‘The Eyes Have It’ by Ruskin Bond, Questions and Answers (S.A.Q, M.C.Q, L.A.Q), Summary with Bengoli meaning | Class 12th English Question And Answer (WBCHSE) - Psycho Principal

Fresh Topics

Friday, 17 January 2025

‘The Eyes Have It’ by Ruskin Bond, Questions and Answers (S.A.Q, M.C.Q, L.A.Q), Summary with Bengoli meaning | Class 12th English Question And Answer (WBCHSE)

                                                          

                                          The Eyes Have It

Ruskin Bond





Strong Roots

👉 ( Questions And Answers )


Birth
May 19 , 1934 at Kasauli , Himachal Pradesh
Parents
Aubrey Alexander Bond , a British Officer in Royal Air Force in India , Edith Clarke
Brother and sister
Brother William lived in Kolkata .  Sister Ellen was handicapped .
Early life
At age four , mother separated from father and married a Punjabi - Hindu , Mr Hari . Spent early life in Jamnagar and Shimla . • Primary education in the boarding schools of Mussoorie and Shimla . At age ten , father died of malaria .
Later education
At Bishop Cotton School in Shimla • Won several writing competitions . Graduation in 1952 . Decided to be a writer after school education .
Career
Stayed in England for four years . Wrote his first novel , The Room on the Roof ' . It brought him John Llewellyn Rhys Prize in 1957 . Returned to India and served as a journalist . Since 1963 settled in Mussoorie . ● Fiction appeared in " The Statesman ' , The Illustrated Weekly , The Tribune ' , " The Telegraph ' , " The Pioneer ' , ' Deccan Herald ' , ' The Leader ' , ' The Times of India ' , etc. " The Christian Monitor ' ( Boston ) , ' Blackwood's Magazine ' ( Edinburgh ) , " The Asia Magazine ' ( Hong Kong )

Awards
1992 : Sahitya Akademi for ' Our Trees Still Grow in Dehra ' 1999 : Padma Shri for children's literature 2003 : N. D. Mehra Memorial Award
Important works
Collections : ' Garland of Memories ' , ' Ghost Stories from the Raj ' , ' Rain in the Mountains - Notes from the Himalayas ' , ' Our Trees Still Grow in Dehra ' , ' Dust on the Mountain ' , ' A Season of Ghosts ' , ' Tigers Forever ' , ' A Town Called Dehra ' , ' An Island of Trees ' , ' The Night Train at Deoli ' , ' A Face in the Dark and Other Hauntings ' , ' Potpourri ' , " The Adventures of Rusty ' , ' The Lost Ruby ' , ' Crazy Times with Uncle Ken ' , ' The Death of Trees ' , Tales and Legends from India ' , " Time Stops at Shamli ' , ' Grandpa Tickles a Tiger , Four Feathers ' , ' School Days ' , The Tiger in the Tunnel ' , The Parrot Who Wouldn't Talk ' .
Novels : The Room on the Roof , Vagrants in the Valley ' , ' Scenes from a Writer's Life ' , ' A Flight of Pigeons ' , ' Landour Days - A Writer's Journal ' , ' The Road to the Bazaar , The Panther's Moon ' , ' Once upon a Monsoon Time ' , The India I Love ' , ' The Kashmiri Storyteller ' , ' The Blue Umbrella ' , ' Delhi Is Not Far ' , ' Animal Stories ' , ' Roads to Mussoorie ' , ' All Roads Lead to Ganga ' , etc.


❐ Introduction to the Story:


' The Eyes Have It ' is a very popular short story by Ruskin Bond . It was originally published in ' Contemporary Indian English Stories ' and later it has been included in many other collections . The story is also known as ' The Eyes Are Not Here ' and ' The Girl on the Train ' and Bond has used first person narrative ( fo ) technique in the story . Everything is narrated by a person who himself is a blind man . His eyes are sensitive only to light and darkness . During his train journey to Dehradun the narrator comes across a girl . He starts a conversation ( কনভারসেশন ) with her and becomes interested in the girl . But after sometime the girl bids goodbye as the train arrives at her destination  . After her departure , another passenger comes into the compartment ( G ) . From that man the narrator ( ন্যারেটার ) comes to know that the girl has beautiful eyes but she is completely blind .


❐ গল্প পরিচিতি:


' The Eyes Have It ' রাস্কিন বন্ডের একটি অতি জনপ্রিয় ছোটোগল্প । প্রথমে এটি ‘ Contemporary Indian English Stories'- এ প্রকাশিত হয় এবং পরবর্তীকালে বিভিন্ন সংকলনে এটিকে অন্তর্ভুক্ত করা হয় । এই গল্পটি " The Eyes Are Not Here ' a ' The Girl on the Train ' পরিচিত । গল্পে বন্ড উত্তম পুরুষের কথনশৈলী ব্যবহার করেছেন । সব কিছু বিবৃত হয়েছে এক কথকের মাধ্যমে যে নিজে অন্ধ । তার চোেখ শুধু আলো আর অন্ধকারের উদ্দীপনায় সাড়া দেয় । ট্রেনে দেরাদুন যাওয়ার পথে এই কথকের সঙ্গে সাক্ষাৎ হয় একটি মেয়ের । মেয়েটির সঙ্গে তিনি কথাবার্তা বলতে বলতে তার প্রতি আকৃষ্ট হন | কিন্তু কিছু সময় পরে ট্রেনটি মেয়েটির গন্তব্যে পৌঁছোতেই সে কথককে বিদায় জানায় | সে নেমে যাবার পর অন্য এক যাত্রী কামরায় আসে | সেই যাত্রীর থেকে কথক জানতে পারেন যে মেয়েটির চোখ দুটো সুন্দর কিন্তু মেয়েটি সম্পূর্ণ অন্ধ।


