলার ব্যান্ডেজের দুটি অংশ হল মাথা টেল বা মুক্তপ্রান্ত।
9. পাগলা কুকুরের লালায় কোন্ রোগের জীবাণু থাকে?
উঃ। পাগলা কুকুরের লালায় হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক রোগের জীবাণু বা র্যাবিস ভাইরাস থাকে।
10. আঙুলে কী মাপের রোলার ব্যান্ডেজ ব্যবহার করা হয় ?
উঃ। আঙুলে সরল পাক রোলার ব্যান্ডেজ ব্যবহার করা হয়।
11. স্পেইকা কী?
উঃ। স্পেইকা এক ধরনের রোলার ব্যান্ডেজ বাঁধার নিয়ম বা পদ্ধতি। বক্ষদেশ বা কুঁচকিতে এই ব্যান্ডেজ বাধা হয়।
⬛ রচনাধর্মী প্রশ্ন ও উত্তর:তিটা প্রশ্নের মান -5/7
1.জলাতঙ্কের কারণ কী? এর লক্ষণগুলি আলোচনা করো।
উঃ। সাধারণত পাগলা কুকুর, বিড়াল, নেকড়ে ও শেয়ালের কামড়ে জলাতঙ্ক হতে পারে। বাদুড় ও অন্যান্য জানোয়ারও এই রোগ ছড়াতে পারে। জলাতঙ্কের ক্ষেত্রে সবচেয়ে ভয়ংকর হলো পাগলা কুকুরের কামড়। এই ধরনের কুকুরের লালায় হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক রোগের জীবাণু বা র্যাবিজ থাকে।
কুকুরে কামড়াবার ১০ দিন থেকে ২ বছরের মধ্যে জলাতঙ্কের প্রথম লক্ষণগুলো দেখা যায়। একবার জলাতঙ্ক শুরু হয়ে গেলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রথমদিকে জল খেতে ভয় হয় এবং পরে জল জিনিসটাতেই ভয় হয়। মৃত্যু এগিয়ে এলে ফিট আর পক্ষাঘাত হয়। মনে রাখতে হবে জলাতঙ্ক ব্যক্তির লালা, প্রস্রাব ও ঘাম বিষাক্ত এগুলো ছোঁয়াও বিপজ্জনক।
2. পোশাক-পরিচ্ছদে আগুন লাগলে মানুষকে কীভাবে সাহায্য করবে ?
উঃ । (a) জামাকাপড়ে আগুন লাগলে সুবিধামতো উপায়ে আগুন নেভাতে হবে। (b) কম্বল, কাঁথা, লেপ, তোশক চেপে ধরে আগুন নেভাবার চেষ্টা করতে হবে। (c) অধিক পরিমাণে ধারাবাহিক জল দিয়েও আগুন নেভাবার চেষ্টা করতে হবে। (d) আগুনে পোড়ার ক্ষতস্থানে পর্যাপ্ত চলমান জল দিলে রোগীর পক্ষেও সুবিধাজনক। এতে যেমন আগুন নেভে তেমনি দেহের উপরে পোড়া জায়গাটা ঠান্ডাও করে। এতে দেহের ক্ষয়ক্ষতি কম হবে। (e)জামাকাপড়ে আগুন লাগলে একেবারে ছোটাছুটি না করে মাটিতে গড়াগড়ি দিয়েও আগুন নেভাবার চেষ্টা করতে হবে।
(f) আগুন-লাগা পোশাক সম্ভব হলে যত তাড়াতাড়ি সম্ভব খুলে ফেলতে পারলে ভালো।
3. দাহক্ষত কী? শুল্ক দাহ ও ভিজা দাহ সম্পর্কে তোমার ধারণাগুলি লেখো।
উঃ। দেহের কোনো জায়গায় রাসায়নিক, বৈদ্যুতিক বা বিকিরণ ক্রিয়ার ফলে বাইরে থেকে প্রযুক্ত তাপের কারণে যখন দেহত্বক আহত বা ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দাহক্ষত বলে। এটি দুই প্রকার (i) Dry Bum বা শুষ্কদাহ এবং (ii) Wet Burn বা ভিজাদাহ।
