পঞ্চম শ্রেণীর পরিবেশ চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদ প্রশ্ন উত্তর | পঞ্চম শ্রেণীর পরিবেশ সহায়িকা | Class 5 Poribesh Chapter-4 Questions And Answers - Psycho Principal

Fresh Topics

Saturday, 11 January 2025

পঞ্চম শ্রেণীর পরিবেশ চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদ প্রশ্ন উত্তর | পঞ্চম শ্রেণীর পরিবেশ সহায়িকা | Class 5 Poribesh Chapter-4 Questions And Answers

  

চতুর্থ অধ্যায়
প্রশ্ন উত্তর



পঞ্চম অধ্যায় "পরিবেশ ও উপাদান" প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো

👉 ( পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর )


⬛ শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করো : প্রতিটি প্রশ্নের মান -1

1. হারুন মিঞা গাছপাতা দিয়ে খুব ভালো ওষুধ বানাতে পারে।

➤➣শুদ্ধ / অশুদ্ধ


2. হারুন মিঞার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে।

 ➤➣শুদ্ধ / অশুদ্ধ


3. হীরামণির ঠাকুমা যে-বড়ি দেয় তার স্বাদ ভালো হয় ।

➤➣শুদ্ধ / অশুদ্ধ


4. ফুলমণির ঠাকুমা নকশাকাটা কাঁথা বানাতে জানে ।

➤➣শুদ্ধ / অশুদ্ধ


5. ফুলমণির পিসি খুব ভালো নাচগান করতে পারে।

➤➣শুদ্ধ / অশুদ্ধ


6. ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে প্লেগরোগীদের সেবা করেছেন।

➤➣শুদ্ধ / অশুদ্ধ


7. আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন খুব ভালো শিক্ষক ছিলেন।

➤➣শুদ্ধ / অশুদ্ধ


৪. মাস্টার-দা বলা হয় সুশীল সেনকে।

➤➣শুদ্ধ / অশুদ্ধ


9. 1945 খ্রিস্টাব্দে 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয় ।

➤➣শুদ্ধ / অশুদ্ধ


10. যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বাঘাযতীন বলা হয় ৷

➤➣শুদ্ধ / অশুদ্ধ


11. বাবা সাহেব আম্বেদকর ভারতের সংবিধান বানিয়ে- ছিলেন।

➤➣শুদ্ধ / অশুদ্ধ


12. রাধাকৃয়ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন।

➤➣শুদ্ধ / অশুদ্ধ


13. তিতুমির ইংরেজ নীলকরদের বিরুদ্ধে খুব লড়েছিে লন।

➤➣শুদ্ধ / অশুদ্ধ


14. দিঘায় ঝিনুক দিয়ে মূর্তি তৈরি হয় ৷

➤➣শুদ্ধ / অশুদ্ধ


15. বনভূমি বৃষ্টি হতে সাহায্য করে। তা

➤➣শুদ্ধ / অশুদ্ধ


16. বৃষ্টির জলে নদী সৃষ্টি হয় ৷

➤➣শুদ্ধ / অশুদ্ধ


উত্তর : 1.শুদ্ধ 2.অশুদ্ধ  3.অশুদ্ধ 4.অশুদ্ধ 5.শুদ্ধ 6.শুদ্ধ 7.শুদ্ধ 8.অশুদ্ধ 9.অশুদ্ধ 10.শুদ্ধ 11.শুদ্ধ 12.অশুদ্ধ 13.শুদ্ধ 14.শুদ্ধ 15.শুদ্ধ 16.শুদ্ধ 


⬛ একটি বা দুটি শব্দে উত্তর দাও:


1. প্রকৃতির কয়েকটি সম্পদের নাম লেখো ৷ 

উত্তর:  কয়লা, পাথর, স্বাভাবিক উদ্ভিদ, লোহা, খনিজ তেল, বালি ইত্যাদি।


2. কোন্ ধরনের জমিতে চা-চাষ ভালো হয় ?

উত্তর:ঢালু জমিতে।


3. কোন্ ধরনের বিদ্যুৎ তৈরি করতে কয়লা লাগে ?

উত্তর: তাপবিদ্যুৎ।


4. খনিজ সম্পদ কাকে বলে ?

উত্তর: খনি থেকে যে-সম্পদ পাওয়া যায়, তা হল খনিজ সম্পদ।


5. ইট কী দিয়ে তৈরি হয় ?

উত্তর: মাটি আর কয়লা ৷


6. রাজা রামমোহন রায় কবে জন্মগ্রহণ করেন ?

উত্তর: 1774 খ্রিস্টাব্দে ।


7. কে মানুষকে পড়াশোনার সঙ্গে খেলাধুলা করতেও বলেছিলেন ?

