ষষ্ঠ শ্রেণীর ভূগোল দশম অধ্যায় আমাদের দেশ ভারত পার্ট - 3 প্রশ্ন উত্তর | Class 6th Geography Chapter -10 Part-3 Questions And Answers MCQ, SAQ, LAQ | ক্লাস সিক্স ভূগোল দশম অধ্যায় প্রশ্ন উত্তর, সহায়িকা - Psycho Principal

Fresh Topics

Monday, 6 January 2025

ষষ্ঠ শ্রেণীর ভূগোল দশম অধ্যায় আমাদের দেশ ভারত পার্ট - 3 প্রশ্ন উত্তর | Class 6th Geography Chapter -10 Part-3 Questions And Answers MCQ, SAQ, LAQ | ক্লাস সিক্স ভূগোল দশম অধ্যায় প্রশ্ন উত্তর, সহায়িকা

  


দশম অধ্যায় আমাদের দেশ ভারত  পার্ট - 3
প্রশ্ন উত্তর 





👉(ক্লাস  ফাইভ বাংলা গল্পবুড়ো অধ্যায়ের প্রশ্ন উত্তর)



ষষ্ঠ শ্রেণীর ভূগোল সাজেশন | ষষ্ঠ শ্রেণীর ভূগোল দশম অধ্যায় আমাদের দেশ ভারত  প্রশ্ন উত্তর | ক্লাস সিক্স ভূগোল দশম অধ্যায় আমাদের দেশ ভারত  গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর, সহায়িকা | Class 6th Geography Chapter -10 Important Questions And Answers | ষষ্ঠ শ্রেণীর ভূগোল   দশম অধ্যায়  গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর | #Class 6th Geography Chapter -10  Questions And Answers #Class 6th Geography Questions And Answers


⬛ সঠিক উত্তরটি নির্বাচন করো ; প্রতিটি প্রশ্নের মান -১

1. একটি রবিশস্যের উদাহরণ হল – (আমন ধান/গম/ জোয়ার)।

উঃ গম ।


2. ভারতের ধান গবেষণাগার অবস্থিত— (কটক/ ভুবনেশ্বর/রাঁচি)।

উঃ কটক।


3. ভারতের গম গবেষণাগার অবস্থিত— (দেরাদুন/ পুষা/কলকাতা)-য়

উঃ পুষা।


4. ভারতের পাট গবেষণাগার অবস্থিত—(শিলিগুড়ি/ কলকাতা/ব্যারাকপুর)-এ।

উঃ ব্যারাকপুর।


5. একটি খরিফ শস্যের উদাহরণ হল- (আমন ধান/পাট/রাই)।

উঃ পাট।


6. একটি বাণিজ্যিক ফসলের উদাহরণ হল – (ধান/তৈলবীজ/চা)।

উঃ চা।


7. কৃষিজমির পাশে জলাশয় অবশ্যই থাকা দরকার— (ধান/পাট/তুলা) চাষের জন্য।

উঃ পাট।


8. অন্ধ্রপ্রদেশের অধিবাসীদের প্রধান ভাষা হল – (মালয়ালম /তেলেগু/পাঞ্জাবি)।

উঃ তেলেগু।


9. গারো সম্প্রদায়ের মানুষদের যে রাজ্যে দেখা যায় সেটি হল — (নাগাল্যান্ড / অসম / মেঘালয় ) ।

উঃ মেঘালয়।


10. ছৌ নাচ ভারতের যে রাজ্যের প্রচলিত নাচ তা হল – (কেরল/অসম/পশ্চিমবঙ্গ)।

উঃ পশ্চিমবঙ্গ।


11. গরবা নাচ ভারতের যে রাজ্যের প্রচলিত নাচ তা হল — (কর্ণাটক/গুজরাত/রাজস্থান)

