❐ নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
1. শামশের খাঁ কে ছিল?
উত্তরঃ খোরসান রাজ্যের একজন নাম করা দস্যু ছিল।
2. হঠাৎ জনতার মধ্যে ভীষণ কলরব উঠল।' কলরবটি কী ছিল?
উত্তরঃ সুলতানের মৃত্যু হয়েছে', 'সুলতানের মৃত্যু হয়েছে'।
3. 'দুই হাজার রৌপ্যমুদ্রা'কে কাকে দিয়েছিল?
উত্তরঃ দস্যু শামশের খাঁ কন্যাদায়গ্রস্ত এক বৃদ্ধকে দিয়েছিল।
4. শামশের খাঁর নাম শুনে কার গা কাঁটা দিয়ে উঠেছিল?
উত্তরঃ কন্যাদায়গ্রস্ত বৃদ্ধ ব্যক্তির।
❐ সংক্ষিপ্ত প্রশ্নাবলি:
1. দস্যু শামশের খাঁর 'বিশেষত্ব' কি ছিল?
উত্তরঃ দস্যু শামশের খাঁর বিশেষত্ব ছিল, তাঁর মনটা ছিল উদার, পরোপকারী প্রকৃতির। শামশের খাঁ ধন লুণ্ঠন করে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। এমন কি ডাকাতি করতে গিয়েও যথাসম্ভব মানুষের জীবন বাঁচিয়ে চলত।
2. শামশের খাঁকে কেন প্রাণদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল?
উত্তরঃ শামশের খাঁ ছিলেন খোরাসান রাজ্যের একজন দস্যু। তিনি ধনিদের ধন লুণ্ঠন করতেন। আর তা দিয়ে গরিবদের পালন করত। তার এই ডাকাতি করার জন্য প্রাণদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল।
3. শামশের খাঁ প্রাণদণ্ডের আদেশ দিলে কারা কেঁদেছিল এবং কেন কেঁদেছিল?
উত্তরঃ শামশের খাঁর প্রাণদণ্ডের আদেশ দিলে দেশের গরিব-দুঃখীরা কেঁদেছিল। তারা কেঁদেছিল কারণ তাদের দরদি বন্ধু শামশের খাঁ বিপদে-আপদে আর তাদের সাহায্য করতে আসবে না।
4. বধ্যভূমি থেকে শামশের খাঁ কীভাবে পালিয়ে গেল?
উত্তরঃ শামশের খাঁর ফাঁসির জন্য সব কিছু প্রস্তুত। হঠাৎ জনতার মধ্য থেকে কে একজন ভীষণ চিৎকার করে বলে উঠল, 'সুলতানের মৃত্যু হয়েছে'। এই কথা শুনে - সকলেই দৌড়োল প্রাসাদের দিকে। তখন অপরাধীর কথা সকলে ভুলে গেল। ঠিকসেই সময়ে শামশের খাঁ বধ্যভূমি থেকে পালিয়েগেল।
5. শামশের খাঁর মহানুভবতার একটি উদাহরণ দাও।
উত্তরঃ শামশের খাঁর মহানুভবতার একটি উদাহরণ হল যে, খোরাসান রাজ্যের এক গরিব বৃদ্ধ তার মেয়ের - বিয়ের জন্য ১০০০ টাকার দরকার ছিল। তিনি তার আত্মীয়, ভাই সবার কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন কিন্তু কোন্ ফল হয় নি। শেষে তিনি হতাশ হয়ে আল্লার শরনাপন্ন হলেন। রাতে নামাজের পর মসজিদ থেকেবের হতেই একজন বিশিষ্ট লোকের সঙ্গে বৃদ্ধের সাক্ষাৎ হল। তিনি গরিব বৃদ্ধকে ২০০০ টাকা দিয়েছিলেন এবংসঙ্গেঙ্গ ডাকাতের ভয়ে দু'জন জওয়ানকে পাঠিয়েছিলেন। শামশের খাঁ বৃদ্ধের মেয়ের বিয়েতে এসেছিলেন এবং মেয়ের জন্য একটি সুন্দর অলংকার নিয়ে এসেছিলেন।
6. সুলতান শামশের খাঁকে কীসের চাকরি দিলেন?
উত্তরঃ সুলতান শামশের খাঁকে রাজদরবারেসেনানিয় পদে চাকরি দিলেন।
❐ রচনাধর্মী প্রশ্নাবলি:
1. গরিব বৃদ্ধ কীভাবে দস্যু শামসের খাঁর দানের প্রতিদান দিয়েছিলেন-তা এই কাহিনির অনুসরণে লেখ।
উত্তরঃ গরিব বৃদ্ধকে শামশের খাঁ প্রয়োজনে অতিরিক্ত অর্থ সাহায্য করে কন্যা দায় থেকে উদ্ধার করেছিল। তারই প্রতিদান স্বরূপ বৃদ্ধ যখন দেখল শামশের খাঁ-কে ফাঁসি দেওয়ার পরিকল্পনা তৈরি তখন সে হঠাৎ চিৎকার করে উঠল 'সুলতানের মৃত্যু হয়েছে' বলে। যেই শুনে বধ্যভূমিতে শোরগোল পেেড়া গেল। বিচারক, প্রহরী, রাজকর্মচারী সকলে কাজ ফেলে রাজবাড়ির দিকে দৌড়োলে তাদের প্রিয় রাজাকে দেখতে। কিন্তু যখন দেখল সুলতান বহাল তবিয়তে সিংহাসনে বসে আছেন, তকন ভুল ভাঙল, তৎক্ষণাৎ বধ্যভূমিতে ফিরে গিয়ে দেখল শামশের খাঁ পালিয়ে গেছে। এইভাবে সামশের খাঁকে মৃত্যুর হাত থেকে মুক্তি দিয়ে গরিব বৃদ্ধ প্রতিদান দিয়েছিল।
No comments:
Post a Comment