নবম অধ্যায় "জনবসতি ও পরিবেশ" প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো
👉 ( নবম অধ্যায় প্রশ্ন উত্তর )
⬛ সত্য / মিথ্যা নির্বাচন করো: প্রতিটা প্রশ্নের মান -1
1. গ্রামে-গঞ্জে ঘোড়ায়-টানা গাড়ি দেখা যায়।
➤➣সত্য / মিথ্যা
2. গোরুর গাড়ি ও অন্য পশুচালিত গাড়িতে খুব কম সময়েই গন্তব্যে যাওয়া যায়।
➤➣সত্য / মিথ্যা
3. কলকাতায় প্রথমে রিকশা জিনিসপত্র বয়ে নিয়ে যা- ওয়ার কাজে লাগত ।
➤➣সত্য / মিথ্যা
4. অতীতে যাতায়াতের জন্য স্থলপথ খুব নিরাপদ ছিল।
➤➣সত্য / মিথ্যা
5. সবথেকে প্রাচীনতম ও সাধারণ জলযান হল ভেলা।
➤➣সত্য / মিথ্যা
6. ইঞ্জিনে চলা আধুনিক জলযানে দাঁড় থাকে।
➤➣সত্য / মিথ্যা
7. আগেকার অনেক যানবাহন এখনও রাস্তায় চলে।
➤➣সত্য / মিথ্যা
৪. রাস্তায় যেসব যানবাহন চলে সেগুলিকে মানচিত্রে দেখানো যায় না ।
➤➣সত্য / মিথ্যা
9. সমস্ত রাস্তায় সাইকেল যেতে পারে।
➤➣সত্য / মিথ্যা
10. দশ-পনেরো কিলোমিটার যাতায়াতে সাইকেল পরে খুব দরকার হবে।
➤➣সত্য / মিথ্যা
11. এখন সব লোকাল ট্রেনেই বগির সংখ্যা বারো হয়েছে ।
➤➣সত্য / মিথ্যা
12. মেল ট্রেনের ভিতরে শোয়ার জায়গা থাকে না ।
➤➣সত্য / মিথ্যা
13. লাইনের ওপর ট্রেনকে রাখার জন্য ড্রাইভারের কিছুই করণীয় থাকে না ।
➤➣সত্য / মিথ্যা
14. ‘পথের পাঁচালী’ সিনেমার দুটি চরিত্র হল দুর্গা আর অপু।
➤➣সত্য / মিথ্যা
উত্তর : 1.মিথ্যা 2.মিথ্যা 3.সত্য 4.মিথ্যা 5.সত্য 6.মিথ্যা 7.সত্য 8.মিথ্যা 9.সত্য 10.সত্য 11.সত্য 12.মিথ্যা 13.সত্য 14.সত্য
⬛ একটি বা দুটি শব্দে উত্তর দাও: প্রতিটা প্রশ্নের মান -1
1. আগেকার দিনের যে-কোনো দুটি পরিবহণ মাধ্যমের নাম লেখো ৷
উত্তর: পালকি ও ঘোড়ার গাড়ি।
2. বনে-জঙ্গলে যাতায়াতের জন্য কী ব্যবহার করা হত ?
উত্তর: হাতি ব্যবহার করা হত ।
3. এখন দূরে যাওয়ার জন্য কী কী পরিবহণের সাহায্য নেওয়া হয় ?
উত্তর: ট্রেন, এরোপ্লেন, বাস ইত্যাদি ।
4. একটি দ্রুত পরিবহণ মাধ্যমের নাম কী ?
উত্তর: এরোপ্লেন ।
15. পরিবহণের কাজে যেসব পশুদের ব্যবহার করা । তাদের নাম লেখো ।
উত্তর: গোরু, ঘোড়া, হাতি, উট, গাধা ইত্যাদি।
6. সবথেকে পুরোনো দুটি জলযানের নাম লেখো ৷
উত্তর: দুটি সবথেকে পুরোনো জলযান হল – ভেলা ও পানসি ।
7. 'পাল' ও 'হাল'-এর মধ্যে পার্থক্য কী ?
উত্তর: 'পাল' বাতাস আটকায় এবং নৌকোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু নৌকো কোন্ দিকে যাবে তা ঠিক করে 'হাল'।
৪. কোন্ নৌকো বেশি জোরে যেতে পারে না ?
উত্তর: পানসি ।
9. সাধারণ নৌকো কীভাবে চলে ?
