Class -6 Bangla Questions And Answers || ষষ্ঠ শ্রেণীর বাংলা মেনি কবিতার প্রশ্ন উত্তর - Psycho Principal

Fresh Topics

Thursday, 2 January 2025

Class -6 Bangla Questions And Answers || ষষ্ঠ শ্রেণীর বাংলা মেনি কবিতার প্রশ্ন উত্তর

  


ষষ্ঠ শ্রেণী বাংলা
প্রশ্ন উত্তর




👉(ষষ্ঠ শ্রেণীর বাংলা , অধ্যয় ঘাসফড়িং প্রশ্ন উত্তর)



◼️কবি প রি চি তি;

১৯৮৩ খ্রিস্টাব্দের ৩ মার্চ বর্ধমান জেলার অজয় নদীর তীরে কোগ্রামে কবি কুমুদরঞ্জন মল্লিক জন্মগ্রহণ করেন। ১৯০৫ খ্রিস্টাব্দে তিনি ‘বঙ্কিমচন্দ্র স্বর্ণপদক' লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ‘জগত্তারিণী স্বর্ণপদক' দিয়ে সম্মানিত করে। কুমুদরঞ্জনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল— শতদল, বনতুলসী, উজানি, একতারা, বীথি, অজয়, স্বর্ণসংখ্যা ইত্যাদি । ১৯৭০ সালের ১৪ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।


◼️নাম করণ;

কাব্যের শিরোনাম তার ভেতরে ঢোকার চাবিকাঠি। আলোচ্য কবিতাটির নামকরণ হয়েছে একটি বিড়ালের নামে। এই কবিতায় বেড়ালটি নিয়মিত চুরি করে দুধ, দই, মাছ খায়। ছোটোদের বিছানার নরম গদিতে আরাম করে ঘুমোয় | সবার ক্ষতি ছাড়া কোনো উপকার সে করে না, উৎপাতই তার একমাত্র লক্ষ্য। তবুও সে কবির ভারি প্রিয়। কখনও যদি সে হারিয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না, তখন কবি বুঝতে পারেন যে, আসলে তিনি তাকে ভীষণ ভালোবাসেন। মনে মনে তিনি তাকেই খুঁজে বেড়াতে চান | 

‘মেনি' নামটির মধ্যেই একটি আদরের ভাব রয়েছে। আমাদের পোষা বেড়ালকে আদর করে আমরা এ-জাতীয় নামে ডেকে থাকি। আলোচ্য কবিতায় যে বেড়ালটির কথা বলা হয়েছে তার সমস্ত ধরনের ছোটোখাটো অত্যাচার, কাজকর্ম সহ্য করে কবি তাকে ভালোবেসেছেন। বিরক্তি বা রাগ নয় বরং ছোটো বেড়ালছানার প্রতি তাঁর ভালোবাসার ভাবটিই এই রচনায় মুখ্য হয়ে উঠেছে। গোটা কবিতাটি গড়ে উঠেছে এই ছোট্ট মেনি বেড়ালটিকেই কেন্দ্র করে। ওপরের আলোচনা থেকে স্পষ্ট হয়ে ওঠে যে কবিতাটির নাম 'মেনি' হওয়া সার্থক।


◼️সারমর্ম;

কুমুদরঞ্জন মল্লিকের ‘মেনি’ কবিতাটিতে পোষা বিড়ালটির প্রতি কবির ভালোবাসা প্রকাশ পেয়েছে। হাজার উৎপাত সত্ত্বেও মেনির দুষ্টুমি কবির মনকে ভালোবাসায় ভরিয়ে তোলে। তার জ্বালায় হাঁড়িতে মাছ, অথবা দুধ, দই বাঁচিয়ে রাখার উপায় নেই। সবার বাড়িতেই তার অবাধ যাতায়াত। বাড়ির সকলের ক্ষতি ছাড়া কোনো উপকার সে করে না। এমনকি, বাড়ির ছেলেমেয়েদের জন্য পাতা বিছানাতেও সে আরাম করে শুয়ে পড়ে। তার দোষ অনেক। তবু, কী এক অজানা কারণে সে সকলের প্রিয়পাত্র হয়ে ওঠে। হারিয়ে গেলে তার জন্যই ছোটোরা কেঁদে আকুল হয়। তার অনুপস্থিতি কবিকেও উতলা করে তোলে।


◼️ নীচের প্রশ্নগুলির উত্তর দাও:


১. ‘মেনি' কী খেয়ে নেয় ?

উত্তর: মেনি ছাড়ি থেকে মাছ, দুধ আর দই খেয়ে নেয় ।


২. মন কী বুঝে উঠতে পারে না?

উত্তর: মেনি প্রচুর ক্ষতি করা সত্ত্বেও মেনির প্রতি মনের যে কেন এত আকর্ষণ, তা কবির মন বুঝে উঠতে পারে না ।


৩. 'মেনি' কবিতাটি কার লেখা?

উত্তর: ‘মেনি' কবিতাটি কুমুদরঞ্জন মল্লিকের লেখা । 


৪. মেনি কোথায় কোথায় যায় ?

উত্তর: মেনি সবার বাড়িতে এবং সব জায়গায় যায়।


৫. মেনি কোথায় ঘুমোয় ?

উত্তর: মেনি ছোটো ছেলেমেয়েদের বিছানায় ঘুমোয় |


◼️নীচের সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও:


১. ‘লাভ নাই কিছু রেখে' কেন বলা হয়েছে?

উত্তর: কবির পোষা বেড়াল ‘মেনি’ সবই চুরি করে খেয়ে নেয় । তার জ্বালায় ঘরে কোনো খাবারই রাখার উপায় নেই । সে হাঁড়ি থেকে তুলে মাছ খেয়ে নেয়। এমনকি, দুধ বা দই খেতেও সে এতই ভালোবাসে যে, ঘরের যে-কোনো জায়গা থেকেই সে দুধ বা দই খেয়ে নেয়। তাই মেনির হাত থেকে খাবার বাঁচিয়ে রাখা মুশকিল। সেজন্যই বলা হয়েছে, 'লাভ নাই কিছু রেখে' |


২. “তবু কী আকর্ষণ”—এখানে কোন্ আকর্ষণের কথা বলা হয়েছে?

উত্তর: কবির পোষা বেড়াল মেনি প্রচুর উৎপাত করে। সে চুরি করে দই, দুধ, মাছ খেয়ে নেয়, সবার বাড়িতে হানা দেয় সবই দোষ, গুণ হয়তো কিছুই নেই। তবু তার প্রতি টান অনুভব করে সকলে । তার প্রতি এই আকর্ষণের কারণ মন আর ছোটো ছেলেমেয়েদের বিছানায় শুয়ে ঘুমোয়। তার বোঝে না।

No comments:

Post a Comment