Birth
February 01 , 1902
Place of birth
Joplin , Missouri , U.S.A.
Parents
James Hughes and Carrie Langston
Education
Lincoln University , Columbia University
Vocation Playwright , poet , novelist , short story writer
Early influences Carl Sandburg , Walt Whitman
First poem
The Negro Speaks of Rivers ' , published in The Crisis ' magazine , 1920
Association
Participation in the Cultural Movement Harlem Renaissance '
Important works
1926 : The Weary Blues ' ( won the first prize in the ' Opportunity magazine literary competition )
1927 Fine Clothes to the Jew
1929 : Not without Laughter ( Novel )
1934 : The Ways of White Folks ' ( Short Stories )
1940 The Big Sea '
• 1958 : I Wonder as I ( Autobiography )
1949 : Troubled Island ' ( Opera )
Death
May 22 , 1967
❐ Introduction to the Story:
" Thank you , Ma'am ' is a heart - touching tale of love , kindness and trust . It is a classic short story with very rich themes . It tells us the story of a boy who tries to steal a woman's purse . It also tells us the story of a woman who tries to make the world a better place from her small corner . The woman catches the boy , stops him and drags him . She surprises him by what she does next . She takes him to her home instead of the police station , cleans him up and gives him food . She treats him with a kindness he has never known and teaches him right from wrong . Sentences in the story mainly have a simple structure . Language is also mostly plain and easy . Hughes writes the story in the idiom of black American . Most of the story is written in an urban dialect . The narrator speaks in a colloquial voice and the characters speak colloquial dialogues .
গল্প পরিচিতি
' Thank You Ma'am ' ভালোবাসা , দয়া ও বিশ্বাসের মর্মস্পর্শী গল্প । এটি অতি উৎকৃষ্ট বিষয় নিয়ে রচিত একটি উচ্চমানের গল্প । এটি এক ছেলের গল্প বলে যে ছেলেটি এক মহিলার টাকার ব্যাগ চুরি করার চেষ্টা করে । এটি এক মহিলারও কাহিনি বর্ণনা করে যিনি তাঁর ক্ষুদ্র সামর্থ থেকে পৃথিবীকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করেন । মহিলাটি ছেলেটিকে ধরে ফেলেন , তাকে থামান এবং টানতে থাকেন । পুলিশ নিয়ে যাওয়ার পরিবর্তে তিনি তাকে নিজের বাড়ি নিয়ে যান । তাকে পরিচ্ছন্ন করেন এবং খেতে দেন । তিনি তাকে ক্রমশ সহৃদয়তা দেখান যে এ ধরনের সহৃদয়তা সে আগে কখনও পায়নি এবং তাকে ঠিক - ভুলের তফাতটা শেখান । গল্পের বাক্যগুলির গঠন সরল | ভাষাও সহজসরল | হিউজ কৃয়াঙ্গ আমেরিকান মানুষদের কথ্যভাষা ব্যবহার করে গল্পটি লেখেন । গল্পের অধিকাংশটি শঙ্কুরে উপভাষায় রচিত । গল্পের কথক ঘরোয়া ভঙিতে কথা বলেন এবং গল্পের চরিত্রগুলি ঘরোয়া সংলাপ ব্যবহার করে কথা বলে।
❐ Summary of the Story:
Thank You Ma'am ' is about a young boy who attempts to snatch ( স্ন্যাচ ) a purse ( পাস ) from an aged , bulky lady . He fails in his attempt because he cannot maintain his balance while snatching ( স্ন্যাচিং ) the purse . The lady catches hold of the boy and almost drags ( ড্রাগস্ ) him to her home . The boy is treated kindly by the lady at her house . She befriends ( বিফ্রেন্ডস্ ) him by providing him food , cleaning him and ultimately giving him ten dollars to buy a pair of blue suede ( স্যুয়েড ) shoes . The boy at first thinks of running away but the kind attitude of the lady makes him change his mind . He sincerely tries to express his gratitude but his expression ( এক্সপ্রেশন ) falls short of his emotion . They part at the end , but it becomes almost certain by this time that the boy is a changed person now who would probably never commit ( কমিট ) such a mistake again .
❐ গল্পটির সারসংক্ষেপ:
' Thank You Ma'am ' ছোটোগল্পটি একজন কমবয়সি কিশোরকে নিয়ে যে একজন বয়স্ক , ভারী চেহারার মহিলার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । ছেলেটির এই প্রচেষ্টা ব্যর্থ হয় কারণ সে ব্যাগ ছিনতাই করতে গিয়ে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে পারেনি । মহিলাটি ছেলেটিকে ধরে ফেলেন এবং তাকে প্রায় টেনে - হিঁচড়ে নিজের বাড়িতে নিয়ে যান । সেখানে ছেলেটির সাথে মহিলাটি সদয় ব্যবহার করেন । ছেলেটির সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে মহিলা তাকে খাবার দেন , তৎক পরিচ্ছন্ন করেন এবং শেষপর্যন্ত তাকে নীল রঙের এক জোড়া স্যুয়েড জুতো কিনতে দশ ডলার দেন । ছেলেটি প্রথমে পালিয়ে যাবার কথা ভাবে কিন্তু মহিলাটির সদয় আচরণ ছেলেটির মনকে বদলে দেয় । সে আন্তরিকভাবে তার কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করে কিন্তু অভিব্যক্তির সীমাবদ্ধতায় তার গভীর অনুভূতি যথার্থভাবে প্রকাশ পায় না । দুজনে শেষপর্যন্ত একে অপরের কাছ থেকে বিদায় নেয় কিন্তু এরই মধ্যে এটা নিশ্চিতভাবে বোঝা যায় যে ছেলেটি সম্পূর্ণভাবে এক অন্য মানুষে । পরিবর্তিত হয়েছে যে হয়তো আর কখনও এরকম ভুল কাজ করবে না ।
BASIC INFORMATION
Author [ লেখক ] : Langston Hughes [ ল্যাংস্টন হিউজ ]
Type of the work [ সাহিত্যরূপ ] : Short story [ ছোটোগল্প ]