উত্তর: সাধারণ নৌকোয় পাল থাকে না। দাঁড় টেনেই নৌকোকে এগিয়ে নিয়ে যাওয়া হয় ৷
10. বেশি জোরে যেতে পারে এমন নৌকোর নাম লেখো।
উত্তর: লঞ্চ, স্টিমার, ভুটভুটি ইত্যাদি।
11. নৌকো বেশি জোরে যেতে পারে কীসের সাহায্যে ?
উত্তর: নৌকাতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকলে নৌকা বেশি জোরে যেতে পারে।
12. ইঞ্জিনচালিত নৌকোয় কী থাকে—'পাল' না 'হাল' ?
উত্তর: ‘হাল’ থাকে।
13. যে-কোনো দুটি পরিবেশবান্ধব যানবাহনের উদাহরণ দাও ।
উত্তর: সাইকেল ও ট্রাম ।
14. একটি দ্রুতগামী জলযানের নাম লেখো ।
উত্তর: একটি দ্রুতগামী জলযান হল—ডুবোজাহাজ বা সাব- মেরিন।
15. সবথেকে দ্রুতগামী পরিবহণ কোনটি ?
উত্তর সবথেকে দ্রুতগামী পরিবহণ হল উড়োজাহাজ ।
16. বাষ্পচালিত ইঞ্জিনে শক্তি কোথা থেকে আসে ?
উত্তর: কয়লা পুড়িয়ে উৎপন্ন বাষ্প থেকে আসে।
17. বাষ্পের চাপে কীসের ঠেলায় ট্রেনের চাকা ঘুরত ?
উত্তর: বাষ্পের চাপে মোটা পিস্টনের ঠেলায় চাকা ঘুরত।
18. গাড়ির ধোঁয়ায় কোন্ বিষাক্ত গ্যাস আছে ?
উত্তর: কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড।
19. সাইকেল ছাড়া এমন একটি যানের নাম লেখো যা পরিবেশদূষণ করে না।
উত্তর: ট্রামগাড়ি।
20. দূষণমুক্ত পরিবেশের জন্য কী করা দরকার ?
উত্তর: জীবাশ্ম জ্বালানির দহন কমিয়ে বিদ্যুৎশক্তিতে বেশি চলে এমন যানবাহন চালাতে হবে। সাইকেলের সংখ্যাও বাড়াতে হবে।
21. রেলগাড়ির ড্রাইভারের কাজ কী ?
উত্তর: ড্রাইভার সিগন্যাল দেখেন, ঠিক সময়ে স্টার্ট দেন ও ব্রেক চাপেন।
22. বাষ্প দ্বারা চালিত ইঞ্জিনকে কী বলে ?
উত্তর: বাষ্পচালিত ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন।
23. এদেশে প্রথম ট্রেন চলে কত খ্রিস্টাব্দে ?
উত্তর: 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল ।
24. 'পথের পাঁচালী' বইটির লেখক কে ?
উত্তর ‘পথের পাঁচালী' বইটি লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
25 'পথের পাঁচালী' সিনেমাটি কে নির্মাণ করেন ?
উত্তর: সত্যজিৎ রায়।
⬛ দু-তিনটি বাক্যে উত্তর দাও: প্রতিটা প্রশ্নের মান -2
1. রিকশা কীভাবে পরিবহণের কাজে লাগে ?
উত্তর: কলকাতায় প্রথম 1900 খ্রিস্টাব্দে দু-চাকার রিকশা পরিবহণের কাজে ব্যবহৃত হয়। এই রিকশা মানুষই টানত। তখন এটি শুধু মালপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগত। তারপর 1914 খ্রিস্টাব্দ থেকে মানুষের যাতায়াতের জন্য এর ব্যবহার শুরু হয়। বর্তমানে এই রিকশা আর দেখা যায় না-বললেই চলে।
2. স্থলপথকে বাদ দিয়ে লোকেরা জলপথকে বেছে নিল কেন ?
উত্তর: আগেকার দিনে স্থলপথের চারিদিকে বন ছিল ও তার মধ্য দিয়ে ছিল রাস্তা, ফলে বন্য জন্তু ও দুর্বৃত্তের আক্রমণের ভয়ে মানুষ জলপথে যাতায়াত শুরু করল।
3. হালের গুরুত্ব লেখো। অথবা, নৌকোয় হালের কাজ কী ?
উত্তর: হাল নৌকোর পেছন দিকে থাকে। এটি বেশ লম্বা কাঠের তৈরি হয়। হাল অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো কাজ করে। নৌকো কোন্ দিকে যাবে হাল তা ঠিক করে দেয়। হাল ঠিক করে না- ধরলে নৌকো উলটে যাবে। সেজন্য প্রায় সব জলযানেই হাল থাকে।
4. গাড়ির ধোঁয়া বিষাক্ত কেন ?
