The Eyes Have It
Birth
October 31, 1795 at Finsbury in London
Parents
Father, Thomas Keats and mother, Frances Jennings Keats
Education
1803-10 : At the school in England of Reverend John Clarke, father of Charles Cowden Clarke; 1810 : Apprenticed to Thomas Hammond, a surgeon of Edmonton; 1815 : Left Hammond and started studying at St. Thomas's and Guy's Hospital
Marriage
Became engaged to Fanny Brawne in 1819
Career
John Keats was a noted poet of the English Romantic Movement. He belonged to the second generation of Romantic poets who came after Coleridge and Wordsworth. He is known for his vivid imagery which are noted for their sensuous appeal. Some of his famous works are Ode to a Nightingale, Hyperion and Isabella.
The argument put forward by Keats in this poem is that, the natural music of the earth never ceases to play through the cycle of seasons. The poem is a sonnet in which the song of the Grasshopper is embodied in the octave and that of the cricket is portrayed in the sestet.
Illness
Commencement of fatal illness in 1820
Death
February 23, 1821 in Rome
❐ Substance of the Poem:
The earth is never silent . The song of the earth continues for ever . In summer , the hot sun makes the birds tired . As a result the usually chirpy ( চারপি ) and active birds have taken shelter ( শেল্টার ) in shadowy ( শ্যাডোয়ি ) trees and stopped singing . This could make the countryside quiet and silent . But still one hears a song in Nature . It runs from hedge to hedge ( হেজ টু হেজ ) in the meadow ( মেডো ) . This is the song of the ever active Grasshopper that chirps away merrily ( মেরিলি ) in the hedges . He takes the lead in summer joy . Undisturbed by the heat , his song expresses immense joy . Whenever he is tired , he rests beneath ( বিনীথ ) some pleasant weed ( উঁইড ) . Thus the Grasshopper , the poet of summer , keeps the poetry of earth alive in its own way . The poetry of earth never ceases in winter too . Silence prevails everywhere in the winter evening . In such a quietness ( কোয়ায়েটনেস ) , the song of a little Cricket runs from behind the fireplace . Its song brings warmth ( ওয়ার্মথ ) and joy to the earth . It triumphs ( ট্রায়ামফ্স্ ) over the silence produced by the winter frost ( ফ্রস্ট ) . To a person sitting half asleep ( হাফ অ্যাস্লীপ ) near the fire , the chirping of the Cricket seems to be a continuation of the Grasshopper's song among some grassy hills ( গ্রাসি হিলস্ ) .
❐ কবিতাটির সারাংশ:
বিশ্ব কখনও নীরব থাকে না । পৃথিবীর গান চিরকাল ধরে চলতে থাকে । গ্রীষ্মে উত্তপ্ত সূর্য পাখিদের ক্লান্ত করে । তার ফলে সাধারণত কিচির মিচির করা সক্রিয় পাখিগুলো ছায়াভরা গাছে আশ্রয় নেয় এবং গান গাওয়া বন্ধ করে দেয় । এই স্তব্ধতা পল্লি অঞ্চলকে শান্ত ও নীরব করতে পারত । কিন্তু তাও প্রকৃতিতে গান শোনা যায় । মাঠের ঝোপঝাড়ে সে গান ছড়িয়ে পড়ে । এটি হল সদা - সক্রিয় ঘাসফড়িঙের গান যে ঝোপের ভিতর আনন্দে একটানা ডেকে চলে । গ্রীষ্মের আনন্দে সে - ই মুখ্য ভূমিকা পালন করে | তাপে অবিচলিত থেকে তার গান দারুণ আনন্দ প্রকাশ করে | যখনই ক্লান্ত হয়ে পড়ে , সে আরামদায়ক আগাছার নীচে বিশ্রাম নেয় । এইভাবে , ঘাসফড়িং , গ্রীষ্মের কবি , নিজের মতো করে প্রকৃতির কবিতাকে বাঁচিয়ে রাখে । শীতেও পৃথিবীর কবিতা কখনও বন্ধ হয় না । শীতের সন্ধ্যায় সর্বত্র নীরবতা বিরাজ করে । এরকম শান্ত পরিবেশে ছোট্ট ঝিঁঝির গান প্রবাহিত হয় ঘর গরম রাখার চুল্লির পিছন থেকে । এর গান পৃথিবীতে নিয়ে আসে উত্তাপ আর আনন্দ | শীতে তুষারসৃষ্ট নীরবতাকে হারিয়ে দেয় এই গান | আগুনের কাছে বসে থাকা আধোঘুমে আচ্ছন্ন একজন ব্যক্তির কাছে এই ঝিঝির ডাক যেন মনে হয় ঘাসে - ভরা পাহাড়ের মধ্যে থেকে ভেসে আসা ঘাসফড়িঙের গানের ধারাবাহিকতা ।
