Class 6th Poribesh Bigyan Chapter-1 Questions And Answers | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর - Psycho Principal

Fresh Topics

Friday, 3 January 2025

Class 6th Poribesh Bigyan Chapter-1 Questions And Answers | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

  

 বিপরিবেশজ্ঞান প্রথম অধ্যায় 
প্রশ্ন উত্তর







আমাদের চারপাশের ঘটনা সমুহ প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো


◼️একটি বাক্যে উত্তর দাও:

1. আমরা কি আমাদের সব কাজ নিজেরা করতে পারি?

উত্তর: না, কোনো কোনো কাজের জন্য আমাদের পরিবারের বা সমাজের অন্য লোকদের ওপর নির্ভর করতে হয়।


2. আমরা খাবারের জন্য প্রধানত কাদের ওপর নির্ভর করি ?

উত্তর: আমরা খাবারের জন্য প্রধানত উদ্ভিদের ওপর নির্ভর করি।


3. পাহাড়ি অঞ্চলে বা যেখানে বেশি ভূমিকম্প হয় এমন জায়গায় কী দিয়ে বাড়ি তৈরি হয় ?

উত্তর: পাহাড়ি অঞ্চলে বা যেখানে বেশি ভূমিকম্প হয় এমন জায়গায় কাঠ দিয়ে বাড়ি তৈরি হয় ।


4. আগেকার বাড়ির কড়ি-বরগা কী দিয়ে তৈরি হত ?

উত্তর: আগেকার বাড়ির কড়ি-বরগা শাল কাঠ দিয়ে তৈরি হত ।


5. তন্তু কী ?

উত্তর: সুতির জামা কাপড়ের মধ্যে সুতোর থেকেও যে সরু অংশগুলি দেখা যায়, সেগুলিকে তন্তু বলে।


6. তন্তু দিয়ে জামাকাপড় ছাড়া আর কী কী তৈরি হয় ?

উত্তর: তন্তু দিয়ে জামাকাপড় ছাড়াও নারকেল দড়ি, সুতলি দড়ি, চটের ব্যাগ প্রভৃতি তৈরি হয় ।


7. রজন কী? এটি কী কাজে লাগে ?

উত্তর: রজন হল পাইন, শাল প্রভৃতি গাছের বর্জ্য পদার্থ। এটি কাঠের আসবাবপত্র পালিশের কাজে লাগে ।


8. কাগজ আমরা কোথা থেকে পাই?

উত্তর: কাগজ আমরা বাঁশ গাছ থেকে পাই ।


9. পরাগমিলন গুরুত্বপূর্ণ কেন?

উত্তর: পরাগমিলনের ফলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় ।


10. ফুল কীভাবে পতঙ্গকে আকৃষ্ট করে? 

উত্তর: ফুলের উজ্জ্বল রং ও মিষ্টি গন্ধ পতঙ্গদের আকৃষ্ট করে।


11. একটি পরজীবী প্রাণীর উদাহরণ দাও।

 উত্তর: একটি পরজীবী প্রাণী হল উকুন ।


12. একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তর: একটি পরজীবী উদ্ভিদ হল স্বর্ণলতা ।


13. স্বর্ণলতার এরূপ নাম কেন হয়েছে?

"উত্তর: স্বর্ণলতার রং সোনার মতো হলদে হওয়ার জন্য একে এরূপ নামে ডাকা হয় ।


14. মধু কোথা থেকে পাওয়া যায় ? 

উত্তর: মধু পাওয়া যায় মৌচাক থেকে ।


15. মৌলি কাদের বলা হয় ? 

উত্তর: যাঁরা বনের মৌচাক থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসেন তাদের মৌলি বলা হয়।


16. মৌলিরা কী ভাবে মধু সংগ্রহ করেন ?

 উত্তর: মৌলিরা মৌচাকে ধোঁয়া দিয়ে মৌমাছিদের মৌচাক থেকে তাড়িয়ে মধু সংগ্রহ করেন।


17. দুধ থেকে কী কী খাদ্যদ্রব্য তৈরি হয়?

উত্তর: দুধ থেকে দই, মাখন, ঘি, ছানা প্রভৃতি খাদ্যদ্রব্য তৈরি হয়।


18. পাঁঠা বা মুরগির মেটে আসলে কী?

