Class 12th English Asleep in the valley Text With Questions Answers (WBCHSE) | Class 12th English Question And Answer (With Bengali meaning) - Psycho Principal

Fresh Topics

Friday, 17 January 2025

Class 12th English Asleep in the valley Text With Questions Answers (WBCHSE) | Class 12th English Question And Answer (With Bengali meaning)

 

                                       ASLEEP IN THE VALLEY

                                  ARTHUR RIMBAUD





👉(The Poetry Of Earth’ Questions and Answers)


Jean Nicholas Arthur Rimbaud (18541891) was a French poem from the nineteenth century. He started writing poetry even before he reached his teens. He stopped writing poetry at the age of nineteen. His major works include 'To Music' , Evening prayer. The present poem, originally titled "Le Dormeur Le Val" was included in his collection of poetry called, Poesis(1872).

       (Read Life Story Of Famous Person to click here)

This poem is written in the model of the Italian sonnet that has fourteen lines divided as octave and sestet. The poet explores the inherent futility of war. This theme is expressed in the contrasting images of a bountiful nature as background and the tragic death of a young soldier in the midst of nature's spendour.

A small green valley where a slow stream flows
And leaves long strands of silver on the bright
Grass, from the mountain top stream the Sun's
Rays, they fill the hollow full of light.

A soldier, very young, lies open-mouthed,
A pillow made of fern beneath his head,
Asleep, stretched in the heavy undergrowth,
Pake in his warm, green, sun-soaked bed

His feet among the flowers, he sleeps. His smile
Is like an infant's- gentle, without guile.
Ah, Nature, keep him warm, he may catch cold.
The humming insects don't disturb his rest,'
He sleeps in sunlight, one hand on his breast,'
At peace. In his side there are two red holes.


❐ Introduction to the Poem: 


Date of Composition : ' Asleep in the Valley may be written either after the Franco - Prussian war of 1870 or in 1877 when France was engaged in war with Russia . Rimbaud was very young when he wrote the poem . Rimbaud was born in 1854 .
Character : A youthful soldier is the only character in the poem . He sleeps , never to wake up again , in a beautiful sunlit valley .
Theme : The theme is the uselessness and destruction ( ডেস্ট্রাকশন ) of warfare ( ওয়ারফেয়ার ) . A soldier after enduring the exhaustion ( এগজশন ) of a war , sleeps in a beautiful valley . Here sleep is a metaphor for death . The soldier's sleep will never break as he has become a victim of war .
Form : The poem is written in sonnet form . It consists of two stanzas of four lines each and two stanzas of three lines each . The poem is a Petrarchan sonnet . Petrarch was an Italian poet . He wrote sonnets that were divided into two parts : the first group of eight lines is called Octave and the next group of six lines is called Sestet .
Contrasts : The poem is built upon a number of contrasts . The beautiful hollow ( 2 ) of the valley is contrasted with the two dreadful holes made by bullets . Again the cold of death is contrasted with the warmth ( ) of the sun and the abundant ( অ্যাবানডান্ট ) growth of plants in the valley . The grass and the stream contrast with the lifeless soldier . The youthful soldier and his smile like that of a child are contrasted with the sadness of death .
Use of Images : The poet uses a number of images to describe the beautiful picture of the valley . The valley is described as a hollow . The river that flows through the valley spreads like a silver rug ( রাগ ) . The bed of grass where the soldier is lying is described as soaked ( CIP ) with sunlight . The ferns ( ফার্নস্ ) provide a pillow ( পিলো ) for the dead soldier . Such images are not only ornamental ( অর্নামেন্টাল ) but also functional .
Background : The poem ' Asleep in the Valley is a poem written either in 1870 or in 1877. The occasion of the poem is the Franco - Prussian war of 1870 or the Franco Russian war of 1877. In 1876 Rimbaud was a soldier of the Dutch Colonial Army . He might have seen a soldier lying dead , while going through a valley .