❐ Central Idea of the Poem:
Nature is full of music . Though the season changes , the music and poetry of earth never perish ( পেরিশ ) . Neither the hot sun of summer nor the frosty ( ফ্রস্টি ) atmosphere of winter can affect the continuity ( কন্টিনিউটি ) of the music of nature . Chirping of the Grasshopper fills the void ( ভয়েড ) when all the song - birds are exhausted ( এগজস্টেড ) by the heat of the sun . In winter , the little Cricket's song triumphs over the silence produced by the winter frost . Thus the whole poem shows the continuity of the music of nature . The poem appreciates the never ending music of nature and justifies ( জাস্টিফায়েজ ) the idea that the poetry of earth is never dead .
❐ কবিতাটির কেন্দ্রীয় ভাব:
প্রকৃতি সংগীতে পূর্ণ | যদিও ঋতু বদলায় , প্রকৃতির গীত ও কাব্যের কখনও লয় হয় না । প্রকৃতির সংগীতের নিরবচ্ছিন্নতাকে গ্রীষ্মের তপ্ত সূর্য কিংবা শীতের হিমশীতল আবহাওয়া প্রভাবিত করতে পারে না । যখন গায়ক পাখিরা সূর্যের তাপে ক্লান্ত হয়ে পড়ে তখন ঘাসফড়িঙের ডাক সেই শূন্যতাকে পূর্ণ করে । শীতকালে ছোট্ট ঝিঁঝির গান শীতের তুষার দ্বারা সৃষ্ট নীরবতাকে হারিয়ে দেয় । এভাবে সমগ্র কবিতাটি প্রকৃতিতে সংগীতের ধারাবাহিকতাকে তুলে ধরে | এই কবিতা প্রকৃতির অফুরন্ত সংগীতের সমাদর করে এবং পৃথিবীর কবিতা যে কখনও লুপ্ত হয় না , এই ধারণাকে সমর্থন করে ।
❐ Introduction to the Poem:
Date of Composition : Keats ' poem , " The Poetry of Earth ' , was composed on December 30 , 1816 . Occasion of the Poem : The poem is the outcome of a competition between John Keats and his friend , Leigh Hunt . Leigh Hunt proposed the theme and invited Keats to compose a poem on the given theme . Keats readily accepted the challenge . He composed ( কম্পোজড্ ) this poem and won the competition . At that time Keats was engaged in experimentation ( ORENCON ) with the sonnet - form . Looking at the first line of the poem , Leigh Hunt was highly moved . He exclaimed , " Such a prosperous ( প্রসপারাস ) opening ! ” In the opinion of Leigh Hunt , it was a perfect poem . Keats also appreciated ( অ্যাপ্রিশিয়েটেড ) his friend's poem on the same subject . Theme : The opening line clearly states the theme of the poem . Through this poem Keats speaks of the never - ending music of the earth . Nature is full of songs and music . This music flows continuously . It never comes to an end . While song - birds stop singing and take rest in summer , the Grasshopper ( গ্রাসহপার ) produces the song of the earth . Similarly , in winter , the Cricket breaks the silence and sings out . Thus , the poetry of the earth never ceases . Form : " The Poetry of Earth ' is a Petrarchan sonnet . It is divided into two parts , the octave and the sestet . The rhyme scheme is abba abba cde cde .
