West Bengal বোর্ডের দ্বাদশ শ্রেণির একটি গুরুত্ব পূর্ণ অধ্যায় বা কবিতা হলো, জীবনানন্দ দাশ রচিত "শিকার"। নিচের পোস্টটিতে সেই অধ্যায় থেকে কিছু গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হল।
দ্বাদশ শ্রেণির যেকোনো বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর পেতে অনুসরণ করুন "psychoprincipal.com".
১.‘ শিকার ’ কবিতায় ভােরবেলার আকাশ ও গাছপালা দেখে কবির অথবা , শিশিরভেজা সকালে বন ও আকাশের রূপ কেমন ? কেমন মনে হয়েছিল ?
উত্তরঃ ‘ শিকার ' কবিতায় কবির ভােরের আকাশকে ঘাসফড়িঙের দেহের মতাে কোমল নীল এবং গাছপালাকে টিয়ার পালকের মতাে সবুজ মনে হয়েছিল ।
২ .ঘাসফড়িঙের দেহের মতাে কোমল নীল ... ” — কে বা কী ‘ ঘাসফড়িঙের দেহের মতাে কোমল নীল ’ ?
অথবা
, কার সঙ্গে কবি এ তুলনা করেছেন ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার কবিতায় ভােরবেলার আকাশের রং ‘ ঘাসফড়িঙের দেহের মতাে কোমল নীল ।
৩. শিকার ’ কবিতায় প্রদত্ত দুটি গাছের নাম লেখাে ।
উত্তরঃ ‘ শিকার ’ কবিতায় উল্লিখিত গাছগুলির অন্যতম হল পেয়ারা ও নােনার গাছ ।
৪. “ চারিদিকে পেয়ারা ও নােনার গাছ ” —পেয়ারা ও নােনার গাছের রংকে কবি কার সঙ্গে তুলনা করেছেন ?
উত্তরঃ পেয়ারা ও নােনার গাছের রংকে কবি টিয়াপাখির পালকের সবুজ রঙের সঙ্গে তুলনা করেছেন ।
৫. ‘ শিকার ’ কবিতায় “ .টিয়ার পালকের মতাে সবুজ । ” কী ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় ভােরবেলায় চারদিকের পেয়ারা ও নােনার গাছকে টিয়ার পালকের মতাে সবুজ লেগেছে ।
৬.“ একটি তারা এখনও আকাশে রয়েছে ... ” কবি কোন্ তারার কথা বলেছেন ?
উত্তরঃ ভােরের আকাশে একটি তারা বলতে কবি শুকতারার কথা বলতে চেয়েছেন ।
৭. “ একটি তারা এখনও আকাশে রয়েছে ... ” — এখনও ’ বলতে কোন্ সময়কে বােঝানাে হয়েছে ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় ‘ এখনও ’ বলতে রাতশেষের ভােরকে বােঝানাে হয়েছে ।
৮. “ একটি তারা এখনও আকাশে রয়েছে । ” — আকাশের তারাকে কেন্দ্র করে কবির কোন্ ভাবনা এখানে প্রকাশিত হয়েছে ?
উত্তরঃ ভােরের আকাশে তারাটির উপস্থিতিকে কবি তুলনা করেছেন পাড়াগাঁর বাসরঘরের গােধূলিমদির মেয়েটির সঙ্গে কিংবা হাজার বছর আগের মিশরের মানুষীর বুকের থেকে কবির নীল মদের গেলাসে রাখা মুক্তার সঙ্গে ।
৯. “ একটি তারা এখনও আকাশে রয়েছে : ” — তারাটিকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন ?
উত্তরঃ কবি জীবনানন্দ দাশ ‘ শিকার ’ কবিতায় রাতজাগা তারাটিকে প্রথমে পাড়াগাঁর বাসরঘরের সবথেকে গােধূলিমদির মেয়েটির সঙ্গে এবং পরে মিশরের মানুষীর বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন ।
১০. “ তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও ” —তারাটিকে দেখে কবির কী কী মনে হয়েছে ?