❐ কবিতা পরিচিতি:


রচনাকালঃ ' Asleep in the Valley ' ( ' উপত্যকায় ঘুমন্ত ’ ) কবিতাটি হয় ১৮৭০ সালে ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধের পর লেখা নয়তো ১৮৭৭ সালে লেখা যখন ফ্রান্স রাশিয়ার সঙ্গে যুদ্ধরত । ব্র্যাবো যখন কবিতাটি লেখেন তখন তাঁর বয়স ছিল খুবই কম । ব্র্যাবোর জন্ম ১৮৫৪ সালে ।
চরিত্রঃ একজন তরতাজা সৈনিক এই কবিতায় একমাত্র চরিত্র । একটি সুন্দর , সূর্যালোকিত উপত্যকায় সে ঘুমিয়ে আছে , সে আর কখনও জাগবে না ।
বিষয়বস্তুঃ কবিতাটির বিষয়বস্তু হল যুদ্ধের অসারতা ও ধ্বংস । একজন রণক্লান্ত সৈনিক একটি সুন্দর উপত্যকায় ঘুমিয়ে রয়েছে । ঘুম এখানে মৃত্যুর রূপক | কিন্তু সৈন্যটির ঘুম কোনোদিনই ভাঙবে না কারণ সে যুদ্ধের শিকার |
গঠন রীতিঃ কবিতাটি সনেট রীতিতে লেখা । এটি চার লাইনের দুটি স্তবক এবং তিন লাইনের দুটি স্তবক নিয়ে গঠিত । কবিতাটি একটি পেত্রার্কীয় সনেট । পেত্রার্ক একজন ইতালীয় কবি । তিনি যে সনেট লিখতেন তা দুটি পর্বে বিভক্ত | আট লাইন বিশিষ্ট প্রথম পর্বটিকে বলে Octave ( অষ্টক ) আর ছয় লাইনের পরের পর্বটিকে বলে Sestet ( ষটক ) ।
বৈপরীত্যঃ কবিতাটি বেশ কিছু বৈপরীত্যের ওপর ভিত্তি করে নির্মিত । উপত্যকার সুন্দর গহ্বরের সঙ্গে গুলির আঘাতের ফলে সৃষ্ট দুটি ভয়ানক গর্তর তুলনা করা হয়েছে । আবার মৃত্যুর শীতলতার সঙ্গে সূর্যের উত্তাপ এবং উপত্যকায় গাছগাছালির গজিয়ে ওঠার বৈপরীত্য প্রকাশ করা হয়েছে | ঘাস আর জলধারা যেন প্রাণহীন সৈনিকের সঙ্গে বৈপরীত্য প্রকাশ করছে | নবীন সৈনিক এবং তার শিশুর মতো হাসির সঙ্গে মৃত্যুর শোকের বৈপরীত্য দেখানো হয়েছে |
চিত্রকল্পের ব্যবহারঃ উপত্যকার সুন্দর চিত্রটি বর্ণনা করার জন্য কবি বেশ কিছু চিত্রকল্পের ব্যবহার করেছেন | উপত্যকাটিকে একটি গহ্বর হিসেবে বর্ণনা করা হয়েছে । যে নদীটি উপত্যকা দিয়ে প্রবাহিত সেটি রুপোলি কার্পেটের মতো বিস্তৃত । সৈনিকটি যে ঘাসের শয্যার ওপর শুয়ে রয়েছে সেটিকে সূর্যালোকে সিক্ত বলে বর্ণনা করা হয়েছে । ফার্নলতাগুলি মৃত সৈনিকের জন্য বালিশ পেতে রেখেছে । এই সব চিত্রকল্পগুলি শুধু আলংকারিক নয় , কার্যকরীও বটে ।
প্রেক্ষাপটঃ ‘ Asleep in the Valley ' কবিতাটি হয় ১৮৭০ সালে নয়তো ১৮৭৭ সালে লেখা | কবিতাটির উপলক্ষ হল ১৮৭০ সালে ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধ অথবা ১৮৭৭ সালের ফরাসি - রুশ যুদ্ধ । ১৮৭৬ সালে ব্র্যাবো ডাচ কলোনিয়াল বাহিনীর একজন যোদ্ধা ছিলেন । তিনি হয়তো সেই সময়ে কোনো উপত্যকা দিয়ে যাওয়ার সময় একজন যোদ্ধাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন ।