Source [ উৎস ] : The story published in 1958 [ ১৯৫৮ - তে গল্পটি প্রকাশিত হয় । ]
Setting [ স্থানকাল ] :
Place [ স্থান ] : An unnamed city , probably Harlem , New York ; dark walkway [ নামহীন এক শহর , সম্ভবত নিউ ইয়র্কের হার্লেম শহর ; অন্ধকার রাস্তা ]
Time [ সময় ] : About 11 o'clock at night ; 1950s [ রাত প্রায় এগারোটা ; বিংশ শতাব্দীর পাঁচের দশক ]
Characters [ চরিত্রাবলি ] :
Mrs Luella Bates Washington Jones ( শ্রীমতী লুয়েলা বেস্ ওয়াশিংটন জোস ] : She is strong , kind and caring . Apparently , she seems severe and stern but she is a mother at heart . [ তিনি শক্তিশালী , দয়ালু এবং যত্নশীল । বাহ্যত তাকে দেখে রূঢ় এবং কঠোর মনে হয় কিন্তু অন্তরে তিনি একজন মা । ]
Roger [ রজার ] : He is tender , young and poor . He appears as a thief but turns into a gentle boy . [ সে কোমল , অল্পবয়সি এবং দরিদ্র । সে চোর হিসেবে হাজির হয় বটে কিন্তু পরে সে এক ভদ্র ছেলে হয়ে ওঠে । ]
Conflict [ দ্বন্দ্ব] :
External [ বাহ্যিক ] : Between Mrs Luella Bates Washington Jones and Roger [ শ্রীমতী লুয়েলা বেল্স্ ওয়াশিংটন জোন্স ও রজারের মধ্যে ]
Internal [ অভ্যন্তরীণ ] : Between Roger's desire and his poverty [ রজারের ইচ্ছে এবং তার দারিদ্রের মধ্যে ] Between Roger's sin of theft and his conscience [ রজারের চুরিজনিত পাপ এবং তার বিবেকের মধ্যে ]
Theme [ বিষয়বস্তু ] :
Love , trust , kindness , forgiveness and dignity [ ভালোবাসা , বিশ্বাস , দয়া , ক্ষমা এবং মর্যাদা ]
Thank You Ma'am Question And Answers
S.A.Q....,..................,Mark-1/2
1. Who is the author of ' Thank You Ma'am ' ? [ ' Thank You Ma'am ' গল্পটির রচয়িতা কে ? ]
Ans . Langston Hughes is the author of ' Thank You Ma'am . [ Thank You Ma'am ' গল্পটির রচয়িতা হলেন ল্যাংস্টন হিউজ । ]
2. What is the name of the madam , mentioned in the story ' Thank You Ma'am ' ? [ Thank You Ma'am ' গল্পে উল্লিখিত মহাশয়ার নাম কী ? ]
Or , What was the name of the madam ? [ মহাশয়ার নাম কী ছিল ? ]
Or , What was the full name of Mrs Jones ? [ শ্রীমতী জোসের পুরো নাম কী ছিল ? ]
Ans . The name of the madam , mentioned in the story ' Thank You Ma'am ' is Mrs Luella Bates Washington Jones . [ Thank You Ma'am ' গল্পে উল্লিখিত মহাশয়ার নাম হল শ্রীমতী লুয়েলা বেটস্ ওয়াশিংটন জোন্স ]
3. Name the lady whose purse the boy had tried to snatch . [ ছেলেটি যে ভদ্রমহিলার টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেয়েছিল তাঁর নাম বলো । ]
Ans . The name of lady whose purse the boy had tried to snatch was Mrs Luella Bates Washington Jones . [ ছেলেটি যে ভদ্রমহিলার টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেয়েছিল তাঁর নাম হল শ্রীমতী লুয়েলা বেট্স ওয়াশিংটন জোন্স ]
4 . When did the boy try to snatch the purse of Mrs Jones ? [ কখন ছেলেটি শ্রীমতী জোসের টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করেছিল ? ]
Ans . The boy tried to snatch Mrs Jones ' purse when she was returning home from work at about eleven o'clock at night . [ রাত্রি প্রায় এগারোটার সময় যখন শ্রীমতী জোস তাঁর কাজের শেষে বাড়ি ফিরছিলেন তখন ছেলেটি তার টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেয়েছিল ]
5. What did the lady in ' Thank You Ma'am ' look like ? [ Thank You Ma'am ' গল্পে মহিলাটি কেমন দেখতে ছিলেন ? ]
Ans . The lady in ' Thank You Ma'am ' was a large woman with a long strapped large purse that she carried slung across her shoulder . [ Thank You Ma'am ' গল্পে মহিলাটি ছিলেন বড়োসড়ো চেহারার এবং তিনি কঁাধের ওপর দিয়ে আড়াআড়িভাবে একটা লম্বা ফিতেওয়ালা ব্যাগ ঝুলিয়ে নিয়েছিলেন ।
6. What did the purse of the woman contain ? [ মহিলার ব্যাগটিতে কী ছিল ? ]
Ans . The purse of the woman contained everything but hammer and nails . [ মহিলার ব্যাগটিতে হাতুড়ি ও পেরেক ছাড়া সবই ছিল । ]
7. When was Mrs Jones returning from her work ? [ কখন শ্রীমতী জোন্স কাজ সেরে ফিরছিলেন ? ]
Ans . Mrs Jones was returning from her work at about eleven o'clock at night . [ রাত প্রায় এগারোটার সময় শ্রীমতী জোস কাজ থেকে ফিরছিলেন । ]
8. At what time did the boy meet Mrs Jones ? [ ছেলেটির সঙ্গে শ্রীমতী জোসের কখন সাক্ষাৎ হয়েছিল ? ]
Ans . The boy met Mrs Jones at about eleven o'clock at night . [ রাত প্রায় এগারোটা নাগাদ ছেলেটির সঙ্গে শ্রীমতী জোনসের সাক্ষাৎ হয়েছিল ।
9. Where did Mrs Jones meet Roger ? [ শ্রীমতী জোন্স কোথায় রজারের দেখা পেয়েছিলেন ? ]
Ans . Mrs Jones met Roger at the corner of the road on her way back home from the hotel beauty - shop . [ হোটেলের প্রসাধনাগার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার কোনায় শ্রীমতী জোন্স রজারের দেখা পেয়েছিলেন ।
10. Of what kind was the purse of Mrs Luella Bates ? [ dot লুয়েলা বেটসের টাকার ব্যাগটি কেমন ছিল ? ]
Or , Describe the woman's bag . [ মহিলাটির ব্যাগটি বর্ণনা করো]
Ans . The purse of Mrs Luella Bates was a large one with a long strap and it had almost everything in it . [ do ! লুয়েলা বেটসের টাকার ব্যাগটি ছিল একটা লম্বা ফিতেওয়ালা বড়োসড়ো ব্যাগ যার মধ্যে প্রায় সবরকম জিনিসই ছিল ]
