Three Questions (S.A.Q and L.A.Q) Questions and Answers Summary with Bengoli meaning | Class 12th English Question And Answer (WBCHSE) - Psycho Principal

Fresh Topics

Friday, 17 January 2025

Three Questions (S.A.Q and L.A.Q) Questions and Answers Summary with Bengoli meaning | Class 12th English Question And Answer (WBCHSE)

 

Three Questions
Leo Tolstoy





The Proposal


About The Author;

Full name
Lev Nikolayevich Tolstoy
Birth
September 9, 1828
Place of birth
Tula Province, Russia
Education
University of Kazan
Profession
Soldier, Author
Autobiographical works
'Childhood', 'Boyhood', 'Youth' (1852-56)
Important novels
War and Peace', 'Anna Karenina', "The Death of Ivan Ilych', 'Family Happiness', 'Hadji Murad'
Awards
Yochovich Award, Bosnica Award, Russia
Death
November 20, 1910
Place of death
Astapovo, Russia

Estimate as a Writer
Tolstoy is considered to be the greatest novelist of all time . He is great because he lets his characters grow and change . His world is large , and his characters have their own life . He gives his readers more than enough information and still leaves space for the readers ' imagination . Surprisingly , he makes us trust what he tells us . His short stories are like the stories out of scriptures . They have a powerful moral lesson . As an artist , Tolstoy had an intense passion for humanity . He believed that the aim of life is the happiness of others .


❐ লেখক হিসেবে মূল্যায়ন:
তলস্তয়কে সর্বকালের সেরা ঔপন্যাসিক হিসেবে বিবেচনা করা হয় । তিনি মহান কারণ তিনি তাঁর চরিত্রগুলিকে বেড়ে উঠতে এবং পরিবর্তিত হতে দেন । তাঁর জগৎটা বিশাল এবং তার চরিত্রগুলির নিজস্ব জীবন আছে | তিনি পাঠকদের যথেষ্ট তথ্য দেন এবং এরপরও পাঠকের কল্পনার জন্য অবকাশ রাখেন | আশ্চর্যজনকভাবে তিনি যা বলেন তা আমাদের বিশ্বাস করতে বাধ্য করেন । তাঁর ছোটোগল্পগুলি যেন ধর্মগ্রন্থ থেকে নেওয়া সব গল্প । এই গল্পগুলির জোরালো নৈতিক শিক্ষা রয়েছে | শিল্পী হিসেবে মানবতার প্রতি তলস্তয়ের গভীর ভালোবাসা ছিল । তিনি বিশ্বাস করতেন জীবনের উদ্দেশ্য হল অন্যের সুখসাধন ।


❐ Introduction to the Story:
Three Questions ' is Leo Tolstoy's masterful short story . The three questions that occurred to the Tsar are not important to him only , they are equally important to every one of us . The story points out the basic reality of life . The questions of the Tsar help us to understand the true meaning of our lives . There are some common , universal , moral values that humans should have . The answers of the hermit include and embrace that common , universal , moral values . He captures the essence of a peaceful and meaningful life . In the story , Tolstoy stresses upon the importance of service to others . Doing good to others can ensure our happiness and it should be ' the pursuit of life ' . The story takes the form of a parable . It is written in a simple but expressive style . The story is short and unburdened by unnecessary details .


❐ গল্প পরিচিতি:
' Three Questions ' লিও তলস্তয় রচিত একটি চমৎকার ছোটো গল্প । এক সময় এক রুশ সম্রাটের মনে তিনটি প্রশ্নের উদয় হয়েছিল । কিন্তু ওই তিনটি প্রশ্ন শুধু জারের কাছে গুরুত্বপূর্ণ নয় , আমাদের সবার কাছেই সমান গুরুত্বপূর্ণ । গল্পটি জীবনের মৌল সত্য তুলে ধরে । জারের প্রশ্নগুলি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সাহায্য করে । মানুষের কিছু সাধারণ , সর্বজনীন নৈতিক মূল্যবোধ থাকা উচিত । সন্ন্যাসীর দেওয়া উত্তরগুলি সেই মূল্যবোধগুলিকে আঁকড়ে ধরে । তিনি এক শান্তিপূর্ণ ও অর্থবহ জীবনের সারমর্মকে তুলে ধরেন । গল্পে তলস্তয় অন্যের মঙ্গলসাধনের ওপর জোর দেন । অন্যের উপকার করার মাধ্যমেই আমাদের সুখলাভ হয় এবং এটাই জীবনের লক্ষ্য । গল্পটি নীতিকথার ছাঁচে রচিত । গল্পটি সহজসরল ভাবব্যঞ্জক শৈলিতে রচিত । গল্পটি ছোটো এবং অনাবশ্যক বর্ণনার ভারমুক্ত ।


