পঞ্চম শ্রেণীর বাংলা মধু আনতে বাঘের মুখে প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো
পঞ্চম শ্রেণীর বাংলা সাজেশন |পঞ্চম শ্রেণীর বাংলা কবিতা - ঝড় প্রশ্ন উত্তর | ক্লাস সেভেন বাংলা কবিতা - ঝড় গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর, সহায়িকা | Class 5 Bangla Jhar/Jhor Important Questions And Answers | পঞ্চম শ্রেণীর বাংলা গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর | #Class5 Bangla Jhar/Jhor Questions And Answers #Class 5th Bangla Questions And Answers
⬛ কবি পরিচিতি ঃ
খ্যাতনামা লেখিকা ও সমাজসেবিকা মৈত্রেয়ী দেবীর জন্ম ১৯১৪ সালে। তিনি রবীন্দ্রনাথের জীবনী রচনা করেছেন। তাঁর লেখা প্রথম কবিতার বই 'উদিতা'। তাঁর রচিত অন্যান্য বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মংপুতে রবীন্দ্রনাথ', 'স্বর্গের কাছাকাছি', 'ন হন্যতে' ইত্যাদি। ১৯৭৭ সালে তিনি পদ্মশ্রী উপাধি পান। স্বনামধন্যা। এই লেখিকা ১৯৯০ সালে প্রয়াত হন।
⬛ কবিতা পরিচয় :
কবিতাটিতে রয়েছে একটি শিশুর ঝড় দেখার অভিজ্ঞতা। ঝড় কী তা সে জানে না, বোঝেও না, সে শুধু লোকমুখে ঝড়ের কথা শুনেছে। সেই ঝড়কে প্রথম দেখার পর তার মায়ের কাছে সে গল্প বলছে। শিশুর চোখে দেখা ঝড়ের বর্ণনা অনুযায়ী কবিতাটির 'বাড়' নামকরণ সার্থক বলা যায়।
⬛ সারমর্ম:
একটি শিশু দুপুরবেলা হাটে গিয়েছে। হঠাৎ এলোমেলোভাবে বাতাস ছুটে এল এবং সমস্ত দিক অন্ধকারে ঢেকে গেল। সবাই বলল ঝড় এসেছে, ছুটে ঘরে পালাতে হবে। তবে শিশুটির কিন্তু ঝড় আসা খুব ভালো লাগল। সে দেখল আকাশ, চাঁপার বন, বকুলতলা সমস্ত একেবারে কালো হয়ে গেছে। মাঝি তাড়াতাড়ি নৌকা চালিয়ে ফিরে এল। সে তার মাকে জিজ্ঞেস করে যে ঝড় কাকে বলে। তার যেন মনে হয় সে যেভাবে কালির দোয়াত তাদের মেঝেতে ফেলে দেয়, সেইভাবেই কাদের ছেলে যেন আকাশের চারিদিকে এক দোয়াত কালি ঢেলে দিয়েছে। তারপর আকাশ যেন তার নরম ঠোঁট দুটি মেলে বারবার হেসে উঠল। সেই হাসিতে যেন আগুন জ্বালা ছিল। তারপর আবার তারা ঘুরে ঘুরে সাত সমুদ্র পারে চলে গেল।
⬛ সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো : প্রতিটা প্রশ্নের মান -1
1. পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়— (গ্রীষ্ম/বর্ষা/শরৎ/শীত)।
উঃ। পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়—গ্রীষ্ম।
2. দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে (সকাল/দুপুর/বিকেল/রাত)।
উঃ। দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে—দুপুর।
3.যখন ঝড় ওঠে, তখন আকাশ থাকে (কালো/ লাল/নীল/সাদা)।
উঃ। যখন ঝড় ওঠে, তখন আকাশ থাকে কালো।
4. গ্রীষ্মের একটি ফুল হল (গাঁদা/গন্ধরাজ/ চাঁপা/পদ্ম)।
উঃ। গ্রীষ্মের একটি ফুল হল চাঁপা ।
5.মাঠের ধারে শিশুটি (স্নান/ গল্প / খেলা) করতে গিয়েছিল।
উঃ। মাঠের ধারে শিশুটি খেলা করতে গিয়েছিল।
6. হঠাৎ করে (বৃষ্টি/ ঝড়/ ভূমিকম্প) এল।
উঃ। হঠাৎ করে ঝড় এল।
7. শিশুটির ঝড় খুব (ভালো/খারাপ/সাধারণ) লাগল।
উঃ। শিশুটির ঝড় খুব ভালো লাগল ।
8.বকুলতলা (কালো/সাদা/নীল) হয়ে গেল।
উঃ। বকুলতলা কালো হয়ে গেল ৷
9. আমি তোমার মেঝের উপর (তুলি/ফেলি/ ঢালি)।
উঃ। আমি তোমার মেঝের উপর ঢালি।
10. পালিয়ে গেল অনেক (জোরে/দূরে/ঘুরে)।
উঃ। পালিয়ে গেল অনেক দূরে।
⬛ অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর; প্রতিটা প্রশ্নের মান -1
1. পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় কোন্ ঋতুতে হয়?
উঃ। পশ্চিমবঙ্গে কালবৈশাখীর ঝড় গ্রীষ্ম ঋতুতে হয়।
2.. শিশুটি কোন্দিন কোথায় খেলতে গিয়েছিল?