11. Why did the boy fail to snatch the purse ? [ ছেলেটি টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছিল কেন ? ]
Ans . The boy failed to snatch the purse because the combined weight of the boy and the bag made him lose his balance . [ ছেলেটি টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছিল কারণ ব্যাগটির এবং তার একত্রিত ওজনের ফলে সে ভারসাম্য হারিয়ে ফেলেছিল ]
12. Why couldn't Roger run away after snatching Mrs Jones ' purse ? [ শ্রীমতী জোসের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর রজার ছুটে পালাতে পারেনি কেন ? ]
Ans . After snatching Mrs Jones ' purse , Roger could not run away because he lost his balance and fell on the sidewalk . [ শ্রীমতী জোসের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর রজার ছুটে পালাতে পারেনি কারণ সে তার ভারসাম্য হারিয়ে রাস্তার ধারে পথচারীদের হাঁটার জায়গায় পড়ে গিয়েছিল । ]
13. How old is Roger ? [ রজারের বয়স কত ছিল ? ]
Ans . Roger is fourteen or fifteen years old . [ রজারের বয়স ছিল চোদ্দো কি পনেরো বছর]
14. Why did Roger lose balance while trying to snatch Mrs Jones ' purse ? [ শ্রীমতী জোসের টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে রজার ভারসাম্য হারিয়ে ফেলেছিল কেন ? ]
Ans . Roger's own weight and the weight of the purse combined caused him to lose his balance . [ রজারের নিজের ওজন টাকার ব্যাগের ওজনের সঙ্গে যুক্ত হয়ে তাকে ভারসাম্য হারাতে বাধ্য করেছিল ]
15. Where did Roger fall while trying to snatch the purse of Mrs Jones ? [ শ্রীমতী জোসের টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে রজার কোথায় পড়েছিল ? ]
Ans . Roger fell on the sidewalk while trying to snatch the purse a of Mrs Jones . [ শ্রীমতী জোসের টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে ঐ রজার রাস্তার ধারে পথচারীদের হাটার জায়গায় পড়েছিল । ]
16. How did the woman react when her purse was snatched ? [ যখন মহিলাটির টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়েছিল তখন তাঁর কী প্রতিক্রিয়া হয়েছিল ? ]
Ans . The woman immediately turned around , kicked the boy , then picked him up by his shirt front and shook him until his teeth rattled . [ মহিলাটি ঘুরে দাঁড়িয়ে ছেলেটিকে লাথি মারলেন , তারপর তিনি তাকে তার শার্টের সামনেটা ধরে তুলে = ঝাকাতে থাকলেন যতক্ষণ না তার দাঁতে খটখটানি শুরু হল ]
17. “ You a lie ! ” — Why did the lady say so ? [ মহিলাটি এ কথা কেন বলেছিলেন ? ]
Ans . The lady said that the boy was a liar because the latter said that he had not intended to take her purse . [ মহিলাটি ছেলেটিকে মিথ্যাবাদী বলেছিলেন কারণ ছেলেটি বলেছিল যে ওই টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার কোনো ইচ্ছা তার ছিল না । ]
18. " You a lie ! ” — What does the utterance actually mean ? [ এই কথাটির প্রকৃত অর্থ কী ? ]
Ans . The utterance actually means that the person spoken to is a liar . [ এই উক্তিটির প্রকৃত অর্থ হল যার প্রতি এই উক্তিটি করা হচ্ছে সে একজন মিথ্যাবাদী ]
19. " You a lie ! " - What does the person spoken to lie about ? [ যার সম্পর্কে বলা হচ্ছে সে কী মিথ্যা বলেছিল ? ]
Ans . Roger the person spoken to , lied about not intending to snatch the lady's purse . [ যার উদ্দেশে এ কথা বলা হয়েছে , সেই রজার এই মিথ্যা বলেছিল যে তার ব্যাগ ছিনতাই করার অভিপ্রায় ছিল না । ]
20. " I'm very sorry , lady , I'm sorry " -What was the name of the ‘ lady ' ? [ এখানে মহিলাটির নাম কী ? ]
Ans . Here the lady's name is Mrs Luella Bates Washington Jones . [ এখানে মহিলাটির নাম শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স ]
21. " I got a great mind ... " - What did the speaker want to do with the boy ? [ বত্তা ছেলেটিকে নিয়ে কী করতে চেয়েছিলেন ? ]
Ans . The speaker , Mrs Luella Bates Washington Jones , wanted to wash the face of the young boy as it was dirty . [ বক্তা , শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স , ছেলেটির মুখ পরিষ্কার করতে চেয়েছিলেন কারণ ছেলেটির মুখ অত্যন্ত নোংরা হয়ে গিয়েছিল ]
22. How did Roger look when Mrs Jones was dragging him behind her ? [ শ্রীমতী জোস যখন রজারকে পেছন পেছন টানতে টানতে নিয়ে আসছিলেন তখন তাকে কেমন দেখাচ্ছিল ? ]
Ans . Roger looked frightened when Mrs Jones was dragging him behind her . [ শ্রীমতী জোন্স যখন রজারকে পেছন পেছন টানতে টানতে নিয়ে আসছিলেন তখন তাকে ভীত - সন্ত্রস্ত দেখাচ্ছিল । ]
23. What did the boy look like ? [ ছেলেটিকে কেমন দেখতে ছিল ? ]
Ans . The boy looked as if he was fourteen or fifteen years old and he seemed ' frail ' and ' willow - wild ' in his tennis shoes and blue jeans . [ ছেলেটি চোদ্দো পনেরো বছর বয়সি কিশোরের মতো দেখতে ছিল । নীল রঙের জিস ও টেনিস জুতো পরিহিত ছেলেটিকে বন্য উইলো গাছের মতো শীর্ণ দুর্বল বলে মনে হচ্ছিল ]
24. Where did Luella take the boy in ' Thank You Ma'am ' ? [ Thank You Ma'am ' গল্পে লুয়েলা ছেলেটিকে কোথায় নিয়ে গেলেন ? ]