❐ Summary of the Story:


The narrator had been travelling alone in an empty  train compartment . At Rohana a girl boarded . A couple , probably the girl's parents , as it seemed from their anxiety , gave detailed instructions while seeing her off . As the narrator was blind , he could only guess ( গেস ) about the appearence ( অ্যাপিয়ারেন্স ) of the girl . But he understood that she wore slippers  ' from the way they slapped against her heels ' . The narrator continued guessing about the girl's appearance . Meanwhile  he liked her voice and even the sound of her slippers . He started a conversation by asking about her destination . The girl felt surprised as she had not noticed anyone's presence in the compartment . When the girl said so , the narrator thought that the people with good eyesight ( আইসাইট ) were often careless about what was in front of them . However he replied that he also had not seen her , only heard the sound when she entered . The narrator tried to hide that he was blind . The girl informed that she would get off at Saharanpur . When the narrator learnt that her aunt would come to receive her , he displayed pseudo ( সিউডো ) fear about formidable ( ফরমিডেবল্ ) aunts . Being asked by the girl , the narrator informed that he was going to Mussoorie through Dehra . At this , the girl expressed her deep fascination about Mussoorie , especially in October . The narrator's sweet memories awakened those of the girl's as he called up the wild dahlias , the delicious  sun , drinking brandy ( ব্র্যান্ডি ) by logfire ( লগফায়ার ) at night . But the narrator felt a bit ashamed as he thought his overwhelming ( ওভারহেলমিং ) reaction might seem a romantic stupidity ( স্টুপিডিটি ) . He wanted to switch over the conversation and asked about the landscape  outside . But the girl wanted him to look outside the window himself . He pretended  to look outside and described the landscape from memory and by using his imagination . He confidently said that he found no animals outside as he knew that forests near Dehra had negligible ( নেগলিজিবল্ ) presence of animals . After remaining quiet for sometime , the narrator ventured ( ভেনচারড ) into flattery ( ফ্ল্যাটারি ) by commenting on the girl's interesting ' face . The girl heartily accepted it with a clear ringing laugh . The girl praised his gallantry ( গ্যালা ) but found his seriousness ( সিরিয়াসনেস ) awkward ( অকওয়ার্ড ) . The narrator wanted to laugh for her , but failed . The train neared the girl's destination . The narrator wanted this journey to last long just to listen to her talking ' . He went on guessing about the girl's hairstyle ( হেয়ারস্টাইল ) – whether she maintained a bun , or was it plaited ( প্লেইটেড ) ; whether it was long , or very short . In this way the journey ended and she bade farewell ( ফেয়ারওয়েল ) . The perfume ( পারফিউম ) from the girl's hair tempted the narrator to touch her hair but he could not . After her departure a male passenger came in who pinched ( পিচ্‌ড্‌ ) him by saying that he would not be as attractive a companion as the girl . The narrator admitted that the girl was interesting . Then he asked about the girl's hair . The man said that he had not noticed it ; but he had noticed her beautiful eyes which were completely blind .


❐ the eyes have it bengali meaning summary:

❐ গল্পটির সারসংক্ষেপ:


