The Great Escape Question And Answers Class 8th English | Class 8th English The Great Escape Question And Answers | Class 8th English Notes With Bengoli Meaning - Psycho Principal

Fresh Topics

Sunday, 29 December 2024

The Great Escape Question And Answers Class 8th English | Class 8th English The Great Escape Question And Answers | Class 8th English Notes With Bengoli Meaning

  

The Great Escape 
Question And Answers






The Great Escape Questions And Answers Class 8th English | Class 8th English The Great Escape  Questions And Answers,  Note With Bengoli Meaning | #Class 8th English Note With Bengoli Meaning #Class 8th English Questions And Answers


⬛ 
About The Author;

Name: Sugata Bose

Birth: September 7, 1956 in Calcutta

Nationality: Indian

Academic Career: After studying at Presidency College, Sugata Bose subsequently completed his Ph.D. at the University of Cambridge.

Professional Career: In 2001, he was appointed as the Gardiner Professor of Oceanic History and Affairs at Harvard University. Since 2011, he has served as chairman of the Presidency College Mentor Group.

Political Career: Since 2014, Sugata Bose is a member of the Parliament of India.

Notable works: 'His Majesty's Opponent: Subhas Chandra Bose and India's Struggle against Empire', 'A Hundred Horizons : The Indian Ocean in the Age of Global Empire.'

Family Lineage : Sugata Bose is the grandnephew of Netaji Subhas Chandra Bose and grandson of nationalist leader Sarat Chandra Bose. Sugata Bose is the son of Krishna Bose and eminent freedom fighter Sisir Kumar Bose.


⬛ The Great Escape  Questions And Answers,  Note With Bengoli Meaning ;


1. When was Netaji Subhas Chandra Bose born? (নেতাজি সুভাষচন্দ্র বোস করে জন্মেছিলেন ?)

➢Netaji Subhas Chandra Bose was born on 23 January, 1897. (নেতাজি সুভাষচন্দ্র বোস ২৩ জানুয়ারি, ১৮৯৭ সালে জন্মগ্রহণ করেছিলেন।)


2 .In which year was Subhas put under house- arrest ? (কোন্ বছরে সুভাষকে গৃহবন্দি করা হয়েছিল ?)।

➢ In 1941, Subhas was put under house-arrest. (১৯৪১ খ্রিস্টাব্দে সুভাষকে গৃহবন্দি করা হয়েছিল।)


3. What did Subhas establish ? What was its speciality ? (সুভাষ কী প্রতিষ্ঠা করেছিলেন? এটির বিশেষত্ব কী ছিল ?)

➢ Subhas established the Indian National Army to fight against the British. The Army included a women's regiment too. (সুভাষা, আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামের উদ্দেশ্যে। এই ফৌজ-এ একটি নারী সেনাবাহিনীও ছিল।)


4. How was Subhas looking when Sisir visited him one December afternoon ? (সুভাষকে কেমন দেখাচ্ছিল যখন এক ডিসেম্বরের দুপুরে শিশির তার সঙ্গে দেখা করতে গেল ? )

➢ Subhas was looking pale and thin on that day with a bushy, half-grown beard. (ঘন আধ-গজানো দাড়িসহ সেদিন সুভাষকে ফ্যাকাশে এবং শীর্ণ দেখাচ্ছিল।)


5.Where did Subhas ask Sisir to sit ? (সুভাষ শিশিরকে কোথায় বসতে বলেছিলেন?)

➢ Subhas asked Sisir to sit to his right on the bed. (সুভাষ শিশিরকে বিছানার উপর তাঁর ডানদিকে বসতে বলেছিলেন।)


6. What request did Subhas make to Sisir ? (সুভাষ শিশিরকে কী অনুরোধ করেছিলেন ?)

➢ Subhas requested Sisir to help him make a plan for his escape from India. (সুভাষ শিশিরকে অনুরোধ করেছিলেন ভারতবর্ষ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করতে তাকে সাহায্য করার জন্য ।) 


7. Where did Sisir plan to drive his uncle to ? (শিশির তার কাকাকে গাড়ি চালিয়ে কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিল?) 

