ক্লাস ফাইভ পরিবেশ নবম অধ্যায় জনবসতি অনপরিবেশ প্রশ্ন উত্তর | পঞ্চম শ্রেণীর পরিবেশ সহায়িকা | Chapter -9 Poribesh Questions And Answers Class 5th - Psycho Principal

Fresh Topics

Saturday, 11 January 2025

ক্লাস ফাইভ পরিবেশ নবম অধ্যায় জনবসতি অনপরিবেশ প্রশ্ন উত্তর | পঞ্চম শ্রেণীর পরিবেশ সহায়িকা | Chapter -9 Poribesh Questions And Answers Class 5th

  

নবম অধ্যায়
প্রশ্ন উত্তর



দশম অধ্যায় "পরিবেশ ও আকাশ" প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো

👉 ( দশম অধ্যায় প্রশ্ন উত্তর )


⬛ সত্য / মিথ্যা নির্বাচন করো: প্রতিটা প্রশ্নের মান -1

1. জনসংখ্যার বৃদ্ধি পরিবেশের কোনো ক্ষতি করে না ।

➤➣সত্য / মিথ্যা


2. আগেকার দিনে শুনে শুনে পড়া মনে রাখত ।

➤➣সত্য / মিথ্যা


3. মায়ানমারে প্রথম কাগজ তৈরি করা হয় । 

➤➣সত্য / মিথ্যা


4. গীতালির সাইকেলটি তার দাদা নিয়ে নিয়েছিল।

➤➣সত্য / মিথ্যা


5. গীতালির দিদি তাকে সাইকেলটি দিয়েছিল।

➤➣সত্য / মিথ্যা


6. সমুদ্র পুরো ফাঁকা বলে বাতাস জোরে প্রবাহিত হয় ।

➤➣সত্য / মিথ্যা


7. ঝড়ের সম্ভাবনা থাকলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া উচিত নয়।

➤➣সত্য / মিথ্যা


৪. ২০০৯ খ্রিস্টাব্দে আয়লা নামক ঝড়ের আবির্ভাব হয়েছিল ।

➤➣সত্য / মিথ্যা


9. ভূমিকম্প হয় মাটির অনেক গভীরে ।

➤➣সত্য / মিথ্যা


10. বন্যা প্রাকৃতিক দুর্যোগ নয় ৷

➤➣সত্য / মিথ্যা


11. আগে থেকে কোনো বিষয় জানাকে পূর্বাভাস বলে ৷

➤➣সত্য / মিথ্যা


উত্তর : 1.মিথ্যা 2.সত্য 3.মিথ্যা 4.সত্য 5.মিথ্যা 6.সত্য 7.সত্য 8.মিথ্যা 9.সত্য 10.মিথ্যা 11.সত্য


⬛  একটি বা দুটি শব্দে উত্তর দাও: প্রতিটা প্রশ্নের মান -1


1. 'মুনিশ' শব্দের অর্থ লেখো ।

উত্তর:মজুর।


2. সমস্তরকম মানুষ নিয়ে গঠিত পরিবেশকে কী বলে ?

উত্তর:সামাজিক পরিবেশ। 


3. পরিবেশকে দূষণমুক্ত করতে গেলে কী করা উচিত ?

উত্তর: গাছ লাগানো উচিত


4. কোন্ শব্দ থেকে ‘পেপার' শব্দটি এসেছে ?

উত্তর: প্যাপিরাস।


5. তালপাতায় লেখা বইগুলিকে কী বলা হয় ?

উত্তর: পুথি ।


6. গীতালির দাদা কোন্ ক্লাস পর্যন্ত স্কুলে যেত ?

উত্তর:নাইন।


7. কার কাঠগোলায় গীতালির দাদা কাজে ঢুকেছে ?

উত্তর:শিবু জ্যাঠার।


৪. বাড়ি থেকে দাদার কাঠগোলা কত কিলোমিটার ? 

উত্তর:আধ কিলোমিটার।


9. কাঠগোলায় কত মাস কাজ শেখানোর পর মাইনে দেয় ?

উত্তর: ছয় মাস।


10. গীতালির দাদা কখন ঘুম থেকে ওঠে ?

উত্তর: নটায়।


11. গীতালিকে কত কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয় ?

উত্তর: দেড় কিলোমিটার।


12. গীতালিকে সাইকেলটা কে কিনে দিয়েছিলেন ? 

উত্তর: গীতালির দাদু।


13. সুনামি কী ?

উত্তর: এক ধরনের সামুদ্রিক জলোচ্ছ্বাস ।


14. ‘সুনামি’ কোন্ ভাষার শব্দ ?

উত্তর: 'সুনামি' (Tsunami) একটি জাপানি শব্দ।


15. ভূমিকম্প কোথায় হয় ?

