বোকা কুমিরের কথা প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণীর বাংলা | ক্লাস ফাইভ বাংলা বোকা কুমিরের কথা প্রশ্ন উত্তর, সহায়িকা | Class 5 Bangla Boka Kumirer Katha Questions And Answers - Psycho Principal

Fresh Topics

Thursday, 9 January 2025

বোকা কুমিরের কথা প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণীর বাংলা | ক্লাস ফাইভ বাংলা বোকা কুমিরের কথা প্রশ্ন উত্তর, সহায়িকা | Class 5 Bangla Boka Kumirer Katha Questions And Answers

  


বোকা কুমিরের কথা
প্রশ্ন উত্তর





পঞ্চম  শ্রেণীর বাংলা সাজেশন |পঞ্চম  শ্রেণীর বাংলা বোকা কুমিরের কথা প্রশ্ন উত্তর | ক্লাস পঞ্চম  বাংলা বোকা কুমিরের কথা গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর, সহায়িকা | Class 5 Bangla Boka Kumirer Katha  Important Questions And Answers | পঞ্চম  শ্রেণীর বাংলা গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর | #Class5 Bangla Boka Kumirer Katha Questions And Answers #Class 5th Bangla  Questions And Answers


⬛ লেখক পরিচিতি: 

বিখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বাংলাদেশের ময়মনসিংহ জেলার মসুয়ায় ১৮৬৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি শিশু-কিশোরদের উপযোগী ভাষায় ছড়া, উপকথা, মনোরঞ্জক কাহিনি ও বৈজ্ঞানিক কাহিনি রচনা করেন। তাঁর লেখা ‘ছেলেদের রামায়ণ' ‘ছেলেদের মহাভারত', ‘সেকালের কথা', 'টুনটুনির বই', 'গুপী গাইন বাঘা বাইন' বিখ্যাত। ১৯১৩ সালে তিনি ছোটোদের জন্য 'সন্দেশ' পত্রিকা প্রকাশ করেন। সংগীত জগতে ও চিত্রবিদ্যাতেও তাঁর কৃতিত্বের পরিচয় পাওয়া যায়। তাঁর সন্তানদের মধ্যে সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায় এবং পৌত্র সত্যজিৎ রায়—প্রত্যেকেই শিশুসাহিত্যে অসাধারণ প্রতিষ্ঠা লাভ করেন। ১৯১৫ সালে এই খ্যাতনামা সাহিত্যিকের জীবনাবসান হয়। পাঠ্যাংশের এই গল্পটি তাঁর টুনটুনির বই' থেকে নেওয়া হয়েছে।


⬛ রচনা পরিচয় : 

গল্পটি এক বোকা কুমির ও এক চালাক শিয়ালকে নিয়ে। বোকা কুমির বারবার শিয়ালকে ঠকাতে গিয়ে নিজেই ঠকে যায়। তাও কুমির শিয়ালের সঙ্গে বারবার চাষ করে এবং বেশ কয়েকবার ঠকার পর সে শিয়ালকে বলে যে সে তাকে ঠকাচ্ছে। যদিও প্রতিবারই সে ঠকেছিল তার নিজের বুদ্ধির অভাবে। তাই গল্পটির নাম ‘বোকা কুমিরের কথা' একেবারে সার্থক ।


⬛ সারসংক্ষেপ : 

গল্পটি এক কুমির ও এক শিয়ালকে নিয়ে। তারা দুজন বন্ধু। দুজনে একবার একসাথে আলু চাষ করবে ঠিক করে। বোকা কুমির বলল যে আলু চাষ হলে সে মাটির ওপরের গাছটা নেবে ও শিয়ালকে মাটির নিচেরটা দেবে। শিয়াল রাজি হয়। কুমির ওপরের গাছটা পায়। শিয়াল পায় আলু। পরের বার ধানচাষের সময় কুমির বলে সে মাটির নীচের অংশটা নেবে। শিয়াল পায় ধান, আর কুমির খড়। পরের বার তারা আখ চাষ করে। শিয়ালকে কুমির বলে সে একদম ওপরের অংশ নেবে। সেবার সে পায় কেবল আখের উপরের গাছের অংশ। বারবার বোকা বনে গিয়ে কুমির বলে শিয়াল খুব ঠকায়, তাই আর সে শিয়ালের সাথে চাষ করবে না।