❐ Summary of the story:
A Tsar seeks to find suitable answers to three important questions . These questions are- ( 1 ) What is the right time to do a particular work ? ( 2 ) Who are the most important people to be with ? ( 3 ) What is the most important thing to do ? He announced ( অ্যানাউন্সড ) a reward for the answers to the questions . The Tsar received many answers from the scholars , but he was not satisfied ( স্যাটিসফায়েড ) . There was a hermit who was known for his wisdom ( উইসডম ) . So he went to the hermit in disguise . At that time , the hermit was digging ( UFR ) flower beds . The Tsar got no answer after asking the questions . But he offered to help the hermit in his work . The hermit accepted the offer . Some time later , a man came out of the nearby woods , bleeding profusely ( প্রোফিউজলি ) from a terrible ( টেরিল্ ) stomach wound . The Tsar took care of him and bandaged ( ব্যান্ডেজড্ ) his wounds . The man survived ( সারভাইভড্ ) and confessed ( কন্‌ফেসড় ) before the Tsar that he had wanted to assassinate ( অ্যাসাসিনেট ) the Tsar in revenge ( রিভেঞ্জ ) . The man now begged mercy and wished to be a faithful ( ফেইফুল ) servant of the Tsar for the rest of his life . The Tsar generously forgave ( ফরগেভ ) the man . Then he requested the hermit for the answers , and the hermit said that the Tsar had already been answered . He explained that- ( a ) the most important time is the present ( now ) , ( b ) the most important person is whoever you are with , ( c ) the most important thing is to do good to the person you are with . Now the Tsar was satisfied .


❐ গল্পটির সারসংক্ষেপ:
একজন জার তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন । এই কোনো নির্দিষ্ট কাজ করার সবথেকে উপযুক্ত -- ( ১ ) সময় কোনটি ? ( ২ ) সঙ্গে রাখার জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানুষ কারা ? ( ৩ ) সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোন্‌টি ? সঠিক উত্তরের জন্য তিনি পুরস্কার ঘোষণা করেন । জার পণ্ডিতদের কাছ থেকে অনেক উত্তর পেলেন কিন্তু সন্তুষ্ট হলেন না | একজন সাধু ছিলেন যিনি তাঁর জ্ঞানের জন্য প্রসিদ্ধ ছিলেন । তাই তিনি ছদ্মবেশে সেই সাধুর কাছে গেলেন । সেই সময় সাধু ফুলগাছ লাগানোর জন্য মাটি খুঁড়ছিলেন । জার তাঁর প্রশ্নগুলি করার পর কোনো উত্তর পেলেন না । কিন্তু তিনি সাধুকে তাঁর কাজে সাহায্য করার প্রস্তাব দিলেন | সাধুটি তার প্রস্তাব গ্রহণ করলেন । কিছুক্ষণ পরে , একটা লোক নিকটবর্তী বন থেকে বেরিয়ে এল , যার পেটের একটি ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল | জার তার সেবাশুশ্ৰূষা করলেন এবং তার ক্ষতস্থান বেঁধে দিলেন । লোকটি বেঁচে গেল এবং জারের সামনে স্বীকার করল যে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সে জারকে হত্যা করতে চেয়েছিল । সে এবার ক্ষমা ভিক্ষা করল এবং বাকি জীবন জারের একজন বিশ্বস্ত ভৃত্য হয়ে থাকার ইচ্ছা প্রকাশ করল । জার উদারভাবে তাকে ক্ষমা করলেন । এরপর জার সাধুকে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করলেন এবং সাধু বললেন যে জার তার উত্তর ইতিমধ্যেই পেয়ে গেছেন । তিনি ব্যাখ্যা করলেন যে— ( ক ) সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময় হল বর্তমান ( এখন ) । ( খ ) সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি হল যার সঙ্গে আপনি আছেন । ( গ ) সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হল আপনার সঙ্গে থাকা ব্যক্তিটির উপকার করা । এবার জার সন্তুষ্ট হলেন ।