গল্পের কথক একাকী ট্রেনের ফাকা কামরায় ভ্রমণ করছিলেন | রোহানাতে একটি মেয়ে ট্রেনে উঠল | এক দম্পতি , উদ্‌বেগ থেকে মনে হয় সম্ভবত মেয়েটির মা - বাবা , তাকে বিদায় জানানোর আগে সবিস্তারে নির্দেশ দিলেন । কথক অন্ধ হওয়ায় তিনি মেয়েটি কেমন দেখতে তা শুধু অনুমান করেছিলেন । কিন্তু তিনি মেয়েটির গোড়ালিতে লেগে চটির খটখট আওয়াজ শুনে বুঝেছিলেন যে মেয়েটি চটি পরেছিল । কথক মেয়েটি কেমন দেখতে হতে পারে সে সম্পর্কে অনুমান করে চলছিলেন । ইতিমধ্যে মেয়েটির কণ্ঠস্বর এমনকি তার চটির আওয়াজও তাঁর ভালো লেগেছিল । এবার তিনি মেয়েটির গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করে কথাবার্তা শুরু করলেন । মেয়েটি ওই কামরায় অন্য কারোর উপস্থিতি লক্ষ না করায় কিছুটা হতচকিত হয়ে উঠল । মেয়েটি যখন সে কথা জানাল কথক তখন ভাবলেন যে ভালো দৃষ্টিশক্তিযুক্ত মানুষ তাদের চোখের সামনের দৃশ্যমান জগৎ সম্পর্কে উদাসীন হয় | তিনি জানালেন তিনিও তাকে দেখেননি , শুধু তার আওয়াজ শুনেছেন । কথক নিজের অন্ধত্বকে লুকোনোর চেষ্টা করলেন । মেয়েটি জানাল যে সে সাহারানপুরে নামবে | কথক যখন জানতে পারলেন যে মেয়েটির আন্টি তাকে স্টেশনে নিতে আসবেন , তিনি তখন ভয়ংকর আন্টিদের ভয় পাওয়ার ভান করলেন । মেয়েটি জিজ্ঞেস করায় তিনি জানালেন যে তিনি দেরাদুন হয়ে মুসৌরি যাবেন । মেয়েটি সাগ্রহে মুসৌরির প্রতি তার তীব্র আকর্ষণের কথা জানাল , বিশেষত অক্টোবর মাসে । কথকের সুখস্মৃতি মেয়েটির সুখস্মৃতিকে জাগাল | কথক বন্য ডালিয়া , সুখদায়ক রৌদ্রকিরণ এবং কাঠের গুড়ির আগুনের সামনে বসে ব্র্যান্ডি খাওয়ার স্মৃতি রোমন্থন করলেন । কিন্তু পরক্ষণেই কথক একটু লজ্জা বোধ করলেন এই ভেবে যে তার এই অতিরিক্ত উচ্ছ্বাস হয়তো তাঁর রোমান্টিক নির্বুদ্ধিতার প্রকাশ | কথার প্রসঙ্গ পালটে তিনি বাইরের দৃশ্যপট সম্পর্কে জানতে চাইলেন । কিন্তু মেয়েটি কথককেই জানালার বাইরে দেখতে বলল | এবার তিনি বাইরের দৃশ্য দেখার ভান করে পূর্বস্মৃতি এবং কল্পনাশক্তির ওপর নির্ভর করে বাইরের দৃশ্যাবলির বর্ণনা দিতে থাকলেন | আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বললেন যে বাইরে কোনো প্রাণী দেখা যাচ্ছে না কারণ তিনি জানতেন যে দেরাদুনের সন্নিহিত বনাঞ্চলে খুবই নগণ্যসংখ্যক প্রাণীর দেখা মেলে | কিছুক্ষণ চুপচাপ থেকে কথক সাহস করে মেয়েটির আকর্ষণীয় মুখশ্রীর প্রশংসা করে তাকে আকৃষ্ট করতে চাইলেন | খিলখিল করে হেসে মেয়েটি তার এই প্রচেষ্টাকে স্বাগত জানাল । মেয়েটি কথকের সাহসিকতার প্রশংসা করল কিন্তু তাঁর গম্ভীর ভাবকে অস্বস্তিকর মনে করল | কথক হাসতে চাইলেন কিন্তু পারলেন না । ট্রেনটি ক্রমেই মেয়েটির গন্তব্যে এসে গেল ।
কথক মেয়েটির কেবল কথা শোনার জন্য মনে মনে এক দীর্ঘ ভ্রমণকাল কামনা করছিলেন | কথক মেয়েটির কেশশৈলী নিয়ে অনুমান করতে থাকলেন — ভাবতে থাকলেন তার চুলে খোঁপা বাঁধা না বিনুনি করা , চুলটি লম্বা না ছোটো করে কাটা । কিন্তু এসবের মধ্যেই মেয়েটির ক্ষণিকের যাত্রাপথ শেষ হয়ে গেল এবং সে কথককে বিদায় জানাল | মেয়েটির চুলের সুবাস কথককে এতটা প্রলুব্ধ করল যে তিনি মেয়েটির চুলে হাত দিতে চাইলেন কিন্তু পারলেন না । মেয়েটি চলে যাওয়ার পর একজন পুরুষ যাত্রী সেই জায়গায় উপস্থিত হল যে টিপ্পনি কেটে জানাল যে সে মেয়েটির মতো আকর্ষণীয় সহযাত্রী নয় । কথক মেনে নিলেন যে মেয়েটির মুখশ্রী আকর্ষণীয় , তারপর তিনি মেয়েটির চুল সম্পর্কে জানতে চাইলেন । নতুন সহযাত্রী জানাল যে সে তা লক্ষ করেনি , কিন্তু সে দেখেছে তার সুন্দর চোখ দুটোকে যেগুলো সম্পূর্ণভাবে দৃষ্টিহীন |


❐ The Eyes Have It question answer:


MCQ Type.....................Mark1


1. During his train journey upto Rohana the narrator was
A. alone
B. accompanied 
C. his friend
D. talking with a girl talking with another person

2. A girl got into the train when the narrator
A. started his journey
B. was alone in the compartment
C. was on  the platform
D. was talking 3.

3. The girl who got in the train was bidden farewell by
A. her parents
B. a couple, probably her parents
C. her friends
D. the servant

4. The woman instructed the girl as to
A. where to keep her things
B. when not to lean out of the windows
C. how to avoid speaking to strangers
D. all of the above hipeiliari Wan

5. The eyes of the narrator were  sensitive too buone
A. light
B. darkness
C. only light and darkness
D. neither light nor darkness

6. The narrator was unable to tell
A. how the girl looked
B. where he was going
C. who was his companion
D.  what slapped against her heels

7.  The narrator liked
A. the voice of the couple
B. the voice of the girl
C. the sound of the train
D. the sound of the whistle. 

8. The narrator in the train compartment was alone till
A. Saharanpur colidine
B. Rohana
C. the end of the journey
D. Dehra

9. The girl's parents seemed very anxious about her
A. health
B. eyes
C. comfort
D. journey

10. The narrator of ' The Eyes Have It ' was travelling alone up to the station of
A. Saharanpur
B. Mussoorie
C. Rohana
D. Dehra

11. The word ' anxious ' means
A. antique
B.  weary 
C. worried
D. exact

12. The word ' comfort ' means
A. combat
B. relaxation
C. comic
D. common

13.. The word similar to ' instructions ' is
A. advice
B. institutions
C. institutions
D. books

14. When the train left the station , the narrator started a conversation
A. with the girl's parents
B. with the porter
C. with the girl
D. with the vendor

15. In ' The Eyes Have It ' , the narrator made the observation that
A. people with good eyesight fail to see what is right in front of them
B.  people with bad eyesight fail to see what is right in front of them
C. people with good eyesight never fail to see what is right in front of them
D. people with bad eyesight do the right thing at the right moment

16.. The narrator of the story ' The Eyes Have It '
A. wanted to reveal his blindness
B. wanted to conceal his blindness
C. wanted to reveal his identity
D. wanted to conceal his identity

17. According to the narrator of the short story , ' The Eyes Have It ' , aunts are
A. formidable creatures
B. fickle creatures .
C. formal creatures
D. friendly creatures .