⬛  সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :

1. কুমিরটি ছিল খুবই (বোকা/চালাক /অলস) প্রকৃতির। 

উঃ। কুমিরটি ছিল খুবই বোকা প্রকৃতির।


2. কুমির ভেবেছিল আলু বোধহয় তার গাছের (ফল/ফুল/ শেকড় ৷

উঃ। কুমির ভেবেছিল আলু বোধহয় তার গাছের ফল।


3. শিয়াল মাটি খুঁড়ে সব (লাউ/কুমড়ো/আলু) নিয়ে গেছে। 

উঃ। শিয়াল মাটি খুঁড়ে সব আলু নিয়ে গেছে।


4. কুমির আখের আগাগুলো চিবিয়ে দেখল সেগুলি (তেতো/নোনতা/মিষ্টি)।

উঃ। কুমির আখের আগাগুলো চিবিয়ে দেখল সেগুলি নোনতা


⬛  এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো :

1. গেল চাষ শিয়াল কুমির আর মিলে করতে। 

উঃ। কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল।


2. ফল তার বুঝি সে ভাবলে আলু গাছের। 

উঃ। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। 


3.চাষ হল তার পরের বার ধানের। 

উঃ। তার পরের বার হল ধানের চাষ।


4. গেল মধ্যে লাভের খড়গুলো। 

উঃ। লাভের মধ্যে খড়গুলো গেল।


5. না নিয়ে আগা আসার এবার সে না ছাড়বে। 

উঃ। এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না।


6. নেই সেখানে খুঁড়ে মাটি দেখে কিছু। 

উঃ। মাটি খুঁড়ে দেখে সেখানে কিছু নেই।



  অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :

১. শিয়াল ও কুমির কী কী ফসলের চাষ করেছিল?

উঃ। শিয়াল ও কুমির আলু, ধান ও আখের চাষ করেছিল। 


২. গাছের আগার দিকে হয় এমন তিনটি ফসলের নাম লেখো।

উঃ। আগার দিকে হয় এমন তিনটি ফসল ধান, যব, ভুট্টা।


৩. কুমির আলুর ফলন সম্পর্কে কী ভেবেছিল ? 

উঃ। কুমির আলুর ফলন সম্পর্কে ভেবেছিল আলু বোধ হয় গাছের উপরের ফল।


৪. কুমির আলু গাছের আগা কেটে নিয়ে যাবার পর কী দেখল ? 

উঃ। কুমির আলু গাছের আগা কেটে নিয়ে গিয়ে দেখল তাতে একটাও ফল নেই। তারপর মাঠে এসে দেখল শিয়াল সব আলু তুলে নিয়ে গেছে।


৫. কুমির ও শিয়াল দ্বিতীয়বার কীসের চাষ করেছিল?

উঃ। দ্বিতীয়বার তারা ধান চাষ করেছিল। 


৬. দ্বিতীয়বার কুমির কী ভেবেছিল?

উঃ। দ্বিতীয়বার কুমির ভেবেছিল ধান হলে সে মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে।


৭. তিনবারই শিয়ালের কাছে ঠকে গিয়ে কুমির শেষে শিয়ালকে কী বলেছিল?

উঃ। তিনবারই ঠকে গিয়ে কুমির শেষে শিয়ালকে বলেছিল যে সে শিয়ালের সাথে চাষ করবে না। কারণ শিয়াল খুব ঠকায়। 


৮. আলু চাষের সময় কুমির শিয়ালকে ঠকাবার জন্য কী বলেছিল ? 