❐ কবিতা পরিচিতি:
রচনাকাল : কবি কীসের ' The Poetry of Earth ' ( পৃথিবীর কবিতা ) কবিতাটি ১৮১৬ খ্রিস্টাব্দের ৩০ ডিসেম্বর লেখা | প্রেক্ষাপট : এই কবিতাটি জন কীট্স ও তাঁর বন্ধু লে হান্টের মধ্যে প্রতিযোগিতার ফলশ্রুতি । লে হান্ট বিষয়বস্তুর অবতারণা করেন এবং কাঁট্সকে প্রদত্ত বিষয়টি অবলম্বন করে কবিতা লেখার আমন্ত্রণ জানান | কীট্স সঙ্গে সঙ্গে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন । তিনি এই কবিতাটি লেখেন এবং প্রতিযোগিতায় জয়লাভ করেন । সেই সময় কীট্স সনেট নিয়ে পরীক্ষানিরীক্ষা করছিলেন । কবিতাটির প্রথম পত্তিটি দেখেই লে হান্ট ভীষণভাবে যুগ্ধ হন । তিনি বিস্ময়ে বলে ওঠেন , “ এমন সার্থক সূচনা ! ” লে হান্টের মতে এটি একটি নিখুঁত কবিতা । কীট্সও একই বিষয়ে রচিত তাঁর বন্ধুর কবিতার প্রশংসা করেন । বিষয়বস্তু : প্রথম পঙ্ক্তিটিই সমগ্র কবিতার মূল বিষয়বস্তুকে স্পষ্টভাবে তুলে ধরে | এই কবিতার মাধ্যমে কীট্স পৃথিবীর অন্তহীন সংগীতের কথা বলেন । প্রকৃতি সংগীত ও সুরে পরিপূর্ণ । এই সংগীত অবিরাম ধারায় প্রবাহিত হচ্ছে । তা কখনও শেষ হয় না । গ্রীষ্মে যখন গায়ক - পাখিরা গান বন্ধ করে বিশ্রাম নেয় , ঘাসফড়িং তখন পৃথিবীর সংগীত পরিবেশন করে । একইভাবে , গাঁতে ঝিঁঝি নীরবতা ভঙ্গ করে গেয়ে ওঠে । এভাবেই পৃথিবীর গান কখনও থামে না । গঠনরীতি : ' The Poetry of Earth ' কবিতাটি একটি পেত্রার্কীয় সনেট । এটি অষ্টক ও ষটক — এই দুইভাগে বিভক্ত । এর ছন্দ - বিন্যাস হল— abba abba cde cdel
The Poetry Of Earth
The poetry of earth is never dead:
When all the birds are faint with the hot sun,
And hide in cooling trees, a voice will run
From hedge to hedge about the new-mown mead:
That is the Grasshopper' - he takes the lead
In summer luxury, - he has never done
With his delights; for when tired out with fun
He rests at ease beneath some pleasant
weed.
The poetry of earth is ceasing never:
On a lone winter evening, when the frost
Has wrought a silence, from the stove there shrills
The Cricket's song, in warmth increasing ever,
And seems to one in drowsiness half lost,
The Grasshopper's among some grassy hills.