উত্তর: স্বামী বিবেকানন্দ ।


৪. কে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন ?

উত্তর:নেতাজি সুভাষচন্দ্র বসু। 


9. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ?

উত্তর: আবুল কালাম আজাদ । 


10. নীলকর কাদের বলা হত ?

উত্তর:যেসব ইংরেজ ব্যবসায়ী নীলচাষ করাতেন তাদের নীলকর বলা হত। 


11. আমাদের রাজ্যে কোথায় মুখোশ পরে নাচ-গান হয় ?

উত্তর: পুরুলিয়ায়।


12. মুখোশ পরে নাচগানকে কী নাচ বলা হয় ?

উত্তর: ছৌ-নাচ।


13. আমাদের রাজ্যের কোথায় সুন্দর মাদুর তৈরি হয় ?

উত্তর:পশ্চিম মেদিনীপুর জেলার সবং-এ।


14. পাহাড় থেকে জল গড়িয়ে কোথায় যায় ?

উত্তর: সমতলে।


15. অরণ্য সপ্তাহে কী করা হয় ? 

উত্তর নতুন চারাগাছ লাগানো হয় ৷


16. ঘুনি কী কাজে লাগে ?

উত্তর: ঘুনি মাছ ধরার কাজে লাগে ।


⬛ দু-তিনটি বাক্যে উত্তর দাও:


1. ভারতের তিনটি কয়লাখনি অঞ্চলের নাম লেখো।

উত্তর: ঝাড়খণ্ডের ঝরিয়া, ছত্তিশগড়ের কোরবা। পশ্চিমবঙ্গের রানিগঞ্জ


2. কয়লা থেকে কীভাবে তাপবিদ্যুৎ শক্তি উৎপাদি হয় ?

উত্তর: কয়লা পোড়ালে যে-তাপশক্তি উৎপন্ন হয়, তার সাহায্যে জলকে বাষ্পে পরিণত করা হয় এবং ওই বাষ্পের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।


3. পশ্চিমবঙ্গের তিনটি তাপবিদ্যুৎকেন্দ্রের নাম লেখো ।

উত্তর:  দুর্গাপুর, ব্যান্ডেল, কোলাঘাট । 


4. প্রকৃতিতে কী কী সম্পদ পাওয়া যায় ?

উত্তর:  প্রকৃতি থেকে আমরা আলো, বাতাস, জল, তাপ, খনিজ সম্পদ, বনজ সম্পদ ইত্যাদি পেয়ে থাকি।


5. পারিবারিক সম্পদ বলতে এই অংশে কী বোঝানো হয়েছে ?

উত্তর:  পারিবারিক সম্পদ বলতে এই অংশে মানুষের জ্ঞানের কথা বলা হয়েছে, যে-জ্ঞান মানুষ উত্তরাধিকারসূত্রে তাঁর বাবা-মার কাছ থেকে পেয়ে থাকে।


6. এই অধ্যায়ে উল্লিখিত দিবসগুলি ছাড়া আর কতগুলি জাতীয় ও আন্তর্জাতিক দিবস সম্বন্ধে কী জানো ? 

উত্তর:  15 মার্চ—বিশ্ব প্রতিবন্ধী দিবস, 1 মে–আন্তর্জাতিক শ্রম দিবস, 5 সেপ্টেম্বর—শিক্ষক দিবস, 1 ডিসেম্বর –বিশ্ব এইডস দিবস।


7. বীরসা মুন্ডা কী কারণে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন ?

উত্তর বনভূমিতে মুন্ডা সম্প্রদায়ের বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তার দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে 1900 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বীরসা মুন্ডা লড়াই করেছিলেন।


৪. তিতুমির কে ? এঁর আসল নাম কী ?

উত্তর: নীল বিদ্রোহের একজন নায়ক হলেন তিতুমির। নারকেলবেড়িয়ায় ছিল তাঁর বাড়ি। তাঁর আসল নাম ছিল মির নিশার আলি। তিনি নীলকরদের বিরুদ্ধে বাঁশের কেল্লা তৈরি করে লড়াই করেছিলেন। ইংরেজদের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হন।


9. গাছ কীভাবে আমাদের অক্সিজেন জোগান দেয় ?

 উত্তর:  গাছের সবুজ পাতায় সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে গাছের খাদ্য প্রস্তুত হয় এবং তার পাশাপাশি পরিবেশে অক্সিজেন নির্গত হয় ।


10. প্রাকৃতিক সম্পদকে মানুষ কী কী সম্পদ তৈরিতে ব্যবহার করেছে তা দুটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও ।

উত্তর কয়লা থেকে তাপবিদ্যুৎ তৈরি হয় । নদী-সাগরের জলস্রোত থেকে জলবিদ্যুৎ তৈরি হয়।


11. সমাজসংস্কারে ভগিনী নিবেদিতা ও বেগম রোকেয়ার অবদান কী কী ?

