The Wind Cap Questions And Answers Class 8th English | Class 8 English The Wind Cap Questions And Answers, Note With Bengoli Meaning - Psycho Principal

Fresh Topics

Sunday, 29 December 2024

The Wind Cap Questions And Answers Class 8th English | Class 8 English The Wind Cap Questions And Answers, Note With Bengoli Meaning

  

The Wind Cap
Jane Yolen




👉 Cloud Questions And Answers



⬛ About The Author;

Name: Jane Hyatt Yolen

Birth: February 11, 1939 at Beth Israel Medical Center in Manhattan

Nationality: American

Genre: Fantasy, science fiction, folklore and children's books

Notable Works: She is the author and editor of more than 280 books, among which the best known is 'The Devil's Arithmetic'. Her other notable works include-'The Holocaust Novella', 'How Dianosaurs Say Goodnight?', 'The Simple Prince', 'Wizard's Hall', 'All Those Secrets of the World', 'Miz Berlin Walks', 'Briar Rose' etc.

Writing Technique: Combination of familiar fantasy motifs with contemporary elements and philosophical themes. Yolen ornates her works with images, symbols and allusions,

Awards & Honours: Caldecott Medal, two Nebula Awards, two Christopher Medals, the World Fantasy Award, three Mythopoeic Fantasy Awards, the Golden Kite Award, the Jewish Book Award, the World Fantasy Association's Lifetime Achievement Award, the Association of Jewish Libraries Award.


 The Wind Cap Questions And Answers, Note With Bengoli Meaning ;

1.Who is the writer of the story "The Wind Cap? (“দ্য উইন্ড ক্যাপ” গল্পের লেখিকা কে?)

➢Jane Hyatt Yolen is the writer of the story "The Wind Cap." (জেন হায়াত ইওলেন হলেন “দ্য উইন্ড ক্যাপ” গল্পের লেখিকা।)


2. What was the boy's name ? (ছেলেটির নাম কী ছিল ?)

 The boy's name was Jon. (ছেলেটির নাম ছিল জন।)


3. What did Jon want to be? (জন কী হতে চেয়েছিল ?)

Jon wanted to be a sailor. (জন একজন নাবিক হতে চেয়েছিল।)


4.What was the profession of Jon's father ? (জনের বাবার পেশা কী ছিল ?)

has Jon's father was a farmer. (জনের বাবা একজন কৃষক ছিলেন।)


5.How did Jon react to the prohibition of his mother ? (জন কীভাবে প্রতিক্রিয়া জানাল তার মায়ের নিষেধাজ্ঞায় ? ) 

As Jon on hearing his mother's prohibition went about his farm work with a heavy heart but did not again mention the sea. (জন তার মায়ের নিষেধাজ্ঞা শুনে বিষণ্ণ হৃদয়ে সমুদ্রের কথা আর না বলে তার খামারের কাজে নেমে পড়ল।)


6.Where was the tiny green turtle? (সবুজ ছোটো কচ্ছপটি কোথায় ছিল ?)

 The tiny green turtle was on a clod of dirt. (ছোটো সবুজ কচ্ছপটি একটি কাদার দলার উপর ছিল।)


7.Where did the boy set the turtle ? (ছেলেটি কচ্ছপটিকে কোথায় রেখেছিল ?)

The boy set the turtle on his head. (ছেলেটি কচ্ছপটিকে তার মাথার উপর রেখেছিল।)


8. What surprising thing happened when Jon plucked the turtle from his head? (যখন জন কচ্ছপটিকে তার মাথার উপর থেকে তুলে নিল তখন কী বিস্ময়কর ব্যাপার ঘটেছিল ?) (

Jon was surprised to find that the tiny green turtle had turned into a tiny green fairy man. (জন বিস্মিত হয়েছিল কারণ ছোটো সবুজ কচ্ছপটি একটি ছোট্টো সবুজ পরিমানবে পরিণত হয়েছিল।)


9. What did the fairy man want to do for Jon? (পরিমানবটি জন-এর জন্য কী করতে চেয়েছিল ?)

The fairy man wanted to grant whatever Jon's heart desired. (পরিমানবটি জন-এর মনস্কামনা পূরণ করতে চেয়েছিল।)


10.Did Jon say what his heart yearned for ? (জন কি তার মনের ইচ্ছা প্রকাশ করেছিল?)

➢ No, Jon did not say what his heart yearned for  (না, জন তার মনের ইচ্ছে প্রকাশ করেনি।) 


11.How did the fairy man come to know what Jon desired ? (কী করে পরিমানবটি জানতে পেরেছিল। জন মনে মনে কী চায়? )

➢ The green fairy man could read a heart very easily so it was not difficult for him to know Jon's desire. (সবুজ পরিমানবটি সহজেই মানুষের মনের ইচ্ছা বুঝতে পারত তাই তার কাছে জন-এর ইচ্ছে জানাটা কোনো কঠিন ব্যাপার ছিল না।)


12. Why did the fairyman offer Jon the wind cap ? (কেন পরিমানবটি জনকে হাওয়া টুপিটি দেওয়ার প্রস্তাব দিয়েছিল ?)

 the fairyman offers Jon the wind cap because he was thankful to Jon for his kindness. (পরিমানবটি জনকে হাওয়া-টুপিটি দেওয়ার প্রস্তাব দিয়েছিল, জন-এর দয়ার জন্য তার প্রতি ধন্যবাদস্বরূপ।)


13.What was the condition that was associated with the wind cap ? (হাওয়া টুপিটির সঙ্গে। কী সতর্কবার্তা জড়িয়ে ছিল ?)