উত্তর: পাঁঠা বা মুরগির মেটে হল তাদের যকৃৎ বা লিভার। 


19. কড় মাছের যকৃতের তেলে কী কী ভিটামিন থাকে?

উত্তর: কড মাছের যকৃতের তেলে ভিটামিন A ও ভিটামিন D থাকে।


20. ভিটামিন A-এর কাজ কী ?

উত্তর: ভিটামিন A আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে।


21. পরিবহণে সাহায্যকারী দুটি প্রাণীর নাম লেখো।

উত্তর: পরিবহণে সাহায্যকারী দুটি প্রাণী হল— গোরু ও ঘোড়া।


22. একটি জীবাণুনাশক ব্যাকটেরিয়ার নাম লেখো । 

উত্তর: একটি জীবণুনাশক ব্যাকটেরিয়া হল স্ট্রেপটোমাইসেস।


◼️সংক্ষিপ্ত উত্তরধম প্রশ্নোত্তর মান 2/3) 

1.আমরা খাবারেরজন্য প্রাণীদের ওপর কীভাবে নির্ভর করি ?

উত্তর: আমরা গোরু এহিষের থেকে দুধ পাই। হাঁস, মুরগির থেকে ডিম পাই । পাঁঠা, মুরগির থেকে মাংস পাই । এইভাবে আমরা খাবারের জন্য প্রাণীদের ওপর নির্ভর করি।


2. প্রাণীরা খাদ্যের জন্য কীভাবে গাছের ওপর নির্ভরশীল ? 

উত্তর: গোরু, ছাগল, হরিণ প্রভৃতি তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার বাঘ, সিংহ প্রভৃতি মাংসাশী প্রাণীরা এই সকল তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে। এইভাবে অন্যান্য প্রাণীরা খাদ্যের জন্য গাছের ওপর সরাসরি বা পরোক্ষভাবে নির্ভর করে।


3. পাখিরা কীভাবে গাছের ওপর নির্ভর করে? 

উত্তর: পাখিরা খাবার হিসেবে গাছের ফল, গাছের গায়ে থাকা পোকা-মাকড় প্রভৃতি খায় । কাক, চড়ুই, বাবুই প্রভৃতি পাখি গাছের পাতা, শুকনো ডালপালা দিয়ে গাছের ডালে বাসা তৈরি করে। আবার কোনো কোনো পাখি, যেমন— প্যাচা, কাঠঠোকরা প্রভৃতি গাছের কোটরে আশ্রয় নেয় ।


4. খাবার ছাড়া আর কোন বিষয়ের জন্য আমরা গাছের ওপর নির্ভর করি? 

উত্তর: গাছের কাঠ থেকে ঘরবাড়ি, আসবাবপত্র প্রভৃতি বানানো হয় । গাছের বিভিন্ন অংশ থেকে ওষুধ তৈরি হয়। এ ছাড়াও গাছ থেকে প্রাপ্ত তন্তুর সাহায্যে জামাকাপড়, বস্তা, দড়ি প্রভৃতি তৈরি হয় ।


5. তন্তু আমরা কোথা থেকে পাই?

উত্তর: কিছু তন্তু আমরা পাই গাছ থেকে, কিছু তন্তু পাই প্রাণীদেহ থেকে। সুতির তন্তু আমরা কার্পাস গাছ থেকে পাই | আবার রেশম তন্তু আমরা পাই রেশম মথ থেকে। 


6. গাছ কীভাবে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে ?

উত্তর: গাছ সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরির সময় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে। এইভাবে গাছ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে।


7. পরাগমিলন বলতে কী বোঝ?

উত্তর: ফুল থেকে খাবার সংগ্রহ করার সময় প্রাণীর দেহের নানা অংশে ফুলের পরাগরেণু লেগে যায়। এবার ওই প্রাণীটি অন্য ফুলে গিয়ে বসলে, তার গায়ে লেগে থাকা পরাগরেণু সেই ফুলের ওপর পড়ে, একেই পরাগমিলন বলে।


৪. বাদুড় কীভাবে বীজ ছড়াতে সাহায্য করে?

উত্তর: বাদুড় ফল খায় কিন্তু বীজ হজম করতে পারে না। তাই বাদুড় যখন মলত্যাগ করে তখন বাদুড়ের মলের সাথে বীজগুলি বেরিয়ে এসে মাটিতে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে নতুন চারাগাছ জন্মায়।


5.ধানখেতে অ্যাজোলা চাষ করা হয় কেন ? 