উঃ। শিশুটি হাটবারে মাঠের ধারে খেলতে গিয়েছিল।
3.. শিশুটি দিনের কোন সময়ে খেলতে গিয়েছি ?
উঃ । শিশুটি দুপুরবেলা খেলতে গিয়েছিল।
4. ঝড় দেখে সবাই কী বলল?
উঃ সবাই বলল ওই ঝড় এসেছে, ঘরে পালাই।
5. হঠাৎ কীভাবে ঝড় এল ?
উঃ। হঠাৎ কোথা থেকে এলোমেলো বাতাস এল আর অন্ধকারে চারদিক ঢেকে দিয়ে ঝড় এল।
6.. ঝড় দেখে শিশুটির কেমন লাগল?
উঃ। ঝড় দেখে শিশুটির খুব ভালো লাগল।
7.. কোন্ কোন্ জায়গা কালো হয়ে গিয়েছিল ?
উঃ । আকাশ, বকুলতলা, চাঁপার বন সব কালো অন্ধকার হয়ে গিয়েছিল।
8.. মাঝি কীভাবে চলে এল?
উঃ। মাঝি কালো জলে পাড়ি দিয়ে তাড়াতাড়ি চলে এল।
9.. আকাশ দেখে শিশুটির কী মনে হয়েছিল?
উঃ। আকাশ দেখে শিশুটির মনে হয়েছিল কাদের ছেলে যেন আকাশের উপর কালির দোয়াত ঢেলে দিয়েছে।
10. আকাশ কেমন করে হাসল?
উঃ। আকাশ তার কোমল ঠোটে আগুন জ্বেলে হাসল।
11. ঝড় শেষে কী করল?
উঃ। ঝড় দূরের সাত সাগরের পারে পালিয়ে গেল।
12. বন্ধে ওরা ছুটে পালাই ঘর'— 'ওরা' বলতে কাদের বলা হয়েছে?
উঃ। ঝড় কবিতায় শিশুটির সাথিদের 'ওরা' বলা হয়েছে।
⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :প্রতিটা প্রশ্নের মান -2/3
1. শিশুটির বর্ণনায় কীভাবে ঝড় এসেছিল ?
উঃ। শিশুটির বর্ণনা অনুসারে দুপুরবেলায় মাঠের ধারে কোথা থেকে যেন হঠাৎ এলোমেলো বাতাস বইতে শুরু করল। অন্ধকারে সমস্ত দিক একেবারে ঢেকে গেল। সমস্ত আকাশখানা, বকুলতলা ও চাঁপার বন কালো হয়ে গেল। কালো জলে পাড়ি দিয়ে মাঝি তাড়াতাড়ি ফিরে এল।
2.. —ঝড় কারে মা কয়? 'আমার মনে হয়...' শিশুটির কী মনে হয় ?
উঃ। ঝড় দেখে শিশুটির মনে হয় কাদের ছেলে যেন হঠাৎ করে যেন কালির দোয়াত ফেলে দিয়েছে, ঠিক যেভাবে শিশুটি ঘরের মেঝের ওপর কালি ঢেলে দেয়। দোয়াতের কালি ঢাললে যেমন মেঝে কালো হয়ে যায় তেমনি ঝড় ও অন্ধকার আকাশ দেখে ছেলেটির মনে হয়েছে আকাশে কে যেন দোয়াতের কালি ঢেলে দিয়েছে।
3.. আকাশ বারে বারে কী করল ?
উঃ । আকাশ বারে বারে তার কোমল ঠোঁট মেলে হাসল, কিন্তু তার সেই হাসিতে এক ভীষণ রকমের আগুন জ্বলে উঠল।
4. দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন?
উঃ। দুপুরবেলা হঠাৎ এলোমেলো বাতাস বয়ে গিয়ে ঝড় এল এবং চারিদিক অন্ধকার হয়ে গেল ।
5. ‘পালিয়ে গেল অনেক দূরে'-কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল?
উঃ। ঝড় পালিয়ে গেল। পালিয়ে সে সাত সাগরের পারে গেল।
6. বঝড়ের সঙ্গে শিশুর মনে কীসের তুলনা কবিতায় ধরা পড়েছে?
উঃ। কবিতায় ঝড়ের সঙ্গে এখানে কালির দোয়াতের তুলনা ধরা পড়েছে। শিশুটির মনে হয়েছিল যে সে যেমন মেঝের ওপর কালির দোয়াত ঢেলে দেয় তেমনই কাদের ছেলে যেন আকাশটার ওপর কালির দোয়াত ঢেলে দিয়েছিল।
7. 'ঝড়'-এর বর্ণনা দিতে ‘মেঘ করে আসা' আর 'বিদ্যুৎ চমকানো'র কথা কবিতায় কোন্ কোন্ পত্তিতে ফুটে উঠেছে?
উঃ। ‘মেঘ করে আসা’ দ্বিতীয় পঙ্ক্তিতে আর ‘বিদ্যুৎ চমকানো'র কথা কবিতার শেষ পঙ্ক্তিতে ফুটে উঠেছে।
8.ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয় ?
উঃ। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সময় যদি নৌকা বা জাহাজে থাকি তাহলে সেগুলো উলটে যেতে পারে। নদী বা সমুদ্রের জল নৌকা বা জাহাজে ঢুকে সেগুলিকে ডুবিয়ে দিতে পারে।
9.সাতটি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো।
উঃ। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, সুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগর।
No comments:
Post a Comment