The condition was that no human hand will ever be able to take it off from Jon's head. (সতর্কবার্তা এটাই ছিল যে কোনো মানুষের হাত কখনও জন-এর মাথা থেকে টুপিটি খুলে নিতে পারবে না।)


14. Why did Jon become popular with the sailors ? (জন কেন নাবিকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল ?)

➢ Jon became popular with the sailors because it was wind that the sailors called for and Jon could supply wind, as desired. (জন নাবিকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ নাবিকরা বায়ু চাইত আর সে নাবিকদের ইচ্ছামতো বায়ুর জোগান দিতে পারত।)


15.What did the fairy man give to the boy? (পরিমানবটি ছেলেটিকে কী দিয়েছিল ?)

The fairy man gave a different kind of cap to the boy which the kind sailors desire the most. (পরিমানবটি ছেলেটিকে এমন একটি টুপি দিয়েছিল যেমনটি নাবিকদের কামনার বস্তু।)


16. How much time did the fairy man wait ? (পরিমানবটি কতক্ষন অপেক্ষা করেছিল ?)

The fairy man disappeared with a blink of an eye leaving the cap behind. (পরিমানবটি টুপিটি রেখে চোখের পলকে উধাও হয়ে গিয়েছিল।)


17. How did the cap look ? (টুপিটা কেমন দেখতে ছিল ?)

The cap was a striped one. (টুপিটা ছিল ডোরাকাটা।)


18.  What did Jon do with the wind cap ? (জান হাওয়া-টুপিটি নিয়ে কী করল ।)

➢ Jon put the cap on his head and ran home. to tell his mother. (জন টুপিটি মাথায় গলাল আর ঘরে ছুটল মাকে বলতে।)


19. What did the boy's mother say seeing the cap ? (টুপিটি দেখে ছেলেটির মা কী বলেছিল ?)

➢ The boy's mother said that no good would come of the wind cap. (ছেলেটির মা বলেছিল যে এই হাওয়া-টুপির থেকে কোনো ভালো কাজ হবে না।)


20.What is the boy's request to the captain of the ship? (জাহাজের ক্যাপটেন-কে ছেলেটি কী অনুরোধকরেছিল ?)

The boy requested the captain of the ship to take him along on a sea voyage. (ছেলেটি জাহাজের ক্যাপটেনকে অনুরোধ করেছিল তাকে সমুদ্রযাত্রায় নিয়ে যেতে।)


21. why was the cap both good and bad ? (টুপিটি ভালো এবং মন্দ উভয়ই ছিল কেন?)

The cap was bad because Jon could neither take it off before his captain nor at bedtime. It was good because he could neither lose the cap nor could it be stolen from him. (টুপিটি মন্দ ছিল এই কারণে যে জন টুপিটাকে না তার ক্যাপটেন-এর সামনে খুলতে পারত, না শোওয়ার সময় খুলতে পারত। টুপিটি ভালো ছিল এই কারণে যে সে কখনও এটাকে হারাতেও পারবে না, কিংবা কেউ তা চুরিও করে নিতে পারবে না।)


22. How could Jon summon wind from all direction? (জন কীভাবে সব দিক থেকে বাতাসকে আহ্বান করতে পারত ?)

➢ By twisting the cap Jon could summon the east wind and the west wind as well as call both the north and south wind (টুপিটি বাঁকিয়ে জন পূর্বের বাতাস এবং পশ্চিমের বাতাসকে ডাকতে পারত এমনকি উত্তর এবং দক্ষিণ উভয়দিকের বাতাসকেই সে ডাকতে পারত।)


23. Where did the ship stand? What was Jon doing then ? (জাহাজটি কোথায় দাঁড়িয়েছিল? জন তখন কী করছিল?)

➢ The ship stood offshore from the boy's old farm. The boy lay fast asleep and started to dream again. (জাহাজটি ছেলেটির পুরোনো খামারের নিকটবর্তী কোনো এক স্থানে দাঁড়িয়েছিল। ছেলেটি গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল এবং আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল।)


24. How did a squall come from the clear sky? (পরিষ্কার আকাশ থেকে কীভাবে ঝোড়ো বাতাস এল ?)

➢ One quiet afternoon, Jon lay fast asleep and in his dream the seasons turned rapidly and so did Jon in his bed. As a result, the cap on his head twisted round and about and it called up a squall from the clear sky. (এক শাস্ত দুপুরে জন গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল এবং তার স্বপ্নে ঋতুগুলো তাড়াতাড়ি বদলাতে থাকল আর জনও সেভাবেই তার বিছানায় পাশ ফিরতে লাগল। ফলে তার মাথার টুপিটা দুমড়ে গেল এবং পরিষ্কার আকাশ থেকে ঝোড়ো বাতাসকে আহ্বান জানাল।)


25. What did the squall become when the sailors pulled and twisted the cap ? (যখন নাবিকরা টুপিটি জোরে টানল এবং দুমড়ে দিল তখন ঝোড়ো বাতাসটা কীসে পরিণত হল ?)

➢ The squall transformed into a storm, when the sailors pulled and twisted the cap. (ঝোড়ো বাতাস ঝড়ে পরিণত হয়েছিল, যখন নাবিকরা টুপিটা টানল এবং দুমড়ে দিল।)


26. Why did the captain order his men to bring Jon before him ? (ক্যাপটেন কেন তার লোকেদের আদেশ দিলেন জনকে তার সামনে নিয়ে আসতে?)

➢ The sailors tried to rip off Jon's cap. So his cap twisted round and about and the squall became a storm. Therefore the captain ordered his men to bring Jon before him. (নাবিকরা জনের টুপিটা ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। তাই তার টুপিটা দুমড়ে গিয়েছিল এবং ঝোড়ো বাতাস ঝড়ে পরিণত হয়েছিল। তাই ক্যাপটেন তার লোকেদের জনকে তার সামনে নিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন।)


No comments:

Post a Comment