উত্তর: পেট্রোল-ডিজেলের সাহায্যে গাড়ি চালানো হয়। এই পেট্রোল-ডিজেলের দহনের ফলে উৎপন্ন ধোঁয়ার মধ্যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড থাকে। ওই সমস্ত ধোঁয়া বাতাসে মিশছে। আমাদের শ্বাসপ্রশ্বাসের সঙ্গে ওই ধোঁয়া শরীরে প্রবেশ করলে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়, বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে, তাই গাড়ির ধোঁয়া বিষাক্ত।
5. পরিবেশদূষণ কাকে বলে ?
উত্তর: প্রাকৃতিক প্রক্রিয়া ও মানুষের অবিবেচনাপ্রসূত নানান কার্যকলাপের দ্বারা পরিবেশের (বায়ু, জল, মাটি প্রভৃতি) গুণমানের অবনতিকে বলে পরিবেশদূষণ ৷
6. গাড়ির ধোঁয়া-ধুলো গাছের কীভাবে ক্ষতি করে ?
উত্তর: গাড়ির ধোঁয়ায় থাকা সালফার ডাইঅক্সাইড গাছের পক্ষে সবথেকে ক্ষতিকারক। গাড়ির ধুলো পাতার ওপর জমে কালো হয়ে যায়, এরকম পাতা সূর্যালোক শোষণ করতে না-পারায় গাছপালা ঠিকমতো খাদ্য তৈরি করতে পারে না ।
7. গাড়ির ধোঁয়া থেকে কী কী বিষাক্ত গ্যাস বাতাসে ছড়ায় ?
উত্তর: গাড়ির ধোঁয়া থেকে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস বাতাসে ছড়ায়।
8. রেলগাড়ি সরু রেললাইনের ওপর দিয়ে কীভাবে চলে ? অথবা সরু লাইনের ওপর দিয়ে গেলেও ট্রেন লাইন থেকে উলটে যায় না কেন ?
উত্তর: ট্রেনের দু-দিকের চাকার ভিতর দিকে খাঁজ থাকে। কোনো দিকই লাইন থেকে সরতে পারে না। তাই সরু রেললাইনের ওপর দিয়ে রেলগাড়ি ছুটে চলে।
9. বাম্পের সাহায্যে রেল চলে কীভাবে ?
উত্তর: কয়লা পুড়িয়ে যে-তাপ উৎপন্ন করা হয়, সেই তাপে জলকে ফুটিয়ে বাষ্পে রূপান্তরিত করা হয়। সেই বাষ্পের চাপে একটি মোটা পিস্টন বেরিয়ে আসে। তার ঠেলায় চাকা ঘোরে। এইভাবে বাষ্পের সাহায্যে রেল চলে।
10. কত খ্রিস্টাব্দ থেকে এদেশে ট্রেন চলছে ?
উত্তর: 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল থেকে এদেশে ট্রেন চলছে। 1854 খ্রিস্টাব্দে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়। দীর্ঘপথে ট্রেন চলার সেই শুরু।
11. রেলের ড্রাইভারকে কিছু করতে হয় না—এ সম্পর্কে তুমি কী জানো ?
উত্তর: ট্রেন নিজেই লাইনের ওপর থাকে, ফলে ড্রাইভারের সিগন্যাল দেখা, স্টার্ট দেওয়া, ব্রেক চাপা ছাড়া কিছু করতে হয় না।
⬛পাঁচ-ছ'টি বাক্যে উত্তর দাও; পূর্ণমান-3
1. পরিবহণের চারটি মাধ্যম কী কী ?
উত্তর: পরিবহণের চারটি মাধ্যম হল-
➣সড়কপথ : পরিবহনব্যবস্থার প্রধান মাধ্যম হল স্থলভাগে নির্মিত সড়কপথ। এই পথে পরিবহণের মাধ্যম হল— বাস, ট্রাক, মোটরগাড়ি প্রভৃতি।
➣রেলপথ রেলপথ স্থলভাগের শ্রেষ্ঠ পরিবহণ মাধ্যম। এই পথে ভারী এবং বেশি পরিমাণ জিনিসপত্র ও মানুষকে সস্তায় ও দ্রুত দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া সম্ভব।
➣ জলপথ : অন্তর্দেশীয় জলপথে ও সমুদ্রে নৌকো, লঞ্চ ও জাহাজের মাধ্যমে পরিবহণ করা যায়। ® বিমানপথ: দুর্গম ও দূরবর্তী অঞ্চলে দ্রুত পরিবহণের মাধ্যম হল বিমানপথ।
No comments:
Post a Comment