ক্লাস ফাইভ পরিবেশ একাদশ অধ্যায় মানবাধিকার ও মূল্যবোধ প্রশ্ন উত্তর | পঞ্চম শ্রেণীর পরিবেশ সহায়িকা | Chapter -11 Poribesh Questions And Answers Class 5th - Psycho Principal

Fresh Topics

Tuesday, 14 January 2025

ক্লাস ফাইভ পরিবেশ একাদশ অধ্যায় মানবাধিকার ও মূল্যবোধ প্রশ্ন উত্তর | পঞ্চম শ্রেণীর পরিবেশ সহায়িকা | Chapter -11 Poribesh Questions And Answers Class 5th

  

একাদশ অধ্যায়
প্রশ্ন উত্তর



👉(ভারতবর্ষ প্রশ্ন উত্তর দ্বাদশ শ্রেণী )


⬛ সত্য / মিথ্যা নির্বাচন করো: প্রতিটা প্রশ্নের মান -1

1. মানসিক পীড়ন থেকে সুরক্ষা শিশুর একটি অধিকার ।

➤➣সত্য / মিথ্যা


2. খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার শিশুদের নেই ।

➤➣সত্য / মিথ্যা


3. শিশুদের মাত্র 10 বছর পর্যন্ত লেখাপড়া করার অধিকার আছে।

➤➣সত্য / মিথ্যা


4. ছোটোদের কাজ করিয়ে আয় করা বেআইনি ।

➤➣সত্য / মিথ্যা


5. প্রত্যেকটি কাজ সবার ভাগ করে করা উচিত ।

➤➣সত্য / মিথ্যা


6. সকালে উঠে শম্পা বিছানা গোছায় ৷

➤➣সত্য / মিথ্যা


7. ক্যারম বোর্ডটি বলাইয়ের বাবার ছিল । 

➤➣সত্য / মিথ্যা


৪. বাড়ির সব বয়স্কদের সম্মান করা উচিত।

➤➣সত্য / মিথ্যা


9. বয়স হলে মানুষের স্মৃতিশক্তি সবল হয়।

➤➣সত্য / মিথ্যা


10. 16 জানুয়ারি বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস ।

➤➣সত্য / মিথ্যা


11. প্যাকেটের গাছে পরিষেবা মার্ক দেখে জিনিস কেনা উচিত।

ওয়ার দরকার হয়

➤➣সত্য / মিথ্যা


12. কেনাকাটা করার সময় রসিদ নেওয়ার দরকার হয় না ।

➤➣সত্য / মিথ্যা


13. সবাই মিলে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা উচিত।

➤➣সত্য / মিথ্যা


14. পরিবেশ ভালো না-হলে আমাদের কোনো বিপদ নেই ।

➤➣সত্য / মিথ্যা


15. আগে পরিবেশ নিয়ে অনেক কিছু পড়ানো হত ।

➤➣সত্য / মিথ্যা


উত্তর: 1.সত্য 2.মিথ্যা 3.মিথ্যা 4.সত্য 5.সত্য 6.সত্য 7.মিথ্যা 8.মিথ্যা 9.সত্য 10.মিথ্যা 11.সত্য 12.মিথ্যা 13.সত্য  14.মিথ্যা 15.সত্য


⬛  একটি বা দুটি শব্দে উত্তর দাও: প্রতিটা প্রশ্নের মান -1


1. কত বছর পর্যন্ত পড়াশোনা করা সবার অধিকার ?

উত্তর: 14 বছর পর্যন্ত পড়াশোনা করা সবার অধিকার ।


2. অধিকার কী ?

উত্তর:অধিকার হল সমাজ কর্তৃক স্বীকৃত মানুষের কতকগুলি দাবি ।


3. কীসের জন্য শিশুশ্রমিক নিয়োগ করা হয় ? 

উত্তর: অতিরিক্ত মুনাফার লোভে ।


4. কারা ক্লাস ফাইভে পড়ে ?

উত্তর: শম্পা আর শ্যামল ।


5. কে রোজ সকালে উঠে বিছানা গোছায় ?

উত্তর: শম্পা।


6. শম্পাকে মা কী আনতে বলেছিলেন ?

উত্তর: দুধ।


7. আমাদের সবার দায়িত্ব কী ?

উত্তর: নিজের কাজ নিজে করার চেষ্টা করা।


৪. সরকার দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার জন্য কীস্থাপন করেছে ?

উত্তর: অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও শিশু রক্ষণাগার ।


9. বিশ্ব বয়স্ক অবমাননা দিবস কবে পালন করা হয় ?

উত্তর:15 জুন।


10. বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয় ? 

উত্তর: 1 অক্টোবর।


11. কার হঠাৎ করে বিয়ের সম্বন্ধ আসে ?

উত্তর: মীনার।


12. মীনা কোন্ ক্লাসে পড়ে ?

উত্তর: এইটে।


13. কত বছর না-হলে মেয়েদের বিয়ে দেওয়া অপরাধ ?

উত্তর: আঠারো।


14. ‘বিডিও’ কথার বাংলা অর্থ কী ?

উত্তর:সমষ্টি উন্নয়ন আধিকারিক।


15. কারা কম বয়সে বিয়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল ?

উত্তর: আফগানা খাতুন, রেখা কালিন্দী ও সুনীতা মাহাতো। 


16. শ্রীমতী প্রতিভা দেবী সিং পাতিল কে ছিলেন ? 

উত্তর:ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি।


17. কত খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি ভবনে ডেকে পুরুলিয়ার তিনটি মেয়েকে শুভেচ্ছা জানানো হয় ?