Ans . Luella took the boy to her large kitchenette - furnished S room . [ লুয়েলা ছেলেটিকে তাঁর ছোট্ট রান্নার জায়গাযুক্ত বড়ো ঘরটিতে নিয়ে গেলেন । ]
25. How did Roger come to know that he and Mrs Jones were not alone in the house ? [ রজার কীভাবে জানতে পারল যে সে এবং শ্রীমতী জোন্স বাড়িটিতে একলা ছিলেন না ? ]
Ans , Roger came to know that he and Mrs Jones were not alone in the house because he could hear other roomers laughing and talking in the large house . [ রজার জানতে পারল যে সে আর শ্রীমতী জোস বাড়িটিতে একলা ছিল না কারণ সে বাড়িটির অন্য বাসিন্দাদের হাসতে ও কথা বলতে শুনতে পেল । ]
26. What did Mrs Jones ask Roger to do reaching her house ? কাণ [ বাড়িতে পৌঁছে শ্রীমতী জোস রজারকে কী করতে বললেন ? ]
Ans . On reaching her house , Mrs Jones asked Roger to go to the sink and wash his face . [ বাড়িতে পৌঁছানো মাত্রই শ্রীমতী জোন্স রজারকে মুখ ধোয়ার জায়গায় গিয়ে মুখটা ধুয়ে নিতে বললেন ]
27. When did Mrs Jones turn Roger loose ? [ শ্ৰীমতী জোস কখন রজারকে ছেড়ে দিলেন ? ] Ans . When Mrs Jones reached her kitchenette , she told Roger to wash his face at the sink and turned him loose . [ শ্ৰীমতী জোস যখন তাঁর ছোটো রান্না ঘরে পৌঁছালেন তিনি রজারকে মুখ ধোয়ার জায়গায় গিয়ে মুখ ধতে বললেন এবং তাকে ছেড়ে দিলেন ]
28. Where did Mrs Jones turn the boy loose ? [ শ্রীমতী জোস কোথায় রজারকে ছেড়ে দিলেন ? ]
Ans . Mrs Jones turned the boy loose in the kitchenette in front of the sink . [ শ্রীমতী জোস তাঁর ছোটো রান্নাঘরে হাত ধোয়ার জায়গার সামনে রজারকে ছেড়ে দিলেন ]
29. How was the interior of the house of Mrs Jones ? [ শ্রীমতী জোনসের বাড়ির অন্দরটা কেমন ছিল ? ]
Ans . Mrs Jones ' house had a hall inside and her room was large and furnished with a kitchenette . [ শ্রীমতী জোনসের বাড়িতে একটা হলঘর ছিল আর তার ঘরটি ছিল রান্নাঘরসহ একটি বড়ো ঘর । ]
30. What did Roger fear most ? [ রজার কোন্ ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পেয়েছিল ? ]
Ans . What Roger feared most was being sent to jail . [ রজার সবচেয়ে বেশি ভয় পেয়েছিল এই ভেবে যে তাকে জেলে পাঠানো]
31. What request did Roger make to Mrs Jones when he was bending over the sink to wash his face ? [ রজার যখন বেসিনে ঝুঁকে পড়ে মুখ ধুচ্ছিল তখন সে শ্রীমতী জোন্সকে কী অনুরোধ করেছিল ? ]
Ans . Roger requested Mrs Jones not to take him to jail . [ রজার শ্রীমতী জোন্সকে তাকে জেলে না পাঠানোর অনুরোধ করেছিল । ]
32. What was the first thing that Roger had to do at the house of Mrs Jones ? [ শ্রীমতী জোসের বাড়িতে রজারকে প্রথমে কী কাজ করতে হয়েছিল ? ]
Ans . The first thing that Roger was forced to do at Mrs Jones ' house was clean his dirty face . [ শ্রীমতী জোসের বাড়িতে রজারকে প্রথমেই নিজের মুখ পরিষ্কার করতে হয়েছিল ]
33. Why did Mrs Jones drag the boy inside her house ? [ dot জোনূস কেন ছেলেটিকে হিচড়ে বাড়ির ভিতর নিয়ে গিয়েছিলেন ? ]
Ans . Mrs Jones dragged the boy inside her house because she thought that the boy might flee from her . [ শ্ৰীমতী জোস ছিঁচড়ে ছেলেটিকে বাড়ির ভিতর নিয়ে গিয়েছিলেন কারণ তিনি ভেবেছিলেন যে ছেলেটি তার কাছ থেকে পালিয়ে যেতে পারে । ]
34. What is suggested in the sentence- " I have done things , too , which I would not tell you , son ” ? [ এই বাক্যে কী বোঝানো হয়েছে ? ]
Ans . Mrs Jones hinted at some not - so - pleasant incidents of her past life or misdeeds ( মিডীড ) committed ( কমিটেড ) by her earlier , which she did not want to reveal ( রিভীল ) . [ এই বাক্যে শ্রীমতী জোস তাঁর অতীত জীবনের কিছু অপ্রীতিকর ঘটনা বা তাঁর করা কিছু খারাপ কাজের ইঙ্গিত করেছেন যা তিনি প্রকাশ করতে চাননি ]
35. " ... if he didn't already know . " - Who is referred to here as ' he ' ? [ ' He ' বলে এখানে কার উল্লেখ করা হয়েছে ? ]
Ans . God is referred to here as ' he [ ' He ' বলতে এখানে ঈশ্বরকে বোঝানো হয়েছে । ]
36. How does the past of Mrs Jones resemble the present of Roger's ? [ শ্ৰীমতী জোনসের অতীতের সঙ্গে রজারের বর্তমান অবস্থার মিল কোথায় ? ]
Ans . Like Roger , Mrs Jones in her youth had wanted things she could not get and so her past resembled Roger's present . [ রজারের মতো শ্রীমতী জোসও তাঁর অল্পবয়সে অনেক কিছু চেয়েছিলেন যা তিনি পাননি আর তাই তাঁর অতীত ছিল রজারের বর্তমান অবস্থার মতোই ]
37. What did the icebox in ' Thank You Ma'am ' contain ? [ ' Thank You Ma'am ' গল্পে বরফের বাক্সে কী ছিল ? ]
Ans . The ice box in ' Thank You Ma'am ' contained lima beans and ham . [ Thank You Ma'am'- এ বরফের বাক্সে লিমা বিন ও শুয়োরের মাংস ছিল । ]
38.. Where did Mrs Jones ' purse drop ? [ শ্রীমতী জোসের টাকার ব্যাগ কোথায় পড়ে গিয়েছিল ? ]
Ans . Mrs Jones ' purse dropped on her day - bed . [ dot জোসের টাকার ব্যাগ তার বিছানায় পড়ে গিয়েছিল । ]
39. What were there behind the screen of Mrs Jones's room ? [ শ্রীমতী জোসের ঘরে টাঙানো পর্দার পিছনে কী ছিল ? ]
Ans . There was a mini kitchen with a gas plate and an icebox behind the screen . [ শ্রীমতী জোসের ঘরের পর্দার পিছনে থাকা ছোটো রান্নাঘরে একটি গ্যাসের উনুন এবং একটি রেফ্রিজারেটর ছিল । ]