❐ Substance of the Poem:


Octave Part : It is a green valley surrounded by high mountains . A stream flows softly as if it spreads silver · ribbons ( রিবনস্ ) on the grass . As the sun shines from the top of the mountain , the sunrays fill up the valley with its brightness . A young soldier sleeps open - mouthed with a pillow made of ferns . He appears to be taking a nap and the bushes and plants of the valley prepare his green bed which has absorbed the energy of the sun .
Sestet Part : The feet of the soldier are among the flowers , which grow abundantly in the valley . In his sleep he appears pale ( পেল ) but smiling innocently like a child . Nature lovingly cradles ( কেল্স্ ) him and provides the necessary heat to keep him warm and protect him from the cold . The buzzing ( বাজিং ) sound of insects does not affect his sleep . He appears to be sleeping peacefully with his one hand on his chest . However , when viewed closely , it is seen that there are two deep bullet wounds in the side of his body .


❐ কবিতাটির সারাংশ: 


অষ্টক অংশঃ এটা চারদিকে উঁচু পাহাড় দিয়ে ঘেরা একটি সবুজ উপত্যকা । আস্তে আস্তে বয়ে চলেছে একটি নদী , তা যেন ঘাসের উপর রুপোলি ফিতের মতো বিছিয়ে আছে | যেহেতু সূর্য পাহাড় চূড়া থেকে আলো বিকিরণ করছে , -সূর্য রশ্মি উপত্যকাটিকে তার ঔজ্জ্বল্যে ভরিয়ে দিচ্ছে । একজন যুবক সৈনিক , ঈষৎ খোলা মুখে ফার্নলতায় তৈরি বালিশ নিয়ে ঘুমোচ্ছে । সে যেন একটু ঘুমিয়ে নিচ্ছে এবং উপত্যকার ঝোপঝাড় গাছপালা তার জন্য সবুজ বিছানা পেতে দিয়েছে যা সূর্যের শক্তি শোষণ করেছে ।
ষটক অংশঃ সৈনিকের পা রয়েছে স্কুলের মধ্যে যা এই উপত্যকায় প্রচুর পরিমাণে ফুটেছে । তার ঘুমের মধ্যে সৈনিকটিকে ফ্যাকাশে দেখাচ্ছে | কিছু সে যেন শিশুর মতো নিষ্পাপভাবে হাসছে । পতঙ্গদের গুনগুনানি তার ঘুমকে প্রভাবিত করে না । তার এক হাত বুকের ওপর আর মনে হচ্ছে সে যেন শান্তিতে ঘুমোচ্ছে । খুব কাছ থেকে দেখলে অবশ্য বোঝা যাচ্ছে যে সৈনিকটির দেহের পাশের দিকে দুটি গুলির গভীর ক্ষত আছে ।


❐ Central Idea of the Poem:


