পঞ্চম শ্রেণীর বাংলা তালনবমি প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো
⬛ লেখক পরিচিতি:
মোহিনী চৌধুরী একজন স্বনামধন্য কবি ও গীতিকার। ১৯২০ খ্রিস্টাব্দে তাঁর জন্ম হয়। তিনি পঞ্চাশ-ষাট দশকের বিখ্যাত গীতিকার। শচীনদেব বর্মন, জগন্ময় মিত্র, মীরা দেববর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, ভি বালসারা, মান্না দে প্রমুখের সুরে ও কণ্ঠে তাঁর গানগুলি আজও বিশেষ জনপ্রিয়। তিনি অনেক দেশাত্মবোধক গান ও কবিতা রচনা করেছেন এবং সুর দান করেছেন। পাঠ্যাংশের গানটি অত্যন্ত প্রচলিত একটি দেশভক্তির গান ।
⬛ সারমর্ম:
স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত বীর বিপ্লবীরা মুক্তিযুদ্ধের মন্দিরের সোপানে প্রাণদান করেছেন, তা সমগ্র ভারতবাসীর মনে অশ্রুজলে লেখা রয়েছে। দেশের এই মহান সুপ্রভাতে তাঁরা আর ফিরবেন না। অনেক বিপ্লবী বন্ধুর রক্তে রাঙিয়ে বন্দিশালার ওই শিকল ভাঙা হয়েছে। কত তরুণ সূর্যের মতো প্রাণ অস্ত গেছে। যাঁরা স্বর্গে গেছেন তাঁরা জানেন স্বর্গের চেয়ে প্রিয় তাঁদের জন্মভূমি। এই দেশকে ভালোবাসার ব্রতে দীক্ষা নিয়ে আমরা সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুম্বন করে প্রণাম জানাই। দেশের জীর্ণ জাতির বুকে আশা ও মুখে ভাষা জাগিয়েছেন যাঁরা, স্বদেশব্রতের দীক্ষালাভ করে আমরা তাদের চরণে জানাই প্রণাম। রক্তকমলে গাঁথা মালা বিজয়লক্ষ্মী তাদেরই গলায় পরিয়ে দেবেন। দেশের মহান বিপ্লবীদের প্রতি এটি কবির পরম শ্রদ্ধাঞ্জলি।
১. অশ্রুজলে কী লেখা আছে?
উঃ। মুক্তির মন্দিরের সোপানে কত প্রাণ বলিদান হয়েছে তা দেশবাসীর হৃদয়ে অশ্রুজলে লেখা আছে।
২. বন্দিশালার শিকল কীভাবে ভেঙেছে?..
উঃ। অনেক বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা হয়ে বন্দিশালার শিকল ভেঙেছে।
৩. যাঁরা স্বর্গগত তাঁরা কী জানেন?
উঃ। যাঁরা স্বর্গগত তাঁরা জানেন যে স্বর্গের চেয়ে প্রিয় এই জন্মভূমি।
৪. মৃত্যুঞ্জয়ী কারা?
উঃ। যেসব মহান বিপ্লবীরা দেশের স্বাধীনতা সংগ্রামে নিজের প্রাণ উৎসর্গ করেছেন কবি তাঁদের মৃত্যুঞ্জয়ী বলেছেন।
৫. এই মৃত্যুঞ্জয়ীরা জাতিকে কী দিয়েছেন?
উঃ। এই মৃত্যুঞ্জয়ীরা জীর্ণ জাতির বুকে আশা ও মলিন মুখে ভাষা জাগিয়েছেন।
৬. কে কী দিয়ে গাঁথা মালা তাঁদের গলায় পরিয়ে দেবে?
উঃ। বিজয়লক্ষ্মী রক্তকমলে গাঁথা মালা তাঁদের গলায় পরিয়ে দেবে।
৭. আমরা কোন ব্রতে মহাদীক্ষা লাভ করি?
উঃ। আমরা স্বদেশব্রতে মহাদীক্ষা লাভ করি।
৮. তারা কি ফিরিবে আর সুপ্রভাতে'—কাদের কথা বলা হচ্ছে?
উঃ। দেশের স্বাধীনতার সুপ্রভাতে যে সমস্ত তরুণ বিপ্লবী অস্তাচলে গেছেন অর্থাৎ প্রাণ বলিদান করে শহিদ হয়েছেন সেই সব মহান বিপ্লবীদের কথা কবি বলেছেন।
No comments:
Post a Comment