QUESTIONS & ANSWERS
MCQ Type............................................... Mark 1
1.The birds hide in
A. shade of trees
B. cold trees
C. shadow of trees
D. cooling trees
2.The Grasshopper is associated with the season
A. winter
B. autumn
C. spring
D. summer
3.The Grasshopper sings
A. from hedge to hedge
B. hiding in cooling trees
C. in the forest
D. in a hut -.
4.The hot sun makes all the birds
A. sing in joy
B. fly away to a distant land
C. faint
D. gay
5.The sonnet 'The Poetry of Earth' is also known as
A. Summer and Winter
B. On the Grasshopper and the Cricket
C. Nature
D. Songs of Nature .
6.The Grasshopper takes the lead in
A. summer luxury
B. autumn luxury
C. winter luxury
D. spring luxury Cun .
7.Being tired, the Grasshopper rests beneath some
A. pleasant weed
B. pleasant tree
C. bare weed
D. bare tree
8.When birds stop singing on a hot summer day, we hear the 19 song of a/an
A. Cricket
B. frog
C. Grasshopper
D. owl
9. Expressions like 'hot sun' and 'cooling trees' suggest that the season is
A. winter
B. autumn
C. spring
D. summer
10.In the heat of summer, the Grasshopper moves about
A. joyfully
B. indifferently -
C. sorrowfully
D. reluctantly
11.The rhyme-scheme of the octave of the sonnet, 'The Poetry of Earth' is
A. abab abab
B. abab cd cd
C. abba abba
D. abba cddc
12. The Grasshopper is happy in
A. winter
B. summer
C. autumn
D. spring
13. Which of the following is a thematic line?
A. The poetry of earth is never dead
B. That is the Grasshopper-he takes the lead
C. He rests at ease beneath some pleasant weed
D. And seems to one in drowsiness half lost
14. What is the opening line of the sonnet The Poetry of Earth
A. The poetry of earth is ceasing never
B.When all the birds are faint with the hot sun
C. The poetry of earth is never dead
D. He rests at ease beneath some pleasant weed
15. "The poetry of earth is never dead"-What does the wort 'poetry' refer to?
A. songs and music of nature
B. poetic composition of Keats
C. songs of birds
D. murmur and other sounds
16. All the birds are faint because of
A. hot sun
B. coldness
C. excessive sound
D. cooling trees
17. The voice of the Grasshopper will run from
A. the stove
B. the cooling trees
C. hedge to hedge about the new-mown mead
D. some pleasant trees
18. "That is the Grasshopper"-Here 'that' refers to the
A. beauty of the Grasshopper
B. the colour of the Grasshopper
C. the voice of the Grasshopper
D. the movement of the Grasshopper
19. a voice will run"-Whose voice is this?
A. the voice of the song-birds
B. the voice of the Cricket
C. the voice of the poet
D. the voice of the Grasshopper
20. "... he takes the lead"-Who is 'he'?/Here 'he' refers
A. Grasshopper
B. Cricket
C. song-bird
D. the poet charl
21.Who 'has never done/With his delights' in The Poetry Earth'?
A. the Cricket
B. the poet
C. a song-bird
D. the Grasshopper
22. The Grasshopper is associated with the season-
A) autumn
B) winter
C) spring
D) summer
23. All birds faint because of -
A) coldness
B) hot sun
C) cooling trees
D) excessive sounds
24. The birds hide in -
A) shade of trees
B) shadow of trees
C) cold trees
D) cooling trees
25. What has the frost wrought?
A) a solitary wood
B) a jocund bent of mind
C) a dark night
D) silence
26. "... he takes the lead" - who is 'he' ?
A) the summer
C) the Grasshopper
C) the cricket
D) the poet
SAQ Type..................................Mark1
1.Which insect carries the song of summer in Keats ' ' The Poetry of Earth ' ? [ কাঁটসের ' The Poetry of Earth ' কবিতায় গ্রীষ্মের সংগীত বহন করে কোন্ পতঙ্গ ? ]
Ans: In Keats ' ' The Poetry of Earth ' the Grasshopper carries the song of summer . [ কীসের ' The Poetry of Earth ' কবিতায় ঘাসফড়িং গ্রীষ্মের গান বহন করে ।