উত্তরঃ তারাটিকে দেখে কবির পাড়াগাঁয়ের বাসরঘরের লজ্জাশীলা মেয়ে এবং মিশরের মানুষীর বুকের থেকে নীল মদের গেলাসে রাখা মুক্তো মনে হয়েছিল ।
১১. “ ... গােধূলিমদির মেয়েটির মতাে ... ” কার / কীসের কথা বলা হয়েছে ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় ‘ গােধূলিমদির মেয়েটির মতাে ’ ভােরের আকাশে জেগে থাকা তারার কথা বলা হয়েছে ।
১২. “ ... গােধূলিমদির মেয়েটির মতাে ; ” — মেয়েটিকে কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ গােধূলিমদির মেয়েটিকে পাড়াগাঁর বাসরঘরে দেখতে পাওয়া যায় ।
১৩. জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় কবে মিশরের মানুষীর সঙ্গে কবির সাক্ষাৎ হয়েছিল ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় মিশরের মানুষীর সঙ্গে কবির সাক্ষাৎ হয়েছিল হাজার হাজার বছর আগের এক রাতে ।
১৪." ..তার বুকের থেকে যে মুক .. " — কার বুকের মুক্তার কথা বলা হয়েছে ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতা মিশরের মানুশীর বুকে মুঞ্চার কথা এনে না হয়েছে ।
১১. " ..তার বুকের থেকে যে মুকা । " ~ -মুকাটি কোথায় রেখেছিল ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকারি ’ কবিতায় মিশরের মানুশী তার বুকের মুকাটি কবির নীল মদের গেলাসে রেখেছিল ।
'১৬ .“ .আমার নীল মদের গেলাসে রেখেছিল ... " কবে , কখন , কী রেখেছি ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় হাজার হাজার বছর আগের এক রাতে মিশরের মানুষী তার বুকের মুক্তা কবির নীল মদের গেলাসে রেখেছিল ।
১৭.হাজার হাজার বছর আগে এক রাতে কী হয়েছিল ?
উত্তরঃ হাজার হাজার বছর আগে এক রাতে মিশরের মানুষী তার বুকের থেকে এক মুক্তা তুলে কবির নীল মদের গেলাসে রেখেছিল ।
১৮. , “ তেমনি একটি তারা আকাশে জলছে এখনও । ” — কী বােঝাতে ‘ তেমনি ’ শব্দটি ব্যবহার করা হয়েছে ?
উত্তরঃ ‘ শিকার ’ কবিতায় মিশরের মানুষীর বুকের থেকে কবির নীল মদের গেলাসে রাখা মুক্তাকে বােঝাতে তেমনি ’ শব্দটি ব্যবহার করা হয়েছে ।
১৯. “ তেমনি একটি তারা আকাশে জ্বলেছে এখনও । ” — ‘ এখনও ’ বলতে কী বােঝানাে হয়েছে ?
উত্তরঃ ভােরের আলাে ফুটলে অন্য তারাগুলি অস্ত গেলেও আকাশে একটা তারা জ্বলতে থাকে । তাই কবি ‘ এখনও ’ শব্দের মাধ্যমে বলেছেন যে , ভাের হওয়া সত্ত্বেও একটি তারা আকাশে জ্বলছে ।
২০. ‘ শিকার ’ কবিতায় দেশােয়ালিরা সারারাত মাঠে আগুন জ্বালে কেন ? অথবা , “ মাঠে আগুন জ্বেলেছে ” —কেন মাঠে আগুন জ্বেলেছে ? -
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় দেশােয়ালিরা সারারাত মাঠে আগুন জ্বালে শীতের রাতে শরীরকে গরম রাখার জন্য ।
২১. , হিমের রাতে শরীর উম্ রাখার জন্য কী করা হচ্ছে ?
উত্তরঃ হিমের রাতে শরীর উম্ অর্থাৎ গরম রাখার জন্য সারারাত ধরে মাঠে দেশােয়ালিরা আগুন জ্বেলেছে ।
২২.“ ... সারারাত মাঠে আগুন জ্বেলেছে ” —সেই আগুন দেখতে কেমন ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় সারারাত মাঠে যে আগুন জ্বলেছিল তা দেখতে ছিল মােরগফুলের মতাে লাল ।
২৩. ..সারারাত মাঠে আগুন জ্বেলেছে ” —সেই আগুনে ভরে কী পুড়ছিল ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় সারারাত মাঠে যে আগুন জ্বালা হয় তাতে ভােরবেলায় শুকনাে অশ্বথপাতা পুড়ছিল ।
২৪. , “ মােরগফুলের মতাে .. ” — মােরগফুলের সঙ্গে কীসের তুলনা করা হয়েছে ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ' শিকার ’ কবিতায় মােরগফুলের সঙ্গে সারারাত জ্বলতে থাকা লাল আগুনের তুলনা করা হয়েছে । |
২৫. , “ মােরগফুলের মতাে লাল আগুন ” —কখন , কেন এই আগুন দেশােয়ালিরা জ্বালিয়েছিল ?