উঃ। শিয়ালকে ঠকাবার জন্য আলু চাষের সময় কুমির বলেছিল আলু গাছের আগার দিক কুমিরের আর গোড়ার দিকটা শিয়ালের।


৯. ধান হবার পর শিয়াল কী কেটে নিয়ে গেল?

উঃ। ধান হবার পর শিয়াল ধানসুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। 


১০. ধান চাষ করে কুমির কী লাভ পেল?

উঃ। ধান চাষ করে লাভের মধ্যে কুমির খড়গুলো পেল।


. গল্পে কারা চাষ করতে গেল ?

উঃ। গল্পে কুমির ও শিয়াল চাষ করতে গেল ।


. কীসের কীসের চাষ তারা করেছিল? 

উঃ। তারা আলু, ধান ও আখের চাষ করেছিল। 


 .চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল। 

উঃ। চাষে শিয়ালের লাভ ও কুমিরের ক্ষতি হয়েছিল।


.শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কী ফন্দি এঁটেছিল ?

উঃ। শিয়ালকে ঠকানোর জন্য কুমির আখ চাষের সময় আগের থেকে আখের আগাগুলিকে চেয়ে রেখেছিল।


⬛  সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :

১. বোকা কুমির সেকথা জানত না’– কুমির কোন কথা না জানায় কী হয়েছিল সেই ঘটনাটি লেখো। 

 উঃ কুমির ও শিয়াল মিলে ঠিক করেছিল আলু চাষ করবে। আলু হয় মাটির নীচে আর তার গাছ মাটির উপরে থাকে। একথা বোকা কুমিরের জানা ছিল না। সে জানত আলু বোধহয় গাছের ফল তাই সে প্রথমেই শিয়ালকে ঠকাবার জন্য বলে রেখেছিল আলু গাছের আগা কুমির নেবে আর গোড়াটা শিয়াল পাবে। তারপর আলু হতে কুমির সব আলু গাছের আগা কেটে বাড়িতে নিয়ে এসে দেখল তাতে একটা আলুও নেই। তখন মাঠে গিয়ে কুমির দেখে শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে।


২. কুমির ও শিয়ালের ধান চাষের ঘটনাটি লেখো।

উঃ। কুমির ও শিয়াল মিলে ধান চাষ করবে ঠিক হবার পর কুমির শিয়ালকে বলল যে সে এবারে আগার দিকের বদলে গোড়ার দিক নেবে। তারপর যখন ধান হল শিয়াল ধানসুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির ভারী খুশি মনে ভেবেছে যে সে এবার মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। কিন্তু মাটি খুঁড়ে সে দেখল সেখানে কিছু নেই। লাভের মধ্যে খড়গুলো সে পেয়েছিল।


৩. ‘সেবার হল আখের চাষ'— আখ চাষ করে কুমির কীভাবে ঠকেছিল?

উঃ। আখ চাষের সময় কুমির ঠিক করেছিল যে সে আগা নেবে, তাই শিয়াল কুমিরকে আখগাছের আগাগুলো দিয়ে নিজে ঘরে বসে মজা করে আখ খেতে লাগল, আর কুমির আখের আগা এনে চিবিয়ে দেখল সেটি মিষ্টি নয়, খেতে নোনতা। এভাবেই আখ চাষ করে কুমির ঠকেছিল।


৪. তুমি বড্ড ঠকাও কে কাকে এই কথাটি বলেছিল? - সে কেন এই কথাটি বলেছিল ?

উঃ। কুমির শিয়ালকে এই কথাটি বলেছিল। তারা দুজনে মিলে আলু, ধান ও আখের চাষ করেছিল। নিজের বোকা বুদ্ধির জন্য কুমির বারবার ঠকেছিল কিন্তু তার মনে হয়েছিল শিয়াল বুঝি তাকে ঠকাচ্ছে তাই সে বলেছিল, না ভাই তোমার সঙ্গে আমি আর চাষ করব না, তুমি বড্ড ঠকাও।

No comments:

Post a Comment