👉 ( The Sea Questions And Answers )
⬛ About The Author;
Full Name: William Somerset Maugham
Birth: January 25, 1874 in UK Embassy, Paris, France
Nationality: British
Occupation: British playwright, novelist, short story writer and a doctor as well.
Role In First World War: Served along with the 'Red Cross' and in the ambulance corps, before being recruited in 1916 into the British Secret Intelligence Service, for which he worked in Switzerland and Russia before the Bolshevik Revolution of 1917.
Notable works: 'Liza of Lambeth', 'Of Human Bondage', 'The Moon and Sixpence', 'The Razor's Edge', 'Cakes and Ale'.
Death: December 16, 1965 at the age of 91, in Nice, Alpes Maritimes, France.
⬛ Princess September Questions And Answers, Note With Bengoli Meaning ;
1. Who is the writer of the story 'Princess September'? ('প্রিনসেস সেপ্টেম্বর' গল্পটির লেখক কে?)
➢ The writer of the story 'Princess September' is W. Somerset Maugham. ('প্রিনসেস সেপ্টেম্বর' গল্পের লেখক হলেন ডব্লিউ সমারসেট মম।)
2. Who was Princess September? (রাজকুমারী সেপ্টেম্বর কে ছিল?)
➢Princess September was the daughter of the king of Siam, (রাজকুমারী সেপ্টেম্বর সিয়ামের রাজার কন্যা ছিলেন।)
3. What was the Princess doing when the bird came to her (পাখিটি যখন তার কাছে এল তখন রাজকন্যা কী করছিল?)
➢ When the bird came to the Princess, she was weeping alone in her room. (যখন পাখিটি রাজকন্যার কাছে এল তখন রাজকন্যা একা একা তার ঘরে কাঁদছিল।)
4. What did the bird sing about ? (কী নিয়ে পাখিটি গান গাইত ?)
➢The little bird sang about the lake in the king's garden and the trees that reflected in the still water.(ছোটো পাখিটি রাজার উদ্যানের সরোবর আর নিস্তরঙ্গ জলে প্রতিবিম্বিত গাছপালা নিয়ে গান গাইত।)
5. Why did the Princess clap her hands in delight? (রাজকন্যা আনন্দে হাততালি দিয়েছিল কেন?)
➢ The Princess clapped her hands in delight because the bird had agreed to stay with her. (রাজকন্যা আনন্দে হাততালি দিয়েছিল কারণ পাখিটি তার কাছে থাকতে রাজি হয়েছিল।)
6. What did the other princesses advise ? (অন্য রাজকন্যারা কী উপদেশ দিয়েছিল ?)
➢ The other princess advised to put the bird in a cage and keep him there so that the could not to fly away. ( অন্য রাজকন্যারা উপদেশ দিয়েছিল পাখিটিকে খাঁচার মধ্যে পুরে রাখতে যাতে সে পালিয়ে যেতে না পারে।)
7. Why do you think the other princesses advised September put the in a cage? (অন্য রাজকন্যারা সেপ্টেম্বরকে কেন পাখিটিকে খাঁচায় পুরে রাখতে বলেছিল?)
➢ The other princesses advised September to put the bird in a cage because they were very jealous of her. (অন্য রাজকন্যারা সেপ্টেম্বরকে বলেছিল। পাখিটিকে খাঁচায় পুরে রাখতে কারণ তারা রাজকন্যার প্রতি খুবই হিংসুটে ছিল।)
8. What thought disturbed the Princess after her sisters left ? (কী চিন্তা রাজকন্যাকে তার বোনেরা চলে যাওয়ার পর বিব্রত করেছিল?)
➢ The warning of the other princesses made September uneasy. She felt that her beloved bird might forget her or he might take a fancy to someone else. (অন্য রাজকন্যাদের সতর্কবার্তা সেপ্টেম্বরকে অস্বস্তিতে ফেলেছিল। সে ভেবেছিল যে, তার প্রিয় পাখিটি তাকে ভুলে যেতে পারে বা অন্য কারোর কাছে। চলে যেতে পারে।)
9. How do you think Princess September spent her days when the bird was away? (পাখিটি না থাকার সময় রাজকন্যা সেপ্টেম্বর কীভাবে তার সময় কাটিয়েছিল বলে তুমি মনে করো ?)