                         Three Questions Questions and answers

S.A.Q.......................Mark-1
1. To whom did the three questions occur ? [ কার মনে তিনটি প্রশ্ন এসেছিল ? ]
Ans . The three questions occurred to a certain Tsar . [ একজন জারের মনে তিনটি প্রশ্নের উদয় হয়েছিল । ]


2 . Why did the Tsar want to know the answers to the important questions ? [ জার কেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর চেয়েছিলেন ? ]
Ans . The Tsar believed that if he knew the answers to the G. questions , he would never fail in any work that he might undertake . [ জার বিশ্বাস করতেন যে তিনি যদি উত্তরগুলি জানেন তাহলে তিনি যে কাজেই হাত দেবেন তাতে কখনও ব্যর্থ হবেন না ।


3. What was the first question of the Tsar ? [ জারের প্রথম প্রশ্নটি কী ছিল ? ]
Ans , The first question of the Tsar was : what was the right time to begin everything . [ জারের প্রথম প্রশ্নটি ছিল : কোন্ সময়টি সবকিছু শুরু করার জন্য যথার্থ । ]


4. What was the second question of the Tsar ? [ জারের দ্বিতীয় প্রশ্নটি কী ছিল ? ]
Ans . The second question of the Tsar was : who were the most necessary people to listen to . [ জারের দ্বিতীয় প্রশ্নটি ছিল : কারা সেই গুরুত্বপূর্ণ মানুষ যাঁদের কথা তিনি শুনে চলবেন ]


5. What was the third question of the Tsar ? [ জারের তৃতীয় প্রশ্নটি কী ছিল ? ]
Ans . The third question of the Tsar was what was the most important thing to do . [ জারের তৃতীয় প্রশ্নটি ছিল : সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কী ।


6. Who came first to answer the questions of the Tsar ? [ কারা প্রথম জারের প্রশ্নের উত্তর দিতে এসেছিলেন ? ]
Ans . The learned men came first to answer the questions of the Tsar . [ পণ্ডিত মানুষেরা প্রথম জারের প্রশ্নের উত্তর দিতে এসেছিলেন ।


7. Why did learned men come to the Tsar ? [ জ্ঞানী মানুষেরা কেন জারের কাছে এসেছিলেন ? ]
Ans . Learned men came to the Tsar to give answers to his three questions hoping to get the reward that the Tsar had announced . [ জ্ঞানী মানুষেরা জারের কাছে তাঁর তিনটি প্রশ্নের বিভিন্ন উত্তর নিয়ে এসেছিলেন , এবং তারা আরও এসেছিলেন  জারের ঘোষণা করা পুরস্কারটি পাওয়ার জন্য ।


8. What would the Tsar give to the man for answering his questions satisfactorily ? [ তার উত্তরগুলি কেউ সন্তোষজনকভাবে দিলে জার তাকে কী দেবেন বলেছিলেন ? ]
Ans . The Tsar declared a handsome ( হ্যান্ডসাম ) reward for the person who would answer his questions satisfactorily ( স্যাটিসফ্যাকটরিলি ) . [ জার ঘোষণা করেছিলেন যে কোনো ব্যক্তি তাঁর প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর দিলে তিনি তাঁকে উপযুক্ত পুরস্কার দেবেন । ]


9. Why did some scholars advise the Tsar to have a council of wise men ? [ কয়েকজন পণ্ডিত জারকে কেন জ্ঞানী ব্যক্তিদের একটি উপদেষ্টা পরিষদ গঠনের উপদেশ দিয়েছিলেন ? ]
Ans . Some scholars ( স্কলারস্ ) advised the Tsar to have a council of wise men with the belief that they would then advise the Tsar about the proper time for every work . [ বিদ্বান ব্যক্তিরা এই বিশ্বাসে জারকে জ্ঞানী ব্যক্তিদের একটি উপদেষ্টা পরিষদ রাখার উপদেশ দিয়েছিলেন যে তাঁরা তাহলে জারকে প্রতিটি কাজের যথাযথ সময়ের ব্যাপারে পরামর্শ দিতে পারবেন ।