উঃ গুজরাত।


12. কন্নড় ভাষায় কথা বলে – (কেরল/তামিলনাডু/কর্ণাটক)-এর লোকেরা 

উঃ কর্ণাটক।


13. গোয়ার অধিবাসীদের প্রধান ভাষা হল— (তামিল/তেলেগু /কোঙ্কনি)।

উঃ কোঙ্কনি।


 সত্য / মিথ্যা নির্ণয় করো; প্রতিটি প্রশ্নের মান -১ 

1. মোহিনীঅট্টম ওডিশা রাজ্যের একটি নাচের নাম ।

উঃ মিথ্যা।


2. খাসি আদিবাসী সম্প্রদায় সর্বাধিক বসবাস করে মণিপুর রাজ্যে।

উঃ মিথ্যা।


3. তামিল ভাষায় তামিলনাড়ুর লোকেরা কথা বলে ।

উঃ সত্য।


4. 2011 সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য শচীন আর জাহির মহারাষ্ট্রের বাসিন্দা।

উঃ সত্য।


5. মুম্বাই আরব সাগরের তীরে অবস্থিত।

উঃ সত্য।


6. নাগাদের বাসভূমি ভারতের মহারাষ্ট্র রাজ্য ।

উঃ মিথ্যা।


⬛ এক কথায় উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান -১ 

1. পাহাড়ি অঞ্চলে মাটির ক্ষয় রোধে ঢালু জমিতে ধাপ কেটে যে চাষ হয় তাকে কী বলে?

উঃ ধাপচাষ।


2. তুমি কখনও কি চাষের জমি দেখেছো?

উঃ হ্যাঁ।


3. চাষের জমিটা কি উর্বর ?

উঃ হ্যা, মোটামুটি উর্বর।


4. বার্ষিক গড় উয়তা ও বৃষ্টিপাতের পরিমাণ কত ?

উঃ  বার্ষিক গড় উন্নতা 22-32 °সে ও বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 150-250 সেমি ।


5. জমিতে কি কোনো সার, কীটনাশক ব্যবহার করা হয় ?

উঃ হ্যাঁ, হয় ।


6. জলসেচ দরকার হয় কি?

উঃ হ্যাঁ, জলসেচ দরকার হয় ।


7. বছরের কোন্ কোন্ সময়ে কী কী ফসল চাষ করা হয় ?

উঃ বর্ষার সময় ধান চাষ করা হয় ও বছরের অন্যান্য সময় ডাল, সবজি ইত্যাদি চাষ করা হয়।


৪. ফসলগুলো বিক্রির বাজারটা জমি থেকে কত দূরে ?

উঃ জমি থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে।


9. যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা কেমন ? .

উঃ যোগাযোগ ও পরিবহণ খুব বেশি উন্নত নয়।


10. উৎপন্ন ফসল সংরক্ষণ করে রাখার কি কোনো ব্যবস্থা আছে ?

উঃ না ।


11. চাষের জমিতে কতজন কাজ করে ?

উঃ 5-6 জন।


⬛ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর; প্রতিটি প্রশ্নের মান -২/৩

1. মাটি কাকে বলে ?

উঃ  ভূপৃষ্ঠের উপরিভাগের পাতলা স্তর যা বিভিন্ন শিলাচূর্ণ এবং জৈব পদার্থের সংমিশ্রণে তৈরি হয় এবং যা উদ্ভিদকে পুষ্টি সরবরাহ করে, তাকেই মাটি বলে।


2. পলিমাটি বলতে কী বোঝ? ভারতের কোন্ কোন্ স্থানে পলিমাটি পাওয়া যায় ?

উঃ নদীবাহিত পলি সঞ্চিত হয়ে যে মাটি সৃষ্টি হয়, তাকেই পলিমাটি বলে। ভারতের বিভিন্ন নদী অববাহিকা, বদ্বীপ অঞ্চলে বিশেষত উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অসম, পাঞ্জাব ও হরিয়ানার বিস্তীর্ণ অংশে পলিমাটি দেখা যায় ৷


3. কালোমাটি বলতে কী বোঝ? এই মৃত্তিকায় কী কী ফসল হয় ?