➢ When the bird was away, Princess September must have been worried about his whereabouts and must have eagerly waited for his return. (পাখিটা না থাকার সময় রাজকুমারী সেপ্টেম্বর নিশ্চয়ই সে কোথায় আছে তা নিয়ে। চিন্তা করছিল এবং তার ফেরার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছিল।)
10. What made September's heart go thump- thump against her chest ? (কী কারণে সেপ্টেম্বরের বুক ধুকপুক করছিল?)
➢ September's heart went thump-thump against her chest, as her beloved bird returned and she felt what if it goes away and never returns. (সেপ্টেম্বরের বুক ধুকপুক করছিল কারণ তার প্রিয় পাখিটা ফিরে এসেছিল এবং তার দুশ্চিন্তা হয়েছিল যদি পাখিটা চলে যায় আর কোনোদিন না ফেরে।)
11. "So he suspected nathing. Who is the ' ? Why did he not suspect anything? (“তাই সে কিছুই সন্দেহ করল না।” “সে কে? সে কিছুই সন্দেহ করল না কেন ?)
➢ He' is the little bird who used to sing beautiful songs for Princess September. Since the bird was quite used to Princess September's holding him, he did not suspect anything. ('সে' হল ছোট্ট পাখিটি যে রাজকন্যা সেপ্টেম্বরকে সুন্দর গান শোনাত। যেহেতু রাজকন্যা পাখিটিকে প্রায়ই ধরত, তাকে ধরাতে, তাই সে কিছু সন্দেহ করেনি।)
12. Why did the little bird stop in the middle of his song ? (ছোট্ট পাখিটি তার গানের মাঝখানে থেমে গিয়েছিল কেন?)
➢ The little bird stopped in the middle of his song because he was in a cage and so he did not feel like singing that night. He could not understand his feelings either. (ছোট্ট পাখিটি মাঝপথে গান বন্ধ করেছিল কারণ, সে খাঁচায় ছিল এবং তাই সেই রাতে তার গান গাইতে ইচ্ছা করছিল না। সে নিজের মনোভাবও বুঝে উঠতে পারছিল না।)
13. How did he try to free himself from the cage? (পাখিটি কীভাবে নিজেকে এ থেকে মুক্ত করার চেষ্টা করেছিল?)
➢ The little bird tried to slip through the bars of the cage and he beat against the door to free himself from the cage. (ছোট্ট পাখিটি নিজেকে মুক্ত করার জন্য খাঁচার গরাদের ফাক দিয়ে গলে বেরিয়ে আসতে চেষ্টা করছিল এবং দরজায় সজোরে আঘাত করেছিল।)
14. What excuse did September give when she put the bird into the cage ? (পাখিটিকে খাঁচায় ভরার সময় সেপ্টেম্বর কী অজুহাত দেখিয়েছিল?)
➢ When she put the bird into the cage September said that some of her mother's cats were moving about in search of prey. So to keep him safe, she put him into the cage. পাখিটিকে খাঁচায় পোরার সময় সেপ্টেম্বর বলেছিল যে তার মায়ের কয়েকটি বিড়াল শিকারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। তাই তাকে নিরাপদে রাখার জন্য, সে তাকে খাঁচায় পুরেছে।)
15. '... I don't feel like singing tonight. Why did the speaker say so ? ('... আজ রাতে আমার গাইতে ইচ্ছা করছে না।'— বক্তা এ কথা কেন বলেছিল?)
➢ The speaker said so because he was put in a cage and he was no longer a free creature. (বক্তা এ কথা বলেছিল কারণ তাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল এবং সে আর এখন স্বাধীন প্রাণী ছিল না।)
16. September put the bird in a cage: What did she promise to give in return ? (সেপ্টেম্বর পাখিটিকে খাঁচায় বন্দি করে রেখেছিল। পরিবর্তে সে কী দেবে বলেছিল ?)
➢ Princess September promised to give the bird three meals a day. She also said that he would not have to worry about anything and he would sing to his heart's content. (পাখিটিকে খাঁচায় বন্দি করার পরিবর্তে রাজকন্যা সেপ্টেম্বর তাকে দিনে তিনবার খাবার দেবে বলেছিল। সে তাকে এটাও বলেছিল যে তাকে কোনো বিষয়ে চিন্তা করতে হবে না এবং সে তার মনভরে গান গাইতে পারবে।)
17. What did the little bird want to see ? (ছোটো পাখিটা কী দেখতে চেয়েছিল?)
➢ The little bird wanted to see the trees, the lake and the green rice growing in the fields. (ছোটো পাখিটা গাছপালা, সরোবর আর খেতে সবুজ ধানের বেড়ে ওঠা দেখতে চেয়েছিল।)
18. Where did September take the bird for a walk? (বেড়ানোর জন্য সেপ্টেম্বর পাখিটিকে কোথায় নিয়ে গিয়েছিল?)
➢ September took the bird for a walk, to the lake round which grew the willow trees. (উইলো গাছে ঘেরা সরোবরের কাছে সেপ্টেম্বর পাখিটাকে বেড়াতে নিয়ে গিয়েছিল।)
19. Why did the rice fields, the lake and the willow trees look quite different to the little bird ? (পাখিটির কাছে ধানখেত, সরোবর এবং উইলো গাছেদের দেখতে অন্যরকম লাগছিল কেন?)
