Class 5 Bangla Breeshti Pare Tapur Tupur Questions And Answers | বৃষ্টি পড়ে টাপুর টুপুর প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণীর বাংলা | ক্লাস ফাইভ বাংলা বৃষ্টি পড়ে টাপুর টুপুর প্রশ্ন উত্তর, সারমর্ম, সহায়িকা - Psycho Principal

Fresh Topics

Thursday, 9 January 2025

Class 5 Bangla Breeshti Pare Tapur Tupur Questions And Answers | বৃষ্টি পড়ে টাপুর টুপুর প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণীর বাংলা | ক্লাস ফাইভ বাংলা বৃষ্টি পড়ে টাপুর টুপুর প্রশ্ন উত্তর, সারমর্ম, সহায়িকা

  

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
প্রশ্ন উত্তর






পঞ্চম শ্রেণীর বাংলা  বোকা কুমিরের কথাপ্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো


পঞ্চম  শ্রেণীর বাংলা সাজেশন |পঞ্চম  শ্রেণীর বাংলা বৃষ্টি পড়ে টাপুর টুপুর প্রশ্ন উত্তর | ক্লাস পঞ্চম  বাংলা বৃষ্টি পড়ে টাপুর টুপুর গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর, সহায়িকা | Class 5 Bangla Breeshti Pare Tapur Tupur  Important Questions And Answers | পঞ্চম  শ্রেণীর বাংলা গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর | #Class5 BanglaBreeshti Pare Tapur Tupur  Questions And Answers #Class 5th Bangla  Questions And Answers


⬛ কবিতাটি সম্পর্কে দু-চারটি কথা : 

বৃষ্টি পড়ে টাপুর টুপুর' কবিতাটি মোহিতচন্দ্র সেন সম্পাদিত রবীন্দ্রনাথের 'শিশু' "কাব্যগ্রন্থে ১৩১০ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে রবীন্দ্রনাথ নিজে ছোটোদের জন্য 'ছুটির পড়া' নামক একটি সংকলন গ্রন্থে এই কবিতাটি অন্তর্ভুক্ত করে প্রকাশ করেন। সেটি প্রকাশিত হয় ১৩১৬ বঙ্গাব্দে। 'শিশু' কাব্যগ্রন্থের কবিতাটির সঙ্গে ছুটির পড়া-তে অন্তর্ভুক্ত কবিতাটির কিছু পাঠভেদ রয়েছে যা রবীন্দ্রনাথ নিজেই পরিমার্জন করেছিলেন। তাই এই পাঠ্যপুস্তকের কবিতাটি 'ছুটির পড়া' পাঠ থেকেই নেওয়া হয়েছে।


⬛ রচনা পরিচয় : 

এই কবিতাটি একটি বৃষ্টির দিনের। বৃষ্টির দিনে কবির পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তিনি তাঁর ছোটোবেলার কথা, মায়ের কথা, বৃষ্টির দিনের কথা মনে করেছেন। বারে বারে তাঁর মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় তাঁর মায়ের মুখে শোনা গান। 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এলো বান।' এই একটি লাইন তার বারবার করে মনে পড়ে যাচ্ছে। তাই কবিতাটির নাম 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' একেবারে সার্থক ।


⬛ সারমর্ম: 

দিনের আলো কমে গিয়েছে, সূর্য ডুবতে চলেছে। চাঁদের লোভে আকাশে নানা রঙের মেঘ জমেছে। মন্দিরেতে ঠং ঠং করে কাঁসর ঘণ্টা বেজে উঠল। ওপারেতে বৃষ্টি এসে গাছপালা ঝাপসা হয়ে গেল ও এপারে মেঘের মাথায় একশো মানিক জ্বলছে। এর মধ্যে কবির ছেলেবেলায় শোনা ‘বিষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান' গানটি মনে পড়ে যাচ্ছে।

আকাশ জুড়ে মেঘেরা দেশে দেশে ঘুরে খেলে বেড়ায়, কেউ তাদের মানা করে না। কত নতুন ফুলের বনে তারা বৃষ্টি দিয়ে যায়। কবি আশ্চর্য হয়ে যান যে তারা এত খেলা কোথা থেকে ভেবে পায়। মেঘেদের দেখে তাঁরও মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় ঘরের কোণে লুকোচুরি খেলা। আর তার সাথে কবির মনে পড়ছে 'বিষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান' গানটি। তাঁর ঘর আলো করা মায়ের মুখ, মেঘের ডাকে বুক গুরুগুরু করার কথা মনে পড়েছে। 

