Class 6th Poribesh Bigyan Chapter -4 | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান চতুর্থ অধ্যায় শিলা ও খনিজ পদার্থ প্রশ্ন উত্তর | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর সহায়িকা - Psycho Principal

Fresh Topics

Friday, 3 January 2025

Class 6th Poribesh Bigyan Chapter -4 | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান চতুর্থ অধ্যায় শিলা ও খনিজ পদার্থ প্রশ্ন উত্তর | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর সহায়িকা

  

চতুর্থ অধ্যায়
প্রশ্ন উত্তর


পঞ্চম অধ্যায় মাপযোগ বা পরিমাপ প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো

👉 ( পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর )


◼️একটি বাক্যে উত্তর দাও:

1. ম্যাগমা কী?

উত্তর: পৃথিবীর গভীরের চাপ ও উন্নতা এতই বেশি যে সেখানে পাথর তরল অবস্থায় থাকে। এই তরল পাথরকে ম্যাগমা বলে।


2. পিউমিস পাহারে অনেক ছিদ্র দেখা যায় কেন ?

উত্তর: তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্য দিয়ে নির্গত হওয়ার সময় পিউমিস পাথরে চাপ দেয়, ফলে অনেক ছিদ্রের সৃষ্টি হয় ।


3. রূপান্তরিত শিলা কীভাবে গঠিত হয় ?

উত্তর: আগ্নেয়শিলা ও পাললিক শিলা মাটির গভীরে গরমে ও চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা তৈরি করে। যেমন গ্রানাইট পরিবর্তিত হয়ে নিস তৈরি হয়।


4. খনিজ বলতে কী বোঝ ?

উত্তর: প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যৌগগুলি বালি, মাটি ইত্যাদির সাথে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়। একেই খনিজ বলে।


5. আকরিক বলতে কী বোঝ ?

উত্তর: যেসব খনিজ থেকে সহজে ও সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাদের আকরিক বলে।


6. দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো।

উত্তর: কয়লা এবং পেট্রোলিয়াম হল দুটি জীবাশ্ম জ্বালানি ।


7. পেট্রোলিয়াম শোধন করার সময় আমরা কী কী পাই?

উত্তর: পেট্রোলিয়াম শোধন করার সময় আমরা কেরোসিন, পেট্রোল, ডিজেল, এল পি জি পাই ।


৪. এল পি জি-এর পুরো নাম লেখো। 

উত্তর: লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস।


9. জ্বালানি ছাড়াও পেট্রোলিয়ামজাত যৌগের দুটি ব্যবহার লেখো।

উত্তর: নানা ধরনের প্লাস্টিক, ঘর্ষণ কমানোর তেল প্রস্তুতিতে পেট্রোলিয়ামজাত যৌগ ব্যবহৃত হয় ।


10. দুটি রূপান্তরিত শিলার পরিবর্তনসহ উদাহরণ দাও । 

উত্তর: গ্রানাইট → নিস, শেল → স্লেট।


11. আগ্নেয়শিলা কয় প্রকার? কী কী?

উত্তর: আগ্নেয়শিলা তিন প্রকার ব্যাসাল্ট, গ্রানাইট ও পিউমিস ।


12. পাললিক শিলা কয় প্রকার? কী কী?

উত্তর: পাললিক শিলা তিন প্রকার—বেলেপাথর, শেল ও চুনাপাথর ।


13. মাটির গভীরে গেলে কী ঘটে?

উত্তর : মাটির গভীরে গেলে চাপ ও উষ্ণতা দুই-ই বাড়ে।


14. ফসিল ফুয়েলের দুটি ব্যবহার লেখো।

উত্তর: ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি প্রধানত [a] জ্বালানিরূপে ব্যবহৃত হয়, [b] তাপবিদ্যুৎ উৎপন্ন করতে ব্যবহৃত হয়।


15. এল পি জি-এর পুরো কথাটি কী?

উত্তর: এল পি জি-এর পুরো কথাটি হল লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস 


16. একটি বায়ো গ্যাসের উদাহরণ দাও ।

উত্তর: একটি বায়ো গ্যাসের উদাহরণ হল গোবর গ্যাস।


17. কোন্ ধরনের আগ্নেয় শিলায় অসংখ্য ছিদ্র দেখা যায় ?

উত্তর: পিউমিস নামক আগ্নেয় শিলায় অসংখ্য ছিদ্র দেখা যায়।


◼️সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর;


1. আগ্নেয়শিলা কীভাবে গঠিত হয়?

উত্তর: পৃথিবীর ভিতরে থাকা উত্তপ্ত গলিত ম্যাগমা কোনো পাহাড়ের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে লাভা আকারে বাইরে বেরিয়ে আসে। এই লাভা ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে তাপ বর্জন করে জমে শক্ত হয়। এই শক্ত, জমাট বাঁধা লাভাই হল আগ্নেয়শিলা 


2. পাললিক শিলা কীভাবে গঠিত হয় ?

