পুরানো ধাঁধা প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা পুরানো ধাঁধা প্রশ্ন উত্তর | Class 6th Bangla Purono Dhadha Question and Answer Madrasa (NCERT) - Psycho Principal

Fresh Topics

Sunday, 26 January 2025

পুরানো ধাঁধা প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা পুরানো ধাঁধা প্রশ্ন উত্তর | Class 6th Bangla Purono Dhadha Question and Answer Madrasa (NCERT)


পুরানো ধাঁধা 
প্রশ্ন উত্তর 




👉(প্রিয় স্বাধীনতা প্রশ্ন উত্তর)


 ❐ বন্ধনির মধ্যে ঠিক উত্তরটি টিক (✔) চিহ্ন দাওঃ 


1.গবির মেয়ে পায়না -

(ক) খাবার।

(খ) আদর।

উত্তরঃ   আদর।


2. কুঁড়েঘরই তারা কেন মাছির মত -

(ক) উড়ছে।

(খ) মরছে।

উত্তরঃ  মরছে।


3. বলতে পার ধনির মুখে যারাজোগায় -

(ক) খাদ্য।

(খ) বস্ত্র।

উত্তরঃ খাদ্য।


4. ধনি মেয়ের দামী পুতুল হরেক রকম -

(ক) খেলনা।

(খ) বাদ্য।

উত্তরঃ খেলনা।


❐ কবিতা থেকে ঠিক শব্দটি বসিয়ে শূন্যস্থান পূরণ করো:


1.বড়ো মানুষ ভোজের পাতে ফেলে -------।

উত্তরঃ লুচি - মিষ্টি।


2. গরিব মেয়ে পায় না ----- সবার কাছে ফেলনা।

উত্তরঃ আদর।


3. ----- প্রশ্ন এসব, মাথার মধ্যে কামড়ায়।

উত্তরঃ হিং-টিং-ছট।


4. বড়োলকের ----- তৈরি গরিব লোকের চামড়ায়। 

উত্তরঃ ঢাক।


❐ অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

␧ দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও:


1.কারা মোটর গাড়ি চড়ে?

উত্তরঃ ধনিরা।


2. কারা মোটর গাড়ির তলায় চাপা পড়ে?

উত্তরঃ গরিবরা।


3. বড়োমানুষ ভোজের পাতে কী ফেলে?

উত্তরঃ লুচি-মিষ্টি।


4. ধনি মেয়ের কী থাকে?

উত্তরঃ দামি পুতুল আর নানারকম খেলনা।


5. খোলামকুচি কী?

উত্তরঃ হাঁড়ি-কলশি ভাঙার টুকরোকে খোলামকুচি বলে।


6. গরিবরা কেমন করে মরছে?

উত্তরঃ মাছির মত ভন ভন করে।


7. হিং টিং ছট কী?

উত্তরঃ নানান ধরনের প্রশ্ন।


❐ সংক্ষিপ্ত প্রশ্নাবলি:


1. গরিব কেন সেই মটরের তলায় চাপা পড়বে?

ব্যাখ্যা করো।

উত্তরঃ আলোচ্য কবিতার কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে, যারা ধনি ব্যক্তি তারা গরিবদের বিভিন্ন দিক থেকে পরিশ্রম করিয়ে নেয় আর সেই পরিশ্রমের ফল স্বরূপ ধনি ব্যক্তিরা নিজেদেরকে উন্নত করে মটরগাড়ি চড়ে বেড়ায়।


2. ধনির মেয়ে দামি পুতুল হরেক রকম খেলনা? প্রসঙ্গ নির্দেশ করো।

উত্তরঃ যে সমস্ত ধনি লোকেরা গরিবদের বেগার খাটিয়ে তাদেরকে হেনস্তা করে উঁচু পর্যায়ে উঠছে। আজ তারা সেই টাকা দিয়ে নিজেদের মেয়েকে দামি পুতুল কিনে দিচ্ছে।


3. 'মাথার মধ্যে কামড়ায়'- কী কেন কামড়ায় তা লেখো।

উত্তরঃ ধনিরা মোটর গাড়ি চড়ে, গরিবরা সেই মোটর গাড়িতে চাপা পড়ে কেন বড়ো লোকের পাতে লুচি, মিষ্টি আর গরিবরা কেন খোলামকুচি খাবে ধনির বাড়ি যারা তৈরি করে তারা কেন কুঁড়ে ঘরে থেকে মাছির মত মরবেধনির মেয়েদের দামি পুতুল থাকে গরিবের মেয়েরা কেন আদর পায়নাধনির পায়ের তলায় গরিবরাকেন বাধ্য হচ্ছে এইসব প্রশ্ন মাথার মধ্যে কামড়ায়।