40. Why did Mrs Jones want the boy to comb his hair ? [ শ্রীমতী জোন্স ছেলেটিকে চুল আঁচড়াতে বলেছিলেন কেন ? ]
Ans . Mrs Jones wanted the boy to comb his hair so that he would look good and presentable . [ শ্ৰীমতী জোস ছেলেটিকে চুল আঁচড়াতে বলেছিলেন যাতে ছেলেটিকে দেখতে সুন্দর এবং ভদ্রস্থ লাগে ]
41. What was the price of the cake the boy was given a part of in ' Thank You Ma'am ' ? [ Thank You Ma'am ' গল্পে ছেলেটিকে যে কেকের অংশ দেওয়া হয়েছিল তার মূল্য কত ? ]
Ans . The price of the cake , a half of which was given to the boy , was ten cents . [ যে কেকটির অর্ধেক অংশ ছেলেটিকে দেওয়া হয়েছিল তার মূল্য দশ সেন্ট । ]
42. What did Mrs Jones give Roger at the end of the dinner ? [ রাতের খাওয়ার শেষে শ্রীমতী জোস রজারকে কী দিয়েছিলেন ? ]
Ans . Mrs Jones gave Roger a half of her ten - cent cake at the end of the dinner . [ শ্রীমতী জোস তাঁর দশ সেন্ট দামের কেক থেকে আধখানা রজারকে রাতের খাওয়ার শেষে দিয়েছিলেন । ]
43. What did Luella Bates Washington Jones talk about while eating ? [ খাওয়ার সময় লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স কী নিয়ে আলোচনা করেছিলেন ? ]
Ans . While eating , Luella Bates Washington Jones talked about her job in the hotel beauty - shop , what the work was like and how all kinds of women - blondes , redheads and Spanish came in and out . [ খাওয়ার সময় লুয়েলা বেট্স ওয়াশিংটন জোন্স হোটেলে প্রসাধনাগারে তাঁর চাকরি , সেখানে তাঁর কাজের ধরন , কত ধরনের মহিলারা — সোনালি চুল , লাল চুল ও স্পেনীয়— সেখানে আসা - যাওয়া করত সেই নিয়ে আলোচনা করেছিলেন ]
44. Where did Mrs Bates work ? [ শ্রীমতী বেট্স কোথায় কাজ করেন ?]
Ans . Mrs Bates worked at a hotel beauty shop . [ একটি হোটেলের প্রসাধনাগারে শ্রীমতী বেট্স কাজ করতেন ।]
45.What were Roger's final words to Mrs Jones? [শ্রীমতি জোনসের প্রতি রজারের শেষ কথা কী ছিল?]
Ans. Roger's final words to Mrs Jones were 'Thank you'.[রজারের শেষ ছিল "আপনাকে ধন্যবাদ"]
Questions And Answers "Thank You Ma'am"
L.A.Q..................................Marks-6
1. " I'm very sorry , lady , I'm sorry " -Who is the speaker ? Was the speaker really sorry ? When was the speaker a changed person ? [ বক্তা কে ? বক্তা কি সত্যিই দুঃখিত ছিল ? কখন বক্তা সত্যিই এক নতুন মানুষে পরিবর্তিত হয়েছিল ? ] [ 1 + 2 + 3 ]
Ans . The speaker is a frail boy of fourteen or fifteen , named Roger , who tried to snatch the purse of an elderly lady in Langston Hughes ' short story , ' Thank You Ma'am.
• The boy had been caught by the lady . She was not ready to loosen her grip ( গ্রিপ ) lest he would escape . The boy , therefore , said that he was sorry so that he may be released . But the boy spoke more out of fear than from real regret . He was afraid that the lady might put him in jail .
● Roger was transformed into a new person when he realized ( রিয়েলাইজড্ ) the benevolence ( বেনিভোলেন্স ) of the lady . Even though he had committed ( কমিটেড ) a crime , the lady was kind and sympathetic to him . She gave him food , money to buy his coveted ( কভেটেড ) shoes and advised him never to follow the wrong path . Most importantly , she trusted him . Roger was completely changed by her motherly affection and support .
[ বত্তা হল রোগা একটি ছেলে রজার , যার বয়স চোদ্দো কি পনেরো এবং ল্যাংস্টন হিউজের ছোটোগল্প ' Thank You Ma'am'- এ সে একজন বয়স্ক মহিলার টাকার ব্যাগ চুরি করতে সচেষ্ট হয়েছিল । ছেলেটিকে মহিলাটি ধরে ফেলেছিলেন । তিনি তার মুঠো আলগা করতে রাজি ছিলেন না পাছে সে পালিয়ে যায় । সুতরাং ছেলেটি ও মহিলার কাছে দুঃখপ্রকাশ করেছিল যাতে তাকে ওই মহিলা ছেড়ে দেন । কিন্তু ছেলেটি যত না হৃদয় থেকে দুঃখপ্রকাশ করেছিল , তার থেকে বেশি দুঃখ প্রকাশ করেছিল ভয়ে । সে ভয় পেয়েছিল যে মহিলাটি হয়তো তাকে জেলে পুরবেন । রজার একজন নতুন মানুষে পরিবর্তিত হল যখন সে ওই মহিলার সদিচ্ছাকে উপলব্ধি করতে পেরেছিল | যদিও সে অপরাধ করেছিল তবুও মহিলাটি তার প্রতি দাক্ষিণ্য ও সহানুভূতি দেখিয়েছিলেন । তিনি ছেলেটিকে খাবার দিয়েছিলেন , পছন্দের জুতো কেনার জন্য টাকা দিয়েছিলেন এবং তাকে কখনও বিপথগামী না হওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন | সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি তাকে বিশ্বাস করেছিলেন | তাঁর মাতৃস্নেহ ও সাহায্যে রজার সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়েছিল ]
2." I would teach you right from wrong . " - Who said this , to whom and when ? How did the speaker transform the person spoken to here ? [ কে , কাকে , কখন এ কথা বলেছিলেন ? বক্তা কীভাবে উদ্দিষ্ট ব্যক্তিকে বদলে দিয়েছিলেন ? ] [ 1 + 1 + 1 + 3 ]
Ans . In Langston Hughes ' short story , ' Thank You Ma'am ; Mrs Luella Bates Washington Jones said this to Roger . Mrs Jones told him so when she almost dragged him towards her house after she had caught him trying to snatch her purse .