10. How would a council of wise men help the Tsar ? [ কীভাবে বিজ্ঞ মানুষদের পরিষদ জারকে সাহায্য করবে ? ]
Ans . A council of wise men would help the Tsar to fix a proper time for everything . [ বিজ্ঞ মানুষদের পরিষদ জারকে সবকিছু শুরু করার সঠিক সময় নির্ধারণ করে সাহায্য করবে । ]


11. Why did some scholars advise Tsar to consult a magician ? [ কেন কিছু পণ্ডিত জারকে পরামর্শ দিলেন যে তিনি জাদুকরের সঙ্গে দেখা করে পরামর্শ চান ? ]
Or , How could the magicians help the Tsar ? [ জাদুকররা কীভাবে জারকে সাহায্য করলেন ? ]
Ans . Some scholars advised the Tsar to consult a magician because a magician could foretell the right time for every action . [ কিছু পণ্ডিত জারকে জাদুকরের পরামর্শ চাওয়ার এর উপদেশ দিলেন কারণ একজন জাদুকরই পারেন সব কাজ শুরু করার সময় আগে থেকে বলে দিতে । ]


12. What , according to the scholars , were the different important occupations ? [ পণ্ডিতদের মতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৃত্তি কী ? ]
Ans . The different opinions of the scholars about the most important occupation are as follows : the study of science , skill in warfare and religious worship . [ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৃত্তির বিষয়ে পণ্ডিতদের বিবিধ মতামত হল : বিজ্ঞানের পাঠ , যুদ্ধে পারদর্শিতা এবং ধর্মীয় উপাসনা । ]


13. Why did the Tsar decide to consult the hermit ? [ জার একজন সাধুর সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিলেন কেন ? ]
Ans . The Tsar decided to consult the hermit because his scholars failed and he knew the hermit was wise enough to give answers to his three questions . [ জার সন্ন্যাসীর সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ , তাঁর পণ্ডিতরা ব্যর্থ হয়েছিলেন এবং তিনি জানতেন যে সন্ন্যাসী তাঁর তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট জ্ঞানী ছিলেন । ]


13. Why did the Tsar come to the hermit ? [ জার কেন সন্ন্যাসীর কাছে এসেছিলেন ? ]
Ans . The Tsar went to the hermit to know the answers of his three important questions because the hermit was widely renowned for his wisdom . [ জার তার তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে সন্ন্যাসীর কাছে গিয়েছিলেন কারণ সন্ন্যাসী তার জ্ঞানের জন্যই বিখ্যাত ছিলেন ।


14. What was the hermit widely famous for ? [ সন্ন্যাসী কী জন্য বিখ্যাত ছিলেন ? ]
Ans . The hermit was widely renowned for his wisdom . [ সন্ন্যাসী তাঁর জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন ।


15. Whom did the hermit use to receive ? সন্ন্যাসী কাদের সঙ্গে দেখা করতেন ?
Or , Whom did the hermit receive ? | সন্ন্যাসী কাদের সঙ্গে দেখা করতেন ? ]
Ans . The hermit used to receive none but the common folk . [ সন্ন্যাসী শুধু সাধারণ মানুষদের সঙ্গে দেখা করতেন ।


16. Who did the hermit meet for giving advice ? [ সন্ন্যাসী পরামর্শ দেওয়ার জন্য কাদের সঙ্গে দেখা করতেন ? ]
Ans . The hermit met only the common folk for giving advice . [ সন্ন্যাসী পরামর্শ দেওয়ার জন্য শুধু সাধারণ মানুষজনের সঙ্গে দেখা করতেন । ]


17. Why did the Tsar disguise his appearance before meeting the hermit ? [ সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য জার কেন ছদ্মবেশ ধারণ করলেন ? ]
Ans . The Tsar disguised his appearance before meeting the hermit because the hermit received none but common folk . [ সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাতের জন্য জার ছদ্মবেশ ধারণ করলেন কারণ সন্ন্যাসী সাধারণ মানুষ ছাড়া অন্য কারোর সঙ্গে দেখা করেন না । ]