The poem ' Asleep in the Valley ' is a translation of the verse ' Le Dormeur du Val ' which Rimbaud wrote either in 1870 or in 1877. The poem belongs to the genre ( জঁর ) of anti - war ( অ্যান্টি - ওয়ার ) poems . A soldier is found asleep in a valley covered with grass . The sun shines brightly . The young soldier is lying open - mouthed under the sky . He looks pale but has an innocent smile on his face while he appears to sleep . However , the soldier is actually dead and two red holes are seen in his side . This unfortunate ( আফরচুনেট ) death of the soldier comes as a rude ( রুড ) shock ( শক ) . The valley , filled with light and bubbling ( বাবলিং ) with life is seen in sharp contrast with the dead soldier . He is one of the victims of war and the picture of him lying dead in the lap of nature causes a sharp pain and gives rise to anger among the readers . The calm scene of the valley and the feeling of despair at the unfortunate and untimely death of the soldier are most prominent ( প্রমিনেন্ট ) . They show that even nature cannot protect people from the harmful effects of war . The dead soldier sleeps well after the hardships that he had to undergo during the war . His sleep can never be broken . The grim inevitability ( ইনএভিটেবিলিটি ) of war shows a of anxiety ( অ্যাংজাইটি ) that is experienced ( এক্সপিরিয়েন্সড্ ) by the poet , who had a first hand acquaintance ( আকোয়েনটেন্স ) with war.



❐ কবিতাটির কেন্দ্রীয় ভাব:

‘ Asleep in the Valley ' কবিতাটি ' Le Dormeur du Val ' কবিতাটির অনুবাদ , যা ব্র্যাবো সম্ভবত 1870 সালে বা 1877 সালে লিখেছেন । কবিতাটি যুদ্ধবিরোধী কবিতার শ্রেণিভুক্ত । একজন সৈনিককে একটি সবুজ ঘাসে ঢাকা উপত্যকায় ঘুমিয়ে থাকতে দেখা যাচ্ছে । সূর্য উজ্জ্বল আলো বিকিরণ করছে । যুবক সৈনিকটি মুখটি ঈষৎ খোলা অবস্থায় আকাশের নাচে শুয়ে রয়েছে । যখন মনে হচ্ছে সে ঘুমোচ্ছে তাকে দেখতে ফ্যাকাশে লাগছে কিন্তু তার মুখে রয়েছে এক নিষ্পাপ হাসি | সৈনিকটি । অবশ্য আসলে মৃত এবং তার দেহের এক পাশে দুটি লাল গত দেখা যাচ্ছে । সৈনিকের এই দুর্ভাগ্যজনক মৃত্যু একটি নির্মম আঘাত হিসেবে দেখা দেয় । আলোয় ভরা এবং প্রাণপ্রাচুর্যে টগবগে উপত্যকাটি মৃত সৈনিকের পুরো উলটো | সৈনিকটি যুদ্ধের অন্যতম শিকার এবং ওই সবুজ প্রকৃতির কোলে তার মৃত অবস্থায় পড়ে থাকার ছবিটি পাঠকের মনে তীব্র যন্ত্রণার কারণ হয় এবং ক্রোধের সৃষ্টি করে | উপত্যকার শান্ত দৃশ্য এবং সৈনিকটির দুর্ভাগ্যজনক অকাল মৃত্যুজনিত হতাশা স্পষ্টরূপে প্রকাশিত | এটা দেখায় যে প্রকৃতিও যুদ্ধের কুপ্রভাব থেকে মানুষকে বাঁচাতে পারে না । মৃত সৈনিক যুদ্ধের কষ্ট সহ্য করার পর ভালোভাবে ঘুমাচ্ছে । তার ঘুম কোনোদিন ভাঙানো যাবে না । যুদ্ধের নির্মম অনিবার্যতা ফুটিয়ে তোলে এক আশঙ্কাবোধ যেটি কবি , যাঁর যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি ছিল , তিনি অনুভব করেছিলেন |


                           QUESTIONS & ANSWERS

MCQ TYPE

1. The word 'guile' means-
A) innocence
B) simplicity
C) deceit
D) purity

2. Rimbaud describes the bed of the soldier as-
A) warm and green
B) damp and clean
C) warm, green and sun- soaked
D) warm and drenched

3.".. stretched in the heavy undergrowth", Here 'undergrowth' refers to--
A) dry leaves
B) tall grass
C) bushes and plants
D) marshy land