নিম্নলিখিত কারণে শুষ্ক দাহ হয়ে থাকে। যেমন—(i) সরাসরি আগুন বা অগ্নিশিখার দ্বারা (ii) উত্তপ্ত ধাতব বস্তুর দ্বারা, (iii) উচ্চ বিদ্যুৎবাহী তারের দ্বারা (iv) প্রখর বিদ্যুৎবাহী তারের দ্বারা (v) বজ্রাঘাতের দ্বারা (vi) ঘর্ষণজনিত তাপের দ্বারা, (vii) শরীরে অ্যাসিড বা ক্ষার দ্বারা।
ভিজাদাহ নানা কারণে হয়ে থাকে— (i) উত্তপ্ত তরলের দ্বারা (ii) উত্তপ্ত জলীয় বাষ্পের দ্বারা (iii) পিচ আলকাতরা, ফিনাইল, আয়োডিন ইত্যাদি রাসায়নিক বস্তুর দ্বারা।
4.ত্রিকোণ ব্যান্ডেজ সম্পর্কে যা জানো লেখো।
উঃ। কমপক্ষে ৩৮ ইঞ্চি লম্বা ও চওড়া একখণ্ড কাপড়কে কর্ণ বরাবর কেটে নিলে দুটি ত্রিকোণ ব্যান্ডেজ তৈরি হয়। ত্রিকোণ ব্যান্ডেজের উপরের কোণটিকে শীর্ষ ও তার ঠিক বিপরীত বাহুকে ভূমি বলা হয় এবং ভূমির দুই প্রান্তের কোণকে প্রাপ্ত বলা হয়। ত্রিকোণ ব্যান্ডেজের তিনটি বাহু বা ধার থাকে। ত্রিকোণ ব্যান্ডেজ সামগ্রিকভাবে ভাঁজবিহীন অবস্থায় আর্ম স্লিং, ত্রিকোণ স্লিং মাথার খুলিতে আচ্ছাদন ও ক্ষতস্থান ঢাকতে ব্যবহার করতে হবে। • ত্রিকোণ ব্যান্ডেজকে চওড়া ব্যন্ডেজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। • ত্রিকোণ ব্যান্ডেজকে সরু ব্যান্ডেজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই ব্যান্ডেজ কলার ও কাঁধ স্লিং করতে এবং রিং প্যাড করতে ব্যবহার করা হয়।
5.প্রাথমিক প্রতিবিধানকারীর গুণাবলি আলোচনা করো।
উঃ। প্রাথমিক প্রতিবিধানকারীর কতকগুলি নির্দিষ্ট গুণ থাকা আবশ্যক। এগুলি হল – (i) প্রতিবিধানকারীর সাহস ও আত্মবিশ্বাস থাকতে হবে। (ii) প্রতিবিধানকারীর তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি থাকতে হবে। (iii) প্রাথমিক চিকিৎসা সম্পর্কে তার সঠিক বিজ্ঞানসম্মত জ্ঞান থাকা দরকার। (iv) প্রতিবিধানকারীর উপায় উদ্ভাবন করার ক্ষমতা থাকতে হবে। (v) রোগীর অবস্থা বিচার ও বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে। (vi) প্রতিবিধানকারীর কর্মদক্ষতা বাড়াতে হবে। (vii) দুর্ঘটনায় নিজেকে শান্ত রেখে ভিড় এড়িয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে। (viii) প্রতিবিধানকারীর অত্যুৎসাহী হওয়া উচিত নয় । (ix) রোগী ও রোগীর আত্মীয়দের সাহস প্রদান করতে হবে। সর্বোপরি সহানুভূতি ও সমানুভূতি থাকা দরকার ।
Section-2
⬛ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটা প্রশ্নের মান -1
1.রোলার ব্যান্ডেজের দুটি অংশের নাম কী ?