এখন তার বিছানার পাশে ঘুমিয়ে আছে দুরন্ত ছেলে। বাইরে ডেকে ওঠে মেঘ, কবির সৃষ্টি কেঁপে ওঠে। তাঁর মনে পড়ে তিনি মায়ের মুখে শুনেছিলেন সেই গান, বিষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান। সুয়োরানি দুয়োরানির কথা, অভিমানী কঙ্কাবতীর কথা তাঁর মনে পড়ছে। দস্যি ছেলের চুপ করে গল্প শোনার কথা মনে পড়ে। কবির মনে হচ্ছে যে সেদিনও কি এমনই মেঘের ঘটা ছিল, যেদিন টাপুর-টুপুর বৃষ্টি পড়ে বান এসেছিল। সে কবেকার কথা যখন শিবঠাকুরের বিয়ে হয়েছিল। যে তিনকন্যার বিয়ে হল শেষে তাদেরই বা কী হল। কোন্ নদীর ধারে কোন্ দেশে কোন্ ছেলেকে ঘুম পাড়াতে কে যেন গান গেয়ে উঠল 'বিষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান'।


 শূন্যস্থান পূরণ করো :


1.মন্দিরেতে ---- ঘণ্টা বাজল ঠং ঠং। 

 উঃ। কাঁসর।


2. এ পারেতে মেঘের মাথায় -----মানিক জ্বালা। 

 উঃ।একশো।


3. বাদলা হাওয়ায় মনে পড়ে ------ গান। 

উঃ। ছেলেবেলার। 


4. কত দিনের কত ঘরের কোণে-----

উঃ। লুকোচুরি।


5. মনে পড়ে ঘরটি আলো----- হাসিমুখ। 

উঃ। মায়ের। 


6. বাইরেতে মেঘ ডেকে ওঠে ------ওঠে কাঁপি। 

উঃ। সৃষ্টি। 


7.মনে পড়ে অভিমানী ----- ব্যথা। 

উঃ। কঙ্কাবতীর।


8. ----- ছেলে গল্প শোনে একেবারে চুপ। 

উঃ। দস্যি।


9.   ------ কবে পড়েছিল বান এলো সে কথা। 

 উঃ। বিষ্টি।


10. থেকে থেকে ----- কি দিতেছিল হানা। -

উঃ। বিজুলি।


 এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো :

১. গাছপালা এল, পারেতে ও বৃষ্টি ঝাপসা। 

উঃ। ও পারেতে বৃষ্টি এল, ঝাপসা গাছপালা ।


২. সীমানা কোথায় মেঘের আকাশ জুড়ে খেলা বা। 

উঃ। আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা। 


৩. পায় কোথায় খেলা পলে নতুন পলে ভেবে। 

উঃ। পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়।


৪. বুক গুরু গুরু ডাকে পড়ে মনে মেঘের। 

উঃ। মনে পড়ে মেঘের ডাকে গুরুগুরু বুক 


৫. দাপাদাপি ছেলে ঘরেতে দুরন্ত করে। 

উঃ। ঘরেতে দুরন্ত ছেলে দাপাদাপি করে।


৬. ঘটাখানা এমনিতরো সেদিনও কি মেঘের। 

উঃ। সেদিনও কি এমনিতরো মেঘের ঘটাখানা।


⬛ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :

১. বৃষ্টির দিনে কবির কার কথা মনে পড়ে ? 

উঃ। বৃষ্টির দিনে কবির তাঁর মায়ের হাসিমুখের কথা মনে পড়ে।


২. বাদলা হাওয়ায় কবির কোন্ গানের কথা মনে পড়ে?

উঃ। বাদলা হাওয়ায় কবির 'বিষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান' গানটির কথা মনে পড়ে।


৩. মন্দিরে কেমন করে কী বেজে উঠল ? 

উঃ। মন্দিরে ঠং ঠং করে কাঁসর ঘণ্টা বেজে উঠল।


৪. আকাশে কীসের লোভে মেঘ জুটেছে? 

উঃ । আকাশে চাঁদের লোভে মেঘ এসে জুটেছে। 


৫. কোথায় একশো মানিক জ্বালা বলে কবি বলেছেন ?

উঃ। কবি বলেছেন এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা ।


৬. কীসের ডাকে কবির সৃষ্টি কেঁপে ওঠে?

উঃ। মেঘের ডাকে কবির সৃষ্টি কেঁপে ওঠে। 


৭. মেঘ কী করে বেড়ায়?

উঃ। মেঘ আকাশ জুড়ে দেশে দেশে খেলে বেড়ায়।


৮. মেঘ কোন্ খেলা খেলে? 

 উঃ। মেঘ নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়।


৯. দুরন্ত ছেলে কী করে ?