উত্তর:  ভগিনী নিবেদিতা পরাধীন ভারতে মেয়েরা যাতে আধুনিক শিক্ষালাভ করতে পারে তার জন্য সর্বদা চেষ্টা করেছেন এবং নিজের জীবনের পরোয়া না- করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন। বেগম রোকেয়া মুসলিম মেয়েদের শিক্ষার প্রসারে ব্রতী হন। অনেক বালিকা বিদ্যালয় স্থাপন করেন।


12. রামমোহন রায় ও বিদ্যাসাগরকে আমরা আজও স্মরণ করি কেন ?

উত্তর:  রামমোহন রায় ও বিদ্যাসাগর ছিলেন সমাজ সংস্কারক, নবজাগরণের প্রতীক, তাঁরা জাতির মানুষের শিক্ষাবিস্তারের জন্য আজীবন সচেষ্ট ছিলেন এবং সমাজের নানান কুসংস্কার ও কুপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন। এজন্য আজও আমরা তাঁদের স্মরণ করি ।


13. ইংরেজদের বিরুদ্ধে সাধারণ মানুষদের লড়াইয়ের দুটি ঘটনা উল্লেখ করো।

উত্তর:  বীরসা মুন্ডা আর তাঁর সঙ্গীরা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।তিতুমির ও তাঁর সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন।


⬛ পাঁচ-ছ'টি বাক্যে উত্তর দাও:


1. নিম্নলিখিত সম্পদগুলি কী কাজে লাগে তা লেখো। পাথর, কয়লা, জঙ্গলের কাঠ।

উত্তর পাথর: পাকাবাড়ি নির্মাণে এবং রেলপথ তৈরিতে কাজে লাগে ।

 কয়লা: রান্নার জ্বালানি, বিদ্যুৎ উৎপাদনে এবং ইট পোড়াতে লাগে । ও জঙ্গলের কাঠ : ঘরের আসবাবপত্র তৈরি ও রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।


 2. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা- গুলি কী কী ?

উত্তর সম্পদের সরবরাহ অব্যাহত রাখতে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে, শিল্প-সভ্যতার অগ্রগতি অব্যাহত রাখতে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা জরুরি।


3.পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলের উৎসব সম্বন্ধে লেখো।

উত্তর পৌষমেলা : প্রতিবছর পৌষ মাসে বীরভূম জেলার শান্তিনিকেতনে পৌষমেলা বসে। দেশ- বিদেশ থেকে মানুষ আসে এই মেলার টানে। বাউলদের জমায়েত এই মেলার প্রধান আকর্ষণ । এ ছাড়া বিভিন্ন আদিবাসী শিল্প, হস্তশিল্পের পসরা এই মেলার অন্যতম আকর্ষণ। 

বিষ্ণুপুর উৎসব: বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে প্রতিবছর ডিসেম্বর মাসের শেষে এই উৎসব অনুষ্ঠিত হয়। বিষ্ণুপুর ঘরানার সংগীত ও হাতের কাজের পসরা নিয়ে বসে এই মেলা । 

মাহেশের রথযাত্রা: জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হয় শ্রীরামপুরের মাহেশের রথ। এই রথযাত্রা খুবই জনপ্রিয়। মূলত বৈস্নব সম্প্রদায়ের এই উৎসব আজও হিন্দুধর্মের সব সম্প্রদায়ের মানুষের কাছে সমান গুরুত্বপূর্ণ।

কলকাতা বইমেলা : প্রতিবছর জানুয়ারি মাসের শেষে শুরু হয় কলকাতা বইমেলা। বহু দূরবর্তী স্থান থেকে লক্ষ লক্ষ বইপ্রেমী মানুষ এই মেলায় ভিড় জমান। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকাশক, কবি, সাহিত্যিক আসেন তাঁদের বই-এর পসরা নিয়ে। আধুনিক এই উৎসব সারা বিশ্বে আজ সাড়া ফেলেছে।


4.সূর্য সেন কে ছিলেন ?

উত্তর: সশস্ত্র বিপ্লব সেনানী স্কুল শিক্ষক সূর্য সেন ‘মাস্টারদা’ নামেই বেশি পরিচিত ছিলেন। তাঁর নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে, টেলিফোন ও টেলিগ্রাফ লাইন ধ্বংস করে চট্টগ্রামে এক বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেছিলেন। পরে ইংরেজদের হাতে ধরা পড়লে বিচারে 1934 খ্রিস্টাব্দে তাঁর ফাঁসি হয়।

No comments:

Post a Comment