(ক) মাথা এবং টেল (খ) মাথা এবং হাত (গ) হাত এবং পা (ঘ) চোখ এবং কান।
উঃ। মাথা এবং টেল।
2. শোয়ার ঘরে কী মজুত রাখা উচিত নয় ?
(ক) ফ্যান (খ) আলমারি (গ) ঘড়ি (ঘ) গ্যাস সিলিন্ডার
উঃ। গ্যাস সিলিন্ডার।
3.জলাতঙ্ক রোগী কী খেতে ভয় পায়?
(ক) মিষ্টি (খ) ফল (গ) জল (ঘ) ভাত।
উঃ। জল।
4.আগুন জ্বললে কী গ্যাস উৎপন্ন হয়?
(ক) অক্সিজেন (খ) নাইট্রোজেন (গ) সিলিকন (ঘ) কার্বন।
উঃ। কার্বন।
5. জলাতঙ্ক রোগীর মুখ থেকে কী ঝরে?
(ক) লালা ঝরে (খ) জল ঝরে (গ) বমি হয় (ঘ) রক্ত পড়ে।
উঃ। লালা ঝরে।
⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1
১. প্রাক্চারণ কাকে বলে ?
উঃ। প্রাথমিক চিকিৎসার সময় যে বিজ্ঞানসম্মত ব্যবস্থাগুলো অবলম্বন করা হয়, তাকে প্রাক্চারণ বলে ।
২. প্রাথমিক প্রতিবিধানকারীর দুটি কাজ লেখো।
উঃ। (i) দুর্ঘটনার বিবরণ লেখা (ii) রোগীর রোগ নির্ণয় করা।
৩. ব্যান্ডেজ কী? এটি কয় প্রকার ও কী কী ?
উঃ। ব্যান্ডেজ হল প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহৃত একটি অতিপ্রয়োজনীয় উপকরণ। এটি নির্দিষ্ট আকার ও আকৃতিবিশিষ্ট জীবাণুমুক্ত একখণ্ড কাপড় যা ক্ষতস্থানকে শক্তভাবে ধরে রাখতে এবং পুনরায় আঘাতমুক্ত হতে সহায়তা করে। ব্যান্ডেজ দুই প্রকার (i) রোলার ব্যান্ডেজ, (ii) ত্রিকোণ ব্যান্ডেজ।
৪. কুকুর কামড়ানোর দুটি লক্ষণ লেখো।
উঃ। (i) প্রচুর ঘন চটচটে লালা পড়ে। (ii) কামড়ের জায়গায় ব্যথা আর চিনচিন করে। অনিয়মিত শ্বাস, কান্নাকাটি, জ্বর ও ঢোক গিলতে ব্যথা ও অসুবিধা হয়।
৫. আগুন লাগলে প্রধানত কী করা উচিত?
উঃ। প্রারম্ভিক পর্বে হাতের কাছে পাওয়া জিনিস দিয়ে আগুনের মোকাবিলা করা। অযথা চেঁচামেচি বা দৌড়াদৌড়ি করে ভীতির সৃষ্টি না করা ।
৬. বিদ্যালয়ে মিড-ডে মিলের ব্যবস্থা কোথায় করা উচিত?
উঃ। বিদ্যালয়ের মিড ডে-মিল-এর রান্নার ব্যবস্থা কোনো সুরক্ষিত জায়গায়, শ্রেনিকক্ষ থেকে ন্যূনতম ১০০ ফুট দূরত্বে হওয়া আবশ্যক।
৭. প্রাথমিক প্রতিবিধানকারীর প্রথম কর্তব্য কী ?