Sisir planned to drive his uncle to a railway station far away from Calcutta. (শিশির তার কাকাকে গাড়ি চালিয়ে কলকাতা থেকে বহুদূরে এক রেল স্টেশনে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিল।)


8. Why did Subhas and Sisir, as their plan of escape, decide to drive out in 'the most natural fashion through the main gate' ? (কেন সুভাষ এবং শিশির প্রধান ফটক দিয়ে স্বাভাবিক কায়দায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ?)

➢Subhas and Sisir decided to drive out in 'the most natural fashion through the main gate' so that nobody could suspect them. (সুভাষ এবং শিশির প্রধান ফটক দিয়ে স্বাভাবিক কায়দায় বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে কেউ তাঁদের সন্দেহ না করে।)


9. Where did Subhas live? (সুভাষ কোথায় থাকতেন ?)

 Subhas lived at Elgin Road (সুভাষ এলগিন রোডে থাকতেন।) 


10. How did Sisir walk back home that night? (শিশির সেই রাতে কী অবস্থায় হেঁটে বাড়ি ফিরল ?)।

Sisir walked back that night to his own house in a state of wonder and subdued excitement. (শিশির সেই রাতে তার বাড়িতে হেঁটে ফিরল বিস্ময় ও চাপা উত্তেজনা নিয়ে।)


11. Who were keeping watch on Subhas' house? (সুভাষের বাড়ির উপর কারা নজর রাখছিল ?)

The police were keeping watch on Subhas' house. (পুলিশ সুভাষের বাড়ির উপর নজর রাখছিল।) 


12. What was the additional excuse Subhas had to meet Sisir ? (শিশিরের সঙ্গে দেখা করার জন্য সুভাষের বাড়তি অজুহাত কী ছিল ?)

➢ Sisir was good at operating the radio. He used to help Subhas listen to foreign broadcasts. Subhas used this as his additional excuse to meet Sisir. (শিশির খুব ভালো রেডিয়ো চালাতে পারত। শিশির সুভাষকে সাহায্য করত বিদেশি সম্প্রচার শুনতে। একেই সুভাষ তাঁর বাড়তি অজুহাত হিসেবে ব্যবহার করেছিলেন শিশিরের সঙ্গে দেখা করার জন্য।)


13. What was 'Wanderer' ? ('ওয়ান্ডারার' কী?)

Wanderer' was the German car owned by Sisir. ('ওয়ান্ডারার' হল শিশিরের জার্মান গাড়ির নাম।)


14. Why had Subhas cabled Akbar Shah ? (কেন সুভাষ আকবর শাহকে তার করেছিলেন ? )

➢ Subhas had cabled Akbar Shah to meet him at Calcutta so that he can help Subhas in escaping. (সুভাষ আকবর শাহকে তার করেছিলেন যাতে তিনি কলকাতায় তাঁর সঙ্গে দেখা করেন ও সুভাষকে পালাতে সাহায্য করেন।)


15. Who was Akbar Shah ? (আকবর শাহ কে ছিলেন?)

Akbar Shah was a co-worker in the freedom struggle against the British Raj. He worked in the north-western frontier provinces. (আকবর শাহ ব্রিটিশরাজের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে সুভাষের সহকর্মী ছিলেন। তিনি উত্তর-পশ্চিম সীমান্তবর্তী প্রদেশগুলিতে কাজ করতেন।)


16. Where did Sisir and Akbar Shah go together and why ? (কোথায় শিশির এবং আকবর শাহ একসঙ্গে গিয়েছিলেন এবং কেন ?)

Sisir and Akbar Shah went together to a shop in Central Calcutta to buy clothes for Subhas disguise. (শিশির ও আকবর শাহ মধ্য কলকাতার একটি দোকানে সুভাষের ছদ্মবেশের জামা কিনতে একসঙ্গে গিয়েছিলেন।)


17. What items were purchased for Subhas to be carried with him on his journey ? (সুভাষের যাত্রার সময় সঙ্গে নেওয়ার জন্য কী কী জিনিস কেনা হয়েছিল?)