উঃ। দুরন্ত ছেলে ঘরেতে দাপাদাপি করে।


 ১০. বিছানার একটি পাশে কে কী করছে?

উঃ। বিছানার একটি পাশে খোকা ঘুমিয়ে আছে।


১১. বাইরে কীসের ও কেমন শব্দ হচ্ছে?

উঃ। বাইরে জলের ঝুপ ঝুপ শব্দ হচ্ছে।


১২. বৃষ্টিতে কবির কোন্ দুই রানির কথা মনে পড়ে?

উঃ। বৃষ্টিতে কবির ‘সুয়োরানি' ও ‘দুয়োরানির' কথা মনে পড়ে। 


১৩. অভিমানী কে? তার কীসের কথা কবির মনে পড়ে?

উঃ। অভিমানী হলেন কঙ্কাবতী। তার ব্যথার কথা কবির মনে পড়ে।


 ১৪. কে কীভাবে গল্প শোনে?

উঃ। দস্যি ছেলে একেবারে চুপ করে গল্প শোনে। 


১৫. বৃষ্টির মধ্যে কার বিয়ে হয়েছিল ?

উঃ। বৃষ্টির মধ্যে শিবঠাকুরের বিয়ে হয়েছিল।


১৬. কাদের সাথে শিবঠাকুরের বিয়ে হয়েছিল ?

উঃ। তিনজন কন্যার সাথে শিবঠাকুরের বিয়ে হয়েছিল। 


১৭. শিবঠাকুরের বিয়ের দিনে কে থেকে থেকে হানা দিচ্ছিল ?

উঃ। শিবঠাকুরের বিয়ের দিনে থেকে থেকে বিজুলি অর্থাৎ বিদ্যুৎ হানা দিচ্ছিল।


⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :


১. কবিতায় কখন কীভাবে বৃষ্টি আসার কথা কবি বলেছেন?

উঃ। তখন সূর্য ডোবে ডোবে দিনের আলো নিভে এল, মন্দিরেতে কাঁসর ঘণ্টা ঠং ঠং করে বেজে উঠল। তখন ওপারেতে বৃষ্টি এল এবং চারিদিক ঝাপসা হয়ে গেল।


২. 'দস্যি ছেলে গল্প শোনে' – দস্যি ছেলে কোন্ পরিবেশে কীসের গল্প শোনে? 

উঃ। ঘরের কোণে মিটিমিটি আলো ও চারিদিকের দেওয়ালে কালো কালো ছায়ার মধ্যে দস্যি ছেলে একেবারে চুপ করে গল্প শোনে। বাইরে কেবলই ঝুপ ঝুপ করে জলের শব্দ শোনা যায় দস্যি ছেলে সুয়োরানি, দুয়োরানি ও অভিমানী কঙ্কাবতীর ব্যথার গল্প শোনে।


৩. আকাশ জুড়ে মেঘ কোথায় কোথায় কী কী করে বেড়ায়। 

উঃ। আকাশ জুড়ে মেঘ দেশে দেশে খেলে বেড়ায়, তার যাওয়ার কোনো সীমানা নেই, কেউ তাকে মানাও করে কত নতুন ফুলের বনে মেঘ বৃষ্টি দিয়ে যায়। পলে পলে নতুন নতুন খেলা মেঘ ভেবেও পায়।


৪. 'কবেকার সে কথা কবেকার কথাটি কী? সেদিন কী হয়েছিল ? 

উঃ। কবেকার কথাটি হল শিবঠাকুরের বিয়ের দিনের কথা। সেদিনও আকাশে মেঘের ঘনঘটা ছিল। থেকে থেকে বিদ্যুৎ চমকে উঠে হানা দিচ্ছিল। সেদিন বৃষ্টিও পড়েছিল এবং বানও এসেছিল। সেদিন শিবঠাকুর তিনজন কন্যাকে বিয়ে করেছিলেন।


৫. 'মনে পড়ে'—কবির কী মনে পড়ে?

উঃ। কবির মনে পড়ে ঘর আলো করা তাঁর মায়ের হাসিমুখটি। মেঘের ডাকে গুরুগুরু বুকে বিছানায় একটি ঘুমিয়ে থাকা 'ছোট্ট খোকাটির কথা যার মায়ের ওপর দুরন্তপনার কথা লিখে শেষ করা যায় না।


৬. কে গাহিল গানকে কোথায় কী গান গেয়েছিল ?

উঃ। কোনো একজন মা নাম না জানা কোনো এক নদীর ধারে, কোনো এক অজানা দেশে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে 'বিষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান' গানটি গেয়েছিল।




No comments:

Post a Comment