Class 5 Bangla Ekla Kabitar Questions Answers | একলা কবিতার প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণীর বাংলা | ক্লাস ফাইভ বাংলা একলা কবিতার প্রশ্ন উত্তর, সারমর্ম, সহায়িকা - Psycho Principal

Fresh Topics

Thursday, 9 January 2025

Class 5 Bangla Ekla Kabitar Questions Answers | একলা কবিতার প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণীর বাংলা | ক্লাস ফাইভ বাংলা একলা কবিতার প্রশ্ন উত্তর, সারমর্ম, সহায়িকা

  

একলা কবিতার - শঙ্খ ঘোষ
প্রশ্ন উত্তর



পঞ্চম শ্রেণীর বাংলা আকাশের দুই বন্ধ  প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো


পঞ্চম  শ্রেণীর বাংলা সাজেশন |পঞ্চম  শ্রেণীর বাংলা একলা কবিতার  প্রশ্ন উত্তর | ক্লাস পঞ্চম  বাংলা একলা কবিতার  গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর, সহায়িকা | Class 5 Bangla Ekla Kabitar Important Questions And Answers | পঞ্চম  শ্রেণীর বাংলা গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর | #Class5 Bangla Ekla Kabitar Questions And Answers #Class 5th Bangla  Questions And Answers



⬛ কবি পরিচিতি : 

বিশিষ্ট কবি, অধ্যাপক এবং প্রাবন্ধিক শঙ্খ ঘোষ ১৯৩২ সালে বাংলাদেশেরচাঁদপুরে জন্মগ্রহণ করেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'দিনগুলি রাতগুলি'। এছাড়াও তিনি লিখেছেন 'নিহিত পাতালছায়া', 'বাবরের প্রার্থনা', 'পাঁজরে দাঁড়ের শব্দ' ইত্যাদি। ছোটোদের জন্য তিনি লিখেছেন – 'ছোট্ট একটা ইস্কুল', 'অল্পবয়স কল্পবয়স', 'শব্দ নিয়ে খেলা', 'সকাল বেলার আলো', 'সুপুরি রনের সারি', 'শহর পথের ধূলো' ইত্যাদি। তাঁর প্রবন্ধের বই হিসেবে 'কালের মাত্রা ও রবীন্দ্র নাটক’, 'ছন্দোময় জীবন' ইত্যাদি উল্লেখযোগ্য।


⬛ কবিতা পরিচয় : 

একটি ছোটো শিশু যখন একলা থাকে তখন তার মনের অবস্থা কেমন হয়, তা এই কবিতাটিতে বর্ণনা করা হয়েছে। একলা থাকার কষ্ট এবং ছোটো ছোটো খুশিগুলি যা থেকে একটি শিশু মনে করে যে সে একলা নেই, সেই বর্ণনা কবিতাটিতে ফুটে উঠেছে। তাই এই কবিতাটির নামকরণ 'একলা' সার্থক। পাঠ্য কবিতাটি লেখকের 'আমায় তুমি লক্ষ্মী বলো' কবিতার বই থেকে নেওয়া হয়েছে।


⬛ সারমর্ম : 

কবিতার শিশুটি যখন একলা থাকে তখনও কিন্তু সে মনে মনে একলা থাকে না। তার সাথে থাকে তার কল্পনার জগৎ এবং প্রকৃতি। সে তখন আপন কল্পনার জগতে সবুজ গাছপালার মধ্যে দিয়ে পথ করে নিয়ে এগিয়ে চলে। সেখানে একটা কাঠবেড়ালি তার দিকে খালি তাকায়। যেই শিশুটি তাকে ধরতে যায় তখন সে জোরে ছুট লাগায়। শিশুটিও তখন তার পিছন পিছন ছুট লাগায়। এই মাটি ও পাথরের মাঝে, কত দূরে যে সে যায় তা কেউ জানতে পারে না। তখন তার মাথার উপর আশীর্বাদের মতো গাছের পাতা ঝরতে থাকে। তখন সে আর একলা থাকে না, তার কোনো দুঃখই থাকে না। শালবন বা তালসুপুরির বনে তার ঘর বাহির সব এক হয়ে যায়। তখন এই চুপ করে থাকাটাও তার মনের একলা কোণে বাজনা বাজায়।


⬛ শূন্যস্থান পূরণ করো :


1. জানো তখন ------ থাকে কারা। 

উঃ।  সঙ্গে।


2. থাকে -------- গাছপালা আর। 

উঃ। সবুজ। 


3. ------- দেয় আর কেই বা তখন থামায়। 

উঃ।  ছুট।


4. সেই ছুটে ছুট লাগাই -------। 

 উঃ।  জোরে।


5. মস্ত ----- মতো মাথার ওপর ইতস্তত। 

উঃ।  আশীর্বাদের।


6. তখন আমার একলা ------ কোণে। 

উঃ। মনের।


 এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো :


1. সাড়া যদি দি ঠিক থাকে পথও ? 