উঃ  ভারতের উপদ্বীপীয় মালভূমির পশ্চিমাংশে ব্যাসল্ট শিলাগঠিত অঞ্চলে বেশি জল ধারণক্ষমতাযুক্ত কালো রঙের মৃত্তিকাকে কালোমাটি বা কৃষ্ণ মৃত্তিকা বলে। এই মাটিতে কার্পাস চাষ সর্বাপেক্ষা ভালো হয়। তবে চিনাবাদাম, তুলো, আখ ইত্যাদির চাষও ভালো হয়।


4. ল্যাটেরাইট মাটি বলতে কী বোঝ? এই মাটির কৃষিগত গুরুত্ব কতখানি ?

উঃ অধিক উয়তা এবং অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক এবং আর্দ্র ঋতু দেখা যায় সেখানে মাটির উপরিস্তরে লৌহ অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড সঞ্চিত হয়ে যে লাল রঙের ইটের মতো শক্ত মাটি সৃষ্টি হয়, তাকে ল্যাটেরাইট মাটি বলে। এই মাটি অনুর্বর। তবে সার প্রয়োগ দ্বারা এই মাটিতে চিনাবাদাম, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি চাষ করা যায়।


5. মরু অঞ্চলের মাটির প্রকৃতি কীরূপ? 

উঃ মরু অঞ্চলে কম বৃষ্টিপাত এবং অত্যধিক উন্নতার কারণে মোটা দানা ও ছিদ্রযুক্ত, লবণাক্ত একপ্রকার মাটি তৈরি হয়। এই মাটির জল ধারণক্ষমতা অতি সামান্য হওয়ায় এই মাটি অনুর্বর। তাই মিলেটজাতীয় শস্য চাষ ছাড়া অন্য ফসল এখানে ভালো হয় না। ভারতের রাজস্থানে এই মৃত্তিকা দেখা যায় ।


6. ভারতে প্রধানত কী কী মাটি দেখা যায় ?

উঃ ভারতের প্রধান প্রধান মাটিগুলি হল— [1] পলিমাটি, [2] কালোমাটি, [3] লালমাটি, [4] ল্যাটেরাইট মাটি, [5] মরুমাটি, [6] পার্বত্য অঞ্চলের মাটি ইত্যাদি।


7. মাটিকে আমরা কী কী কাজে ব্যবহার করে থাকি?

উঃ আমরা মাটিকে নানাভাবে ব্যবহার করে থাকি। যথা— [1] কৃষিকাজের জন্য বা ফসল ফলানোর জন্য মাটিকে সর্বাধিক ব্যবহার করা হয়, [2] বাগান করা বা ফুলগাছ লাগানোর জন্য মাটির প্রয়োজন, [3] বিভিন্ন জীবকুল মাটিতে বসবাস করে, [4] পরিবেশের আর্দ্রতা ও তাপমাত্রা বজায়


8. সারাবছর গাছের পাতা সবুজ থাকার কারণ কী?

উঃ অধিক উস্নতা ও বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলের অভাব না থাকায় উদ্ভিদ তার জীবনধারণের প্রয়োজনীয় জল পায় | পর্যাপ্ত জল পাওয়ার ফলে উদ্ভিদের পুষ্টির অভাব হয় না। তাই পাতা একসঙ্গে ঝরে পড়ার পরিবর্তে অল্প অল্প করে সবসময় ঝরতে থাকে। ফলে সারাবছরই গাছের পাতা সবুজ থাকে।


9. নির্দিষ্ট ঋতুতে গাছের পাতা ঝরে যায় কেন ?

উঃ  সাধারণত শুষ্ক ঋতুতে গাছের পাতা ঝরে যায়। কারণ শুষ্ক ঋতুতে জলাভাব দেখা দেয় তাই জলের অভাবের জন্য উদ্ভিদ তাদের সব পাতা একসঙ্গে ঝরিয়ে দেয়। এভাবে ওই সব উদ্ভিদগুলি তাপের প্রস্বেদন বন্ধ করে জল অপচয় রোধ করে। 


10. সরলবর্গীয় গাছের পাতাগুলি কেমন দেখতে হয় ?

