👉(প্রশ্ন উত্তর চিঠি মাইকেল মধুসূদন দত্ত)
কবি - পরিচিতিঃ
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় । ১৯২০ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিক্রমপুরে চট্টোপাধ্যায় পরিবারে কবির জন্ম হয় । বাল্যকাল থেকেই কবি একরোখা মানুষ । ঢাকা বিক্রমপুরের অভিজাত সংস্কৃতির উপাধিধারী হয়েও তিনি ছিলেন সাধারণ মানুষের বড়ো কাছের । তাদের সাথে মিলিত হতে পারলে তিনি প্রাণে স্বস্তি পেতেন । গোঁড়া ব্রাহ্মণ পরিবারের সদস্য হয়েও তিনি বাল্যকাল থেকেই গোঁড়ামি ও রক্ষণশীলতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন । এই জন্য তাঁকে সকলের বিরাগভাজন হতে হয়েছিল । কবির প্রথম কাব্যগ্রন্থ ‘ গ্ৰহচ্যুত ' প্রকাশিত হয় কবির বাইশ বছর বয়সে । বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন বাস্তববাদী কবি , তাই তাঁর কবিতায় ছিল বেদনার ছবি । তিনি আমৃত্যু বহু কাব্য রচনা করেছেন । গ্রহচ্যুত , রাণুর জন্য , উলুখড়ের কবিতা , লখিন্দর , তিন পাহাড়ের স্বপ্ন , সভা ভেঙে গেলে , ভিসা অফিসের সামনে , মহাদেবের দুয়ার , মানুষের মুখ , ভিয়েতনাম , ভারতবর্ষ , আমার যজ্ঞের ঘোড়া , জানুয়ারি ইত্যাদি তাঁর প্রধান কাব্যগ্রন্থ । তিনি বহু কাব্যগ্রন্থের অনুবাদ করেছেন । ১৯৮৫ সালের ১১ জুলাই কবি পরলোকগমন করেন ।
সারমর্মঃ
ছোট্ট তোতাই বাবুর বায়না তার একটি সবুজ জামা চাই । কেননা গাছেরা এক আশ্চর্য সবুজ জামা পরে আছে । কিন্তু চাইলে কী হবে ? এখন তো তার অ - আ - ক - খ শেখার সময় , ইস্কুল যাবার সময় । গাছেরা কেমন এক পায়ে দাঁড়িয়ে থাকে নড়াচড়া করে না । কোনো স্থান পরিবর্তন করে না তাদের জামা তোতাই বাবু গায়ে দিতে চায় কেন ? তোতাই অ - আ - ক - খ পড়বে না । ইস্কুলে যাবে না আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তার কাছে একটা খেলা । দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে কিছু দেখতে পান না । তোতাইয়ের একটা সবুজ জামা অবশ্যই চাই - ই , তবেই না তার ডালে প্রজাপতি বসবে , আর টুপ করে তার কোলের উপর নেমে আসবে একটা - দুটো - তিনটে লাল - নীল ফুল । এই ফুলগুলো হবে তার নিজের ।
নামকরণঃ
কবি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অনুপম সৃষ্টি ‘ সবুজ জামা ' , কবিতা । সাহিত্যের নামকরণ সব সময়ই একটি বিশেষ ব্যাপার , বিশেষ করে কবিতার নামকরণের একটা অন্য মাত্রা থাকে । নামকরণ নানাভাবে হতে পারে কখনও বিষয়বস্তু অনুসারে কখনও কেন্দ্রীয় চরিত্রের নাম অনুসারে কখনও ব্যানা অর্থে — এখন আলোচনা করে দেখা যেতে পারে নামকরণ কতটা সার্থক হয়েছে । সবুজ পাতায় ঢাকা গাছেরা সব সময় পরে থাকে সবুজ জামা । তাই দেখে ছোট্ট তোতাই বাবুর একটা সবুজ জামা পরার ইচ্ছে হয়েছে । সে অনেক ছোটো এখন তার ইস্কুল যাওয়ার বয়স , অ - আ - ক - খ শেখার বয়স । গাছেরা তো একপায়ে দাঁড়িয়ে থাকে কেমন সবুজ জামা পরে । কিন্তু তোতাইবাবুর কেন সবুজ জামা চাই — তা বড়ো রহস্যের বিষয় । কবিতার শেষে সে রহস্য প্রকাশ পেয়েছে , তোতাই বাবুর জামা সবুজ না হলে তো কোনো কাণ্ড হবে না । জামা সবুজ হলে তবেই তার ডালে প্রজাপতি আসবে টুপ করে , সারি সারি ফুল এক - দুই করে ফুটে উঠবে । যেটা হবে তার একান্ত নিজের । এখানে ‘ সবুজ জামা ’ নামকরণটি ব্যঞ্জনা অর্থে করা হয়েছে । সবুজ মানে প্রাণ , সবুজ মানে নতুন জীবন । সবুজ ছাড়া আমাদের চলবে না । তাই জীবনের খুশির নাম সবুজ । প্রকৃতিতে সবুজের সমারোহ একান্ত আবশ্যক এই বিশ্বাস এ কবিতায় রয়েছে , তাই নামকরণটি যথার্থ হয়েছে বলেই মনে হয় ।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর পড়তে ক্লিক করো
👉 (দ্বিতীয় অধ্যায় "অস্থিত পৃথিবী")
১.১ বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ?
উঃ ১৯২০ খ্রিস্টাব্দে ঢাকা জেলার বিক্রমপুরে বীরেন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন ।
১.২ তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো ।
উঃ তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হলো রাণুর জন্য , লখিন্দর ।
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও
২.১ তোতাই বাবুর সবুজ জামা চাই কেন ?