18. The narrator of the short story , ' The Eyes Have It ' , was going to
A. Rohana
B. Saharanpur
C. Mussoorie via Dehradun
D. Dehradun via Mussoorie

19. According to Ruskin Bond , the best time for visiting the hills is
A. September
B. November
C. October
D. December

20. According to the narrator of the story , ' The Eyes Have It ' , October is the best time
A. for visiting Dehradun
B. for visiting Mussoorie
C. for visiting Rohana
D. for visiting Saharanpur

21. The narrator thought his voice startled his female co passenger on the train because
A. being blind she did not see him
B. he was seated in a dark corner
C. she expected the compartment to be empty
D. her parents did not tell her about another person being in the compartment

22. Ruskin Bond opines that the best time in Mussoorie is
A. September
B. November
C. October
D. December

23. In the short story ' The Eyes Have It ' , the girl will be received at Saharanpur
A. by her uncle
B. by her father
C. by her aunt
D. by her mother

24. The girl said she was getting off at
A. Dehra
B. Rohana
C. Mussoorie
D. Saharanpur

25. The girl in ' The Eyes Have It ' wished to go to......in October 
A. Mussoorie
B. Saharanpur
C. Roshan
D. Dehra

26. People who cannot see have to
A. accept everything
B. take in only the essentials
C. take in too much
D. ignore the essentials

27. The sun is delicious " .....-Here ' delicious ' means
A. unpleasant
B. scorching
C. tasty
D. pleasant

28. From Dehra the narrator was going to
A. Mussoorie
B.  Rohana
C. a hill station
D. Saharanpur


❐ The Eyes Have It question and answers:


SAQ Type.........................Marks 2


1. Whose voice startled the girl in the short story , ' The Eyes Have It ? [ ' The Eyes Have It ' গল্পে কার কণ্ঠস্বর মেয়েটিকে চমকে দিয়েছিল ? |
Or , Why was the girl startled ? [ মেয়েটি চমকে উঠেছিল কেন ? ]

Ans: In the short story , The Eyes Have It , the voice of the narrator startled the girl [ The Eyes Have It ' ছোটোগল্পে কথকের কণ্ঠস্বর মেয়েটিকে চমকে দিয়েছিল ।


2. What is Bond's observation about people with good eye sight ? [ ভালো দৃষ্টিশক্তিযুক্ত মানুষ সম্পর্কে বন্ড - এর পর্যবেক্ষণ কী ? ]
Ans: Through the eyes of the narrator , Bond observes that people with good eyesight often fail to see what is right in front of them as they have too much to take in . [ কথকের দৃষ্টি দিয়ে বন্ড লক্ষ করেছেন যে ভালো দৃষ্টিশক্তিযুক্ত লোকেরা প্রায়শই চোখের সামনের অনেক কিছু দেখতে পায় না কারণ তাদের অনেক কিছুই গ্রহ|


3. What do blind people take in ? [ অন্ধরা কী নিয়ে ভাবিত ? ]
Ans: According to the narrator of the story , ' The Eyes Have It , blind people take in only the essentials , whatever registers most significantly ( সিগনিফিক্যান্টলি ) on all their senses except vision . [ গল্পের কথকের মতে অন্ধ লোকেরা যা কিছু অপরিহার্য শুধু তা নিয়ে ভাবে , যা দর্শন ইন্দ্রিয় ছাড়া অন্য সব ইন্দ্রিয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা পড়ে । ]


7. What did the narrator want to conceal from the girl in the short story , ' The Eyes Have It ' ? [ ' The Eyes Have It ' গল্পে বক্তা মেয়েটির কাছ থেকে কী লুকোতে চাইলেন ? ]
Ans: In the short story , ' The Eyes Have It , the narrator wanted to conceal ( কনসিল ) from the girl the fact that he was blind . [ ' The Eyes Have It ' গল্পে কথক মেয়েটির কাছে এই সত্য গোপন করতে চাইলেন যে তিনি অন্ধ ]


8.. Where would the girl in the story , ' The Eyes Have It ' get off ? [ ' The Eyes Have It ' গল্পে মেয়েটি কোথায় নামবে ? ]
Ans:  In the story , ' The Eyes Have It , the girl would get off at Saharanpur . [ ' The Eyes Have It ' গল্পে মেয়েটি সাহারানপুরে নামবে । ]


9. Who is going to meet the girl at Saharanpur station ? [ সাহারানপুর স্টেশনে কে মেয়েটির সঙ্গে দেখা করতে আসবে ? ]
Ans:  The girl's aunt is going to meet the girl at Saharanpur station . [ সাহারানপুর স্টেশনে মেয়েটির আন্টি মেয়েটির সঙ্গে দেখা করবে ।


10. Who would receive the blind girl at Saharanpur ? [ সাহারানপুরে অন্ধ মেয়েটিকে কে নিতে আসবে ? ]
Ans: The blind girl's aunt would receive her at Saharanpur.[অন্ধ মেয়েটিকে সাহারানপুরে তার আণ্টি নিতে আসবে]


11. Who accompanied the narrator upto Rohana ? [ রোহানা পর্যন্ত কথকের সঙ্গী কে ছিল ? ]
Ans:  Nobody accompanied ( অ্যাকপ্যানিড্‌ ) the narrator upto Rohana as he was alone in the compartment . [ রোহানা পর্যন্ত কেউঁই কথকের সঙ্গী ছিল না কারণ কামরায় তিনি একা ছিলেন।]


12. Where did the blind girl get into the train ? [ কোন স্টেশনে অন্ধ মেয়েটি ট্রেনে ওঠে ? ]
Ans: The blind girl got into the train at Rohana . [ রোহানাতে অন্ধ মেয়েটি ট্রেনে প্রবেশ করে 


