👉(মড়ি ঘাটের মেলা প্রশ্ন উত্তর )
❐ নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
1. কোন্ তারিখে কেল্লা দখল করা যায়নি?
উত্তরঃ ৪ঠা এপ্রিল তারিখে।
2. 'এক পরাজিত নগরী' - পরাজিত নগরী কোন্ নগরীকে বলা হয়েছে?
উত্তরঃ ঝাঁসি নগরীকে।
3. রানি তরোয়াল দিয়ে কাকে কোথায় মেরে ছিলেন?
উত্তরঃ সেনাপতি ডাওকায়ের কোমরে।
4. রানির বাবার নাম কী?
উত্তরঃ মোরোপন্ত তাম্বে।
5. কমোরোপন্তের ফাঁসি কখন হয়?
উত্তরঃ ১৯ শে এপ্রিল তারিখে।
6. 'আমি রানি লক্ষ্মীবাই'- বলে কে প্রতারণা করেছিল?
উত্তরঃ ঝলকারি কোরিন নামে একটি মেয়ে।
❐ সংক্ষিপ্ত প্রশ্নাবলি:
1. কিন্তু কেল্লা নিঃশব্দ কেল্লা নিঃশব্দ হওয়ার কারণ কী
উত্তরঃ যুদ্ধের পর কেল্লার আর কেউই বেঁচে ছিল না। তাই কেল্লা নিঃশব্দ হয়ে গিয়েছিল।
2. সে রানি কীভাবে পলায়ন করেছেন তাঁর সাথে কে ছিল?
উত্তরঃ রানি কেল্লার ভান্ডীর দরজা দিয়ে অরছার ফৌজদের বোকা বানিয়ে তাদের সামনে দিয়েই পলায়ন করেছেন। তাঁর সাথে ছিল তাঁর বিশ্বস্ত আফগানি সৈন্য ও নিজের ছেলে।
3. ঝাঁসিতে কত লোক মারা গিয়েছিল?
উত্তরঃ ঝাঁসিতে পাঁচ হাজার লোক মারা গিয়েছিল।
4. 'আমি লক্ষ্মীবাই'- একথা কে বলেছিল? তাকে কীভাবে মারা হয়?
উত্তরঃ একথা ঝলকারি কোরিন নামে একটি মেয়ে বলেছিল।
তাঁর মিথ্যা কথা ফাঁস হয়ে যাওয়াতেও তেজ কমে নি। সে বলেছিল আমার স্বামী, দেওর, ভাশুর সবাই মরেছে রানির ফৌজে নাম লেখার জন্য। তাই আমিও ফিরব না। আমাকেও মারো। তাই তাকে গুলি করে হত্যা করা হয়েছিল।
5. কমোরোপন্তের ফাঁসি কবে হয়?
উত্তরঃ ১৯ এপ্রিল মোরোপন্তের ফাঁসি হয়।
No comments:
Post a Comment