স্বদেশি যুগের কথা প্রশ্ন উত্তর | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর | Class 6th Bangla Question and Answer Madrasa (NCERT) - Psycho Principal

Fresh Topics

Monday, 20 January 2025

স্বদেশি যুগের কথা প্রশ্ন উত্তর | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর | Class 6th Bangla Question and Answer Madrasa (NCERT)

 

স্বদেশি যুগের কথা 
প্রশ্ন উত্তর




👉(ছেলে ধরা প্রশ্ন উত্তর)


❐ বন্ধনীর মধ্যে ঠিক উত্তরে ঠিক (✔) চিহ্ন দাওঃ


1. 'স্বদেশি যুগের কথা' রচনাটি লিখেছেন -

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর ।

(খ) অবনিন্দ্রনাথ ঠাকুর ।

(গ) বন্দেআলি মিঞা।

(ঘ) সুকুমার রায় ।

উত্তরঃ অবনিন্দ্রনাথ ঠাকুর।


2. তখন স্বদেশির একটা ঢেউ বয়ে গিয়েছিল দেশের উপরদিয়ে।

(ক) সুন্দর ।

(খ) ভয়ানক ।

(গ) চমৎকার।

(ঘ) অদ্ভূত ।

উত্তরঃ চমৎকার।


3. গান তৈরি করলেন।

(ক) পশুপতি বাবু ।

(খ) দিনু বাবু ।

(গ) সুরেনবাবু ।

(ঘ) রবিকাকা ।

উত্তরঃ রবিকাকা।


4.বাড়ি যাচ্ছি। মাতৃভাণ্ডার সৃষ্টি হবে।

(ক) সুরেনবাবুর  ।

(খ) দিনুবাবুর ।

(গ) পশুপতি বাবুর ।

(ঘ) কেউই নয় ।

উত্তরঃ পশুপতিবাবুর।


5.নিজেদের ও বদলে ফেললুম।

(ক) পোষাক-আশাক ।

(খ) সাজসজ্জা ।

(গ) জামাকাপড় ।

(ঘ) খাবার ।

উত্তরঃ সাজসজ্জা।


❐ পাঠ্যাংশ থেকে ঠিক শব্দটি বসিয়ে শূন্যস্থান পূরণ করো:


1.  এমন একটা ঢেউ যাতে দেশ ------ হতে পারত,ভাঙত না কিছু।

উত্তরঃ উর্বরা।


2. অনেক----- ব্যাপার দেখতে ছুটেছিল।

 উত্তরঃ সাহেব সুবোও।


3.  -----সবাই গঙ্গায় স্নান করে সবার হাতে রাখি পরাবে।

উত্তরঃ  সকালবেলায়।


4. রাখি পরিয়ে আবার ----- হতভম্ব কাণ্ড দেখে। সহিসগুলি তো 

উত্তরঃ কোলাকুলি।


5. করবিকাকার খেয়াল নেই, সোজা এগিয়ে চললেন দিকে।

উত্তরঃ মসজিদের।



❐ নিচের বাক্যগুলি ভুল সংশোধন করে লেখো:


1. আমাদের দলের পান্ডা ছিলেন ভুলকাকা।

 উত্তরঃ আমাদের দলের পান্ডা ছিলেন রবিকাকা।


2. মস্ত সাইনবোর্ড টাঙানো হল দোকানের সামনে 'বিদেশি ভাণ্ডার'।

উত্তরঃ মস্ত সাইনবোর্ড টাঙানো হল দোকানের সামনে 'স্বদেশি ভাণ্ডার'।


3.রবিকাকা ঘর তৈরি করলেন।

উত্তরঃ রবিকাকা গান তৈরি করলেন।


4. রবিকাকার খেয়াল হল চিৎপুরের বড়ো বাড়িতে গিয়ে সবাইকে রাখি পরাবেন।

উত্তরঃ  রবিকাকার খেয়াল হল চিৎপুরের বড়ো মসজিদে গিয়ে সবাইকে রাখি পরাবেন।


❐ অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:


1. স্বদেশি দলের পাণ্ডা কে ছিলেন?

উত্তরঃ রবিকাকা।


2. সাইনবোর্ডে কী লেখা হয়েছিল?

উত্তরঃ  সাইনবোর্ডে লেখা হয়েছিল 'স্বদেশি ভাণ্ডার'।


3.তকী জন্য টাকা তোলা হচ্ছে?

উত্তরঃ  মাতৃভাণ্ডার সৃষ্টির জন্য।


4. একদিনে প্রায় কত টাকা উঠেছিল?

উত্তরঃ প্রায় পঞ্চাশ-ষাট হাজার টাকা।


5.গান তৈরি করছিলেন কে?

উত্তরঃ রবিকাকা।


6. আস্তাবল কাকে বলে?

উত্তরঃ ঘোড়ার থাকার জায়গাকে আস্তাবল বলে।


7. বীরু মল্লিকের আস্তাবল কোথায়?

উত্তরঃ পাথুরে ঘাটে।


8. রবীন্দ্রনাথ কাদের হাতে রাখি পরাবেন?

উত্তরঃ মৌলানা - মৌলবিদের হাতে।



❐ সংক্ষিপ্ত প্রশ্নাবলি:


1. 'স্বদেশি ভাণ্ডার' কারা তৈরি করলেন? সেখানে কী কী পাওয়া যেত?