13. Who came to see the girl off ? [ কারা মেয়েটিকে ছাড়তে এসেছিলেন ? ]
Or , Who saw the girl off at Rohana ? [ রোহানায় মেয়েটিকে বিদায় জানাতে কে / কারা এসেছিলেন ? ]
Or , Who came to Rohana to see off the girl ? [ কারা রোহানাতে মেয়েটিকে বিদায় জানাতে এসেছিলেন ? ]

Ans:  A couple , probably her parents , came to Rohana to see the girl off . [ এক দম্পতি , সম্ভবত মেয়েটির বাবা - মা , রোহানায় তাকে বিদায় জানাতে এসেছিল । ]


14. What made the narrator feel that the couple who had come to see her off were her parents ? [ কথক কেন ভাবল যে বিদায় জানাতে আসা দম্পতি মেয়েটির বাবা - মা ? ]

Ans: The narrator felt so because the couple who had come to see the girl off were very anxious about her well being . [ কথক এই কথা ভাবল কারণ যে দম্পতি মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল তারা মেয়েটির মঙ্গলের ব্যাপারে ভীষণভাবে উদ্‌বিগ্ন ছিল । ]


15. Who gave the girl detailed instructions at the moment of seeing her off ? [ বিদায়ের মুহূর্তে কে মেয়েটিকে বিস্তারিত নির্দেশ দিলেন ? ]
Ans: At the moment of seeing the girl off , the woman , probably her mother , gave her detailed instructions . [ বিদায় জানানোর মুহূর্তে এক ভদ্রমহিলা , সম্ভবত তার মা , মেয়েটিকে বিস্তারিত নির্দেশ দিলেন । ] 



❐ The eyes have it broad question answer:


LAQ Type...................... .Marks 6


1. Why was the girl startled ? Why did she give a little exclamation ? [ মেয়েটি চমকে গেছিল কেন ? সে একটু বিস্ময় প্রকাশ করল কেন ? ]

Ans . When the speaker in Ruskin Bond's short story , ' The Eyes Have It ' , asked the girl whether she was going to Dehra , the girl felt startled . Actually , the girl , like the speaker , was also blind . She was unaware ( আনঅ্যাওয়্যার ) of another's presence in compartment . So his voice startled her . the • The narrator's voice startled the girl . She gave a little exclamation and said that she was unaware of anyone's presence . Being a blind girl she could not realise the presence of anybody until she heard the voice . But her exclamation was not great as she , it seems , often faced such situations .
[ রাস্কিন বন্ডের ছোটোগল্প ' The Eyes Have It'- এ কথক যখন মেয়েটিকে জিজ্ঞাসা করলেন সে দেহরা যাবে কি না , মেয়েটি চমকে উঠেছিল । প্রকৃতপক্ষে কথকের মতো মেয়েটিও অন্ধ | কামরায় আর একজনের উপস্থিতি সম্পর্কে সে অবগত ছিল না । সুতরাং তাঁর কণ্ঠস্বর মেয়েটিকে চমকে দিয়েছিল । কথকের কণ্ঠস্বর মেয়েটিকে চমকে দিয়েছিল | সে একটু বিস্মিত হল এবং বলল যে কামরায় কারও উপস্থিতির ব্যাপারে সে অবগত ছিল না । অন্ধ হওয়ায় মেয়েটি কণ্ঠস্বরটি শোনার আগে পর্যন্ত কারোর উপস্থিতির টের পায়নি । তবে মনে হয় , মাঝেমাঝেই তাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় বলে সে খুব বেশি বিস্মিত হয়নি । ]


2. " Then I made a mistake . " - Who made the mistake ? Why did he call his action a mistake ? Did he really make a mistake ? How did the speaker get rid of his doubt ? [ কে ভুল করেছিলেন ? তিনি তাঁর কাজকে ভুল বলছেন কেন ? তিনি কি সত্যিই ভুল করেছিলেন ? কথক কীভাবে সন্দেহমুক্ত হলেন ? ]
Or , What mistake is referred to here ? Was there really any mistake ? How did the speaker get rid of his doubt ? [ এখানে কোন্ ভুলের কথা বলা হয়েছে ? সত্যিই কি কোনো ভুল হয়েছিল ? বক্তা কীভাবে সন্দেহযুক্ত হলেন ? ]
Or , Whose mistake is referred to here ? What was the mistake ? Was it really a mistake ? [ কার ভুলের কথা বলা হয়েছে ? ভুলটি কী ছিল ? এটি কি সত্যিই ভুল ছিল ? ] [ 1 + 2 + 3 ] Or , Who made the mistake ? Why did he call his action a mistake ? When did the narrator realize that it was not so serious a mistake ? [ কে ভুল করেছিলেন ? কেন তিনি তাঁর কাজটিকে ভুল বলেছেন ? কখন কথক বুঝলেন তাঁর ভুলটি গুরুতর নয় ? ]