➢ Baggy shalwars, a black fez, a set of calling cards, a suitcase, a bedroll, shirts and pillows were purchased for Subhas to carry with him on his journey. (ঢোলা পাজামা, একটা কালো ফেজ টুপি, এক সেট নকল নামের কার্ড, একটি সুটকেস্, একটি বহনযোগ্য বিছানা, জামা এবং বালিশ কেনা হয়েছিল সুভাষের যাত্রার সময় সঙ্গে নেওয়ার জন্য।)


18. What was the real identity of Muhammad Ziauddin? (মুহম্মদ জিয়াউদ্দিনের আসল পরিচয় কী ছিল ?)

➢ Muhammad Ziauddin was actually the disguise of Subhas Chandra Bose. (মুহম্মদ জিয়াউদ্দিন প্রকৃতপক্ষে সুভাষচন্দ্র বোসের ছদ্মবেশ ছিল।) 


19. Why do you think Subhas had to put on a false identity ? (কেন সুভাষকে নকল পরিচয় ধারণ করতে হয়েছিল বলে তোমার মনে হয় ?)

➢ Subhas had to put on a false identity because, being under house arrest, he would not have been able to escape from the country otherwise. (সুভাষকে নকল পরিচয় ধারণ করতে হয়েছিল কারণ গৃহবন্দি অবস্থায় অন্য কোনোভাবেই দেশ থেকে পালানো যেত না।)


20. Why did Sisir go to the print's shop? (শিশির কেন ছাপাখানায় গেল ?)

➢ Sisir went to the printer's shop to order a set of calling cards. (এক গোছা কার্ডের বায়না করতে শিশির ছাপাখানায় গিয়েছিল।) 


21. Why did Sisir order a set of calling cards? (শিশির কেন এক গোছা কার্ডের বায়না করেছিল ?)

➢ Sisir ordered a set of calling cards in order to create a false identity with which Subhas was meant to travel. (শিশির সুভাষের নকল পরিচয় যা নিয়ে তিনি যাত্রা করবেন তা তৈরি করার জন্যে এক গোছা কার্ডের বায়না করেছিল।)


22. On which day and when Sisir initiated the execution of the plan of Subhas' escape? When did they finally leave? (কবে কখন শিশির সুভাষের পলায়নের পরিকল্পনা রূপায়ণ শুরু করে? কবে তাঁরা অবশেষে কলকাতা ছেড়ে যাত্রা করেন?)

➢ Sisir initiated the execution of the plan of Subhas' escape on the day he met Akbar Shah. They finally left Kolkata on January 16, 1941. (যেদিন শিশির আকবর শাহের সঙ্গে দেখা করল সেদিন থেকেই শুরু সুভাষের পলায়নের পরিকল্পনার রূপায়ণ। অবশেষে তাঁরা কলকাতা ছেড়ে যাত্রা করেন ১৬ জানুয়ারি, ১৯৪১ সালে।)


23. Where did Sisir park the car? (শিশির কোথায় গাড়িটি পার্ক করেছিল ? )

➢ Sisir parked the car at the back of the house. (শিশির গাড়িটি বাড়ির পিছন দিকে পার্ক করেছিল।) 


24. Who were the family members except Sisir who knew about Subhas' escape ? (শিশির ছাড়া সুভাষের পরিবারের আর কে কে তাঁর পালিয়ে যাওয়ার কথা জানত?)