4. The numbers of colours mentioned in the poem 'Asleep in the Valley' is-
A) two
B) three
C) four
D) five

5. The soldier's feet were-
A) on the grass
B) among the fern
C) among the flowers
D) cold

6. The word 'Hollow' suggests -
A) the stream
B) the glade
C) the valley
D) the hills

7. The sun' s rays in 'Asleep In The Valley' are compared to--
A) firebolt
B) a pool
C) a cataract
D) a stream

8. The dead soldier lies on a pillow made of -
A) grass
B) fern
C) flowers
D) leaves

9. The poet Arthur Rimbaud asked the nature to keep the soldier-
A) warm
B) safe
C) dry
D) lively

10. In the poem 'Asleep In The Valley' the sunrays fill the-
A) mountain
B) stream
C) hollow
D) heavy undergrowth

11. "Asleep In The Valley" is a-
A) petrarchan sonnet
B) Shakespearean sonnet
C) Spenserian sonnet
D) Miltonian sonnet

12. Rimbaud's use of the word "Asleep" is-
A) metaphorical
B) literal
C) ironical
D) pictorial

13. The phrase 'a soldier very young', suggests that-
A) young soldiers are always energetic
B) soldiers enjoy the warfare
C) young soldiers are sacrificed in the warfare
D) all of these

14. The only sound in the valley is that of the-
A) bullets
B) humming insects
C) birds' singing
D) roaring of animal

15. The smile of the dead soldier is without-
A) guile
B) tiredness
C) intelligence
D) happiness

16. The soldier in Rimbaud's poem sleeps in the-
A) sunlight
B) night
C) twilight
D) dusk

17. 'Asleep In The Valley' is composed by-
A) Gieve Patel
B) Arthur Rimbaud
C) William Shakespeare
D) John Keats

18. The valley where the soldier is lying dead is-
A) big
B) small
C) long
D) deep

19. The grass on the valley appears-
A) yellow
B) fresh
C) silvery
D) bright

20. The soldier described in the poem is-
A) old
B) middle-aged
C) young
D) child-like

21. The soldier's head is supported by-
A) a pillow of logwood
B) a pillow of fern
C) a pillow of thick grasses
D) none of these




1.Through what does the stream mentioned in the poem ' Asleep in the Valley ' flow ? [ Asleep in the Valley ' কবিতায় নদীটি কীসের মধ্যে দিয়ে বয়ে চলে ? ]
Ans: The slow stream flows through the valley . [ ধীরগতিসম্পন্ন ছোটো নদীটি উপত্যকার মধ্য দিয়ে বয়ে চলে [ ]

2.How does the stream look like in the poem ' Asleep in the Valley ' ? [ ' Asleep in the Valley ' কবিতায় ছোটো নদীকে দেখতে কেমন ?
Ans: The stream looks like long strands of silver . [ ছোটো নদীটি দেখতে লম্বা রুপোর ফিতের মতো । ]

3." ... they fill the hollow " -What does the word ' hollow ' mean here ? [ ‘ Hollow ’ শব্দটি কী বোঝায় ? ]
Ans: The word ' hollow ' suggests a valley surrounded by mountains . [ ' Hollow ' শব্দটি পাহাড় দ্বারা পরিবেষ্টিত উপত্যকাকে বোঝায় । ]

4.What are the sunrays compared with ? [ সূর্যরশ্মিকে কীসের .সঙ্গে তুলনা করা হয়েছে ? ]
Ans: The sunrays are compared to a softly flowing stream . [ সূর্যরশ্মিকে একটি ধীরে প্রবহমান নদীর সঙ্গে তুলনা করা হয়েছে । ]

5. " How is the young soldier lying ? [ য়ুবক সৈনিকটি কীভাবে শুয়ে Cabooll রয়েছে ? ]
Ans: The young soldier is lying open - mouthed in the valley with a pillow of ferns under his head . [ য়ুবক সৈনিকটি ফার্নের বালিশের ওপর মাথা দিয়ে ঈষৎ হা করে শুয়ে রয়েছে । ]