উঃ। ডাক এলেই প্রাথমিক প্রতিবিধানকারীকে সাড়া দিতে হবে। তেমনি ডাক না এলেও দুর্ঘটনার সংবাদ পাওয়ামাত্রই ওই স্থানে সরঞ্জাম সত্বর পৌঁছাতে হবে।
৮. আগুন জ্বাললে কোন্ গ্যাস উৎপন্ন হয় ?
উঃ । আগুন জ্বাললে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাস অত্যন্ত বিষাক্ত।
৯. কারে পুড়ে গেলে কী দেওয়া উচিত?
উঃ। ক্ষারে পুড়ে গেলে হালকা অ্যাসিড যথা লেবু, তেঁতুল বা টক দই দিতে হবে।
১০. কুকুরের জীবাণুনাশক টিকা কি সম্পূর্ণ নিরাপদ?
উঃ। কুকুরের জীবাণুনাশক টিকা দেওয়া থাকলে তা সম্পূর্ণ বিপন্মুক্ত একথা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বলা হয় না।। তবে বিপদের সম্ভাবনা কম হতে পারে একথা বলা যায়।
⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3
১. অ্যাসিডে পুড়ে গেলে কী কী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে হবে।
উঃ। (i) ক্ষতস্থানে মৃদু ক্ষার দিতে হবে। (ii) জল দিয়ে প্রথমে ধুতে হবে। (iii) তারপর খাবার সোডা, কাপড় কাচার সোডা বা কলিচুন ক্ষতস্থানে দিতে হবে। (iv) চোখে অ্যাসিড পড়লে কয়েক ফোঁটা জল চোখে দিতে হবে। এবং তারপর কাঁচা দুধ ফোঁটা ফোঁটা করে চোখে দিতে হবে। যদি মাতৃদুগ্ধ হয় তাহলে ভালো হয়।
২. অগ্নিকাণ্ডের জায়গা থেকে মানুষজনকে উদ্ধার করার কৌশলগুলি লেখো।
উঃ। (i) ঘরের ভেতরে আগুন লাগলে ও সেখানে মানুষ আটকে থাকলে উদ্ধারের সময় অবশ্যই প্রশিক্ষিত ব্যক্তির সহযোগিতা নেওয়া উচিত। (ii) অগ্নিদগ্ধ ঘরের মেঝে সংলগ্ন জায়গায় কেবল বিশুদ্ধ বাতাস থাকে। তাই ওই ঘরে ঢুকতে হবে হামাগুড়ি দিয়ে। (iii) ওই ঘরে আটকে পড়া মানুষগুলিকে হামাগুড়ি দিয়ে বের করে আনতে হবে। (iv) আগুন লাগা ঘরের জানালা দরজা বন্ধ থাকলে কখনোই তা খুলবে না। (v) আগুন জ্বললে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় যা অত্যন্ত বিষাক্ত।
৩. কুকুর কামড়ানো এড়ানোর জন্য কী কী ব্যবস্থা অবলম্বন করতে হবে ?
উঃ। নিম্নলিখিত ব্যবস্থাগুলি কুকুর কামড়ানোর নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে গৃহীত হতে পারে। সেগুলি হলো-
(i) কোনো জানোয়ারকে পাগল বলে সন্দেহ হলে তাকে ১৫ দিন খাঁচায় ভরে রাখতে হবে। দেখতে হবে পশুটি অস্বাভাবিক আচরণ করছে কিনা বা মারা গেছে কিনা। (ii) সম্ভব হলে সমস্ত রাস্তার কুকুরকে টিকা দিতে হবে। (iii) পোষা কুকুরকেও নিয়মিত টিকা দেওয়া সুনিশ্চিত করতে হবে। (iv) কোনো পশুপাখিকে অসুস্থ মনে হলে বা সে অস্বাভাবিক ব্যবহার করলে ততৎক্ষণাৎ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। (v) জানোয়ার কামড়ানোর পরেই টিকা নেওয়া শুরু করতে হবে। যদি জানোয়ারটি মারা যায় তাহলে টিকার সরকটি ডোজ নিতে হবে।
৪. ক্ষতস্থানে জল দেওয়ার ক্ষেত্রে কী কী শর্ত মেনে চলা উচিত?