18. Where did the hermit live ? [ সাধুটি কোথায় বাস করতেন ? ]
Or , Where did the hermit in ' Three Questions ' live ? [ Three Questions'- এ সাধুটি কোথায় বাস করতেন ? ]
Ans . The hermit lived in a wood which he never quitted ( ক্যুইটেড ) . [ সাধুটি একটি বনে বাস করতেন যেখান থেকে তিনি কখনোই বেরোতেন না । ]


19. Why did the Tsar put on simple clothes before visiting the hermit ? [ জার কেন সাধুটির সাথে দেখা করার আগে সাধারণ পোশাক পরেছিলেন ? ]
Ans . The Tsar put on simple clothes because he knew that the hermit received ( রিসিভড্ ) only common folk . [ জার সাধারণ পোশাক পরেছিলেন কারণ তিনি জানতেন যে সাধুটি শুধু সাধারণ মানুষদের সঙ্গেই দেখা করতেন ।


20. What was the hermit doing when the Tsar came to visit him ? [ জার যখন দেখা করতে এলেন তখন সাধুটি কী করছিলেন ? ]
Ans . The hermit was digging the ground with his spade when the Tsar came to visit him . [ যখন জার তার সঙ্গে দেখা করতে এলেন তখন সাধুটি কোদাল দিয়ে মাটি খুঁড়ছিলেন । ]


21. Why did the hermit breathe heavily ? [ সাধুটি ঘনঘন শ্বাস নিচ্ছিলেন কেন ? ]
Ans . The hermit breathed ( f ) heavily because he was too weak to undertake the heavy toil of digging the ground . [ সাধুটি ঘনঘন শ্বাস নিচ্ছিলেন কারণ মাটি খোঁড়ার বিপুল পরিশ্রম করার পক্ষে তিনি বড়োই দুর্বল ছিলেন । ]


22. Why did the hermit live in a forest ? [ সাধুটি বনে বাস করতেন কেন ? ]
Ans . The hermit was supposed to give up all worldly comfort and possessions and so he lived in the forest . [ সাধুর ক্ষেত্রে সব পার্থিব স্বাচ্ছন্দ্য ও বিষয়সম্পত্তি ত্যাগ করাই ছিল আবশ্যিক পূর্বশর্ত আর তাই তিনি বনে বাস করতেন । ]


23. How did the Tsar help the hermit ? [ কীভাবে জার সন্ন্যাসীকে সাহায্য করেছিলেন ? ] Ans . The Tsar helped the hermit by digging the ground for him . [ জার সন্ন্যাসীর হয়ে মাটি খুঁড়ে দিয়ে তাঁকে সাহায্য করেছিলেন । ]


24. " You are tired , " - Who said this and what did he do ? [ এ কথা বলেছিলেন এবং তিনি কী করলেন ? ]
Ans . The Tsar said this to the hermit and took the spade from the hermit to start digging the ground himself . [ aut জার সাধুকে বলেছিলেন এবং সাধুর কাছ থেকে কোদালটি নিয়ে নিজেই মাটি খুঁড়তে শুরু করেছিলেন । ]


25. “ Now rest awhile " Who said this and why ? [ কে বললেন এবং কেন ? ]
Ans . The hermit said this because he thought that the Tsar stopped digging and repeated his questions only because he was tired . [ সাধুটি এ কথা বলেছিলেন কারণ তিনি ভেবেছিলেন যে জার খোঁড়া থামিয়েছিলেন এবং তার প্রশ্নগুলির পুনরাবৃত্তি করেছিলেন শুধু এজন্য যে তিনি ক্লান্ত । ]


26 . Why did the Tsar refuse to give reward to the learned men ? [ কেন জার পণ্ডিতদের পুরস্কার দিতে অস্বীকার করলেন ? ]
Or , Why did the Tsar give the reward to home ? [ কেন জার কাউকেই কোনো উপহার দিলেন না ? ]
Ans . The Tsar refused to give reward to the learned men because he was not satisfied with their answers . [ জার পণ্ডিতদের পুরস্কার দিতে অস্বীকার করলেন কারণ তিনি তাঁদের উত্তরে সন্তুষ্ট হননি । ]


