The Sea Question And Answers Class 8th English | Class 8th English The Sea Question And Answers Note With Bengoli Meaning - Psycho Principal

Fresh Topics

Monday, 30 December 2024

The Sea Question And Answers Class 8th English | Class 8th English The Sea Question And Answers Note With Bengoli Meaning

  

The Sea 
Question And Answers 



👉 ( A King's Tale  Questions And Answers )


The Sea  Questions And Answers Class 8th English | Class 8th English The Sea  Questions And Answers,  Note With Bengoli Meaning | #Class 8th English Note With Bengoli Meaning #Class 8th English Questions And Answers


⬛ About The Author;

Full Name: James Reeves (John Morris Reeves)

Birth: July 1, 1909, in London

Nationality: British

Notable Works: The Wandering Moon, The Imprisoned Sea, The Talking Skull, Poems and Paraphrases, The Natural Need etc.

Writing Technique: His work combines intensity of mood with an understated manner. His real achievement lies in his poetry which is regarded as the best British 'serious' children's verse, though the poems are usually far from serious in terms of subject-matter.

Well known: As a literary critic and broadcaster.


⬛ The Sea Questions And Answers,  Note With Bengoli Meaning ;


1. What is the name of the poet ? (কবির নাম কী?)

The name of the poet is James Reeves. (কবির নাম হল জেমস রীভস।)


2. Why does the sea become quiet at a certain time of the year ? (সমুদ্র বছরের নির্দিষ্ট একটা সময়ে শান্ত হয়ে যায় কেন ?)

➢ During the months of May and June when it is summer, the weather is not turbulent or stormy. A large part of the water evaporates and the sea also remains quiet. (গ্রীষ্মকালে মে এবং জুন মাসে আবহাওয়া অশান্ত বা ঝোড়ো থাকে না। জলের একটা বড়ো অংশ বাষ্পীভূত হয়ে যায় এবং সমুদ্রও শান্ত থাকে।)


3.  What does the sea do all day ? (সারাদিন ধরে সমুদ্র কী করে ?) ।

 The sea rolls on the beach all day. (সমুদ্র সারাদিন ধরে সৈকতে গড়াগড়ি দেয়।)


4. How has the sea been described in the _poem? (কবিতায় সমুদ্রকে কীভাবে বর্ণনা করা হয়েছে?)

The sea is like a giant grey, hungry dog that rolls on the beach all day with its clashing teeth, shaggy jaws and greasy paws. (সমুদ্র একটি দৈত্যাকার ধূসর রঙের ক্ষুধার্ত কুকুরের মতো যে সারাদিন ধরে সৈকতে গড়াগড়ি দেয় তার ভয়ংকর দাঁত, রুক্ষ চোয়াল এবং পিচ্ছিল থাবা নিয়ে।)


5. What does the giant sea-dog moans for ? (দৈত্যাকার সমুদ্র-কুকুর কীসের জন্য গর্জন করে?)

➢ The giant sea dog moans for bones. (দৈত্যাকার সমুদ্র-কুকুর হাড়ের জন্য গর্জন করে।)


6. What does the sea-dog do hour after hour? (সমুদ্র কুকুর ঘণ্টার পর ঘন্টা কী করে?)

➢ The sea-dog gnaws the rumbling, tumbling stones hour after hour. (সমুদ্র কুকুর ঘণ্টার পর ঘণ্টা গড়িয়ে চলা পাথরগুলিকে চিবোয়।)


7. What does the sea-dog do with the stones? (সমুদ্র কুকুর পাথরের সঙ্গে কী করে?)

➢ The sea dog bites the stones. (সমুদ্র কুকুর পাথরগুলোকে কামড়ায়।)


8. What does the sea look like? (সমুদ্রকে কেমন দেখতে?) 

The sea looks like a giant hungry dog with a grey figure. (সমুদ্রকে দেখতে একটি অতিকায় ক্ষুধার্ত কুকুরের মতো, শরীর ধূসর রঙের।)


9. Who rocks in the stormy cloud ? (ঝোড়ো মেঘের মধ্যে কে টলমল করে?)

 The moon rocks in the stormy cloud. (ঝোড়ো মেঘের মধ্যে চাঁদ টলমল করে।)


10. Where does the sea shake his wet sides like a dog ? (সমুদ্র কোথায় তার ভিজে গা কুকুরের মতো ঝেড়ে নেয় ?)

➢ The sea shakes off his wet sides like a dog over the cliffs. (সমুদ্র তার ভিজে গা পাহাড়ের উপরে কুকুরের মতো ঝেড়ে নেয়।)


11. How do the grasses on the dune behave in May or June? (মে অথবা জুন মাসে বালিয়াড়ির উপর ঘাসেরা কেমন আচরণ করে ?)

➢ In May or June the grasses on the dune do not play their reedy tune. (মে অথবা জুন মাসে বালিয়াড়ির উপর ঘাসেরা তাদের তীক্ষ্ণ সুর বাজায় না।)


12. What do you mean by 'greasy paws' ?  ("পিছুল থাবা' বলতে কী বোঝো?)

➢ 'Greasy paws' refer to the slippery huge paws of the giant sea-dog. (পিচ্ছিল থাবা' বলতে এখানে দৈত্যাকার সমুদ্র-কুকুরের পিচ্ছিল বিশাল থাবাকে বোঝানো হয়েছে।)


13. When does the moon rock ? (চাঁদ কখন টলমল করে ?)

➢ When the night wind roars the moon rocks in the stormy cloud. (যখন রাতের বাতাস গর্জন করে চাঁদ তখন ঝোড়ো মেঘের মধ্যে টলমল করে।)


14. Who is the the' in the poem ? (কবিতায় 'সে' কে?)

➢ In the poem, he' refers to the sea. (কবিতায় 'সে' বলতে সমুদ্রকে বোঝানো হয়েছে।)


15. Why is the sea compared to a hungry, giant dog ? (সমুদ্রকে কেন ক্ষুধার্ত, দৈত্যাকার কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে ?)

➢ The sea is compared to a hungry, giant dog because the sea is always unstable and full of tumultous waves. (সমুদ্রকে ক্ষুধার্ত, দৈত্যাকার কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে কারণ সমুদ্র সর্বদা অস্থির এবং প্রচণ্ড ঢেউতে পূর্ণ।)


16. When do the quiet days come? (শাস্ত দিন কখন আসে?)

➢ The quiet days come during the months of May and June (মে এবং জুন মাসে শান্ত দিন আসে।) 


17. When do the grasses on the dune not play their reedy tune? (বালিয়াড়ির ঘাস কখন তাদের তীক্ষ্ণ সুর বাজায় না ?) 

➢ The grasses on the dune do not play their reedy tune during the months of May and June. (মে এবং জুন মাসে বালিয়াড়ির উপর ঘাসেরা তাদের তীক্ষ্ণ সুর বাজায় না।)


18. How does the sea-dog lie on the sandy shores? (বালির তীরে সমুদ্র-কুকুর কীভাবে শুয়ে থাকে ? )

➢ The sea-dog lies on the sandy shores quietly keeping his head between his paws. (বালির তীরে সমুদ্র-কুকুর শুয়ে থাকে শান্তভাবে তার মাথাটি থাবার মধ্যে গুঁজে।)


19. Where does the sea lie ? (সমুদ্র কোথায় শুয়ে থাকে ?)

➢ The sea lies on the sandy shores. (বালুকাময় উপকূলে সমুদ্র শুয়ে থাকে।)

No comments:

Post a Comment