• Gradually Mrs Jones transformed the boy by giving him motherly love . She asked the boy to wash his face and offered a clean towel . The lady said that she herself had to suffer a lot in her youth . Her candid confession gave the boy confidence . He became familiar with the lady and no longer wanted to flee . She shared her personal experiences and became quite easy with him . Then she advised the boy not to commit such a misdeed again . Finally , she gave him ten dollars to buy the coveted blue suede shoes . Thus the lady reformed Roger by playing the role of a perfect friend and guide .
[ ল্যাংস্টন হিউজের ছোটোগল্প ‘ Thank You Ma'am'- এ শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স রজারকে এ কথা বলেছিলেন | শ্রীমতী জোন্স তাকে এ কথা বলেন যখন সে তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে চেষ্টা করার পর তিনি তাকে প্রায় টানতে টানতে তাঁর বাড়ির দিকে নিয়ে এসেছিলেন । আস্তে আস্তে মায়ের মত ভালোবাসা দিয়ে শ্রীমতী জোস ছেলেটিকে বদলে দিয়েছিল । তিনি ছেলেটিকে মুখ ধুয়ে আসতে বলেন এবং তাকে একটা পরিষ্কার তোয়ালে দেন । মহিলা বলেন যে তিনি নিজে তার যৌবনে প্রচুর কষ্ট ভোগ করেছেন । তার নির্দ্বিধ স্বীকারোক্তি ছেলেটিকে আত্মবিশ্বাস জুগিয়েছিল | সে মহিলার সঙ্গে ঘনিষ্ট হয়ে ওঠে এবং আর পালাতে চায় না । তিনি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা তার সঙ্গে ভাগ করে নেন এবং সহজ হয়ে ওঠেন । তারপর তিনি ছেলেটিকে এরকম অপকর্ম আর না করার উপদেশ দেন । শেষ পর্যন্ত তিনি তাকে তার পছন্দের নীল স্যুয়েড জুতো কেনার জন্য দশ ডলার দিয়েছিলেন । এভাবে পরিপূর্ণ বন্ধু এবং পথপ্রদর্শকের ভূমিকা পালন করে ভদ্রমহিলা রজারকে বদলে দিয়েছিলেন । ]
3. " I wanted a pair of ... shoes , " What reply did the speaker get and how did he react ? [ বক্তা কী উত্তর পেয়েছিল এবং সে কীভাবে তার প্রতিক্রিয়া জানিয়েছিল ? ] [ 3 + 3 ]
Ans . The young boy Roger informed Mrs Luella Bates Washington Jones that he wanted to buy a pair of blue suede shoes . He tried to snatch the pocketbook of Mrs Jones to get money to fulfil his desire . The speaker , Roger , got a strange answer from Mrs Jones . She said that instead of snatching , he could have asked for the money . • The boy was amazed ( m ) , hearing the answer . He was so astonished ( অ্যাসটনিশড্ ) that he forgot to dry his face for a moment . He could not say anything and wondered what to do next . As a result , there was a long pause .
[ রজার ছেলেটি শ্রীমতী লুয়েলা বেটস ওয়াসিংটন জোন্সকে জানিয়েছিলেন যে সে একজোড়া নীল স্যুয়েড জুতো কিনতে চেয়েছিল । সে শ্রীমতী জোসের টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেয়েছিল তার ইচ্ছাপূরণের জন্য টাকা পাওয়ার আশায় | বক্তা রজার শ্রীমতী জোসের কাছ থেকে এক অদ্ভুত উত্তর পেয়েছিল | শ্রীমতী জোস বলেছিলেন যে ছিনতাই না করে টাকাটা চেয়ে নেওয়াই যেতে পারত । ছেলেটি এই উত্তর শুনে হতভম্ব হয়ে গিয়েছিল | সে এতই অবাক হয়ে গিয়েছিল যে সে নিজের মুখটুকু মোছার কথা মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল | সে কোনো কথা বলতে পারেনি আর ভাবছিল এরপর সে কী করবে । এর ফলে একটি দীর্ঘক্ষণের বিরতি দেখা গেল । ]
4. Why did not Roger run away later although he had the is opportunity to do so ? [ পরবর্তীকালে দৌড়ে পালানোর সুযোগ পেয়েও কেন রজার দৌড়ে পালায়নি ? ]
Or , Why did not Roger run away later although he found the door open ? [ রজার দরজা খোলা পেয়েও পালাল না কেন ? ]
Ans . Roger was caught by Mrs Jones . He was pleading for freedom and trying to escape . Mrs jones did not give him the opportunity . She dragged him home instead of taking him to the police station . On reaching her home , she released him and told him to wash his face . Roger had the chance to run away . But he decided to walk to the sink . Later , when Mrs Jones was busy preparing dinner , he had another chance to run away with her purse . Mrs Jones had left her purse on her bed and kept the door wide open . He could run away but he did not do it because he had Mrs Jones ' love , kindness and trust . He was transformed . He did not want to be mistrusted now . So he did not run away .
[ রজার শ্রীমতী জোসের হাতে ধরা পড়ে । সে ছাড়া পাওয়ার জন্য কাকুতি - মিনতি করছিল আর পালানোর চেষ্টায়ও ছিল | শ্রীমতী জোস তাকে ওই সুযোগ দেননি । তিনি ওকে পুলিশ স্টেশন না নিয়ে ঘরে নিয়ে এলেন । ঘরে পৌঁছে তিনি তাকে ছাড়লেন আর তাকে মুখটা ধুয়ে নিতে বললেন । রজারের পালানোর সুযোগ ছিল , তবু সে বেসিনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল । পরবর্তীকালে শ্রীমতী জোস যখন রাতের খাবার বানানোর জন্য ব্যস্ত ছিলেন , তখন তার টাকার ব্যাগটা নিয়ে পালাবার আরও একবার সুযোগ মেলে । শ্রীমতী জোস টাকার ব্যাগটা তার বিছানার ওপর ছেড়ে যান এবং দরজা হা করে খোলা রাখেন । সে পালাতেই পারত কিন্তু সে তা করল না কারণ সে শ্রীমতী জোসের ভালোবাসা , দয়া এবং বিশ্বাস পেয়েছে । সে বদলে গিয়েছিল | সে আর বিশ্বাস হারাতে চায়নি । তাই সে দৌড়ে পালাল না । ]
5. " And he did not want to be mistrusted now . " - Why did not Roger want to be mistrusted , though he could have easily fled from the home of Mrs Jones ? [ রজার কেন অবিশ্বাসের পাত্র হতে চায়নি যদিও সে সহজেই শ্রীমতী জোনসের বাড়ি থেকে পালাতে পারত ? ]
Or , What kind of a boy was the little lad Roger ? [ কিশোর বালক রজার কেমন ছিল ? ]
Or , Why did the boy in ' Thank You Ma'am ' not run away though he found the door open ? [ Thank You Ma'am'- এ ছেলেটি দরজা খোলা থাকা সত্ত্বেও পালিয়ে গেল না কেন ? ]
Ans . Thank You Ma'am ' by Langston Hughes is based on the transformation ( ট্রান্সফর্মেশন ) of a young boy . The boy , while trying to snatch a purse , was caught by elderly lady and was taken home by her . He feared that he would be taken to jail for his mischief ( মিচীফ ) . The lady , however , only expressed her intention to wash the unclean ( আন্ক্লিন ) face of the boy . By this time , the boy had well understood that the lady did not intend to put him in jail . Rather , the lady showed absolute ( অ্যাবসোলিউট ) faith in the boy by leaving him alone in the room with her purse on the bed . The boy could have easily escaped with it in this situation . But he did not want to be mistrusted anymore . The lady's kindness ( কাইন্ডনেস ) and trust had changed him . After all , he was a victim of circumstances rather than a criminal .