উঃ। পথও থাকে, ঠিক যদি দি সাড়া।


2. থামায় তখন দেয় ছুটে আর কেই বা? 

উঃ। ছুট দেয় আর, কেই বা তখন থামায়।


3. তা পারে কেউ না জানতে কদ্দুরে। 

উঃ। কদ্দুরে—কেউ জানতে পারে না তা।


4. পাতা ঝরতে গাছের থাকে থেকে। 

উঃ । গাছের থেকে ঝরতে থাকে পাতা।


⬛ নিজের ভাষায় লেখো :


 1.ভূমি কখন একলা থাকো ?

উঃ। যখন মা-বাবা সবাই কাজে চলে যান, আর আমার স্কুল যদি সেদিন ছুটি থাকে সেইদিন আমি একলা থাকি। 


2. সবুজ গাছপালায় ছাওয়া পথ তুমি কোথায় দেখেছ? সে পথে চলতে তোমার কেমন লেগেছে?

উঃ। সবুজ গাছপালায় ছাওয়া পথ আমি গ্রামে দেখেছি। সেই পথে চলতে আমার খুব ভালো লেগেছিল।


3. কত রঙের, কত রকমের পাথর তুমি দেখেছ? 

উঃ। আমি চারটি আলাদা আলাদা রঙের ও তিন রকমের পাথর দেখেছি।


4. গাছের থেকে কোন্ ঋতুতে পাতা ঝরে? কোন্ কোন্ গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছ? 

উঃ। শীত ঋতুতে গাছের থেকে পাতা ঝরে। শাল, শিমুল, কৃষ্ণচূড়া গাছ থেকে পাতা ঝরে যেতে আমি দেখেছি।


5. গাছ আমাদের কী কী দেয় তা পাঁচটি বাক্যে লেখো।

উঃ। গাছ প্রধানত আমাদের অক্সিজেন দেয়। গাছের থেকে আমরা বিভিন্ন ফল, ফুল, ইত্যাদি পাই। গরমকালে গাছ ছায়া দিয়ে আমাদের আরাম দেয়। গাছকে আশ্রয় করে অনেক ছোটো পশুপাখি বসবাস করে। গাছ পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে।


6. পশ্চিমবঙ্গের কোন্ জেলায় 'শালবন' রয়েছে? শালপাতাকে মানুষ কী কী ভাবে ব্যবহার করে ?

উঃ। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় শালবন আছে। শালপাতাকে মানুষ ভাত খাবার থালা হিসাবে ব্যবহার করে। খাবারের দোকানে শালপাতার মোড়কে বা ঠোঙায় প্রধানত মিষ্টি বা নোনতা খাবার দেওয়া হয়। অনেক জায়গায় পূজার ফুল শালপাতায় মুড়ে দেওয়া হয়। 


7. ‘বাজনা' শব্দটা শুনলে তোমার চোখে কোন্ কোন্ ছবি ভেসে ওঠে? কোন্ কোন্ বাজনার নাম তুমি জানো ? কোন্ কোন্ বাজনা বাজতে তুমি দেখেছ?

উঃ। ‘বাজনা’ শব্দটা শুনলে আমার চোখে পূজা ও কোনো আনন্দ অনুষ্ঠানের ছবি ভেসে ওঠে। আমি ঢাক, তবলা, বেহালা, বাঁশি, গিটার, হারমোনিয়াম, সানাই, বীণা, তানপুরা, খোল ইত্যাদি বাজনার নাম জানি। আমি ঢাক, তবলা, বাঁশি, হারমোনিয়াম, সানাই, খোল ও গিটার বাজতে দেখেছি।


⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :


১. কবিতার শিশুটি একলা থাকার সময় কোন্ প্রাণীটি তার সঙ্গে থাকে? 

উঃ। কবিতায় শিশুটি একলা থাকার সময় একটি কাঠবেড়ালি তার সঙ্গে থাকে।


২. কবি কাকে ধরতে ছুট লাগান? 

উঃ। কবি কাঠবেড়ালিকে ধরতে ছুট লাগান।


৩. মস্ত আশীর্বাদের মতো কবির মাথায় কী ঝরে পড়ে? 

উঃ। কবির মাথায় মস্ত আশীর্বাদের মতো গাছের পাতা ঝরে পড়ে। 


৪. কবি কোন্ কোন্ বনে যান? 

উঃ। কবি তালসুপারির বনে ও শালবনে যান।


৫. কবির মনের কোণে কে বাজনা বাজায়? 

উঃ। কবির মনের কোণে চুপ থাকাটাও বাজনা বাজায়। 


৬. 'একলা' কবিতায় কবির সাথে আর কারা কারা থাকে?