Ans . The narrator in Ruskin Bond's short story , ' The Eyes gias Have It , thought that he had made the mistake . • The narrator was blind . He was playing a guessing In game . He was behaving with the girl as if he was not blind . He wanted to hide his blindness from her . In course of the conversation the narrator asked the girl how the outside looked like . Then he thought now the girl would easily understand that he could not see . He felt that it was a mistake to ask a foolish question like that . The girl was blind . So she did not understand that the woh man was blind . But she also did not disclose ( ডিসক্লোজ ) for that she was blind . She just casually asked him to look boicoutside . So in fact there was no mistake on his part . qe The girl immediately helped him to get rid of his SH doubt . She asked him to look out of the window .
রাস্কিন বন্ডের ‘ The Eyes Have It ' গল্পের কথক ভেবেছিলেন যে তিনি ভুল করেছেন | reich কথক অন্ধ ছিলেন | তিনি অনুমানের খেলা খেলছিলেন । তিনি এমনভাবে মেয়েটির সঙ্গে ব্যবহার করছিলেন যেন তিনি অন্ধ নন । তিনি তাঁর * অন্ধত্ব লুকিয়ে রাখতে চেয়েছিলেন | কথোপকথন চলাকালীন কথক মেয়েটির কাছে জানতে চান বাইরেটা কেমন দেখতে লাগছে | কথক ভাবলেন মেয়েটি এবার সহজেই বুঝে ফেলবে তিনি অন্ধ । তাই ওরকম একটি বোকা বোকা প্রশ্ন করা ভুল হয়েছে বলে তার মনে হয়েছিল | মেয়েটিও অন্ধ ছিল | কাজেই সে বুঝতে পারেনি লোকটি অন্ধ | কিন্তু সে নিজেও প্রকাশ করেনি যে সে অন্ধ । সে শুধু তাঁকে বাইরে তাকিয়ে দেখতে বলে | সুতরাং এখানে তাঁর পক্ষথেকে কোনো ভুল হয়নি | মেয়েটি কিছুক্ষণের মধ্যেই তাকে সন্দেহযুক্ত হতে সাহায্য করল । সে তাকে জানলার বাইরে তাকিয়ে দেখতে বলল । 


3. " I faced it making a pretence of studying the landscape . When and why did the person pretend ? What did he actually do instead of studying the landscape ? [ ব্যক্তিটি কখন কেন ভান করেছিল ? নৈসর্গিক দৃশ্য পর্যবেক্ষণের বদলে সে কী করছিল ? ] [ 4 + 2 ]
Ans:  The narrator in Ruskin Bond's story , ' The Eyes Have It ' , wanted to hide the fact that he was blind . For that he kept to a dark corner . He talked in such a way that nobody could guess about his blindness . But suddenly he asked his co - passenger , a girl , about the scenery outside the window . He thought that the girl would now easily discover his blindness . But she did not understand anything as she was also blind . She asked him to look out of the window . He faced the open window and pretended to study the landscape . He pretended because he did not want her to discover that he was blind and be pitied by her . • He heard the panting of the engine and the rumble of wheels . Though he could see nothing , his mind's eye provided him with the images of telegraph posts passing by quickly . Instead of studying the landscape he called on his memories .
রাস্কিন বন্ডের ‘ The Eyes Have It ' গল্পের কথক এই সত্য লুকোতে চাইতেন যে তিনি অন্ধ | তাই তিনি একটি অন্ধকার কোণে বসে থাকতে চাইছিলেন । তিনি এমনভাবে কথা বলছিলেন যাতে কেউ তার অন্ধত্বের ব্যাপারটা অনুমান করতে না পারে । কিন্তু হঠাৎ তিনি সহযাত্রী মেয়েটিকে জানালার বাইরের দৃশ্য সম্পর্কে জিজ্ঞাসা করে ফেলেন । তিনি ভাবলেন এবার মেয়েটি বোধ হয় তাঁর অন্ধত্বের ব্যাপারটা সহজেই বুঝে যাবে । কিন্তু মেয়েটি এটা বুঝতে পারেনি কারণ সে নিজেও অন্ধ ছিল । মেয়েটি তাঁকে জানালার বাইরে তাকাতে বলল | কথক খোলা জানালার দিকে মুখ বাড়িয়ে নৈসর্গিক দৃশ্য পর্যবেক্ষণের ভান করতে লাগলেন । তিনি এই ভান করেছিলেন কারণ তিনি যে অন্ধ তা মেয়েটি বুঝে যাক বা তাকে করণা করুক তিনি চাননি | তিনি ইঞ্জিনের ধকধকানি আর চাকার খটখটানি শুনতে পেলেন । যদিও তিনি কিছুই দেখতে পেলেন না , তার মনের চোখে অনেকগুলি দ্রুত অপস্রিয়মাণ টেলিগ্রাফ পোস্টের ছবি ভেসে উঠল | বাইরের দৃশ্য দেখার বদলে তিনি স্মৃতি রোমন্থন করলেন ।


4. " I answered quite confidently . " - Comment on the irony of the situation . [ পরিস্থিতিটির অন্তর্নিহিত পরিহাস সম্পর্কে মন্তব্য করো । ]
Ans: The narrator in Ruskin Bond's short story , ' The Eyes Have It , was trying hard to hide the fact that he was blind . He was very conscious about every aspect in doing so . He thought that he was sitting in a dark corner and he wanted to stay in that place . When he was asked to look outside , he pretended to study the landscape . The girl who boarded the train from Rohana was also blind . She thought that the man in front of her had good eyesight . So both of them mutually ( মিউচুয়ালি ) continued the guessing game . The girl asked him whether he found any animals in the forests . The narrator , although blind , confidently answered that he did not see any animals . The scene is humorous and ironical . At the end of the story it is disclosed ( ডিক্লোজড ) that the girl was blind .
রাস্কিন বন্ডের ‘ The Eyes Have It ' গল্পের কথক যে অন্ধ সে সত্যটা লুকোতে তিনি যথাসাধ্য চেষ্টা করছিলেন । এটা করার জন্য তিনি প্রতিটি ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন । তিনি ভেবেছিলেন তিনি একটি অন্ধকার কোণে বসে আছেন এবং সেখানেই বসে থাকতে চেয়েছিলেন । যখন তাকে বাইরে তাকাতে বলা হল তিনি নৈসর্গিক দৃশ্য দেখার ভান করলেন | রোহানায় যে মেয়েটি উঠেছিল সেও অন্ধ ছিল । মেয়েটি ভেবেছিল তার সামনে বসে থাকা ব্যক্তিটির দৃষ্টিশক্তি ভালো । সুতরাং , তারা দুজনেই অনুমানের খেলাটা একসাথে চালিয়ে গিয়েছিল । মেয়েটি তাকে জিজ্ঞাসা করেছিল তিনি বনে কোনো জন্তু দেখতে পাচ্ছেন কি না । কথক , অন্ধ হওয়া সত্ত্বেও প্রত্যয়ের সঙ্গে উত্তরে জানান যে তিনি কোনো জন্তু দেখেননি । দৃশ্যটি হাস্যরসাত্মক এবং পরিহাসময় । গল্পের শেষে এসে প্রকাশিত হয় যে মেয়েটি অন্ধ ছিল । 