4. 'গবির লোকের চামড়ায়' পরিস্ফুট করো। অন্তর্নিহিত অর্থ

উত্তরঃ আলোচ্য কবিতায় কবি বলেছেন বড়োলকের ঢাক তৈরি হয় গরিব লোকের চামড়া দিয়ে। অর্থাৎ এর দ্বারা বোঝাতে চেয়েছেন যে বড়োলকেরা যে আনন্দ উৎসব করে তা গরিব লোকেদের পরিশ্রমের ফল।


5. 'একি অনাসৃষ্টি' কেন? লেখক অনাসৃষ্টি বলেছেন

উত্তরঃ বড়োলকের পাতে যাকে লুচি মিষ্টি আর গরিবরা পায় খোলামকুচি এই ঘটনাকেই কবি অনাসৃষ্টি বলেছেন।


6. কারা, কোথায় কী ভাবে মারা যাচ্ছে?

উত্তরঃ আলোচ্য কবিতায় কবি কারা বলতে গরিব মানুষদের বুঝিয়েছেন। এই গরিবরাই ধনি লোকেদের বাড়ি তৈরি করে আর তারাই কুঁড়েঘরে থেকে মাছির মত মারা যাচ্ছে।


7. 'হিং-টিং-ছট' প্রশ্ন গুলি কী কী?

উত্তরঃ ধনিরা মোটর গাড়ি চড়ে, গরিবরা সেই মোটর গাড়িতে চাপা পড়ে কেনবড়ো লোকের পাতে লুচি, মিষ্টি আর গরিবরা কেন খোলামকুচি খাবেধনির বাড়ি যারা তৈরি করে তারা কেন কুঁড়ে ঘরে থেকে মাছির মত মরবেধনির মেয়েদের দামি পুতুল থাকে গরিবের মেয়েরা কেন আদর পায়নাধনির পায়ের তলায় গরিবরা কেন বাধ্য হচ্ছে এইসব প্রশ্ন মাথার মধ্যে কামড়ায়।


❐ রচনাধর্মী প্রশ্নাবলি:


1.পুরানো ধাঁধাঁ কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো।

উত্তরঃ ধনিরা মোটর গাড়ি চড়ে, গরিবরা সেই মোটর গাড়িতে চাপা পড়ে। বড়োলকের পাতে লুচি, মিষ্টি আর গরিবদের পাতে থাকে খোলামকুচি। ধনির বাড়ি যারা তৈরি করে তারা কুঁড়ে ঘরে থেকে মাছির মত মরছে। ধনির মেয়েদের দামি পুতুল কিন্তু গরিবদের মেয়েরা আদর পায়না। ধনির পায়ের তলায় গরিবরা থাকতে বাধ্য হচ্ছে। বড়োলকের ঢাক তৈরি হয় গরিব লোকের চামড়ায়।


2. পুরানো 'বাঁধ্যা' কবিতায় কবি ধনি লোকের বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছেন?

উত্তরঃ বড়ো মানুষ মোটর চড়বে, গরিবরা সেই মটরের তলায় চাপা পড়বে। বড়োমানুষের খাবার পাতে লুচি, মিষ্টি থাকে কিন্তু গরিবের পাতে থাকে খোলামকুচি। যারা ধনির বাড়ি তৈরি করে তারাই কুঁড়ে ঘরে থেকে মাছির তো মরছে। ধনির মেয়ের থাকে দামি দামি অনেক রকমের খেলনা, গরিবের মেয়ে সকলের কাছে ফেলনা।


3. 'গরিবের জীবনযাত্রা'- এই শিরোনামে ১০০টি শব্দে একটি অনুচ্ছেদ লেখো।

উত্তরঃ গরিবদের দৈনন্দিন জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর। তারা অত্যন্ত কষ্ট করে আয়-উপার্জন করে। রাতদিন অক্লান্ত পরিশ্রম করে নিজেদের মুখের অন্ন জোগাড় করে। গরিবরাই তৈরি করে ঘরবাড়ি অট্টালিকা তার বিনিময়ে কিঞ্চিত পরিমাণ মজুরি পেয়ে থাকে মাত্র। সে বাড়িতে থাকতে পারে না, থাকে কুঁড়েঘরে। তারা যানবাহন মোটর তৈরি করে, অথচ চড়তে পায় না, বরং তাতে চাপা পড়েই মরে। গরিবের ছেলেমেয়েরা আদর যত্ন শিক্ষা পায় না। ময়রার দোকানে বা হোটেলে কাজ করে খাবার তৈরি করে গরিব মজুররা অথচ সে খাবার মুখে তুলতে পায় না তারা, গরিবেরা নোংরা পরিবেশে, অক্লান্ত পরিশ্রম করে, আনাহারে বিনাচিকিৎসায় মারা যায়। এই হল গরিবের জীবন যাত্রা।


No comments:

Post a Comment