বোম্বাগড়ের রাজা প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণীর বাংলা | ক্লাস ফাইভ বাংলা বোম্বাগড়ের রাজা প্রশ্ন উত্তর, সহায়িকা | Class 5 Bangla Bombogarer Raja Questions And Answers - Psycho Principal

Fresh Topics

Thursday, 9 January 2025

বোম্বাগড়ের রাজা প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণীর বাংলা | ক্লাস ফাইভ বাংলা বোম্বাগড়ের রাজা প্রশ্ন উত্তর, সহায়িকা | Class 5 Bangla Bombogarer Raja Questions And Answers

  

বোম্বাগড়ের রাজা - সুকুমার রায় 
প্রশ্ন উত্তর



👉(পঞ্চম শ্রেণী পরিবেশ প্রথম অধ্যায় মানবদেহ প্রশ্ন উত্তর )



⬛ কবি পরিচিতি :

 শিশু সাহিত্যের অন্যতম লেখক সুকুমার রায় ১৮৮৭ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এই কবি ও সাহিত্যিক প্রত্যেক বাঙালির শৈশবের সাথে জড়িয়ে আছেন। আবোল তাবোল', 'হযবরল' আর 'পাগলাদাশ্রু-র স্রষ্টা হলেন সুকুমার রায়। চিত্রশিল্প, ফটোগ্রাফি, সরস ও কৌতুককর কাহিনি এবং ছড়া রচনায় তিনি ছিলেন অতুলনীয়। তাঁর রচিত অন্যান্য বইগুলি হল— 'অবাক জলপান', 'ঝালাপালা’, ‘খাই খাই’, 'লক্ষণের শক্তিশেল', 'হিংসুটি' ইত্যাদি। স্বল্পদিনের জীবনে এই বরেণ্য মানুষটি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে। ১৯২৩ সালে তাঁর জীবনাবসান হয়। 


⬛ কবিতা পরিচয় ঃ 

একটি দেশ, নাম বোম্বাগড়। যেখানে সব কিছুই অদ্ভুত। সেখানকার যিনি রাজা তিনিও বড়ো অদ্ভুত। কবিতাটিতে অন্যান্য অনেক ঘটনার সাথে রাজার এবং তার রাজ্য ও পরিবারের কীর্তিও বর্ণিত হয়েছে। তাই কবিতাটির নাম 'বোম্বাগড়ের রাজা' যথার্থ। পাঠ্য কবিতাটি কবির 'আবোল তাবোল' বই থেকে নেওয়া হয়েছে।


 ⬛ সারাংশ : 

বোম্বাগড় রাজ্যে সব কিছুই অদ্ভুত। বোম্বাগড়ের রাজা আমসত্ত্ব ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। রানি মাথায় অষ্টপ্রহর বালিশ বেঁধে রাখেন। রানির দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। সেখানকার লোকে সর্দি হলে ডিগবাজি খায় । সে রাজ্যে জোছনা রাতে সবাই চোখে আলতা মাখায় আর ওস্তাদেরা ঘাড়ে মাথায় লেপ মুড়ি দেয়। পণ্ডিতেরা টাকের উপর ডাকটিকিট আটকান আর তাদের ট্যাকে ঘড়িটা ঘিয়ে ডুবিয়ে রাখেন। বোম্বাগড়ে শিরিষ কাগজ দিয়ে রাজার বিছানা পাতা হয়। মন্ত্রী সেখানে রাজার কোলে বসে কলশি বাজান আর রাজা হুক্কাহুয়া বলে সভায় চেঁচান। সেখানে রাজার সিংহাসনে ভাঙা শিশি বোতল ঝোলানো থাকে আর রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন। রাজার খুড়ো হুঁকোর মালা পড়ে নাচেন। কবি এখানে পাঠকদের কাছে জানতে চান যে এমনটা কেন হয়। তা কি কেউ বলে দিতে পারবে?



⬛ সঠিক শব্দটি বেছে বাক্যটি পুনরায় লেখো : 


1. বোম্বাগড়ের লোকেরা ডিগবাজি খায় (সর্দি / জ্বর / আমাশা) হলে। 

উঃ। বোম্বাগড়ের লোকেরা ডিগবাজি খায় সর্দি হলে। 


2. বালিশ বাঁধা থাকে (রাজার / রানি / মন্ত্রীর) মাথায়। 

উঃ। বালিশ বাঁধা থাকে রানির মাথায়।


3. সভায় রাজা (ঘেউ ঘেউ / মিউ মিউ / হুক্কাহুয়া) বলে চেঁচান। 

উঃ। সভায় রাজা হুক্কাহুয়া বলে চেঁচান।


4. রাজার পিসি ক্রিকেট খেলেন (লাউ / কুমড়ো / কাঁঠাল) দিয়ে। 

উঃ। রাজার পিসি ক্রিকেট খেলেন কুমড়ো দিয়ে। 


5. ঘি-তে ডুবিয়ে রাখা হয় (ট্যাকঘড়ি / হাতঘড়ি / পকেটঘড়ি)। 

উঃ। ঘি-তে ডুবিয়ে রাখা হয় ট্যাঘড়ি।


 শূন্যস্থান পূরণ করো :