5. What is the relevance of the title , ' The Eyes Have It ' ? [ ' The Eyes Have It ' গল্পের শিরোনামের সার্থকতা কী ? ]
Or , Discuss the significance of the title , ' The Eyes Have It '  [ ' The Eyes Have It ' গল্পের নামকরণের তাৎপর্য আলোচনা করো । ]
Or , Justify the title ' The Eyes Have It ' . [ ' The Eyes Have  It ' নামকরণের যথার্থতা বিচার করো ]
Or , Justify the significance of the title of the prose piece ' The Eyes Have It ' . [ ' The Eyes Have It ' তাৎপর্য বিচার করো । ]

Ans: Ruskin Bond's ' The Eyes Have It ' tells a moving tale of the blind . The narrator is a blind man . His eyes are sensitive to light and darkness only . In the train compartment , he meets a girl and enjoys her company . Considering her to be quite normal , he tries to conceal his blindness in every possible way . He even praises the girl's face and gives an account of the lovely scenic beauty of Mussoorie . It is interesting that after the girl's departure  the narrator discovers that the girl too is blind . In the story whatever the narrator sees , he sees through his mind's eye and his heart . The story ends with the realisation that if the eyes are blind , one must look into the heart . The title ' The Eyes Have It ' aptly portrays the experience of a journey called life , both within and without . The successful blend of the metaphors of sight and blindness makes the title a justified one .
[ রাস্কিন বন্ডের ‘ The Eyes Have It ' গল্পটি অন্ধদের জীবনেরএকটি মর্মস্পর্শী কাহিনি শোনায় | কথক একজন অন্ধ লোক । তার চোখে শুধু আলো আঁধারের অনুভূতি জাগে | ট্রেনে তাঁর সঙ্গে একটি মেয়ের দেখা হয় । কথক তার সাহচর্য উপভোগ করেন । মেয়েটিকে সম্পূর্ণ স্বাভাবিক ভেবে নিয়ে তিনি সর্বতোভাবে মেয়েটির কাছে তাঁর অন্ধত্বকে লুকোনোর চেষ্টা করেন । এমনকি তিনি মেয়েটির মুখশ্রীর প্রশংসা করেন এবং মুসৌরির চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ দেন । এটা লক্ষণীয় সে মেয়েটি নেমে যাবার পরই কথক আবিষ্কার করেন যে মেয়েটিও অন্ধ । গল্পটিতে কথক যা কিছু দেখছেন তিনি দেখছেন তার মনের চোখ দিয়ে । গল্পটি শেষ হয় , এই উপলব্ধি দিয়ে যে অন্ধ হলেও হৃদয় দিয়ে কিছু দেখা উচিত । ' The Eyes Have It ' একটি যাত্রাপথের ভিতরের ও বাইরের অনুভূতির কথা যথাযথভাবে তুলে ধরে , যে যাত্রাপথের নাম জীবন | দৃষ্টি ও দৃষ্টিহীনতার উপমা অলংকারের এই সফল মিশ্রণ গল্পের নামকরণকে সার্থক করে তুলেছে । ]



6. Bring out the use of irony in the story , ' The Eyes Have It [ ' The Eyes Have It ' গল্পে পরিহাসের ব্যবহার সম্পর্কে আলোচনা করো । ]
Or , Comment on the use of irony in ' The Eyes Have It ' . [ ' The Eyes Have It ' গল্পে পরিহাসের ব্যবহার সম্পর্কে মন্তব্য করো । ]

Ans: The story is an example of situational irony . Here , the situation presented displays the opposition of reality and appearance ( অ্যাপিয়ারেন্স ) . Ruskin Bond's ' The Eyes Have It ' is ironical right from the beginning . Here are some examples- ( i ) Although the girl's mother advised her to avoid talking to strangers , still she had a conversation with the unknown narrator . ( ii ) The narrator considered the girl to be sighted but actually she was also blind which comes as a twist at the end . ( iii ) The narrator gave a fine description of Mussoorie inspite of his blindness . This made the girl believe that the narrator was sighted . ( iv ) The title is ironical since we see everything through a narrator whose eyes do not function .
[ গল্পটি পরিস্থিতির পরিহাসের একটি উদাহরণ | এখানে যে পরিস্থিতি তুলে ধরা হয়েছে তা বাহ্যিক রূপের সঙ্গে বাস্তবতার দ্বন্দ্ব প্রকাশ করে । রাস্কিন বন্ডের ' The Eyes Have It ' শুরু থেকেই পরিহাসে পূর্ণ | কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে— ( i ) মেয়েটির মা তাকে অপরিচিত লোকের সঙ্গে কথাবার্তা বলতে বারণ করলেও মেয়েটি JURD অজানা কথকের সঙ্গে কথা বলে । ( ii ) কথক মেয়েটিকে দৃষ্টিশক্তিসম্পন্ন মনে করেন কিন্তু মেয়েটিও আসলে অন্ধ , যা কিনা একটি মোচড়ে গল্পের একদম শেষে প্রকাশ পায় । ( iii ) যদিও অন্ধ , কথক মুসৌরির চমৎকার বর্ণনা দিচ্ছেন । এটাই মেয়েটিকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে কথক দৃষ্টিশক্তিসম্পন্ন । ( iv ) গল্পের শিরোনামটিও পরিহাসে ভরা কেন - না আমরা সব কিছু দেখি এক কথকের চোখ দিয়ে যার চোখে দৃষ্টি নেই