উত্তর: মাটির অনেক গভীরে ভূমিকম্প হয়। 


16. কোন্ বিজ্ঞান থেকে আবহাওয়া সংক্রান্ত বিষয় জানা যায় ? 

উত্তর: আবহাওয়া বিজ্ঞান।


 ⬛ দু-তিনটি বাক্যে উত্তর দাও: প্রতিটা প্রশ্নের মান -2


1. বনসৃজনের প্রয়োজনীয়তা কী ?

উত্তর:মানুষের জীবনের অস্তিত্বরক্ষার স্বার্থে পরিবেশকে দূষণমুক্ত রাখতে, বন্যা প্রতিরোধে, নানা রোগ প্রতিরোধে, বৃষ্টিপাতের সাম্য বজায় রাখতে বনসৃজন করা প্রয়োজন।


2. আদমশুমারি কাকে বলে ?

উত্তর: প্রতিটি দেশে নির্দিষ্ট সময় অন্তর জনগণনা করা হয়, একে আদমশুমারি বলে। ভারতে প্রতি ১০ বছর অন্তর জনগণনা করা হয়।


3.জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে ?

উত্তর: বিগত কয়েক দশক ধরে ভারতের জনসংখ্যা অনেক

 বৃদ্ধি পেয়েছে, একে জনবিস্ফোরণ বলে।



4. ভূমিকম্পপ্রবণ এলাকায় কাঠের ঘরবাড়ি তৈরি হয় কেন ?

উত্তর: ঘরবাড়ি ভেঙে পড়লে ইট, সিমেন্টের চেয়ে কাঠে আঘাত কম লাগবে এবং ওই কাঠ পুনরায় কাজে লাগানো যাবে।


5. ভূমিকম্পের কারণ কী ?

উত্তর:  পৃথিবীর অভ্যন্তরে তাপ, চাপ ও গ্যাস প্রভৃতির ভারসাম্য নষ্ট হলে ভূপৃষ্ঠের মধ্যে প্রচণ্ড কম্পনের সৃষ্টি হয়। এর ফলেই ভূমিকম্প হয়ে থাকে।


6. ভারতে ঘটে যাওয়া একটি ভূমিকম্পের ঘটনা লেখো ।

উত্তর: 2001 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি গুজরাটের কচ্ছ উপদ্বীপের ভুজ অঞ্চলের ভয়াবহ ভূমিকম্পে প্রায় লক্ষাধিক মানুষের জীবনহানি ও সম্পত্তিহানি ঘটে।


7. আবহাওয়া কাকে বলে ?

উত্তর: কোনো স্থানের বায়ুমণ্ডলের প্রতি ঘণ্টার বা প্রতিদিনের অবস্থাকে আবহাওয়া বলে ।


বিষয় বাংলা "গল্পোবুড়ো" প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো

👉 (গল্পঃ বুড়ো প্রশ্ন উত্তর )


পাঁচ-ছ'টি বাক্যে উত্তর দাও; পূর্ণমান-3


1. শিক্ষিত মানুষ কীভাবে দেশের সম্পদ ?

উত্তর:  শিক্ষিত মানুষ অন্যের কথা ভাবে। পরিবেশের ভালোমন্দের কথা ভাবে। তারা গাছ লাগায়, গাছের যত্ন নেয়, পশুপাখিদের রক্ষা করে, জল ও প্রাকৃতিক সম্পদ নষ্ট করে না এবং তারা মানুষের পাশে থাকে ।



2. কীভাবে সামাজিক পরিবেশ সুস্থ হবে ?

উত্তর:  ধনী-গরিব, ছোটো-বড়ো নির্বিশেষে সকলকে নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। সামাজিক বৈষম্য আমাদের পিছিয়ে দেয়। কাউকে বৈষম্য ও ঘৃণা না করে আমরা যদি পরস্পর পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকতে পারি তাহলে আমাদের সামাজিক পরিবেশ সুস্থ হবে।


3. সুনামি কাকে বলে ?

উত্তর:  আমাদের ভূপৃষ্ঠ কতকগুলি স্তর বা প্লেটের সমন্বয়ে গঠিত । এই প্লেটগুলি একে অপরের কাছাকাছি এলে পরস্পরের সংঘর্ষের ফলে প্রবল ভূমিকম্প হয়, ফলে সমুদ্রের বিশাল ঢেউ উপকূলে আছড়ে পড়ে। এই প্রবল জলোচ্ছ্বাসকে সুনামি বলে ।


4. হড়পা বান কাকে বলে ?

উত্তর: নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ হলে, প্রচুর বৃষ্টি হলে, নদীর জলধারণ ক্ষমতা কমে গেলে জল স্বাভাবিক গতিপথের বাইরে বয়ে যায়, একেই হড়পা বান বলে । বিশ্বে বিভিন্ন প্রান্তে এই ধরনের বান প্রায়ই হয়ে থাকে ।

No comments:

Post a Comment