উত্তরঃ ‘ শিকার ' কবিতায় দেশােয়ালি মানুষেরা হিমের রাতে নিজেদের শরীর গরম রাখার জন্য মােরগফুলের মতো লাল আগুন জ্বালিয়েছিল ।
২৬. ‘ মােরগফুলের মতাে লাল আগুন ’ — এখানে কোন আগুনের কথা বলা হয়েছে ?
উত্তরঃ এখানে হিমের রাতে শরীর গরম রাখার জন্য দেশােয়ালিদের জ্বালানো লাল আগুনের কথা বলা হয়েছে ।
২৭. “ শুকনাে অশ্বথপাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের ; ” — কারা , কখন , কেন আগুন জ্বালিয়েছে ?
২৮. “ এখনও আগুন জ্বলেছে তাদেরকেন এখনও ’ আগুন জ্বলছে ?
উত্তরঃ দেশােয়ালিরা শরীরকে গরম রাখার জন্য রাতে যে আগুন জ্বালিয়েছিল , দোমড়ানাে , শুকনাে অশ্বখপাতা সেই আগুনকে ভাের অবধি জ্বালিয়ে রেখেছিল ।
২৯. “ সূর্যের আলােয় তার রং . ” কীসের কথা বলা হয়েছে ? উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় তার রং ’ বলতে দেশােয়ালিদের জ্বালানাে আগুনের রঙের কথা বলা হয়েছে ।
৩০.“ সূর্যের আলােয় তার রং .. ” — তার রং এখন কেমন ?
অথবা , সূর্যের আলােয় দেশােয়ালিদের জ্বালা আগুনের রং কেমন ছিল ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় দেশােয়ালিদের জ্বালানাে আগুনের রং সূর্যের আলােয় রােগা শালিকের ইচ্ছার মতাে বিবর্ণ ছিল ।
৩১.“ সূর্যের আলােয় তার রং ... ” — তার রং আগে কেমন ছিল ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় সূর্যের আলােয় বিবর্ণ আগুনের রং আগে ছিল কুকুমের মতাে এবং মােরগফুলের মতাে লাল ।
৩৯. ‘ শিকার’কবিতায় উল্লিখিত কুঙ্কুম কী ?
উত্তরঃ কুঙ্কুম হল মেয়েদের কপালে টিপ পরার এক প্রসাধনসামগ্রী ।
৩০., “ ..কুকুমের মতাে নেই আর ; ” — কেন / কী কারণে কুকুমের মতাে নেই আর ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় সারারাত জ্বলতে থাকা আগুনের রং সুর্যের আলাের কারণে আর কুকুমের মতাে নেই ।
৩৪ .“ কুল্লুমের মতাে নেই আর ; " কীসের মতাে হয়ে গেছে ?
উত্তরঃ আগুনের রং রােগা শালিকের বিবর্ণ ইচ্ছার মতাে হয়ে গেছে ।
৩৫. “ ..শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতাে । ” কীসের কথা বলা হয়েছে ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় সারারাত জ্বলতে থাকা আগুনের রং সূর্যের আলােয় ম্লান হয়ে যে বিবর্ণ রূপ ধারণ করেছে , তার কথাই এখানে বলা হয়েছে ।
৩৬. “ সকালের আলােয় টলমল শিশিরে ... ঝিলমিল করছে । ” কী , কীভাবে ঝিলমিল করছে ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় সকালের আলােয় টলমল শিশিরে চারদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ - নীল ডানার মতাে ঝিলমিল করছে ।
৩৭. শিকার’কবিতায় সকালের আলােয় বন ও আকাশকে দেখে কবির কী মনে হয়েছিল ?
উত্তরঃ ‘ শিকার ’ কবিতায় সকালের আলােয় টলমল করা শিশিরে , বন ও আকাশকে দেখে কবির মনে হয়েছিল তা ময়ূরের সবুজ নীল ডানার মতাে ঝিলমিল করছে ।
৩৮. ‘ শিকার’কবিতায় ময়ূরের ডানার রং কী ছিল ?
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় ময়ূরের ডানার রং ছিল সবুজ - নীল ।
৩৯. “ সবুজ নীল ডানার মতাে .. ” — তুলনাটি উল্লেখ করাে ।
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘ শিকার ’ কবিতায় সকালের আলােয় টলমল করা শিশিরে চারদিকের বন ও আকাশকে ময়ূরের সবুজ - নীল ডানার মতাে ঝিলমিল করতে দেখেছেন কবি ।
No comments:
Post a Comment