উত্তর: 2009 খ্রিস্টাব্দের 14 মে।


18. ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী ?

উত্তর: রামনাথ কোবিন্দ। 


19. কী দেখে জিনিস কেনা উচিত ?

উত্তর: আর্গ মার্কা।


20. পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ প্রভৃতি সরবরাহকে একত্রে কী বলে ?

উত্তর: পরিসেবা।


21. যারা পরিসেবা ভোগ করে, তাদের কী বলে ?

উত্তর:উপভোক্তা।


22. কোন্ জিনিসে কোনো মার্ক থাকে না ?

উত্তর: ভেজাল জিনিসে।


23. জেলির শিশিতে ভারত সরকারের কীসের ছাপ থাকে ?

উত্তর: FPO ছাপ।


24. প্রেশার কুকারের প্যাকেটে কীসের ছাপ থাকে ?

উত্তর: ISI ছাপ।


25. ঠকে গেলে বা পরিসেবার ঘাটতি হলে কোন্ আইনের মাধ্যমে সমাধান করা যায় ? 

উত্তর: উপভোক্তা সুরক্ষা আইন ।


26. জেলা উপভোক্তা ফোরামের পুরো নাম কী ?

উত্তর: ডিস্ট্রিক্ট কনজ্যুমার ডিসপিউটস রিড্রেসাল ফোরাম ।


27. কোন্ ওয়েবসাইট থেকে উপভোক্তা বিষয়ক দরকারি তথ্য পাওয়া যায় ?

উত্তর:উপভোক্তা বিষয়ক বিভাগ । 


28. শহরের বা এলাকায় কোনো ক্ষতি হলে কোথায় খবর দেওয়া উচিত ?

উত্তর: পৌরসভায়।


⬛ দু-তিনটি বাক্যে উত্তর দাও: প্রতিটা প্রশ্নের মান -2

1. মানবাধিকার কী ?

উত্তর:  মানুষের মর্যাদা রক্ষা, মানবিক স্বাধীনতা ও সাম্যকে সুরক্ষিত করা এবং সকল প্রকার বৈষম্য অবসানের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হল মানবাধিকার ।


2. ভারতে শিশুশ্রমিক সমস্যার প্রধান কারণগুলি কী ? 

উত্তর:  i. দারিদ্র্য,  ii. অভিভাবকদের অজ্ঞতা, ও জীবিকার অনিশ্চয়তা iii. বৃত্তিমূলক শিক্ষার অভাব ।


3. লিঙ্গবৈষম্য বলতে কী বোঝো ?

উত্তর:  সমাজে পুরুষ ও মহিলাদের মধ্যে যে—শারীরবৃত্তীয় পার্থক্য আছে, তার সঙ্গে সামাজিক মূল্যবোধ ও গতানুগতিক সাংস্কৃতিক বোধ জড়িয়ে তাদের মধ্যে প্রভেদ সৃষ্টি করা হলে, তাকে লিঙ্গবৈষম্য বলে।


4.. নারী আন্দোলন কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ কী ?

উত্তর: নারীর অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা, বৈষম্যমূলক আচরণের বিরোধিতা করা এবং নারী নির্যাতন প্রতিরোধ করার পক্ষে প্রচারমূলক কর্মসূচি হল নারী আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ।


5. জলের সংকট থেকে রক্ষা পাওয়ার উপায় কী ?

 উত্তর:  জলের অপচয়, অতি ব্যবহার ও অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা এবং বৃষ্টির জল সংগ্রহ করে ব্যবহার করলে জলের সংকট থেকে রক্ষা পাওয়া যায়।


6. জলের গুণমান ক্রমাগত কমে যাওয়ার কারণ কী ?

উত্তর:  শিল্পজাত আবর্জনা, শহরের নোংরা জল, কৃষিতে ব্যবহৃত কীটনাশক প্রভৃতি জলে মেশার ফলে জলের গুণমান ক্রমাগত কমে যাচ্ছে।



7. পানীয় জলের সংকট বলতে কী বোঝো? 

উত্তর: ভূগর্ভস্থ জলের পরিমাণ ও নদীসমূহে জলের পরিমাণ কমে যাওয়া এবং পানীয় জলে নানা প্রকারের দূষণের ফলে পানীয় জলের সংকট দেখা যাচ্ছে। 


8. বিশ্ব জলদিবস কোনটি ? কেন এটি পালন করা হয় ?

উত্তর:  22 মার্চ দিনটিকে বিশ্ব জলদিবস বলে। জলের অপচয় ও অবনমন রোধ করার সচেতনতা বাড়াতে বিশ্ব জল দিবস পালন করা হয়। 


 পাঁচ-ছ'টি বাক্যে উত্তর দাও; পূর্ণমান-3


1. শিশুদের অধিকারগুলি কী কী ?

উত্তর: একটি শিশুর অধিকার হল বেঁচে থাকা, তার পরিমাণমতো খাদ্য ও পানীয় জল পাওয়া, 14 বছর পর্যন্ত অবৈতনিক শিক্ষালাভ, নিজের মতামত প্রকাশ ও মানসিক পীড়ন থেকে সুরক্ষা লাভ করা।


 2. শিশুর অধিকারগুলির প্রয়োজনীয়তা কী ?

উত্তর: আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের বাল্যকাল যদি সুরক্ষিত না-করা যায় তাহলে আগামীদিনে সুস্থ, সবল, বুদ্ধিমান দেশের নাগরিক তৈরি করা যাবে না। ছোটো চারাগাছকে আমরা যেমন রক্ষা করি, তেমনি শিশুদেরকেও আমাদের রক্ষা করতে হবে।

No comments:

Post a Comment