[ ল্যাংস্টন হিউজের ' Thank You Ma'am ' একটি কিশোরের রূপান্তরের ঘটনাটির ওপর ভিত্তি করে রচিত | কিশোরটি ব্যাগ ছিনতাই করতে গিয়ে একজন বয়স্ক মহিলার হাতে ধরা পড়ে এবং মহিলাটি তাকে বাড়ি নিয়ে যান । সে ভয় পেয়েছিল যে তার এই অন্যায় কাজের জন্য তাকে জেলে পাঠানো হবে । মহিলাটি কিন্তু শুধুমাত্র ছেলেটির নোংরা হয়ে থাকা মুখটি পরিষ্কার করার ইচ্ছা প্রকাশ করেন । এর মধ্যে ছেলেটি বেশ বুঝতে পেরেছিল যে ওই মহিলা তাকে জেলে পাঠাতে চান না । বরং মহিলাটি তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে চান কারণ তিনি খাটে টাকার ব্যাগটা ফেলে রেখে তাকে ঘরে একলা রেখে গিয়েছিলেন । ছেলেটি হয়তো সহজেই এই পরিস্থিতিতে ওটা নিয়ে পালাতে পারত । কিন্তু সে আর অবিশ্বাসী হতে চায়নি । মহিলাটির সহৃদয়তা এবং বিশ্বাস তার পরিবর্তন ঘটিয়েছিল । সবচেয়ে বড়ো কথা , সে অপরাধী নয় , বরং পরিস্থিতির শিকার । ]
6. What kind of a woman is Mrs Luella Bates Washington Jones ? [ শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স কী ধরনের মহিলা ছিলেন ? ]
Or , What features of the character of Mrs. Luella Bates are exposed in the short story ' Thank You Ma'am ' ? [ বেটসের কী চারিত্রিক বৈশিষ্ট্য ‘ Thank You Ma'am ' ছোটোগল্পে ধরা পড়েছে ? ]
Or , Sketch the character of Mrs Jones . [ শ্রীমতী জোসের চরিত্র বর্ণনা করো ]
Ans . Mrs Luella Bates Washington Jones is the central character of the story . She is at once empathetic , generous and perceptive . At the beginning of the short story , Mrs Bates appears to be a stern , able - bodied woman . She is quite quick to react to the boy's action and single - handedly drags the boy home . She realises that all the boy needs is motherly love to put him on the right track . So she readily gives him food and money to buy his coveted blue suede shoes . She is quite candid or frank and confesses about her past mistakes . But she learnt from her mistakes and asks Roger to do the same . She knows that people are more sinned against than sinning . This makes her forgive Roger easily . [ শ্রীমতী লুয়েলা বেট্স ওয়াশিংটন জোন্স গল্পটির কেন্দ্রীয় চরিত্র | তিনি একাধারে সমানুভূতিসম্পন্ন , দয়ালু এবং দূরদৃষ্টিসম্পন্ন | ছোটোগল্পটির শুরুতে শ্রীমতী বেট্সকে মনে হয় কড়া ধাঁচের শক্তপোক্ত মহিলা | ছেলেটির কাণ্ডে তিনি খুব চট করেই প্রতিক্রিয়া দেখান এবং একাই ছেলেটিকে টানতে টানতে বাড়ি নিয়ে আসেন | তিনি উপলব্ধি করেন যে ছেলেটির যা প্রয়োজন তা হল মাতৃস্নেহ যা তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে | তাই তিনি নির্দ্বিধায় তাকে খাবার দেন এবং তার শখের নীল স্যুয়েড জুতো কেনার টাকা দেন । তিনি যথেষ্ট সোজাসাপটা এবং অকপটে নিজের অতীতের ভুল স্বীকার করেন । কিন্তু তিনি নিজের ভুল থেকে শিক্ষালাভ করেছেন এবং রজারকেও তা করতে বলেন । তিনি জানেন যে মানুষ যত না অন্যায় করে , তার থেকে বেশি অন্যায়ের শিকার হয় | এই বোধ থেকেই তিনি খুব সহজে রজারকে ক্ষমা করতে পারেন ।
8.What is the moral of the short story , ' Thank You Ma'am ' ? [ Thank You Ma'am ' গল্পটির নীতিকথাটি কী ? ]
Ans . The moral of the short story , ' Thank You Ma'am , by Langston Hughes is simple but forceful . It speaks of an elderly lady who catches a young boy trying to snatch her purse . But the lady , instead of informing the police , takes the boy home and gives him food and money to satisfy his needs . Thus the positive and kind attitude of the lady transforms the boy into a new person . The moral of the story lies in the consequence ( কনসিকোয়েন্স ) of events . It shows how trust , understanding and fellow feeling ( ফেলো - ফীলিং ) can redeem a person . The story also focuses ( ফোকাসেস ) on another aspect . Roger wanted to steal as he was poor . No one is born a sinner and so one should hate the sin , not the sinner ( সিনার ) .