উঃ। দাহক্ষত স্থানে জল দেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে তিনটি শর্ত মানতে হবে, (ক) গভীর পাত্রে পোড়া স্থানটি জলে ডুবিয়ে রাখতে হবে, (খ) জল সর্বদা চলমান জল বা ট্যাপের জল হতে হবে। (গ) পরিশুদ্ধ জল দিতে হবে।
৬. দাহক্ষতের ক্ষেত্রে কী কী করা অনুচিত?
উঃ। (i) রোগীর দেহে কোনোভাবেই ময়লা লাগতে দেওয়া উচিত নয় (ii) পোড়া। জায়গা হাতে স্পর্শ করা অনুচিত (iii) সূচ ফুটিয়ে ফোসকার জল বের করা বা দাহক্ষতের উপরিভাগে ফেটে যাওয়া জামাকাপড়ের অংশ টেনে হালকা করা উচিত নয় (iv) দাহক্ষতের উপরিভাগে ভেসলিন, চর্বিতেল জাতীয় মলম ব্যবহার করা বা পাউডার ছিটানো কখনোই উচিত নয়। মনে রাখতে হবে এগুলি দাহক্ষত শুকোতে বা তার জ্বালা দূর করতে কোনো সাহায্যই করে না, বরং তা ডাক্তারি সার্জিকাল পরিচর্যার পথে বাধাসৃষ্টি করে।
⬛ রচনাধর্মী প্রশ্ন ও উত্তর:তিটা প্রশ্নের মান -5/7
১. রোলার ব্যান্ডেজ বাঁধার উপায়গুলি লেখো।
উঃ। রোলার ব্যান্ডেজ বাঁধার চারটি উপায় হলো- (a) সরল পাকঃ যে স্থানে ব্যান্ডেজ করা হবে সেই স্থানটি যদি সমান স্থূল হয় তখন সরল পাক ব্যান্ডেজ ব্যবহার করা হয়। যেমন-আঙুল, কবজি প্রভৃতি স্থান।
(b) উলটো পাক : যে অঙ্গে ব্যান্ডেজ করা হবে সেই অঙ্গটিকে কয়েকবার ব্যান্ডেজ দিয়ে জড়ানো হয় এবং প্রত্যেকবার ব্যান্ডেজ জড়ানোর সময় ব্যান্ডেজটিকে ওই অঙ্গের নিম্নাভিমুখীভাবে উলটো পাক দিয়ে নিতে হয়। যে সকল অঙ্গে অসম স্থূলতা রয়েছে সেই সকল অঙ্গে অসম স্থূলতার জন্য তার উপর সরল ঘূর্ণন উপযুক্তভাবে রাখা যায় না। সেইসকল ক্ষেত্রে এই প্রথা অবলম্বন করা হয়।
(c) চার (৪) আকৃতির পাক ঃ এই ধরনের ব্যান্ডেজ কনুই বা গোড়ালির সন্ধির নিকট বাঁধবার সময় তীর্যকভাবে চারিদিকে ঘুরিয়ে ক্রমানুসারে একবার উপরে ও একবার নীচে এনে বাঁধলে ইংরেজির 8 (Eight) ও বাংলার ৪-এর আকারের ন্যায় হয়।
(d) স্পেইকা ঃ বক্ষদেশ, কুঁচকিতে ব্যান্ডেজ বাঁধতে এই আকৃতির প্রথা অবলম্বন করতে হয়।
২. চতুর্থ মাত্রার দাহক্ষত কতটা বিপজ্জনক?