➢ Except Sisir, Subhas' niece Ila and cousin Dwijen knew about Subhas' escape. (শিশির ছাড়া সুভাষের ভাইঝি ইলা এবং খুড়তুতো ভাই দ্বিজেন সুভাষের পালিয়ে যাওয়ার কথা জানত।) 


25. Describe the appearance of Muhammad Ziauddin. (মুহম্মদ জিয়াউদ্দিনের চেহারা বর্ণনা করো।) 

➢ Muhammad Ziauddin wore a long brown coat, baggy shalwar, a black fez and a gold wire- rimmed spectacles. His face was covered. with beard, (মুহম্মদ জিয়াউদ্দিন একটা লম্বা খয়েরি কোট, ঢোলা পাজামা, একটা কালো ফেজের টুপি এবং একটা সোনালি তারের ফ্রেমের চশমা পরেছিলেন। তার মুখ দাড়িতে ঢাকা ছিল।)


26. What did Dwijen signal ? (বিজেন কী ইঙ্গিত করেছিল?)

➢ Dwijen signalled that no poleceman was nearby. (দ্বিজেন ইঙ্গিত করেছিল যে আশেপাশে কোনো পুলিশ নেই। 


27. How did the policemen keep an eye on Subhas' house by day ? (কীভাবে পুলিশ দিনে সুভাষের বাড়ির উপর নজর রাখত ?)

➢ By day, the policemen sat on a charpoi at the Row corner of Elgin Road and Woodburn Park. They paced up and down the street in front of Subhas' house. This is how they kept an eye on Subhas' house. (দিনের বেলা পুলিশরা এলগিন রোড ও উডবার্ন পার্কের-এর কোণায় একটি চারপাই-এ বসে থাকত। তারা সুভাষের বাড়ির সামনে পায়চারি করত। এইভাবে তারা সুভাষের বাড়ির উপর নজর রাখত।


28. What did the policemen prefer on the night of January 16 ? (১৬ জানুয়ারির রাতে পুলিশরা কী বেশি গুরুত্বপূর্ণ বিবেচনা করেছিল ?)

➢ On January 16 night, the policemen preferred the comfort of the warm blankets on the charpol over vigilance. (১৬ জানুয়ারি রাতে পুলিশ চারপাই-এর উপর গরম কম্বলের আরামকে পাহারার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিবেচনা করেছিল।


29. Describe how Subhas and Sisir reached the car and drove out of his residence? (কীভাবে সুভাষ ও শিশির গাড়ি অবধি পৌঁছোলেন ও বাড়ি থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন তা বর্ণনা করো।)

➢ Subhas and Sisir hugged the inner wall of the long house-corridor and tiptoed down the back  stairs to the car. Subhas sat at the back and Sisir drove out in the way he usually did. (সুভাষ ও শিশির বাড়ির লম্বা টানা বারান্দার ভিতরের দিকের দেওয়াল ধরে পা টিপে টিপে পেছনের সিঁড়ি দিয়ে নেমে গাড়ির কাছে। গেলেন। সুভাষ পিছনে বসলেন এবং শিশির চালকের আসনে বসে সাধারণত যেভাবে গাড়ি চালিয়ে বেরোয়, সেভাবে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল।)


30. In which direction did Sisir drive after leaving Elgin Road ? (এলগিন রোড থেকে বেরিয়ে শিশির কোন্ দিকে গাড়ি চালিয়ে গেলেন?)

➢ After leaving Elgin Road, Sisir drove towards Howrah. (এলগিন রোড থেকে বেরিয়ে, শিশির হাওড়ার দিকে গাড়ি চালিয়ে গেলেন।)


31. Who was Ashok ? how did he help in Subhas' escao? (অশোক কে ছিলেন? তিনি কীভাবে সুভাষকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন?)

➢ Ashok was Sisir's brother. He helped in Subhas' escape by giving him shelter in his house. (অশোক ছিলেন শিশিরের ভাই। তিনি সুভাষকে পালিয়ে যেতে সাহায্য করেন তাঁকে তার বাড়িতে আশ্রয় দিয়ে।)


32. Describe Sisir's last sight of Subhas (শিশির সুভাষকে শেষ দৃশ্যে যেভাবে দেখেছিলেন তা বর্ণনা করো।)

➢ When Sisir saw Subhas last time, he was walking across the railway overbridge with inthis usual majestic gait. (শিশির সুভাষকে শেষবার যখন দেখেন তখন তিনি রেলওয়ে ওভারব্রিজের উপর দিয়ে তাঁর স্বাভাবিক রাজকীয় ভঙ্গিতে হেঁটে যাচ্ছিলেন।) 


33.  Why did Sisir pick Subhas up in his car a little further from Ashok's house?  (শিশু কেন সুভাষকে অশোকের বাড়ি থেকে একটু দূরে গাড়িতে তোলে?)