[ ল্যাংস্টন হিউজ রচিত ' Thank You Ma'am ' ছোটোগল্পটির নীতিকথাটি সরল কিন্তু শক্তিশালী । এই গল্পে একজন বয়স্ক মহিলার কথা বলা হয়েছে যিনি একটি কিশোরকে তার টাকার ব্যাগ ছিনতাই করার সময় ধরে ফেলেন । কিন্তু মহিলাটি পুলিশকে জানানোর পরিবর্তে ছেলেটিকে বাড়ি নিয়ে যান , এবং ছেলেটির প্রয়োজন মেটানোর জন্য খাবার ও অর্থও দেন | এইভাবে ওই বয়স্ক মহিলার ইতিবাচক এবং সদয় ব্যবহার ছেলেটিকে একটি নতুন মানুষে পরিবর্তিত করে । গল্পটির নীতিকথা এটির ঘটনাক্রমের মধ্যেই নিহিত আছে | এতে দেখানো হয়েছে যে বিশ্বাস , বিবেচনা ও সহানুভূতির দ্বারা একজন মানুষকে সংশোধন করা সম্ভব । গল্পটি অন্য একটি দিকও নির্দেশ করে | রজার চুরি করতে চেয়েছিল কারণ সে গরিব । কেউই পাপী হিসেবে জন্মগ্রহণ করে না আর তাই পাপকে ঘৃণা করা উচিত কিন্তু পাপীকে নয় ]
9. Justify the title of the short story ' Thank You Ma'am ' . [ Thank You Ma'am ' ছোটোগল্পটির শিরোনামের যথার্থতা আলোচনা করো । ]
Ans . The short story of Langston Hughes , " Thank You Ma'am , is based on the external conflict between an elderly woman , Mrs Luella Bates Washington Jones and a young boy Roger . The boy attempted to snatch the purse of Mrs Jones but was caught by her . The woman , instead of putting the boy into jail , took him to her home and gave him proper food and attention . The boy was overwhelmed ( ওভারহোয়েল ) by the kindness of the elderly lady . He was deeply gratified ( গ্র্যাটিফায়েড ) when the lady not only gave him money to buy his coveted blue suede shoes , but also showed that she trusted him to be good . He wanted to express his gratitude , but so intense were his emotions that his expression fell short of words . He could only utter the words ' thank you . So the phrase , ' Thank You Ma'am , though inadequate ( ইনঅ্যাডিকোয়েট ) expresses the over whelming feelings of a transformed ( ট্রান্সফর্মড ) boy . Hence the title is apt .
[ ল্যাংস্টন হিউজের ছোটোগল্প ‘ Thank You Ma'am ' একজন বয়স্কমহিলা শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স ও একটি কিশোর , রজারের বাহ্যিক দ্বন্দ্বের ওপর ভিত্তি করে রচিত । ছেলেটি শ্রীমতী জোনসের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তিনি তাকে ধরে ফেলেন । মহিলাটি ছেলেটিকে জেলে দেওয়ার পরিবর্তে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং তাকে খাবার দেন ও তার যত্ন করেন । ছেলেটি বয়স্ক মহিলার এই দয়ায় অভিভূত হয়ে পড়ে । সে গভীরভাবে কৃতজ্ঞতা অনুভব করে , যখন মহিলাটি তাকে শুধু তার শখের নীল স্যুয়েড জুতো কেনার জন্য টাকাই দেন না , তাকে ভালো ভেবে তার উপর বিশ্বাস স্থাপন করেন | সে তার কৃতজ্ঞতা জানাতে চায় কিন্তু তার আবেগ এত তীব্র ছিল যে সে তা প্রকাশের ভাষা খুঁজে পায় না । সে শুধু ‘ ধন্যবাদ ’ টুকুই বলতে পারে । তাই ‘ Thank You Ma'am ' শব্দবন্ধটি যদিও যথেষ্ট নয় , তবুও তা ওই পরিবর্তিত ছেলেটির উচ্ছ্বসিত আবেগকে তুলে ধরে । সুতরাং শিরোনামটি যথার্থ । ]
10. How did Mrs Jones behave with Roger when they arrived home ? [ বাড়ি পৌঁছোনোর পর শ্রীমতী জোস রজারের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন ? ]
Or , What are the ways by which the lady reformed Roger ? [ কী কী উপায়ে মহিলাটি রজারকে সংশোধন করলেন ? ]
Ans . Langston Hughes ' short story ' Thank You Ma'am ' shows the power of love and trust . Mrs Jones almost dragged Roger into her house after she caught him trying to snatch her purse . Then Mrs Jones asked the boy to wash his face and offered a clean towel . The lady said that she herself had to suffer a lot in her youth . Her candid confession gave the boy confidence . He became familiar with the lady and no longer wanted to flee . She shared her present working experiences with the boy while they ate so that he would be quite easy with her . The lady advised the boy not to commit such a misdeed again . Finally , she gave him ten dollars to buy the coveted blue suede shoes . Thus the lady reformed ( রিফর্মড ) Roger by playing the role of a perfect friend and guide ( গাইড ) .
[ ল্যাংস্টন হিউজের ছোটোগল্প ‘ Thank You Ma'am ’ ভালোবাসা ও বিশ্বাসের ক্ষমতা প্রকাশ করে । তাঁর টাকার ব্যাগ ছিনতাই করার সময় তাকে ধরে ফেলার পর , শ্রীমতী জোস রজারকে প্রায় টেনে তাঁর বাড়ির ভিতরে নিয়ে গিয়েছিলেন । শ্রীমতী'জোস তারপর ছেলেটিকে তার মুখ ধুয়ে নিতে বলেছিলেন এবং তাকে একটি পরিষ্কার তোয়ালে দিয়েছিলেন | মহিলাটি তাকে বলেছিলেন যে তিনি নিজে কম বয়সে চুর কষ্ট ভোগ করেছেন । তাঁর এই অকপট স্বীকারোক্তি ছেলেটিকে আত্মবিশ্বাস দিয়েছিল । সে মহিলাটির সঙ্গে অন্তরঙ্গ বোধ করেছিল এবং আর পালিয়ে যেতে চায়নি । তিনি খেতে খেতে তাঁর বর্তমান কাজের অভিজ্ঞতা ছেলেটিকে শুনিয়েছিলেন যাতে ছেলেটি তার সঙ্গে সহজ হয়ে যায় । মহিলাটি রজারকে উপদেশ দিয়েছিলেন আর এমন অন্যায় কাজ না করতে । শেষপর্যন্ত শ্রীমতী জোস ছেলেটিকে দশ ডলার দিয়েছিলেন তার পছন্দের নীল রঙের স্যুয়েড জুতো । কেনার জন্য । এইভাবে শ্রীমতী জোস একজন বন্ধু ও উপযুক্ত পথপ্রদর্শকের কাজ করে রজারকে সংশোধন করেছিলেন ।
No comments:
Post a Comment