উত্তর: হ্রদ, নদীর নীচে জমা হওয়া পলিস্তর ধীরে ধীরে মাটির নীচে চলে যেতে থাকে। মাটির নীচে প্রচন্ড গরম এবং চাপে লক্ষ লক্ষ বছরে ওই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়।


3. পরিবর্তিত শিলা কী? পৃথিবীর কোন্ অংশে এই শিলা দেখা যায়?

উত্তর: আগ্নেয়শিলা এবং পাললিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি করে। পৃথিবীর ওপরের পিঠের বেশিরভাগটাই আগ্নেয়শিলা ও পরিবর্তিত শিলা দিয়ে তৈরি।


4. জীবাশ্ম কী?

উত্তর: মৃত জীবের দেহাবশেষ অনেক ক্ষেত্রেই মাটিতে বা জলের নীচে পড়ে থাকে। বহু কোটি বছর ধরে এভাবেই জীবদেহ পড়ে থাকতে থাকতে পাথরে পরিণত হয়। আবার কখনো কখনো লুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের পায়ের ছাপ বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কিংবা অনেকসময় গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকে থাকা পোকার দেহ পাওয়া যায়। এ সবই হল জীবাশ্ম বা ফসিল) ।


5. সংকর ধাতু কী? একটি উদাহরণ দাও।

উত্তর: কোনো ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু বিশেষ মাত্রায় মেশানো থাকলে সেই মিশ্র ধাতুকে সংকর ধাতু বলা হয়।

পিতল হল একটি সংকর ধাতু। এটি তামার সঙ্গে দম্ভা মিশিয়ে তৈরি করা হয়।


6. পিতলের দুটি ব্যবহার লেখো।

উত্তর: [a] বাসনপত্র তৈরিতে, [b] মূর্কি তৈরিতে পিতল ব্যবহৃত হয়।


7. কীভাবে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস তৈরি হয়েছে?

উত্তর: অগভীর সমুদ্রে জলের নীচে জীবের মৃতদেহ এসে জমা হয়  এইসব মৃতদেহের ওপর ধীরে ধীরে পলি, বালি, কাদা প্রভৃতি জমা হতে থাকে। কোটি কোটি বছর ধরে মাটির চাপে ও গরমে পলি, বালিগুলি পরিবর্তিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়েছে । আর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে জীবের দেহাবশেষের নানান পরিবর্তন ঘটে তৈরি হয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস 


৪. স্টেইনলেস স্টিল কী?

উত্তর: লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য লোহার সাথে ক্রোমিয়াম মিশিয়ে লোহার রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা হ্রাস করা হয়। এইরূপ লোহা ও ক্রোমিয়ামের মিশ্রণকে স্টেইনলেস স্টিল বলে।


9. “কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলোই আকরিক নাও হতে পারে”—ব্যাখ্যা করো।   অনুরূপ প্রশ্ন:  “সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয়” —ব্যাখ্যা করো।

উত্তর: মাটির নীচ থেকে ধাতব যৌগগুলি বালি, মাটি যুক্ত অবস্থায় পাওয়া যায়| এইসব যৌগগুলিকে খনিজ বলে। কিন্তু সব খনিজ থেকে সহজে ধাতু পাওয়া যায় না । যেসব খনিজ থেকে সহজে ও সুলভে ধাতু পাওয়া যায় তাদের আকরিক বলে। তাই সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ কখনোই আকরিক নয়। 


10. পেট্রোলিয়াম শোধন করা হয় কেন ?

উত্তর: পেট্রোলিয়াম হল চটচটে তরল মিশ্রণ। এতে বহুরকমের যৌগ, জল, মাটি ইত্যাদি মিশে থাকে। সেই কারণে একে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না | জল, মাটি ও অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পর তবেই পেট্রোলিয়াম থেকে নানান জ্বালানি পাওয়া যায়। একেই বলে পেট্রোলিয়াম শোধন করা। পেট্রোলিয়াম শোধনের সময় তরল প্রোপেন ও বিউটেন গ্যাস পাওয়া যায় যা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ।


11.ফসিল ফুয়েল বলতে কী বোঝ ?

উত্তর: মাটির গভীরে কোটি কোটি বছর ধরে জীবের দেহাবশেষ চাপা পড়ে যে জ্বালানির সৃষ্টি হয় তাকে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি বলে। যেমন—কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি।


12. সি এন জি-এর প্রধান উপাদান কী? এর একটি ব্যবহার লেখো ।

উত্তর: সি এন জি-এর প্রধান উপাদান হল মিথেন । পেট্রোল বা ডিজেলের তুলনায় কম দূষণ সৃষ্টি করায় বর্তমানে অনেকক্ষেত্রে একে মোটরগাড়ির জ্বালানিরূপে ব্যবহার করা হচ্ছে।

No comments:

Post a Comment