উঃ তোতাই বাবু গাছেদের মতো হতে চায় তাই তার সবুজ জামা চাই ।
২.২ সবুজ গাছেরা কোন্ পতঙ্গ পছন্দ করে ?
উঃ সবুজ গাছেরা প্রজাপতি পছন্দ করে ।
২.৩ সবুজ জামা আসলে কী ?
উঃসবুজজামা আসলে রাশি রাশি সবুজ পাতার সমারোহ । এটি কবিতায় এক সবুজ প্রাণের প্রতীক ।
২.৪ ' এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা ' — এখানে কোন্ খেলার কথা বলা হয়েছে ? উঃ এখানে গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে । কবিতার শিশুটি তোতাইবাবু ও এক পায়ে দাঁড়িয়ে থাকে খেলাচ্ছলে ।
২.৫ তোতাই সবুজ জামা পরলে কী কী ঘটনা ঘটবে ?
উঃ সবুজ গাছের ডালে যেমন রঙিন প্রজাপতি আনন্দে এসে বসে তেমনি তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি তাঁর ডালের উপর বসবে আর লাল - নীল ফুল টুপ করে তার কোলে ঝরে পড়বে ।
৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো
৩.১ ‘ দাদু যেন কেমন , চশমা ছাড়া চোখে দেখে না ' — এই পক্তির মধ্যে ' যেন ' শব্দটি ব্যবহৃত হয়েছে কেন ? এই রকম আর কী কী শব্দ দিয়ে একই কাজ করা যায় ?
উঃ দাদুর দেখার জন্য চশমার প্রয়োজন কারণ , তাঁর চোখের দৃষ্টিশক্তি নষ্ট হতে চলেছে । কিন্তু ছোটো শিশুটি তা বোঝে না , সে চোখ দিয়ে সারা পৃথিবী দেখে তাই এই অসুবিধা তার ছোট্ট মাথায় ঢোকে না । তোতাই এর মতো দেখার চোখ দাদুর নেই , তাই দাদুকে তার অন্যরকম মনে হয় । তাই ‘ যেন ’ কথাটি এখানে ব্যবহার হয়েছে । এখানে ' যেন ' কথাটি তোতাই - এর মনোভাব বোঝাতে ব্যবহৃত হয়েছে । এইরকম আরও কয়েকটি শব্দ হলো — হয়তো । এর দ্বারাও একই মনোভাব প্রকাশ পেতে পারে ।
৩.২ ' সবুজ জামা ' — কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কী বোঝাতে চাইছেন তা নিজের ভাষায় লেখো ।
উঃ সবুজ জামা চাওয়ার মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন । নতুন প্রাণ আসুক , আর তা আনতে পারে গাছ । সবুজ থাকলে মানুষ , জীবজন্তু সবাই বাঁচবে । পৃথিবীতে ফুল ফুটবে , প্রকৃতি নতুন সাজে সাজবে । বিশ্বব্যাপী যে প্রাকৃতিক দূষণ ঘটে চলেছে তার থেকে রক্ষা পেতে ও দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলতে সবুজের একান্ত প্রয়োজন । কবিতায় তোতাই সবুজ জামা পরে আনন্দ পেতে চায় । কবি মনে করেন শিশুদের প্রকৃতির সঙ্গে একাত্ম করতে পারলে শিশুর পরিপূর্ণ বিকাশ ঘটবে । সে প্রকৃতির মতো সারল্যে পরিপূর্ণ হবে ।
অতি - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. কবির রচনায় কী কী জিনিস রূপায়িত হয়েছে ?
উঃ কবির রচনায় চারপাশের মানুষজন , নানান জীবনসংগ্রাম ও পরিস্থিতি রূপায়িত হয়েছে ।
২. কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম রচনা কোনটি ?
উঃ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম রচনা ‘ গ্রহচ্যুত ।
৩. কে সবুজ জামা পরে থাকে ?
উঃ গাছেরা সবুজ জামা পরে থাকে ।
৪. কার সবুজ জামা চাই ?
উঃ ছোট তোতাই এর সবুজ জামা চাই ।
৫. তোতাই কোথায় যাবে না ? কী করবে না ?
উঃ ছোট্ট তোতাই ইস্কুলে যাবে না । সে অ আ ক খ পড়বে না ।
৬. কে চশমা ছাড়া দেখেন না ?
উঃ দাদু চশমা ছাড়া দেখেন না ।
৭. টুপ করে কে নেমে আসবে ?
উঃ টুপ করে লাল - নীল - ফুল একটা - দুটো - তিনটে করে নেমে আসবে ।
৮. কবিতাটিতে কটি রঙের কথা বলা হয়েছে ?
উঃ কবিতাটিতে লাল , নীল , সবুজ এই তিনটি রঙের কথা বলা হয়েছে ।
৯. কবিতায় কোন্ খেলার কথা বলা হয়েছে ?
উঃ কবিতায় একপায়ে দাঁড়িয়ে থাকা খেলার কথা বলা হয়েছে ।
১০. কারা এক পায়ে দাঁড়িয়ে থাকে ?
উঃ গাছেরা একপায়ে দাঁড়িয়ে থাকে ।
১১. সবুজ জামা কবিতাটির মূল বক্তব্য কী ?
উঃ সবুজ জামা কবিতায় কবি বলতে চেয়েছেন গাছের অপর নাম পৃথিবী । সবুজ গাছ প্রাণের প্রতীক । গাছ আছে বলেই মানুষ , জীব - জন্তু সবাই বেঁচে আছে । সবুজ হলো উজ্জ্বল প্রাণের প্রতীক , উচ্ছলতার প্রতীক । গাছ থাকলে প্রজাপতি আসবে , নতুন ফুল ফুটবে , ফল হবে তার থেকে আসবে নতুন প্রাণ ।
No comments:
Post a Comment