উত্তরঃ  রবিকাকা ও এই দলের অন্যান্য সদস্যরা।

সেখানে মার পায়ের আলতা থেকে মেয়েদের পায়ের জুত সব কিছু পাওয়া যাবে।


2. 'ও সব কেন আবার' প্রসঙ্গ নির্দেশ করো।

উত্তরঃ স্বদেশি দলের অন্যতম নেতা রবিকাকা, একদিন সবাই মিলে জুতর দোকান খুলে বসলুম সেই সময় বাড়ির বুড়ো সরকার খুঁতখুত করতে লাগল বলে ওটাকে বাদ দিয়ে স্বদেশি জুতর দোকানখোলার প্রসঙ্গে একথা বলেছেন।


3.'রাখিবন্ধন উৎসব করতে হবে আমাদের',-রাখিবন্ধন উৎসব সম্পর্কে কী জান?

উত্তরঃ রাখিবন্ধন হিন্দু ধর্মে অন্যতম উৎসব। এর নিয়মানুযায়ী বোনেরা ভাইয়েদেরকে রাখি পরিয়ে দেবে। এই রাখির বন্ধনে আবদ্ধ হয়ে ভাই-বোনদের সম্পর্ক অটুট রাখবে।


4. 'রবিকাকা গান তৈরি করলেন'- গানটির অর্থ লেখো।

উত্তরঃ রবিকাকা বলতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে বুঝিয়েছেন। গানটির অর্থ হল বাংলার মাটি, বাংলার জল, বাংলার ফল প্রভৃতিকে কবি রবীন্দ্রনাথ আহ্বান জানিয়েছেন ভগবানের কাছে।


5. 'ওরা একটু হাসল মাত্র'? এর আগের ঘটনাটি কী ছিল?

উত্তরঃ সুরেন মসজিদের ভিতর ঢুকে মৌলবি-মাওলানা -দের হাতে রাখি পরিয়ে দিয়েছিল।


❐ রচনাধর্মী প্রশ্নাবলি: 


1. স্বদেশি যুগে' বাংলার ঘরে ঘরে কীভাবে সাড়া পড়ে, তার বর্ণনা দাও।

উত্তরঃ  স্বদেশি যুগে বাংলার ঘরে ঘরে একটা চমৎকার ঢেউ বয়ে গিয়েছিল, ছোটো বড়ো হিন্দু মুসলমান সবাই দেশের জন্য ভাবতে লাগল আমাদের অনেক কর্তব্য আছে। গঠন করা হল 'স্বদেশি ভাণ্ডার' ঠিক হল তাতে স্বদেশের জিনিস ছাড়া বিলেতি দ্রব্য বিক্রি করা হবে না। দোকান ছাড়াও দিকে দিকে পল্লীসমিতি গড়েতোলা হল। রাখিবন্ধন উৎসবও চালু করা হয়। এতে হিন্দু-মুসলমান জাত নির্বিশেষে সবাই স্বদেশিভাবে অনুপ্রাণিত হয়।


2. 'স্বদেশি যুগের কথা'- অবলম্বনে স্বদেশি আন্দোলনে মানুষে কেমন করে ঝাঁপিয়ে পড়েছিল তার বিবরণ দাও।

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশি আন্দোলনে বাংলা প্রতিটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। সকলে মিলে জুতর দোকান খুলে ছিল। স্বদেশি ভান্ডার নামক দোকান খুলে তাতে প্রতিটি দেশিয় তৈরী জিনিস রাখতে লাগল। চর্তুদিকে একটা আত্মীয়তার ভাব গড়ে উঠল। পশুপতি বাবু বড় টিনের ট্রাংকে সাদা কালিতে 'মাতৃ ভাণ্ডার ফান্ড' লিখে চাঁদা সংগ্রহ করলেন তাতে একদিনে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা অনুদান উঠল। রবিকাকার তৈরী গান গেয়ে দিনু চাঁদা তুলল চরকা কাটা আরাম্ভ হল। তাতে বাড়ির ছোটো বড় মা, কাকিমারা কেউ বাদ গেল না। সেই চরকাতে ধূতি, গামছা ইত্যাদি তৈরী হতে লাগল। এই ভাবে পাড়ায় পাড়ায় ছোটো বড়ো সকলেই স্বদেশি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।


3. 'স্বদেশি যুগের' কথা রচনাংশ অবলম্বনে রাখি বন্ধন উৎসবের বর্ণনা দাও।

উত্তরঃ  স্বদেশি আন্দোলনের মূল নেতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছেলে, বুড়ো এমনকী মেয়েরা পর্যন্ত এই আন্দোলনকে স্বতস্ফূর্ত ভাবে স্বাগত জানিয়েছিল। এই আন্দোলনের এতই উৎসাহ উদ্দীপনা ছিল যে, তাকে স্থায়িত্ব ও সার্বোজনিন করতে রবিকাকু রাখি বন্ধনের প্রবর্তন করেছিলেন। যে রাখি বন্ধন তৎকালীন হিন্দু-মুসলমানের মধ্যে এক সম্প্রীতির বার্তা বহন করেছিল। রবিকাকু ও তার দলবল গঙ্গায় স্নান করেযে যার হাতে রাখি পরাতে পরাতে বীরু মল্লিকের আস্তাবলে ঢুকে মুসলমানদের হাত রাখি পরিয়ে দেন, এমনকী চিৎপুরের বড় মসজিদের মৌলবি ও মাওলানাদের হাতে রাখি পরিয়ে দিয়েও অভুত সাড়া পান। এই ভাবে স্বদেশি আন্দোলনের সঙ্গে রাখি উৎসব ওতঃপ্রত ভাবে জড়িয়ে যায়।

No comments:

Post a Comment