উত্তর: অ্যাজোলা হল একপ্রকার পানা। এদের পাতায় একধরনের ব্যাকটেরিয়া বসবাস করে যারা পরিবেশের নাইট্রোজেনকে শোষণ করে। এই শোষিত নাইট্রোজেন জমিতে সারের কাজ করে। তাই ধানখেতে অ্যাজোলা চাষ করা হয়।


10. মিথোজীবিতা বলতে কী বোঝ ?

 উত্তর: প্রকৃতিতে যদি দুটি ভিন্ন প্রকৃতির জীব পরস্পরকে অবলম্বন করে বেঁচে থাকে, তবে তাদের মধ্যেকার সম্পর্ককে মিথোজীবিতা বলে।


11. পরজীবী কাদের বলে?

উত্তর: যে সকল জীব জীবনধারণের জন্য ভিন্ন প্রকৃতির অন্য কোনো জীবের ওপর নির্ভরশীল হয়, তাদের পরজীবী জীব বলে।


12. তৃণভোজী প্রাণী বলতে কী বোঝ ? 

উত্তর: যে সমস্ত প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের তৃণভোজী প্রাণী বলে। যেমন—গোরু, ছাগল, হরিণ।


13. মাংসাশী প্রাণী বলতে কী বোঝ ?

 উত্তর: যে সমস্ত প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের মাংসাশী প্রাণী বলে । যেমন বাঘ, সিংহ, শিয়াল । 


14. সাগরকুসুম ও ক্লাউন মাছের মিথোজীবী সম্পর্ক কীরূপ?

উত্তর: ক্লাউন মাছ থাকে সাগরকুসুমের সঙ্গে। সাগরকুসুমের শত্রু, যেমন—বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয় এই ক্লাউন মাছ । আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা শিকার হয় সাগরকুসুমের। এ ছাড়া সাগরকুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ।


15. গো-বক ও গোরুর মিথোজীবিতা আলোচনা করো। 

উত্তর: গো-বক গোরুর গায়ে বসা পোকাদের খেয়ে গোরুকে আরাম দেয় । অনেক সময় গোরু হাঁটার সময় ঘাসের মধ্যে থেকে নানা পোকামাকড় উড়ে যায়, যা গো-বকের খাদ্য। এই ভাবে গো-বক যেমন খাবার পায় তেমনই গোরুও পোকার থেকে মুক্তি পায় ।


16. সাগরকুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথোজীবিতা লেখো।

উত্তর: সাগরকুসুম খোলক সমেত সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে এবং তার বিষাক্ত কোণযুক্ত টেন্ট্যাকলের সাহায্যে তাকে রক্ষা করে। অন্যদিকে, সাগরকুসুম নিজে কোথাও যেতে পারে না তাই সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগরকুসুমও সেই খাবারের ভাগ পায়।


17. পিঁপড়ে ও জাব পোকার মধ্যে মিথোজীবিতা আলোচনা করো।

উত্তর: জাব পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে। এই বর্জের নাম হানিডিউ । পিঁপড়েদের খুবই উপাদেয় খাবার হল এই হানিডিউ । খাবার পাওয়ার জন্য পিঁপড়েরা জাব পোকাদের লালনপালন করে, শত্রুর হাত থেকে বাঁচায়। এমনকি জাব পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়েও যায় ।


18. পাউরুটির গায়ে যে ফুটোগুলি থাকে সেগুলি কেন তৈরি হয় ?

উত্তর: পাউরুটি তৈরি করতে লাগে ময়দা বা আটা, জল আর ঈস্ট । ময়দা বা আটায় থাকা শর্করাকে ঈস্ট ভেঙে ফেলে এবং তৈরি করে কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল | ময়দা বা আটার মিশ্রণটিকে ফুলে উঠতে। সাহায্য করে এই কার্বন ডাইঅক্সাইড। পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় তখন পাউরুটির গায়ে ফুটো তৈরি হয়ে যায়।


19. স্ট্রেপটোমাইসেস থেকে পাওয়া দুটি জীবাণুনাশক ওষুধের নাম লেখো ।

উত্তর: স্ট্রেপটোমাইসেস থেকে পাওয়া দুটি জীবাণুনাশক ওষুধ হলো স্ট্রেপটোমাইসিন এবং এরিথ্রোমাইসিন 



No comments:

Post a Comment