27. Why did the Tsar not agree with any of the learned men ? [ জার কেন পণ্ডিতদের কারোর উত্তরের সঙ্গে সহমত পোষণ করলেন না ? ]
Ans . The Tsar did not agree with any of the learned men as their answers were different and he was not satisfied with the answers provided by them to his three questions . [ জার পণ্ডিতদের কারোর উত্তরের সঙ্গে সহমত হলেন না কারণ তাঁদের উত্তরগুলি ছিল পৃথক এবং তিনি তাঁদের দেওয়া উত্তরে সন্তুষ্ট ছিলেন না । ]


28. Whom did the hermit see come running ? [ কাকে সন্ন্যাসী আসতে দেখেছিলেন ? ]
Ans . The hermit saw a bearded man come running . [ সন্ন্যা এক দাড়িওয়ালা লোককে ছুটে আসতে দেখেছিলেন ।


29. " Let us see who it is . " - Who is the man referred to here ? [ যে লোকটির কথা এখানে বলা হয়েছে সে কে ? ]
Ans . The man referred to here is a stranger with a beard , who came out of the woods , bleeding ( ব্লিডিং ) profusely ( প্রোফিউজলি ) . [ যে লোকটির কথা এখানে বলা হয়েছে যে একজন দাড়িওয়ালা আগন্তুক যে বনের মধ্যে থেকে প্রবল রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসছিল | ]


30. Describe the wound of the stranger . আগডুকের ক্ষতটি বর্ণনা করো ।
Ans . The stranger had a large wound in his stomach and blood was flowing profusely from this wound . [ আগডুকের পেটে একটি বড়ো ক্ষত ছিল এবং সেখান থেকে অঝোর ধারায় রক্ত ঝরছিল । ]


31. How did the Tsar tend the man ? [ জার কীভাবে লোকরি শুধুষা করলেন ? ]
or . How did the Tsar nurse the wounded man ? জার কীভাবে । আহত লোকটির শুভূষা করলেন ? ]
Ans . The Tsar washed and bandaged the wound several times till the blood stopped flowing . [ জার বারংবার ওই ক্ষতটিকে পরিষ্কার এবং ব্যান্ডেজ করলেন যতক্ষণ না রক্তঝরা কধ হল । ]


32. Who attacked the bearded man ? [ কে দাড়িওয়ালা লোকটিকে আক্রমণ করেছিল ? ]
Ans . The Tsar's bodyguard attacked the bearded man . [ জারের দেহরক্ষী দাড়িওয়ালা লোকটিকে আক্রমণ করেছিল । ]


33. Where was the man's wound ? [ কোথায় লোকটির ক্ষত হয়েছিল ? ]
Ans . The man's wound was in his stomach . [ লোকটির পেটে আঘাত লেগেছিল |


34. What did the Tsar use to bandage the wound of the bearded man ? [ দাড়িওয়ালা লোকটির ক্ষতস্থান বাঁধতে জার কী ব্যবহার করেছিলেন ? ]
Ans . The Tsar used his handkerchief and the hermit's towel to bandage the wound of the bearded man . [ দাড়িওয়ালা  লোকটির ক্ষতস্থান বাঁধতে জার তাঁর নিজের রুমাল এবং সন্ন্যাসীর তোয়ালে ব্যবহার করেছিলেন । ]


35. Why did the Tsar fall asleep ? [ জার কেন ঘুমিয়ে পড়েছিলেন ? ]
Ans . The Tsar fell asleep as he was very tired with the walk and the work he had done . [ জার ঘুমিয়ে পড়েছিলেন কারণ হাঁটা ও কাজের ফলে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন ।


36. Where did the Tsar fall asleep ? [ জার কোথায় ঘুমিয়ে পড়েছিলেন ? ]
Or , Where did the Tsar sleep after his labour ? [ পরিশ্রমের পর জার কোথায় ঘুমিয়ে পড়েছিলেন ? ]
Ans . The Tsar fell asleep on the threshold of the hermit's hut after his labour . [ পরিশ্রমের পর জার সন্ন্যাসীর কুঁড়েঘরের | চৌকাঠে ঘুমিয়ে পড়েছিলেন । ]


