❐ নিচের শূন্যস্থানগুলি পূরণ করো:
1. হে স্নেহার্ত ---- তব গৃহক্রোড়ে করে আর রাখিয়ো না ধরে।
উত্তরঃ বঙ্গভূমি, চির শিশু।
2. পুণ্যে পাপে ----- পতনে উত্থানে, ----- হইতে দাও তোমার সন্তানে।
উত্তরঃ দুঃখে, মানুষ।
3. প্রাণ দিয়ে, ----- আপনার হাতে ----- করিতে দাও ভালমন্দ সাথে।
উত্তরঃ দুঃখ সয়ে সংগ্রাম।
❐ সঠিক উত্তরটির পাশে (✔) টিক চিহ্ন দাও:
1. খুঁজিয়া লইতে (দাও/পাও) নাও করিয়া সন্ধান।
উত্তরঃ দাও।
2. শির্ণ (শ্রান্ত/ক্লান্ত/শান্ত) সাধু তব পুত্রদের ধরে।
উত্তরঃ শান্ত।
❐ সংক্ষিপ্ত প্রশ্নাবলি;
1. 'মানুষ হইতে দাও তোমার সন্তানেরে'- কবির এই মন্তব্যের কারণ কী?
উত্তরঃ কবি বঙ্গভূমির উদ্দেশ্যে বলেছেন যে, কিছু কিছু মা যেমন তার সন্তানকে তার সন্তানকে বাইরের মুখ দেখতে দেয় না, এই বঙ্গভূমি যেন সেই রূপ সাতকোটি সন্তানকে তার স্নেহের কোলে আঁকড়ে রেখেছে। তাই কবি বঙ্গভূমির উদ্দেশ্যে বলেছেন সে যেন তার সন্তানকে আঁকড়ে না রেখে এই জগ্র বাংলায় ছেড়ে দেয়। সুখ-দুঃখ, উত্থান-পতনের মধ্য দিয়ে সেই সন্তান এই ধরণিতে তার জায়াগা করে নেবে।
2. কেন 'ভাল ছেলে করে' না রাখবার জন্য বলেছেন কবি?
উত্তরঃ কবি বঙ্গমাতাকে উদ্দেশ্য করে কবিতাটি লিখেছেন। তিনি তাই বলেছেন যে, এই বিশ্বে বাংলার জননিরা যেন তাদের ছেলেদের আর নিজেদের কোলের মধ্যে লুকিয়ে না রাখেন। তাদের আর ভাল ছেলে করে না রাখে। তারা যেন জীবনের কঠিন সংগ্রামের সঙ্গে মোকাবিলা করতে পারে। তাই তাদেরকে গৃহছাড়া করে দিতে কবি বলেছেন। আরও বলেছেন যে, সাতকোটি সন্তানকে মানুষের মত মানুষ করতে।
3. 'রেখেছ বাঙালি করে, মানুষ করনি' কবির এই মন্তব্যের কারণ কী?
উত্তরঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে শুধুই আক্ষেপ যে বাঙালিরা সারা জীবন ধরেই নাবালক অবস্থায় থাকে। কারণ তাদের মায়েরা সন্তানকে সব সময় বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখে। ফলে তারা জীবনের কঠিন সংগ্রামের সঙ্গে মোকাবিলা করতে পারে না। তাই কবি সাতকোটি সন্তানের জননিদের উদ্দেশ্য করে বলেছেন যে, তারা সন্তানদের শুধুই বাঙালি করেরেখেছে, তাদের মানুষ করার দরকার মনে করেনি।
4. কবি কাদের গৃহ ছাড়া করতে বলেছেন তারা কোথায় গৃহস্থান খুঁজে নেবে?
উত্তরঃ কবি এই বঙ্গমাতাকে বলেছেন সে যেন তার সন্তানদের আর গৃহক্রোড়ে আঁকড়ে না রেখে বাইরের জগতে ছেড়ে দেয়। তারা নানা সুখ-দুঃখ, উত্থান-পতনের মধ্য দিয়ে সংগ্রাম করে এই বিশ্ব জগতে তার স্থান খুঁজে নেবে।
5. 'মানুষ করনি' – একথা কবি কাদের উদ্দেশ্যে বলেছেনমানুষ হতেগেলে তাদের কি করা উচিৎ বলে কবি মনে করেন?
উত্তরঃ একথা কবি বঙ্গ সন্তানদের উদ্দেশ্যে করেছেন। কবি বলতে চাইছেন যে এই বঙ্গ সন্তানদের আর গৃহক্রোড়ে না থেকে তারা যেন বাইরের জগতের সাথে মেশে। কবি মনে করেন এই বঙ্গ সন্তানদের মানুষ হতে গেলে, নান বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অপরিসিম সংগ্রাম করে এই ধরনিতে তার স্থান খুঁজে নিতে হবে।
No comments:
Post a Comment