1. ----- ফ্রেমে বাঁধিয়ে রাখে ------ ভাজা। 

উঃ। ছবির, আমসত্ত্ব।


2. ------ পেরেক ঠোকে কেন রানির দাদা। 

 উঃ। পাঁউরুটিতে।


3.  জোছনা রাতে সবাই কেন ----- মাখায় চোখে। 

উঃ। আলতা।


4.-------পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে। 

উঃ।  টাকের।


5. মন্ত্রী কেন কলশি বাজায় বসে রাজার ------ । 

উঃ। কোলে।


6. ------ ঝোলায় কেন ভাঙা বোতল শিশি। 

উঃ। সিংহাসনে।


7. এমন কেন ------- তা কেউ বলতে পারো মোরে?

উঃ। ঘটছে। 


⬛ এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো ঃ


1. বাঁধা কেন মাথায় অষ্টপ্রহর বালিশ রানির? 

উঃ। রানির মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? 


2. খায় হলে সেথায় সর্দি ডিগবাজি লোকে কেন? 

উঃ। কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? 


3. ভাঙা ঝোলায় কেন শিশি বোতল সিংহাসনে ? 

উঃ । সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি? 


4. পরে হুঁকোর নাচেন রাজার মালা কেন খুড়ো? 

উঃ। রাজার খুড়ো নাচেন কেন হুঁকোর মালা পরে?


⬛ অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :


১. বার্বিয়া কোথাকার রাজার কথা বলা হয়েছে? 

উঃ। কবিতায় বোম্বাগড়ের রাজার কথা বলা হয়েছে।


২. রাজা ছবির ফ্রেমে কোন্ খাবার বাঁধিয়ে রাখেন? 

উঃ। রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন।


৩ নানির মাথায় অষ্টপ্রহর কী বাঁধা থাকে? 

উঃ রানির মাথায় অষ্টপ্রহর বালিশ বাঁধা থাকে।


৪. বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কী করে? 

উঃ। বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে ডিগবাজি খায়।


৫. জোছনা রাতে বোম্বাগড়ে কারা কী করে ?

উঃ। জোছনা রাতে বোম্বাগড়ে সবাই চোখে আলতা মাখায় আর ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়।


৬. পণ্ডিতেরা কোথায় কী ডুবিয়ে রাখে? 

উঃ। পণ্ডিতেরা ট্যাকঘড়ি ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখে।


৭. রাজার বিছানা কী দিয়ে পাতা হয়? 

উঃ। রাজার বিছানা শিরীষ কাগজ দিয়ে পাতা হয় ।


৮. রাজা সভায় কী বলে চেঁচিয়ে ওঠেন? 

উঃ। রাজা সভায় হুক্কা হুয়া বলে চেঁচিয়ে ওঠেন। 


৯. রাজার পিসি কী করেন? 

উঃ। রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন।


১০. হুঁকোর মালা পরে কে নাচেন? 

উঃ। রাজার খুড়ো হুঁকোর মালা পড়ে নাচেন। 


১১. পণ্ডিতেরা টাকের উপর কী লাগায়? 

উঃ। পণ্ডিতেরা টাকের উপর ডাকটিকিট লাগায় ।


১২. বোম্বাগড়ের রাজা কবিতাটি কোন্ বই থেকে নেওয়া হয়েছে?

উঃ। বোম্বাগড়ের রাজা কবিতাটি সুকুমার রায়ের 'আবোল তাবোল' কবিতার বই থেকে নেওয়া হয়েছে। 


১৩. মন্ত্রী কী করেন? 

উঃ। মন্ত্রী রাজার কোলে বসে কলশি বাজান।


১৪. রাজার সিংহাসনে কী ঝোলানো থাকে? 

উঃ। সিংহাসনে ভাঙা শিশি-বোতল ঝোলানো থাকে।


১৫. কে পাঁউরুটিতে পেরেক ঠোকে? 

উঃ। বোম্বাগড় রাজ্যে রানির দাদা পাউরুটিতে পেরেক ঠোকে।

No comments:

Post a Comment