উঃ। কবির সাথে থাকে সবুজ গাছপালা ও তার ভিতর দিয়ে চলে যাওয়া পথ।


৭. কাঠবেড়ালিটি কবির সঙ্গে কী কী করে ?

উঃ। কাঠবেড়ালিটি কবির দিকে খালি তাকায় আর এদিকে ওদিক টানতে থাকে। যেই কবি তাকে ধরতে যান তখনই সে সব হিসেব ভুলিয়ে দিয়ে ছুট দেয় আর তাকে থামানো যায় না।


৮. কখন কবির মনে আর কোনো দুঃখ থাকে না ?

উঃ। কবি যখন শালবনে ও তালসুপারির বনে থাকেন তখন তাঁর কাছে ঘর বার সব এক হয়ে যায়। তখন আর তিনি একলা থাকেন না। চুপ করে থাকাটাও তাঁর মনের কোণে বাজনা বাজায় আর কবির মনে কোনো দুঃখই তখন থাকে না।


৯. 'একলা' কবিতায় কী কী গাছের নাম আছে

উঃ। ‘একলা' কবিতায় শাল, তাল ও সুপুরি গাছের নাম আছে।


৯. কেমন বন্ধু তোমার ভালো লাগে? 

উঃ । আমার ভালো লাগবে যদি আমার বন্ধু হয় খোলা মনের, মিশুকে ও সাহসী।


১০. কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কোনটি? 

উঃ। কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই হল- - ‘দিনগুলি রাতগুলি'। '


. তাঁর লেখা দুটি ছোটোদের বইয়ের নাম লেখো । 

উঃ। তাঁর লেখা দুটি ছোটোদের বই হল—শব্দ নিয়ে খেলা' ‘সুপুরি বনের সারি'!


২.'একলা' কবিতাটি তাঁর কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 

উঃ। ‘একলা' কবিতাটি তাঁর 'আমায় তুমি লক্ষ্মী বলো' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।



 নিজের ভাষায় লেখো :

১. কবি যখন একলা থাকেন, তখন তাঁর সঙ্গে কারা থাকে? 

উঃ। কবি যখন একলা থাকেন তখন তাঁর সঙ্গে সবুজ গাছপালা, পথ ও কাঠবেড়ালি থাকে।


২. কবিতায় বর্ণিত কাঠবেড়ালিকে ধরতে পারার চেষ্টায় কৰি সফল হন কি?

 উঃ। না। কাঠবেড়ালিটিকে ধরতে কবি সফল হন না।


৩. কবি কোন্ বিষয়কে ‘মস্ত আশীর্বাদ' বলেছেন ?

উঃ। তাঁর মাথার উপরে পাতা ঝরে পড়াকে কবি ‘মস্ত আশীর্বাদ' বলেছেন। 


৪. কবির মনে কখন আর কোনো দুঃখই থাকে না ?

উঃ। যখন কাঠবেড়ালি ধরতে গিয়ে কবি বনের ভেতর প্রবেশ করেন, সেখানে তাঁর মাথার উপর গাছের পাতা ঝরে পড়ে, তখন কবির মনে আর কোনো দুঃখই থাকে না।


৫. চুপ-থাকাটাও কীভাবে কবির মনে বাজনা বাজায় ?

উঃ। তালবন বা সুপুরির বনে ঘর-বার সব এক হয়ে গিয়ে চুপ থাকাটাও কবির মনে বাজনা বাজায়। 


৬. মনে করো একদিন তুমি বাড়িতে একলা ছিলে। সারাদিন তুমি যা যা করেছ দিনলিপির আকারে লেখো।

উঃ। আজ সোমবার ২৪ জুন, ২০১৯ সকাল ৭টায় হাত মুখ ধুয়ে প্রথমে কিছু খেয়ে পড়তে বসেছি। পড়া শেষ হলে নিজেই 'স্নান করে জামাকাপড় পরে নিয়েছি। মা খাবার বানিয়ে রেখেছিলেন। সেই খাবার খেয়ে নিয়েছি। এখন সকাল ১০ টা, আমি গেলাম স্কুলে। এখন বিকেল ৫টা, স্কুল থেকে ফিরে দুটো বিস্কুট খেয়ে খেলতে গেছি। খেলে এসে দেখছি ততক্ষণে মা ফিরে এসেছেন।


৭. পরিবারে কে কে তোমার সঙ্গে থাকেন?

উঃ। পরিবারে মা, বাবা, দাদু, ঠাকুমা, দিদি, জেঠু আর জেঠিমা আমাদের সঙ্গে থাকেন । 


৮. স্বাধীনভাবে তোমায় ছুটে যেতে দেওয়া হলে তুমি কোথায় যেতে চাইবে?

উঃ। স্বাধীনভাবে আমাকে ছুটে যেতে দেওয়া হলে আমি সমুদ্রের ধারে যেতে চাইব।

No comments:

Post a Comment