2.What does the poet mean by ' The poetry of earth is never dead ' ? [ ' The poetry of earth is never dead ' বলতে কবি কী বুঝিয়েছেন ? ]
And: By the statement , ' The poetry of earth is never dead , Keats means that the music of nature never stops . [ ' The poetry of earth is never dead ' বলতে কবি কীট্স বুঝিয়েছেন যে প্রকৃতির গান কখনও থেমে যায় না । ]
3. How does the hot sun affect all the birds in Keats ' sonnet , ' The Poetry of Earth ' ? [ কীসের ' The Poetry of Earth'- এ সূর্যের উত্তাপ সকল পাখিকে কীভাবে প্রভাবিত করে ? ]
Ans: In Keats ' sonnet , ' The Poetry of Earth ' the hot sun makes all the birds tired and exhausted ইগজস্টেড ) . [ কীসের সনেট ' The Poetry of Earth'- এ সূর্যের উত্তাপ পাখিদের ক্লান্ত ও অবসন্ন করে । ]
4.why do all the birds faint in Keat's ' sonnet , ' The Poetry of Earth ' ? [ কীট্সের সনেট ' The Poetry of Earth'- এ পাখিরা মূর্ছা যায় কেন ? ]
Ans: In Keats ' sonnet , ' The Poetry of Earth ' all the birds faint because of the scorching heat of the sun . [ কীট্সের সনেট ' The Poetry of Earth ' এ সূর্যের কাঠফাটা গরমে পাখিরা মূর্ছা যায় |
5. Where do all the birds hide in Keats ' sonnet , ' The Poetry of Earth ' ? [ কীসের সনেট ' The Poetry of Earth'- এ সব পাখি কোথায় আশ্রয় নেয় ? ]
Ans: In Keats ' sonnet , The Poetry of Earth ' all the birds hide in the cooling shade of the trees . [ কীসের সনেট ' The Poetry of Earth'- এ সব পাখি গাছের শীতল ছায়ায় আশ্রয় নেয় । ]
6.a voice will run . " - Whose voice is referred to here ? [ এখানে কার কণ্ঠস্বরের কথা বলা হয়েছে ? ]
Ans: The voice of the Grasshopper is referred to here . [ এখানে ঘাসফড়িঙের কণ্ঠস্বরের কথা বলা হয়েছে ||
7.Who takes the lead in summer luxury ' ? [ কে গ্রীষ্ম বিলাসে মুখ্য ভূমিকা নেয় ? ]
Ans: The Grasshopper takes the lead in summer luxury in Keats ' sonnet , The Poetry of Earth : [ কীসের সনেট ' The Poetry of Earth'- এ ঘাসফড়িং গ্রীষ্মবিলাসে মুখ্য ভূমিকা নেয় । ]
8.Who is never done with his delights in Keats ' sonnet , ' The Poetry of Earth ' ? [ কীসের ' The Poetry of Earth ' সনেটে কার আনন্দ শেষ হয় না ? ]
Or
Who has never done / With his delights ' ? [ কার আনন্দ শেষ হয় না ? ]
Ans: The Grasshopper has never done with his delights ( ডিলাইটস্ ) in Keats ' sonnet , ' The Poetry of Earth . [ কীসের সনেট ' The Poetry of Earth'- এ ঘাসফড়িঙের আনন্দ শেষ হয় না । ]
9.Where does the Grasshopper rest when it tires out with fun in Keats ' sonnet , The Poetry of Earth ' ? [ কীসের সনেট ' The Poetry of Earth'- এ আনন্দে ক্লান্ত ঘাসফড়িং কোথায় বিশ্রাম নেয় ? ]
Or , Where does the Grasshopper rest at ease in summer ? [ গ্রীষ্মকালে ঘাসফড়িং আরাম করে কোথায় বিশ্রাম নেয় ? ]
Ans: In Keats ' sonnet , ' The Poetry of Earth ' the Grasshopper rests beneath some pleasant weed when it tires out with fun . [ কীসের সনেট ' The Poetry of Earth'- এ ঘাসফড়িং আনন্দে ক্লান্ত হয়ে মনোরম আগাছার নীচে বিশ্রাম নেয় । ]
10.What does the poet mean by ' he has never done / With his delights ' ? [ ‘ He has never done / With his delights ' বলতে কবি কী বুঝিয়েছেন ? ]
Ans: By the statement , ' he has never done / With his delights , the poet means that the immense joy the Grasshopper gets from chirping merrily , would never come to an end . [ ' He has never done / With his delights ' বলতে কবি বুঝিয়েছেন যে ঘাসফড়িং নিজের গানের ভিতরে যে প্রভূত আনন্দ লাভ করে তা কখনও শেষ হয় না । ]
11. Where will the voice of the Grasshopper run when all the birds retire to rest in Keats ' sonnet , ' The Poetry of Earth ' ? [ কীসের সনেট ‘ The Poetry of Earth'- এ সব পাখি যখন বিশ্রাম নেয় , তখন কোথায় ঘাসফড়িঙের কণ্ঠস্বর ছড়িয়ে পড়ে ? ]
Or , Where can the Grasshopper's voice be heard ?