37. Why did the Tsar lie down on the threshold ? [ কেন জার চৌকাঠে ঘুমিয়ে পড়েছিলেন ? ]
Ans . The Tsar lay down on the threshold because he was [ Sant da Honk very tired with the walk and the work he had done . [ জার চৌকাঠে শুয়ে পড়েছিলেন কারণ তিনি হেঁটে এবং যে কাজ তিনি করেছিলেন তাতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন ।


38. In which season did the Tsar spend the night at the hermit's cell ? [ কোন ঋতুতে জার সন্ন্যাসীর কুঁড়েঘরে রাত্রি কাটিয়েছিলেন ? ]
Ans . The Tsar spent the night at the hermit's cell in the season of summer . [ গ্রীষ্ম ঋতুতে জার সন্ন্যাসীর কুঁড়েঘরে রাি কাটিয়েছিলেন । ]


39. When did the wounded man recover ? [ কখন আহত লোকটি সুস্থ হল ? ]
Ans . The wounded man recovered the next morning . [ পরের দিন আহত লোকটি সুস্থ হল |


40. What did the Tsar do with his enemy ? [ জার তার শত্রুর সঙ্গে কী করলেন ? ]
Ans . The Tsar forgave his enemy , promised to send his servants and his own physician , promised to restore his property and made peace with his enemy . [ জার তাঁর শত্রুকে ক্ষমা করে দিলেন , তাঁর চাকর এবং নিজের চিকিৎসককে পাঠানোর কথা দিলেন , তার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কথা দিলেন এবং শত্রুর সঙ্গে সন্ধি করলেন |


41. Why did the Tsar forgive the wounded man ? [ কেন জার আহত লোকটিকে ক্ষমা করে দিলেন ? ]
Ans . The Tsar forgave the wounded man because he begged for his forgiveness and he wanted to make peace with his enemy . [ জার আহত লোকটিকে ক্ষমা করে দিলেন কারণ সে ক্ষমা ভিক্ষা করেছিল এবং তিনি শত্রুর সঙ্গে সন্ধি করতে চেয়েছিলেন । ]


42. What did the Tsar do to show his forgiveness to the bearded man ? [ দাড়িওয়ালা লোকটিকে ক্ষমা দেখাতে গিয়ে জার কী করেছিলেন ? ]
Ans . The Tsar promised to send his servants and his own physician and also promised to restore his property to show his forgiveness to the bearded man . [ জার দাড়িওয়ালা লোকটিকে ক্ষমা দেখাতে গিয়ে তাঁর চাকর এবং নিজের চিকিৎসককে পাঠাবার কথা দিলেন এবং এও কথা দিলেন তিনি তাঁর সম্পত্তি ফিরিয়ে দেবেন । ]


43. What did the wounded man ask for when he revived ? [ জ্ঞান ফেরার পর লোকটি কী চাইল ? ]
Ans . The wounded man asked for something to drink when he revived . [ জ্ঞান ফেরার পর লোকটি কিছু পান করতে চাইল ]


44. What did the Tsar give the wounded man after he revived ? [ লোকটির জ্ঞান ফেরার পর জার তাকে কী দিলেন ? ]
Ans . The Tsar gave the wounded man some fresh water to drink when he revived . [ জ্ঞান ফিরে পাওয়ার পর জার আহত লোকটিকে একটু মিষ্টি জল পান করার জন্য দিলেন ।


45. What was the hermit doing when the Tsar came to take leave from him ? [ জার তাঁর কাছ থেকে যখন বিদায় নিতে এলেন তখন সাধুটি কী করছিলেন ? ]
Ans . When the Tsar came to take leave from the hermit , he was sowing ( সোয়িং ) seeds in the beds that had been dug ( ডাগ ) the previous day . [ যখন জার সাধুর কাছ থেকে বিদায় নিতে এলেন তখন সাধুটি আগের দিনের খোঁড়া কেয়ারিতে বীজ বপন করছিলেন । ]


46 . " " You have already been answered ! ' said the hermit . " - Why did the hermit say so ? [ সাধু এ কথা কেন বললেন ? ]
Ans . The hermit said so because he knew that the Tsar had got the answers to all his questions , unknowingly ( আননোয়িংলি ) , through the experiences of the previous tar day . সাই কথা বললেন কারণ তিনি জানতেন যে পূর্বদিনের অভিজ্ঞতার মধ্য দিয়ে জার নিজের অজান্তেই নিজের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে ।