7. Briefly discuss the character of the narrator . [ কথকের চরিত্রটি নিয়ে সংক্ষেপে আলোচনা করো ।
Ans . The narrator in Ruskin Bond's ' The Eyes Have It ' can be observed from different perspectives ( পারস্পেকটিভস্ ) . He is very anxious about concealing his identify as a blind man . He is a lonely person . But he tries to avoid unwanted sympathy . He is nostalgic about his earlier days and romantic about the beauty of nature . He is gallant enough to praise the unknown girl . He is fascinated by the girl's sparkling voice . He feels almost infatuated ( ইনফ্যাচুয়েটেড ) . He likes the perfumed hair of the girl and wants to touch it . But on the other hand , mere thought of laughter makes him troubled and lonely . That does not mean that he lacks a sense of humour . He takes the new fellow traveller's suggestive remark in the right spirit . The presence of antithetical ( অ্যান্টিথেটিকাল ) qualities in his character and the psychological undercurrent , makes the narrator a uniquely ( ইউনিকলি ) romantic and lovable ( লাভে ) character .
[ রাস্কিন বন্ডের ' The Eyes Have It'- এর কথককে বিভিন্ন দিক - দিয়ে বিচার করা যায় । তিনি নিজের অন্ধত্বকে অন্যের কাছ থেকে । লুকিয়ে রাখার ব্যাপারে অত্যন্ত উৎকণ্ঠিত । তিনি একজন নিঃসঙ্গ মানুষ | কিন্তু তিনি অযাচিত অনুকম্পা এড়িয়ে চলতে চান | তিনি তাঁর চলে যাওয়া দিনগুলি সম্পর্কে নস্টালজিক আর প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে রোমান্টিক | অচেনা একটি মেয়ের প্রশংসা করার সময় তিনি যথেষ্ট সাহসী | মেয়েটির প্রাণময় কণ্ঠস্বরে তিনি মুগ্ধ । তিনি মেয়েটির প্রতি মোহাবিষ্ট হয়ে পড়েন । তিনি ভালোলাগা থেকে মেয়েটির সুগন্ধি চুল ছুঁয়ে দেখতে চান । কিন্তু অন্যদিকে হাসির কথা ভাবলেই তাঁর ভেতর দুশ্চিন্তা আর একাকিত্ব আসে । তার মানে এই নয় যে তার ভেতর রসবোধের অভাব আছে । তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই তাঁর নতুন সহযাত্রীর ইঙ্গিতপূর্ণ বক্তব্যটি গ্রহণ করেন । চরিত্রে বিপরীতমুখী গুণাবলির উপস্থিতি ও মনস্তত্বের চোরাস্রোত কথককে একজন অনন্যভাবে রোমান্টিক ও প্রিয় চরিত্র বানিয়ে তোলে । ]


8. Briefly discuss the character of the girl in ' The Eyes Have It ' [ ' The Eyes Have It ' গল্পের মেয়েটির চরিত্র সংক্ষেপে আলোচনা করো ]
Ans: The girl who joined the narrator at Rohana in Ruskin Bond's short story ' The Eyes Have It ' is an interesting girl . Like the narrator , she also tried to hide her blindness . Though she was advised by her parents not to talk with any unknown passenger , she happily engaged herself in a discourse with the narrator . She frankly revealed her love for Mussoorie , she acknowledged the narrator's compliment with a clear , ringing laugh . She was cordial  throughout the conversation . She claimed no sympathy as a blind girl . It seems that she was also fond of the guessing game .Her sweet , sensitive presence in the story makes her an interesting and lovable character . At the end of the story she remains a partially explored ( এক্সপ্লোরড্‌ ) mystery ( মিসট্রি ) .
[ রাস্কিন বন্ডের ‘ The Eyes Have It ' ছোটোগল্পের কথকের সহযাত্রী হিসেবে যে রোহানায় যোগ দিয়েছিল সেই মেয়েটি আকর্ষণীয় | কথকের মতো সেও তার অন্ধত্বের কথা লুকোতে চেষ্টা করে । যদিও তাকে অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলতে বারণ করা হয়েছিল , সে আনন্দের সঙ্গেই কথকের সাথে খোশগল্পে মেতে ওঠে । সে খোলামনে মুসৌরির প্রতি তার ভালোবাসা ব্যক্ত করে | সাবলীল , প্রাণখোলা হাসির সঙ্গে সে কথকের দেওয়া প্রশংসা গ্রহণ করে । কথোপকথনের পুরোটা জুড়েই সে আন্তরিক | অন্ধ হিসেবে সে কোনো সহানুভূতি দাবি করে না | সেও অনুমানের খেলা পছন্দ করে । গল্পে তার সুমিষ্ট আর অনুভূতিপ্রবণ উপস্থিতি তাকে চিত্তাকর্ষক আর প্রিয় চরিত্র করে তুলেছে । গল্পের শেষে সে একজন আংশিকভাবে উন্মোচিত রহস্যই রয়ে যায় । ] 




No comments:

Post a Comment