Ans: In Keats ' sonnet , ' The Poetry of Earth ' the voice of the Grasshopper will run from hedge to hedge about thenew mown mead . [ কীসের ' The Poetry of Earth ' সনেটে সদ্য ঘাসকাটা চারণভূমির ঝোপঝাড়ে ঘাসফড়িঙের কন্ঠস্বর ছড়িয়ে পড়ে । ]
12. Where was the Grasshopper seen in Summer ? [ ঘাসফড়িংকে গ্রীষ্মকালে কোথায় দেখা যায় ? ]
Ans: In summer , the Grasshopper was seen in the hedges of new mown mead . [ গ্রীষ্মকালে ঘাসফড়িংকে সদ্য ঘাসকাটা চারপভূমির ঝোপঝাড়ে দেখা যায় ।
13. Why do the birds hide in cooling trees ? [ পাখিরা কেন গাছের শীতল ছায়ায় লুকিয়ে পড়ে ? ]
Ans: The birds hide in cooling trees because they are exhausted by the scorching heat of the summer , and so they want to take rest [ পাখিরা গাছের শীতল ছায়ায় আশ্রর নেয় কারণ গ্রীষ্মের প্রখর তাপে তারা ক্লান্ত হয়ে পড়ে এবং তাই একটু বিশ্রাম নিতে চায় । ]
14. What does Keats present as the music of summer in the poem , ' The Poetry of Earth ' ? [ ' The Poetry of Earth ' কবিতার কার গানকে গ্রীষ্মের সংগীত হিসেবে কীট্স উপস্থাপন করেন ? ]
Ans: In the poem , ' The Poetry of Earth , Keats presents the voice of the Grasshopper as the music of summer . [ ' The Poetry of Earth ' কবিতায় কীট্স ঘাসফড়িঙের গানকে গ্রীষ্মের সংগীত হিসেবে উপস্থাপন করেন । ]
15.What does Keats present in the octave of the poem , ' The Poetry of Earth ' ? [ ' The Poetry of Earth ' কবিতার অষ্টকে কবি কীট্স কী উপস্থাপন করেন ? ]
Ans: In the octave of the poem , ' The Poetry of Earth ' , Keats presents the voice of the Grasshopper as the music of summer . [ ' The Poetry of Earth ' কবিতার অষ্টকে কীট্স ঘাস ফড়িঙের গানকে গ্রীষ্মের সংগীত হিসেবে উপস্থাপন করেন ।
16. Where does the Grasshopper rest at ease in summer ? [ ঘাসফড়িং গ্রীষ্মে কোথায় আরামে বিশ্রাম নেয় ? ]
Ans: In summer the Grasshopper rests at ease beneath some pleasant weed . [ গ্রীষ্মে ঘাসফড়িং চমৎকার আগাছার নীচে আরামে বিশ্রাম নেয় । ]
17.Which word and expressions convey the feeling of summer in ' The Poetry of Earth ' ? [ The Poetry of Earth ' কবিতায় কোন্ কোন্ শব্দ এবং অভিব্যক্তিগুলি গ্রীষ্মের অনুভব প্রকাশ করে ? ]
Ans: Words and expressions such as birds , faint ' , ' hot sun ' cooling trees , ' summer luxury ' , ' tired ' etc. convey the feeling of summer . [ ' Birds , faint , hot sun , ' cooling trees , ‘ summer luxury ' ইত্যাদি শব্দ এবং অভিব্যক্তিগুলি গ্রীষ্মের অনুভবকে প্রকাশ করে ।
18.Why , according to the poet , the Grasshopper takes the lead in summer ? [ কবির মতে কেন ঘাসফড়িং গ্রীষ্মে নেতৃত্ব দেয় ? ]
Ans: " The Grasshopper takes the lead because the birds , faint with the hot sun , takes rest in cooling trees . [ ঘাসফড়িং নেতৃত্ব দেয় কারণ পাখিরা প্রখর রোদ্দুরে ক্লান্ত হয়ে গাছের শীতল ছায়ায় বিশ্রাম নেয় | ]
19.What does the poet mean by the poetry of earth ' ? [ কবি ‘ the poetry of earth ' বলতে কী বুঝিয়েছেন ? ]
Ans: By ' the poetry of earth ' the poet means the music of nature . [ কবি ‘ the poetry of earth ' বলতে প্রকৃতির গানকে বুঝিয়েছেন । ]
20.When does Grasshopper take lead ? [ কখন ঘাসফড়িং নেতৃত্ব দেয় ? ]
Ans: When the birds retire to cooling trees and stop singing , the Grasshopper takes the lead . [ যখন পাখিরা গাছের শীতল ছায়ায় আশ্রয় নিয়ে গান বন্ধ করে দেয় তখন ঘাসফড়িং নেতৃত্ব দেয় । ]
No comments:
Post a Comment