👉(ক্রন্দনরতা জননীর পাশে প্রশ্ন উত্তর )
West Bengal বোর্ডের দ্বাদশ শ্রেণির একটি গুরুত্ব পূর্ণ অধ্যায় বা কবিতা হলো,শক্তি চট্টোপাধ্যায় রচিত "আমি দেখি"। নিচের পোস্টটিতে সেই অধ্যায় থেকে কিছু গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হল।
দ্বাদশ শ্রেণির যেকোনো বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর পেতে অনুসরণ করুন "psychoprincipal.com".
উত্তরঃ ‘ আমি দেখি ’ কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় গাছগুলাে তুলে এনে বাগানে বসাতে বলেছেন ।
২. “ আমার দরকার শুধু ... ” — “ আমার’শুধু কী দরকার ?
উত্তরঃ‘ আমি দেখি ’ কবিতায় ‘ আমার ’ অর্থাৎ কবির শুধুই গাছ দেখা দরকার ।
৩ , “ আমার দরকার শুধু গাছ দেখা ... ” — কবির গাছ দেখা দরকার কেন ?
উত্তরঃ আমি দেখি ’ কবিতায় কবির শরীরের জন্য গাছের সবুজ প্রয়ােজন বলে তাঁর গাছ দেখা দরকার ।
৪. ‘ আমি দেখি ’ কবি কী দেখতে চান ?
উত্তরঃ‘ আমি দেখি ’ কবিতায় কবি শুধু সবুজ গাছ দেখতে চান ।
৫. “ গাছের সবুজটুকু শরীরে দরকার ” —বলা হয়েছে কেন ?
উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায় তার ‘ আমি দেখি ’ কবিতায় বলেছেন যে , শারীরিক ও মানসিক আরােগ্যের জন্য গাছের সবুজটুকু শরীরে অত্যন্ত দরকার ।
৬. ‘ আমি দেখি’কবিতায় গাছের প্রতি কবির আকর্ষণের কারণ কী ?
উত্তরঃ আমি দেখি ’ কবিতায় মানসিক সতেজতা ও শারীরিক সুস্থতা অর্থাৎ আরােগ্যলাভের লক্ষ্যে কবি গাছের প্রতি আকর্ষণ বােধ করেছেন ।
৭. “ ... ওই সবুজের ভীষণ দরকার ” —এ কথার অর্থ কী ?
উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘ আমি দেখি ’ কবিতায় “ ... ওই সবুজের ভীষণ দরকার ” কথাটির অর্থ হল— কবির জীবনে গাছেদের উপস্থিতি খুব প্রয়ােজন ।
৮. , জঙ্গল নিয়ে কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি ’ কবিতায় কী আক্ষেপ জানিয়েছেন ?
উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায় ‘ আমি দেখি ’ কবিতায় বহুদিন জঙ্গলে যাওয়া বা জঙ্গলে দিন কাটানাে হয়নি — এই আক্ষেপ জানিয়েছেন ।
৯.“ বহুদিন জঙ্গলে কাটেনি দিন ” —এ কথার অর্থ কী ?
উত্তরঃ আমি দেখি ’ কবিতায় “ বহুদিন জঙ্গলে কাটেনি দিন ” -এ কথাটির মাধ্যমে কবি সবুজের সঙ্গে তার দীর্ঘকালীন বিচ্ছেদের কথা বুঝিয়েছেন ।
১০. “ বহুদিন জঙ্গলে যাইনি ” —জঙ্গলে না যাওয়ার ফলে কী হয়েছে ?
উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘ আমি দেখি ’ কবিতায় বহুদিন জঙ্গলে না যাওয়ার ফল হিসেবে কবি নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যালীলা দেখেছেন ।
১১. আমি দেখি ’ কবিতায় কোন জীবনের প্রতি কবির অনাস্থা প্রকাশ পেয়েছে ?
উত্তরঃ আমি দেখি ’ কবিতায় নগরজীবনের প্রতি কবির অনাস্থা প্রকাশ পেয়েছে ।
১২. আমি দেখি’কবিতায় কবির যে বিশেষ মানসিকতার প্রকাশ ঘটেছে তা এককথায় লেখাে ।
উত্তরঃ আমি দেখি ’ কবিতাটিতে নগরজীবনের প্রতি কবির বিতৃয়া এবং তার প্রকৃতির সান্নিধ্যলাভের আকাঙ্ক্ষাই প্রকাশিত হয়েছে ।
১৩. “ শহরের অসুখ হাঁ করে .. ” — শহরের অসুখ ’ কী খায় ?
উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘ আমি দেখি ’ কবিতায় বর্ণিত শহরের অসুখ হাঁ । করে শুধু সবুজ খায় অর্থাৎ বাইরে সবুজ প্রকৃতিকে গ্রাস করে ।
১৪. “ শহরের অসুখ হাঁ করে ... ” শহরের অসুখের কারণে কী ঘটে ?
উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘ আমি দেখি ’ কবিতায় শহরের অসুখের কারণে । সবুজের অনটন অর্থাৎ বৃক্ষনিধন ঘটে ।
১৫ , “ ... কেবল সবুজ খায় ” —এ কথার বলার কারণ কী ? ......... অথবা , “ ... কেবল সবুজ খায় ” —কথাটির মধ্য দিয়ে কবি কী বােঝতে চেয়েছেন ?
উত্তরঃ নগর সভ্যতার বিকাশে শহরজীবন থেকে গাছ অর্থাৎ সবুজ হারিয়ে যাচ্ছে । বলে কবি আলােচ্য কথাটি বলেছেন ।
১৬. “ সবুজের অনটন ঘটে কোথায় , কী কারণে সবুজের অনটন ঘটে ?
উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘ আমি দেখি ’ কবিতায় শহরের অসুখ ' - এর কারণে অর্থাৎ নগরায়ণের জন্যই শহরে সবুজের অনটন ঘটে ।
১৭. “ তাই বলি , ... ” — কবি কী বলেছেন ?
উত্তরঃ ‘ আমি দেখি ’ কবিতায় কবি গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন ।
১৮ , “ ... গাছ তুলে আনাে ” —কে , কাকে এ কথা বলেছেন ?
উত্তরঃ ‘ আমি দেখি ’ কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় পাঠক বা সাধারণ মানুষের উদ্দেশে এ কথা বলেছেন ।
১৯ , “ গাছগুলাে তুলে আনাে .. ” — গাছগুলাে তুলে আনার কথা বলা হয়েছে কেন ? অথবা , “ গাছগুলাে তুলে আনাে . ” — কেন এই আহ্বান ?
উত্তরঃ শক্তি চট্টোপাধ্যায় তাঁর ‘ আমি দেখি ’ কবিতায় গাছগুলাে তুলে আনতে বলেছেন কারণ , সবুজ গাছ দেখা আর তার স্পর্শ কবির শরীরের জন্য অত্যন্ত প্রয়ােজন ।
২০. ... বাগানে বসাও ” -কে বাগানে কী বা কাকে বসাতে বলেছেন ?
উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায় তার ‘ আমি দেখি ’ কবিতায় গাছগুলােকে বাগানে বসাতে বলেছেন ।
২১ . ... গাছ তুলে আনাে , / বাগানে বসাও ... ” — কেন বাগানে গাছ বসাতে বলা হয়েছে ?
উত্তরঃ শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি ’ কবিতায় গাছগুলােকে বাগানে বসাতে বলা হয়েছে , কারণ কবির চোখ সবুজ দেখতে চায় আর তার দেহ চায় সবুজ বাগানের সান্নিধ্য ।
২২. ‘ আমি দেখি'কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করে ?
উত্তরঃ ‘ আমি দেখি ’ কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য ।
২৩. “ চোখ তাে সবুজ চায় ! ” — চোখ সবুজ চায় কেন ?
উত্তরঃ চোখ সবুজ চায় কারণ , আরােগ্যের জন্য সবুজের অত্যন্ত দরকার ।
২৪. “ ... আমি দেখি ” বক্তা কেন দেখতে চাইছেন ?
উত্তরঃ ‘ আমি দেখি’কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় বাগানে গাছ দেখতে চাইছেন । কারণ তার চোখ এবং দেহ সবুজের আকাঙ্ক্ষা করছে ।
২৫. “ বহুদিন শহরেই আছি ” —শহরে বহুদিন থাকার ফলে কী দেখেছেন । কবি ?
উত্তরঃ ‘ আমি দেখি ’ কবিতার কবি বহুদিন শহরে বাস করে দেখেছেন যে , শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ আত্মসাৎ করে ।
২৬. “ বহুদিন শহরেই আছি ” কবি বহুদিন শহরে আছেন কেন ?
উত্তরঃ জীবন ও জীবিকার তাগিদে কবি বহুদিন যাবৎ শহরেই আছেন ।
২৭. শহরের অসুখ ’ বলতে কী বুঝিয়েছেন কবি ?
উত্তরঃ শহরের অসুখ ’ বলতে নগরায়ণ অর্থাৎ কংক্রিটের জঙ্গল নির্মাণের কথাই বুঝিয়েছেন কবি ।
২৮. “ সবুজের অনটন ঘটে ... ” — কীভাবে ?
উত্তরঃ কংক্রিটের জঙ্গল নির্মাণ তথা নগরায়ণের ফলেই শহরে নির্বিচারে বৃক্ষচ্ছেদন হয় বলে সেখানে সবুজের অনটন ঘটে ।
২৯. “ বহুদিন শহরেই আছি ” —শহরে থেকে বক্তা কী উপলব্ধি করেছেন ?
উত্তরঃ শহরে থেকে বক্তা শক্তি চট্টোপাধ্যায় উপলব্ধি করেছেন যে , শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় , তাই সবুজের অনটন ঘটে ।
No comments:
Post a Comment