➢ As the bird was behind the bars of a cage, the rice-fields, the lake and the willow trees looked quite different to him. (পাখিটি যেহেতু খাঁচার মধ্যে ছিল, ধানখেত, সরোবর, উইলো গাছ সবই অন্যরকম লাগছিল তার কাছে।)
20. Why did the Princess give a startled cry ? (কেন রাজকন্যা সচকিত আর্তনাদ করে উঠেছিল?)
➢ The Princess gave a startled cry because she saw the little bird lay with its eyes closed and looked as if it was dead. (রাজকন্যা সচকিত আর্তনাদ করে উঠেছিল কারণ সে দেখতে পেয়েছিল যে পাখিটা চোখ বুজে পড়ে রয়েছে এবং দেখে মনে হচ্ছিল যেন সে মৃত।)
21. How did Princess September try to make the little bird happy? (রাজকন্যা সেপ্টেম্বর কী করে পাখিটিকে খুশি করার চেষ্টা করেছিল ?)
➢ Princess September tried to make the little bird happy by taking him for a walk to the lake round which grew the willow trees. (উইলো গাছে ঘেরা সরোবরের কাছে বেড়াতে নিয়ে গিয়ে রাজকন্যা সেপ্টেম্বর, ছোটো পাখিটিকে খুশি করার চেষ্টা করেছিল।)
22. Why did the princess give " a sob of relief" ? (রাজকন্যা স্বস্তির নিশ্বাস ফেলেছিল কেন?)
➢ The Princess gave a sob of relief because the little bird's heart was still beating, though earlier she thought that the bird had died. (রাজকন্যা স্বস্তির নিশ্বাস ফেলেছিল কারণ ছোট্ট পাখিটির হৃদয় তখনও স্পন্দিত হচ্ছিল, যদিও আগে সে ভেবেছিল যে পাখিটি মৃত।)
23. Why was the little bird granted freedom by the Princess ? (পাখিটি রাজকন্যার কাছ থেকে মুক্তি পেয়েছিল কেন?)
➢ The Princess kept the bird in a golden cage because she loved him. But realising that the bird was going to die if he was kept in captivity, she set him free. (রাজকন্যা পাখিটাকে খাঁচায় রেখেছিল যেহেতু সে তাকে ভালোবাসত। কিন্তু যদি পাখিটাকে বন্দি দশায় রাখা হয়, সে মারা যাবে এ কথা বুঝতে পেরে সে পাখিটাকে মুক্তি দিয়েছিল।)
24. "Then he opened his wings and flew right away into the blue." Would the little bird return to the Princess again? Give reasons for your answer. (“তারপর সে ডানাগুলো মেলে ধরল এবং বিন্দুমাত্র দেরি না করে আকাশে উড়ে গেল।”—ছোটো পাখিটি কি আবার রাজকন্যার কাছে ফিরে আসবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।)
➢ The little bird would surely return to the Princess as he admitted that he loved her and he could never forget her. (ছোটো পাখিটি অবশ্যই রাজকন্যার কাছে ফিরে আসবে কারণ সে জানিয়েছিল যে সে তাকে ভালোবাসে এবং রাজকন্যাকে সে কখনোই ভুলতে পারবে না।)
25. What did the bird say on waking up? (জেগে উঠে পাখিটি কী বলেছিল ?)
➢ On waking up the bird said that he cannot sing unless he is free, and if he cannot sing, he will die. (জেগে উঠে পাখিটি বলেছিল যে মুক্ত না হলে সে গাইতে পারবে না, আর গাইতে না পারলে সে মারা যাবে।)
26. Why could the bird not sing, unless he is freed ? (মুক্তি না পাওয়া অবধি পাখিটি গান গাইতে পারবে না কেন ?)
➢ The little bird enjoyed freedom and never wanted to be caged. But when he was caged, he lost his freedom and his urge of singing too. So, he could not sing, unless he is freed. (ছোটো পাখিটি স্বাধীনতা উপভোগ করত এবং কখনোই খাঁচায় বন্দি হতে চায়নি। কিন্তু যখন তাকে খাঁচায় বন্দি করা হল সে তার স্বাধীনতা হারাল এবং তার গান গাওয়ার ইচ্ছাও। তাই মুক্তি না পাওয়া অবধি সে গান গাইতে পারবে না।)
27. Why did the Princess keep her window open? (রাজকুমারী কেন তার জানালাটা খোলা রেখেছিল ?)
➢ The Princess kept her window open so that the little bird could come into her room whenever he wished to. (রাজকুমারী তার জানালাটা খোলা রেখেছিল যাতে ছোটো পাখিটা যখন চাইবে তার ঘরের মধ্যে আসতে পারে।)
No comments:
Post a Comment