উঃ  সরলবর্গীয় গাছের পাতাগুলি সরু, লম্বা এবং সূঁচালো প্রকৃতির হয় ।


11. কাঁটাগাছের কাঁটাগুলো আসলে গাছের কোন্ অংশ?

উঃ  কাঁটাগাছের কাঁটাগুলো আসলে গাছের পাতা । মরু অঞ্চলে শুষ্কতাকে প্রতিরোধ করতে এবং আত্মরক্ষার জন্য গাছের পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয় |


12. তুমি অরণ্য বাঁচাতে কী কী ব্যবস্থা নেবে?

উঃ আমি অরণ্যকে বাঁচাতে যেসকল ব্যবস্থা নেব সেগুলি হল নিম্নরূপ—[1] বিদ্যালয় বা বাড়ির পাশের ফাঁকা জমিতে বৃক্ষরোপণ করব। [2] পশুরা যাতে ছোটো বৃক্ষ না খেয়ে ফেলে তাই বৃক্ষের চারপাশে বেড়া দিয়ে দেব। [3] মানুষের মধ্যে বৃক্ষরোপণের সুফল সম্পর্কে জ্ঞান রোপণের চেষ্টা করব।


13. তোমার বাড়ি ও স্কুলের আশেপাশে কী কী ভেষজ গাছ পাওয়া যায়। তার নাম ও উপকারিতা লেখো ।

উঃ আমার বাড়ি ও স্কুলের আশেপাশে যেসব ভেষজ গাছ আছে সেগুলি হল—

বাসক: সর্দিকাশি সারায়, ত্বক ভালো রাখে।

নিম: ত্বক, লিভার, দাঁত ও চুল ভালো রাখে। 

তুলসী: হাঁপানি, সর্দিকাশি নিরাময়ে সাহায্য করে। পেটের রোগের উপশম ঘটায় | কালমেঘ: চর্মরোগ সারায়, জ্বর কমায় এবং অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে।


14. ঝুমচাষ কী? পাহাড়ি অঞ্চলে মাটির ক্ষয় রোধে চালু জমিতে ধাপ কেটে যে চাষ হয় তাকে কী বলে ?

উঃ  ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি অঞ্চলে আদিবাসী মানুষ বন কেটে ও পুড়িয়ে আলু, সবজি ও নিম্নমানের ধান চাষ করে। কিছু বছর বাদে মাটির উর্বরতা কমে গেলে তারা অন্যত্র চলে যায় এবং অন্য একটি জমি নির্বাচন করে সেখানেও একইভাবে চাষ করে। একেই ঝুমচাষ বলে।

পাহাড়ি অঞ্চলে মাটির ক্ষয় রোধে ঢালু জমিতে ধাপ কেটে যে চাষ হয় তাকে ধাপচাষ বলে। এই পদ্ধতিতে পাহাড়ের ঢালকে ধাপে ধাপে কেটে ঢালের আড়াআড়ি জমিতে কর্ষণ করা হয়। এই পদ্ধতিতে পরিবেশদূষণ ঘটে না। এই পদ্ধতিতে জমিতে জল ধরে রাখা যায় আবার মাটিতে ক্ষয়ের হাত থেকেও রক্ষা করা যায়।


15. সবুজ বিপ্লব কী? ভারতের প্রধান কৃষি ফসলগুলির নাম লেখো ?

উঃ ষাটের দশকের শেষদিকে ভারতীয় কৃষিতে বিরাট পরিবর্তন আসে। উচ্চফলনশীল বীজ, সার, জলসেচ ও উন্নত প্রযুক্তির ব্যবহারে মোট হেক্টর প্রতি ফসলের উৎপাদন বহুগুণ বেড়ে যায়, যা সবুজ বিপ্লব (green revolution) নামে পরিচিত। এর ফলে খাদ্যশস্যের অপ্রতুলতা হ্রাস পায় এবং কৃষকের উন্নতি হয়।

No comments:

Post a Comment