➢ Sisir picked Subhas up in his car a little further from Ashok's house to show that Muhammad Ziauddin left the house alone. (মুহম্মদ জিয়াউদ্দিন একা বাড়ি থেকে বেরিয়েছেন দেখানোর জন্য শিশির সুভাষকে অশোকের বাড়ি থেকে একটু দূরে গাড়িতে তোলে।)


34. Why did Subhas keep the light glowing in his bedroom? (সুভাষ কেন তাঁর ঘরের আলোটিকে জ্বালিয়ে রেখেছিলেন?)

➢ Subhas kept the light glowing in his bedroom to make it appear that he was in his bedroom. (সুভাষ তাঁর ঘরের আলো জ্বালিয়ে রেখেছিলেন যাতে এমন মনে হয় যে তিনি ঘরেই আছেন।)


35. What did Subhas offer Sisir to drink during the journey ? (সুভাষ পথে যেতে যেতে শিশিরকে কী পান করতে দিয়েছিলেন ?)

➢ Subhas offered coffee to Sisir during the journey. (সুভাষ পথে যেতে যেতে শিশিরকে কফি পান করতে দিয়েছিলেন।)


36. When did Subhas and Sisir anxious ?(কখন সুভাষ এবং শিশির উদবিগ্ন বোধ করেছিলেন ?)

Subhas and Sisir felt anxious when the car engine faltered once. (সুভাষ এবং শিশির উদবিগ্ন বোধ করেছিলেন যখন গাড়ির ইঞ্জিন একবার গড়বড় করেছিল।) 


37. Where is Bararee ? (বারারি কোথায় ? )

➢ Bararee is a place situated near dhanbad .  (বারারি ধানবাদের কাছে অবস্থিত একটি জায়গা।) 


38. When did Subhas and Sisir reach Bararee? Who stayed there? (সুভাষ এবং শিশির কখন বারারি পৌঁছোলেন? সেখানে কে থাকত?)

➢ on January 17, 1941 at around 8:30 a.m Subhas and Sisir reached Bararee. Sisir's  brother Ashok stayed there. (সুভাষ ও শিশির ১৭ জানুয়ারি, ১৯৪১ সালে সকাল ৮.৩০ নাগাদ বারারি পৌঁছোলেন। সেখানে থাকত শিশিরের ভাই অশোক।) 


39. How did Subhas enter Ashok's house and what did he say in order to stay there till night? (কীভাবে সুভাষ অশোকের বাড়িতে ঢুকলেন ও রাত অবধি থাকার জন্য কী বললেন ?)

➢ Subhas entered Ashok's house in disguise and told that he had come on insurance business and needs to rest there till night. (সুভাষ অশোকের বাড়ি ছদ্মবেশে ঢুকে বললেন যে তিনি বিমা সংক্রান্ত ব্যাবসার কাজে এসেছেন ও রাত অবধি সেখানে বিশ্রাম নিতে চান।)


40. Which station did Subhas finally leave from? (কোন্ স্টেশন থেকে সুভাষ শেষ পর্যন্ত চলে গেলেন ?)

➢  Subhas finally left from left from Gomoh station. (সুভাষ শেষ পর্যন্ত গোমো স্টেশন থেকে চলে গেলেন।)


41. Why did Subhas leave for Gomoh station ? (সুভাষ কেন গোমো স্টেশনের উদ্দেশে রওনা হলেন ?)

➢ Subhas left for Gomoh station to catch the Delhi Kalka Mail (সুভাষ গোমো স্টেশনের উদ্দেশে রওনা হলেন দিল্লি-কালকা মেল ধরার জন্য।)

No comments:

Post a Comment