6. How is the bed of the dead soldier ? [ মৃত সৈনিকের বিছানাটি কেমন ছিল ? ]
Ans: The bed of the soldier is made of soft grass and plants with a pillow made of ferns and this natural bed has soaked the warmth of the sun [ উপত্যকায় শুয়ে থাকা সৈনিকটির বিছানা নরম ঘাস আর গাছপালা দিয়ে তৈরি আর তার বালিশটা ফার্নের তৈরি আর এই প্রাকৃতিক বিছানা সূর্যের উত্তাপ শোষণ করেছে । ]

7. What is meant by ' heavy undergrowth ' ? [ ' Heavy undergrowth ' বলতে কী বোঝানো হয়েছে ? ]
' Heavy undergrowth ' suggests the plentiful growth of bushes and plants in the Valley . [ Heavy undergrowth ' বলতে উপত্যকায় বেড়ে ওঠা প্রচুর গাছপালা ও ঝোপঝাড়ের কথা বলা হয়েছে | ]

8. Give an example of an image used by Rimbaud in the poem ? [ কবিতায় ব্র্যাবো দ্বারা ব্যবহৃত একটি চিত্রকল্পের উদাহরণ দাও । ]
Ans: An image used by Rimbaud in the poem is the sunrays filling up the hollow like a stream . [ কবিতায় ব্র্যাবো দ্বারা ব্যবহৃত একটি চিত্রকল্প হল সূর্যরশ্মি ছোটো একটি জলধারার মতো ছোটো উপত্যকাটিকে ভরিয়ে দিচ্ছে । ]

9.What is meant by the phrase ' sun - soaked bed ' ? [ ' Sun soaked bed ' শব্দবন্ধটি কী বোঝায় ? ]
Ans:  The phrase ' sun - soaked bed ' suggests that the valley absorbs the warmth of the sun and lush vegetation grows there abundantly ( অ্যাবানডেন্টলি ) . [ Sun - soaked bed ' শব্দবন্ধ এটাই বোঝায় যে উপত্যকাটি সূর্যের উত্তাপ শোষণ করে আর তার ফলে গাছপালা প্রচুর পরিমাণে ওই উপত্যকায় গজিয়ে ওঠে । ]

10.What does the epithet , ' very young ' , suggest in the poem ? [ ' Very young ' এই বিশেষণটি কবিতাটিতে কী বোঝায় ? ]
Ans: The epithet ( এপিথেট ) , ' very young suggests that young men go to the battlefield ( ব্যাল্‌ফিল্ড ) , and are sacrificed ( স্যাকরিফাইড্ ) in the warfare . [ ' Very young ' এই বিশেষণ থেকে বোঝা যায় যে কমবয়সি ব্যক্তিরা যুদ্ধক্ষেত্রে যায় আর যুদ্ধেই বলিপ্রদত্ত হয় । ]

11.In what manner does the soldier lie in the countryside ? [ কীভাবে সৈনিকটি পল্লিঅঞ্চলে শুয়ে রয়েছে ? ]
Or
How does the soldier lie ? [ সৈনিকটি কীভাবে শুয়ে আছে ? ]
Ans: The soldier lies asleep in the valley , with his mouth open and one of his hands resting on his chest .
[ সৈনিকটি উপত্যকায় শুয়ে রয়েছে , তার মুখটি খুলে আর তার একটি এ হাত বুকের ওপর রেখে |

12 .... they fill the hollow full of light . " - What does ' hollow ' describe ? [ Hollow ' এখানে কী বর্ণনা করে ? ]
Ans: The word ' hollow ' referred to in the poem describes a beautiful valley , surrounded with mountains , where the rays of the sun are streaming in . [ Hollow ' শব্দটি এক্ষেত্রে একটি সুন্দর উপত্যকাকে বর্ণনা করেছে , যা পাহাড় ঘেরা , যেখানে সূর্যরশ্মি স্রোতের মতো প্রবেশ করছে ।

