লিমেরিক প্রশ্ন উত্তর ক্লাস ফাইভ বাংলা সহায়িকা | পঞ্চম শ্রেণীর বাংলা লিমেরিক প্রশ্ন উত্তর | Class 5 Bangla Limerik Questions And Answers - Psycho Principal

Fresh Topics

Wednesday, 8 January 2025

লিমেরিক প্রশ্ন উত্তর ক্লাস ফাইভ বাংলা সহায়িকা | পঞ্চম শ্রেণীর বাংলা লিমেরিক প্রশ্ন উত্তর | Class 5 Bangla Limerik Questions And Answers

  

কবিতা - লিমেরিক
প্রশ্ন উত্তর





পঞ্চম শ্রেণীর বাংলা কবিতা  ঝড় প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো


সপ্তম শ্রেণীর বাংলা সাজেশন | সপ্তম শ্রেণীর বাংলা কবিতা - লিমেরিক প্রশ্ন উত্তর | ক্লাস সেভেন বাংলা কবিতা - লিমেরিক গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর, সহায়িকা | Class 7 Bangla Limerik  Important Questions And Answers | সপ্তম শ্রেণীর বাংলা গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর | #Class7 Bangla Limerik  Questions And Answers #Class 7th Bangla  Questions And Answers


⬛ কবি পরিচিতি ঃ 

কবি এডোয়ার্ড লিয়ার ১৮১২ সালে জন্মগ্রহণ করেন। তিনিই লিমেরিকের স্রষ্টা কিনা তা নিয়ে বিতর্ক আছে। তবে তিনি যে ছড়ার জগতে এক নতুন ধারার সৃষ্টি করেছেন তা নিয়ে সংশয় নেই। তিনি সমাজকে বাঁকা চোখে দেখতেন। তাঁর লেখা ছড়াগুলি ছোটো আর আজও শিশুদের কাছে সমান জনপ্রিয়। ১৮৮৮ সালে এডোয়ার্ড লিয়ারের জীবনাবসান হয়।


 ⬛ লিমেরিক সম্পর্কে দু-একটি কথা : 

ছড়ার জগতে লিমেরিক নামটি এসেছে আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসরণে। পাঠ্যাংশের লিমেরিকগুলি মজা করে পড়ার জন্য সত্যজিৎ রায়ের ‘তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম' বই থেকে নেওয়া হয়েছে।


⬛ বিশেষ পরিচিতি সত্যজিৎ রায় : 

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও শিশু সাহিত্যিক সত্যজিৎ রায় ১৯২১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ফেলুদা ও প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা। তাঁর পিতা বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়। ভারতরত্ন সত্যজিৎ রায় সিনেমার সর্বোচ্চ সম্মান অস্কার পুরস্কারে ভূষিত হন। ১৯৯২ সালে তাঁর জীবনাবসান হয়।


⬛ সারাংশ : 

এক-এক বুড়োর দাড়ি এত বড়ো যে তাতে দুই রকমের হুতুম প্যাঁচা, একটা হাঁড়িচাচা, চারটে শালিকছানা ও একটা মোরগ আস্তানা বেঁধেছে। এতো বুড়ো নিজেই আশ্চর্য হয়ে গেছেন।

দুই—এক খুদে বা ছোটো বাবুমশাই ফুলগাছে পাখির মতো বসে আছেন। মৌমাছি এসে দেখে যে এতো মহা ঝামেলা হল। সে বাবুটিকে সরে যেতে বলে। বাবুটি উলটে তাকে ধমক দিয়ে বলে, মৌমাছি আছে বলে গাছে কি লোক বসবে না ?

তিন—একজন লোক, তিনি এতই গুণী যে যেখানে পাখি সম্পর্কে যা বই আছে সব তিনি মন দিয়ে সকাল সন্ধে পড়ছেন। তার পড়া আজকে শেষও হবে। কিন্তু তার দুঃখ একটিই যে তাদের তল্লাটে কোনো পাখিই নেই।



⬛ শূন্যস্থান পূরণ করো : প্রতিটা প্রশ্নের মান -1

1. একটা----- চারটে শালিকছানা। 

উঃ। মোরগ। 


2. দুই রকমের ----একটা বোধ হয় —। 

উঃ। হুতুম প্যাঁচা,- হাঁড়িচাচা।


3. ------- মধ্যে বেঁধেছে আস্তানা। 

উঃ। দাড়ির।


4. খুদে বাবু ফুল গাছে বসে যেন ------। 

উঃ। পক্ষী।


5. মৌমাছি এসে বলে এতো মহা------। 

 উঃ। ঝক্কি।


6.তুমি আছো বলে – -----বসবে না---- – কি?

