আশীর্বাদ অধ্যায়ের প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো
◼️লেখক পরিচিতি;
ধনগোপাল মুখোপাধ্যায় একজন বাঙালি শিশুসাহিত্যিক, দেশপ্রেমিক এবং ইউরোপে ভারতীয় সংস্কৃতির প্রচারক। তাঁর Gay Neck গ্রন্থটির জন্য তিনি আমেরিকার বিখ্যাত পুরস্কার 'জন নিউবেরি' পদক লাভ করেন। তাঁর লেখা অন্যান্য শিশুগ্রন্থের মধ্যে রয়েছে Kari : The Elephant, Hari: The Jungle Lad, Ghond, The Chief of the Herd প্রভৃতি। ১৯১৬ খ্রিস্টাব্দে নিউইয়র্কে তাঁর মৃত্যু হয়।
◼️নাম করণ;
আলোচ্য রচনায় লেখক এক বাচ্চা পায়রার বড়ো হয়ে ওঠার কথা ধাপে ধাপে তুলে ধরেছেন। কথক তার নাম দিয়েছেন ‘চিত্রগ্রীব', যার অর্থ চিত্রিত গ্রীবা যার । পায়রাটির গলায় ও ঘাড়ে রং ছিল বলেই তার এমন নাম ।
আলোচ্য রচনাংশে চিত্রগ্রীব নামক পায়রাছানাটির জীবনের একটি অংশকে ছবি ও লেখায় তুলে ধরা হয়েছে। তার আচার-আচরণ, মানসিকতা, ভুলত্রুটি, সাফল্য-ব্যর্থতার কথা লেখক কয়েকটি টুকরো ঘটনার মাধ্যমে প্রকাশ করেছেন। সে-ই রচনাংশের কেন্দ্রবিন্দু, এই কারণেই রচনাংশের নাম ‘চিত্রগ্রীব' সার্থক ।
◼️সারমর্ম;
কাহিনির কথকের দুই বন্ধুর একজনের নাম ছিল ‘করী’, অন্যজন ‘চিত্রগ্রীব'। করী একটি হাতি, আর চিত্রগ্রীব পায়রা। চিত্রগ্রীবের বাবা ছিল এক গেরেবাজ আর মা তখনকার দিনের এক সেরা সুন্দরী পায়রা, পুরোনো বনেদি ‘হরকরা' বংশে নাকি যার জন্ম ।
জন্মের পর থেকেই চিত্রগ্রীবকে তার বাবা-মা পরম স্নেহ ও মমতা দিয়ে জড়িয়ে থাকতেন। ফলে খুব অল্প দিনেই পুষ্টি ও শক্তি নিয়ে চিত্রগ্রীব বেড়ে উঠতে থাকে। এরপর আপনা থেকেই জল পান করতে সমর্থ হয়। কিন্তু ততদিনেও চিত্রগ্রীব ওড়ার শিক্ষা পায়নি। তাই একদিন তার বাবা একপ্রকার জোর করেই তাকে উড়তে বাধ্য করেন | ওড়ার পর চিত্রগ্রীব উত্তেজনায় হাঁপাতে থাকলেও তার বাপ-মা
স্বস্তির নিশ্বাস ফেলেন।
◼️নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
১. ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন্ বইয়ের চিত্ররূপ তুমি পড়লে ?
উত্তর: ধনগোপাল মুখোপাধ্যায়ের লেখা Gay Neck, অনুবাদে যার নাম চিত্রগ্রীব— সেই গ্রন্থের চিত্ররূপ আমরা পড়লাম।
২. তাঁর লেখা অন্য আর-একটি বইয়ের নাম লেখো ।
উত্তর: ধনগোপাল মুখোপাধ্যায়ের লেখা অন্য আর-একটি বইয়ের নাম Kari: The Elephant ।
৩. জন্মের কত সপ্তাহ বাদে চিত্রগ্রীব জল পান করা শুরু করে ?
উত্তর: জন্মের পাঁচ সপ্তাহ বাদে চিত্রগ্রীব জল পান করা শুর করে।
৪. ‘চিত্রগ্রীব' কাহিনিতে কাকে 'কুঁড়ের সর্দার' বলা হয়েছে?
উত্তর: ‘চিত্রগ্রীব’ রচনায় চিত্রগ্রীবকে তার বাবা ‘কুঁড়ে সর্দার' বলেছে।
৫. কার বাবা ‘এক গেরোবাজ' ছিল ?
উত্তর: চিত্রগ্রীব নামের এক পায়রার বাবা ছিল গেরোবাজ ।
৬. চিত্রগ্রীবের মায়ের জন্ম কোন্ বংশে ?
উত্তর: চিত্রগ্রীবের মায়ের জন্ম ‘হরকরা' বংশে।
৭. কথকের বন্ধু হাতিটির কী নাম ছিল?
উত্তর: কথকের বন্ধু হাতিটির নাম ছিল 'করী'।
৮. কাকে 'গাম্ভীর্যের অবতার' বলা হয়েছে? -
উত্তর: চিত্রগ্রীবকে গাম্ভীর্যের অবতার' বলা হয়েছে।
৯. কে চিত্রগ্রীবকে ওড়া শেখায় ?
উত্তর: চিত্রগ্রীবের বাবা তাকে ওড়া শেখায়।
◼️নীচের সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও:
১. “আমরা এখনও বুঝি না কীরকম সেই বেতার খবর”—“বেতার খবর বলতে কীসের কথা বোঝানো হয়েছে? কে কীভাবে সেই খবর বুঝতে পারেন?
উত্তর: • ‘বেতার খবর' বলতে তারবিহীন খবর বোঝায় । ডিমের মধ্যেকার কুসুম কখন পাখির ছানায় পরিণত হয়েছে— এই তথ্যটি আমরা কেউই জানতে পারি না ।একেই লেখক বলেছেন 'বেতার খবর' ।
• চিত্রগ্রীবের মা সেই সংবাদ পান, তার কারণ তিনি স্বাভাবিক প্রবণতার ফলে বুঝতে পেরেছিলেন কখন ডিম ফুটে বাচ্চা বেরোনোর সময় উপস্থিত । ধারালো ঠোঁট দিয়ে ডিমের খোলার ঠিক জায়গামতো নির্দিষ্ট সময়ে তিনি ঠোকর দিয়েছিলেন এবং এর ফলে ছানা বেরিয়ে এসেছিল।
২. চিত্রগ্রীবের চারটি বৈশিষ্ট্য খুঁজে লেখো।
উত্তর: (ক) চিত্রগ্রীব অত্যন্ত দুরন্ত ও ছটফটে স্বভাবের পায়রা (খ) সে নিজের চেষ্টায় জল পান করা এবং শিকার ধরা শুরু করে।
গ) চঞ্চল স্বভাবের হলেও কাজের বেলায় তাকে আলস্য পেয়ে বসে।
(ঘ) চিত্রগ্রীবের চরিত্রের আরেকটি বিশেষত্ব হল তার গাম্ভীর্য। সে স্বভাবে গম্ভীর প্রকৃতির পায়রাছানা ।
No comments:
Post a Comment