উঃ। এই দাহক্ষত সৃষ্টি হয় দেহের কলার উপর খুবই উচ্চতাপের ক্রিয়ার ফলে (যেমন—উন্মুক্ত অগ্নিশিখা, বিগলিত ধাতু)। এটাই হলো সবচেয়ে সাংঘাতিক রকমের দাহক্ষত যাতে চামড়া, মাংসপেশি, অস্থি, দেহের অন্যান্য অংশ দগ্ধ হয় । এই দাহক্ষত শুকোয় খুবই আস্তে আস্তে। এই না শুকোনো ঘা ঢাকার জন্য অনেক ক্ষেত্রে চামড়া পরিরোপণ করতে হয়। দাহক্ষতে দেহে নানা বিপজ্জনক উপসর্গ সৃষ্টি হয়, যার কারণ কেন্দ্রীয় স্নায়বিক তন্ত্রের পরিবর্তন (ব্যথাজনিত শক)। অন্যদিকে রক্তের ভেতরের পরিবর্তন ও বিভিন্ন অভ্যন্তরীণ দেহাঙ্গগুলোর ক্রিয়াকলাপ নষ্ট হওয়ার কারণগুলো হলো পোড়া জায়গার উপরিভাগ থেকে বেশি পরিমাণ রক্তের তরল পদার্থ প্লাজমা নির্গত ও নিঃসৃত হওয়া এবং পোড়া জায়গায় মৃতকলার পচনজনিত মুক্ত বিষাক্ত পদার্থগুলো দেহে শোষিত হওয়া।
৩. প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মাত্রার দাহক্ষতে রোগীকে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়?
উঃ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মাত্রার দাহ ক্ষতে দেহ হতে রক্তরস প্রোটিন প্লাজমা নির্গত হতে থাকে, ফলে রোগীর মধ্যে স্নায়বিক আঘাত দেখা যায়। সুতরাং, রক্তরস প্লাজমা বন্ধ করে দ্রুত চিকিৎসকের নিকট প্রেরণ করা উচিত। পাকা কলা মণ্ডের মতো করে আস্তে আস্তে লাগাতে হবে। তাছাড়া ডিমের কুসুম বাদ দিয়ে সাদা অংশটা মলমের মতো লাগাতে হবে। অতি সত্বর হাসপাতালে পাঠাতে হবে, কলার পাতা বা আরামদায়ক অন্য কিছুর উপরে শুইয়ে। অনেক ক্ষেত্রে ওই না শুকোনো ঘা ঢাকার জন্য শেষপর্যন্ত চামড়া পরিরোপণ (Skin Grafting) করতে হয়।
৪. আগুন থেকে সাবধান হতে কী কী করা উচিত নয় ?
উঃ। • বসতবাড়ি কখনোই সহজদাহ্য পদার্থ দিয়ে তৈরি করা উচিত নয়। • জ্বলন্ত স্টোভে কখনোই তেল ভরবে না ও স্টোভে অতিরিক্ত পাম্প করবে না। কারণ স্টোভ অতিশয় বিপজ্জনক। কেরোসিন বা যে-কোনো দাহ্য বস্তু স্টোভের কাছে রাখবে না। • ঘরে ঢুকে গ্যাসের গন্ধ পেলে কোনো আলো জ্বালবে না বা নেভাবে না। • শোবার ঘরে গ্যাস সিলিন্ডার মজুত করে রাখবে না। • বাড়ির ভেতরে পেট্রোল, স্পিরিট বা সহজদাহ্য কোনো জিনিস রাখতে দেবে না। একটি বৈদ্যুতিক প্লাগ পয়েন্ট থেকে একাধিক বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবে না। • জ্বলন্ত বা চলন্ত কোনো যন্ত্রে বা জেনারেটরে কখনও তেল ঢালবে না। তেল ঢালার সময় মোমবাতি ব্যবহার বিপজ্জনক। • দেশলাই, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরো না নিভিয়ে কোথাও ফেলতে দেবে না। • কোনো অবস্থাতেই ইলেকট্রিক তার টানবে না বা হুকিং করবে না।
No comments:
Post a Comment