কটক থেকে বম্বে প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা কটক থেকে বম্বে প্রশ্ন উত্তর | Class 6th Bangla Question and Answer Madrasa (NCERT) - Psycho Principal

Fresh Topics

Monday, 27 January 2025

কটক থেকে বম্বে প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা কটক থেকে বম্বে প্রশ্ন উত্তর | Class 6th Bangla Question and Answer Madrasa (NCERT)

 

কটক থেকে বম্বে
প্রশ্ন উত্তর



👉(ঝাঁসির রানী প্রশ্ন উত্তর)


❐ নিচের প্রশ্নগুলির উত্তর দাও :


1. কটক শহরটি কোথায় অবস্থিত?

উত্তরঃ কটক শহরটি ওড়িশা প্রদেশে অবস্থিত।


2. হায়দ্রাবাদ-এর আগে কী নাম ছিল?

উত্তরঃ  গোলকোন্ডা।


3. পুরুষের সঙ্গে পুরুষের মত কঠিন পরিশ্রম করে কারা?

উত্তরঃ কানাড়ি মেয়েরা।


4. কাদের মনের বল অসাধারণ?

উত্তরঃ মারাঠা পুরুষদের


5. বাঙালি মেয়েদের মুখশ্রীতে কী আছে?

উত্তরঃ স্নি - তার মাত্রাধিক্য।


6. আকারে ছোটো কিন্তু প্রকারে সুন্দর কোন্ শহরটি?

উত্তরঃ বোম্বে।


❐ সংক্ষিপ্ত প্রশ্নাবলি;

1. গোলকুন্ডার বর্তমান নাম কী?

উত্তরঃ  নিজাম


2. কোন্ প্রদেশের মেয়েরা পায়ে জুত পরে না?

উত্তরঃ  গুজরাটের মেয়েরা।


3. বোম্বের মেয়েরা পায়ে কী পরে?

উত্তরঃ বর্মা চটির মত হালকা খোলা চটি।


4. কোন্ প্রদেশের মেয়েরা পুরুষের মত কাছা দিয়ে কাজ করে তাদের সম্পর্কে লেখক কী অভিমত ব্যক্ত করেছেন তা লেখো।

উত্তরঃ মহারাষ্ট্রে মেয়েরা।

মহারাষ্ট্রের মেয়েরা পুরুষদের মত কাছা দেয়। ফলে পায়ের পশ্চাদ্‌ ভাগ অনাবৃত ও কটু দেখায়। কিন্তু নারীকে যদি পুরুষের মত স্বচ্ছন্দে চলাফেরা ও ছুটোছুটি করতে হয়, তবে এছাড়া উপায়ান্তর নেই।


5. গুজরাট জাতটার প্রতি লেখকের পক্ষপাতের কারণ কী?

উত্তরঃ গুজরাট জাতটার প্রতি লেখকের একরকম পক্ষপাত ছিল। তিনি শুনেছিলেন ওদের সাহিত্য বাংলা সাহিত্যেরই ঠিক নিচে এবং রবিহীন বাংলা সাহিত্যের সমকক্ষ। গান্ধির মত ভাব শিল্পী যে জাতির মনে স্তন্যে পুষ্ট সে জাতির মনকে বাঙালি মনের অনুজ ভাবা স্বাভাবিক বলে তিনি মনে করেন। গুজরাটির পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়ে নানা দেশের ধনের সঙ্গে সঙ্গে নানা দেশের মনেরও আমদানি করছে এবং বিদেশি মনের সোনার কাঠি আমাদের মত ওদের সাহিত্যকেও সোনা করে দিচ্ছে। পার্থক্য এই ছিল যে, আমরা যা বইয়ের মারফতপাই ওরা তা সংসর্গের দ্বারা পায়।


6. 'কলকাতার নাই শিল্পের চেয়ে বম্বের কানাশিল্প ভাল', লেখকের এই জাতীয় মন্তব্যের কারণ ব্যাখ্যা করো।

উত্তরঃ বম্বে শহর কলকাতার চেয়ে আকারে ছোটো কিন্তু প্রকারে সুন্দর। প্রায় চারিদিকে সমুদ্র, অদূরে পাহাড় ভিতরেও মালাবার ছিল নামক অনুচ্চ পাহাড়, তার ওপরে বড়োবড়ো লোকের সাজানো শহরের রাস্তা গুলি প্ল্যান করে তৈরি। বম্বে বাসিদের রুচির প্রশংসা করতে হয়। কলকাতার মাড়োয়াড়িদের টাকা থাকলেও তাদের রুচির নিদর্শন পাওয়া যায় না। বড়ো বাজারের বাড়ি গুলি শুধু ইটের উপরইট সাজানো। কিন্তু বম্বের প্রত্যেকটি বাড়িরই যেন বিশেষত্ব আছে। প্রত্যেকটি বাড়িরই ডিজাইন আলাদা আলাদা। বম্বের বাস্তু শিল্পে ইংরেজি ছায়া লক্ষ্য করা যায়। তাসত্বেও কবি মনে করেন কলকাতার নাই শিল্পের থেকে বম্বের কানা-শিল্প ভাল।

No comments:

Post a Comment