উঃ।  গাছে, লোক।


 7. যেখানে যে বই আছে ----- সম্বন্ধে। 

উঃ। পাখি।


8. সমার্থক শব্দ লেখো : পাখি, বই, মৌমাছি, ফুল।

উঃ। পাখি—পক্ষী, বিহঙ্গ, খগ। 

বই—পুস্তক, পুঁথি, কেতাব। 

মৌমাছি—অলি, মধুকর, ভ্রমর।

 ফুল— পুষ্প, প্রসূন, কলি।


⬛ সঠিক বানানটি বেছে নিয়ে লেখো : প্রতিটা প্রশ্নের মান -1

1. হাঁড়িচাঁচা, হাঁড়িচাছা 

 উঃ হাঁড়িচাচা,


2.পক্ষী, পক্ষি 

উঃ পক্ষী,


3. আপশোশ, আপশোস 

উঃ আপশোশ, 


4. আস্থানা, আস্তানা।

উঃ আস্তানা।


5. ‘আস্তানা' শব্দটি ‘স্ত’ যুক্তব্যঞ্জন দিয়ে তৈরি শব্দ। 'স্ত' যুক্তব্যঞ্জন দিয়ে তৈরি আরও পাঁচটি শব্দ তৈরি করো।

উঃ। রাস্তা, সস্তা, বিস্তার, কুস্তি, স্তর।


6. ‘পক্ষী' শব্দটি 'ক্ষ' দিয়ে তৈরি একটি শব্দ। এইরকম আরও পাঁচটি শব্দ তৈরি করো। 

উঃ। রক্ষী, যক্ষ, রাক্ষস, বৃক্ষ, পক্ষ।


7. ‘তল্লাটে' শব্দটিতে আমরা 'ন্ন' শব্দটি পাচ্ছি। এইরকম আরও পাঁচটি শব্দ তৈরি করো।

উঃ। বল্লম, গোল্লা, মল্ল, পল্লব, ভাল্লুক


⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ঃ প্রতিটা প্রশ্নের মান -1/2

1.. বুড়োর দাড়িতে কোন্ কোন্ পাখি আস্তানা বেঁধেছে?

উঃ। বুড়োর দাড়িতে একটা মোরগ, চারটে শালিকছানা, দুই রকমের হুতুমপ্যাঁচা আর একটা হাঁড়িচাচা আস্তানা বেঁধেছে ।


2. খুদে বাবু কোথায় বসে আছে?

উঃ। খুদে বাবু ফুল গাছেতে বসে আছে।


3. মৌমাছি এসে তাকে কী বলে? 

উঃ। মৌমাছি এসে তাকে সরে যেতে বলে, কারণ মৌমাছি ফুলের মধু খাবে।


4. ৰাবু উলটে মৌমাছিকে কী বলে?

উঃ। বাবু উলটে মৌমাছিকে চোপরাও বলে বকুনি দেয়


5.. বাবু ফুলগাছে বসে থাকায় কার খুব মুশকিল হল ? 

উঃ। বাবু ফুলগাছে বসে থাকায় মৌমাছির খুব মুশকিল হল। এবং বলে সে আছে বলে কি গাছে লোক বসবে না।


6.. লেখক সকাল থেকে সন্ধে অবধি কীসের বই পড়েছেন ?

উঃ। সকাল থেকে সন্ধে অবধি লেখক পাখি সম্পর্কিত বই পড়েছেন। 


7. লেখকের আপশোশ হল কেন ?

উঃ। লেখকের আপশোস হল এই জন্য যে পাখি সম্বন্ধে এত বই তিনি পড়ে ফেললেন কিন্তু তাদের তল্লাটে কোনো পাখিই নেই।


8. লেখকের কী সব বই পড়া হয়ে গেছে?

 উঃ। লেখকের আজই সব বই পড়া শেষ হয়ে যাবে, তার আর কোনো বই পড়তে বাকি নেই


9. প্রথম ছড়াটিতে কয় রকমের হুতুম প্যাঁচার কথা বলা হয়েছে?

উঃ। প্রথম ছড়াটিতে দুই রকমের হুতুম প্যাচার কথা বলা হয়েছে। 


10.. লিমেরিক' শব্দটি কোথা থেকে এসেছে?

উঃ। ছড়ার জগতে লিমেরিক নামটি আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসরণে এসেছে।


No comments:

Post a Comment