13. What is the soldier's pillow made of ? [ সৈনিকটির বালিশ কাঁ দিয়ে তৈরি ? ]
Ans: The soldier's pillow is made of ferns . [ সৈনিকটির বালিশ ফার্ন দিয়ে তৈরি । ]

14.What does the slow stream leave on the bright grass ? [ ধীর গতিতে চলা নদীটি উজ্জ্বল ঘাসের ওপর কী রেখে যায় ? ]
Ans: The slow stream leaves on the bright grass long strands or ribbons of silver . ধীর গতিতে চলা নদীটি উজ্জ্বল ঘাসের ওপর লম্বা রুপোলি সুতো বা ফিতে ফেলে যায় | ]

15.What is there beneath the head of the soldier ? [ সৈনিকটির মাথার নীচে কী আছে ? ]
Ans: There is a pillow made of fern beneath the head of the soldier . [ সৈনিকটির মাথার নীচে ফার্নের বালিশ আছে | ]

16.How is the grass in the valley ? [ উপত্যকার ঘাস কেমন ? ] Ans: There is plenty of bright green grass in the valley . [ উপত্যকায় প্রচুর উজ্জ্বল সবুজ ঘাস আছে |

17.What role is played by the sun's rays ? [ সূর্যরশ্মির ভূমিকা কী ? ]
Ans: The sun's rays fill up the valley with light . [ সূর্যরশ্মি উপত্যকাকে আলোয় ভরিয়ে তুলেছে । ]

18." " ... from the mountaintop stream ... " - What is streaming from the mountaintop ? [ পাহাড়চূড়া থেকে কী প্রবাহিত হচ্ছে ? ]
Ans: The sun's rays are streaming from the mountaintop . [ পাহাড়চূড়া থেকে সূর্যরশ্মি প্রবাহিত হচ্ছে |

19. " A pillow made of fern beneath his head - What does this line imply ? [ এই লাইনটি কী বোঝাচ্ছে ? ]
Ans: This line shows how Nature , out of sympathy , forms a pillow of ferns to support the head of the dead soldier . [ এই লাইনটি দেখায় প্রকৃতি সহানুভূতিশীল হয়ে মৃত সৈনিকটির মাথা রাখার জন্য ফার্নের বালিশ পেতে রেখেছে ।

20.' Where does the young soldier lie ? [ যুবক সৈনিকটি কোথায় শায়িত আছে ? ]
Ans:  The young soldier lies asleep in the valley . [ যুবক সৈনিকটি উপত্যকায় নিদ্রায় শায়িত আছে | ]

21.How does the stream flow through the valley ? [ উপত্যকায় নদীটি কেমনভাবে বয়ে চলেছে ? ] Danck Dohor ]
Ans: The stream flows slowly leaving long strands of silver . [ নদীটি উপত্যকায় রুপোলি ফিতের মতো বিছিয়ে ধীরে বয়ে চলেছে | ]

22. What does the young soldier have for a pillow ? [ যুবক সৈনিকটি বালিশ হিসেবে কী ব্যবহার করছে ? ]
Ans: The young soldier has a pillow made of ferns . [ যুবক সৈনিকটির মাথায় ফার্নের বালিশ আছে | ]

23. Wherefrom the sun's rays come ? [ সূর্যরশ্মি কোথা থেকে আসছে ? ]
Ans: The sunrays come from the mountaintop . [ সূর্যরশ্মি পাহাড়চূড়া থেকে আসছে ||

24. Where does the stream leave ' long strands of silver ' ? [ কোথায় নদীটি রুপোলি ফিতের মতো ছাপ রেখে গেছে ? ]
Ans: In the small green valley , the stream leaves long strands of silver . [ ছোট্ট সবুজ উপত্যকায় ছোটো নদীটি রূপালি ফিতের মতো ছাপ রেখে গেছে । ]


No comments:

Post a Comment