47. " What do you mean ? " - What does the question suggest ? [ এই প্রশ্নের মাধ্যমে কী বোঝানো হচ্ছে ?
Ans . The Tsar said this with astonishment ( অ্যাসউনিশমেন্ট ) to mean that he did not understand how his questions hard already been answered ( আসারড্‌ ) . [ জার এই কথাটি অবাক হয়ে বলেছেন এটা বোঝাতে যে তিনি অনুধাবন করতে পারেননি কীভাবে তিনি উত্তরগুলি ইতিমধ্যেই পেয়ে গেছেন । ]


48. What , according to the hermit , is the most important time ? [ সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি ? ]
Ans . According to the hermit , the most important time is the present . [ সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল বর্তমান |


49. Why is the present ( ' now ) most important time ? [ বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেন ? ]
Ans . The present is the most important time because it is the only time over which we have some power and control . [ বর্তমান হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ এই হল একমাত্র সময় যার ওপর আমাদের ক্ষমতা ও নিয়ন্ত্রণ থাকে |


50. Who , according to the hermit , is the most important person ? [ সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে ? ]
Ans . According to the hermit , the most important person is the one with whom we are in this moment . [ সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন তিনিই যাঁর সঙ্গে আমরা এই মুহূর্তে রয়েছি । ]


51. What , according to the hermit , is the most important affair ? [ সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোন্‌টি ? ]
Ans . According to the hermit , the most important affair is to do good to others . [ সন্ন্যাসীর মৃতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হল অন্যের উপকার করা ।


52. “ Now ” – Who said this and why ? [ কে এ কথা বলেছেন এবং কেন ? ]
Ans , The hermit said this to the Tsar to suggest that the present is the most important time . [ সন্ন্যাসী জারকে এটি বলেছেন এ কথা বোঝাতে যে বর্তমান সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময় । ]


53. " for that purpose alone was man sent into this life ! " What does ' that purpose ' refer to ? [ That purpose ' বলতে এখানে কাঁ বলা হয়েছে ? ]
Ans . That purpose ' refers to the objective of a man who is born to do good to another man with whom he is at a given point of time . [ That purpose ' বলতে কোনো মানুষের অভিপ্রায়ের কথা বলা হয়েছে যে একটি নির্দিষ্ট সময়ে তার সে থাকা অপর মানুষের উপকার করার জন্য জন্মলাভ করেছে ।


Three Questions Questions and answers

L.A.Q...............................Marks-6
1. What did the scholars of the state opine regarding the first question of the Tsar ? [ জারের প্রথম প্রশ্নের বিষয়ে রাজ্যের পণ্ডিতরা কী মত দিয়েছিলেন ? ]
Ans . In his first question , the Tsar sought to know the best time to begin something . The scholars gave different solutions to this problem . Some advised to draw up in advance a table of days , months and years and to plan his actions accordingly . Other scholars advised to give close attention to the events taking place and decide which one was the most necessary to act upon . Some scholars advised the Tsar to keep a group of wise men while others advised the Tsar to consult magicians to meet a great urgency . The answers didn't satisfy the Tsar at all . [ তাঁর প্রথম প্রশ্নে জার জানতে চেয়েছিলেন কোনো কাজ শুরু করার সবচেয়ে ভালো সময় কোন্‌টি | পণ্ডিতেরা এই সমস্যার বিভিন্ন রকম সমাধান দিয়েছিলেন । কেউ আগে থেকেই দিন , মাস , বছরের একটি সারণি প্রস্তুত করে সেটা অনুযায়ী তাঁর কাজের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছিলেন । অন্য পণ্ডিতেরা কী ঘটনা ঘটছে তা ভালো করে লক্ষ করে সেই অনুযায়ী কোন্ কাজটি সম্পন্ন করা সর্বাপেক্ষা জরুরি তা নির্ণয় করার উপদেশ দিয়েছিলেন । কোনো কোনো পণ্ডিত জারকে পরামর্শ দিয়েছিলেন জ্ঞানী ব্যক্তিদের একটি উপদেষ্টা পরিষদ রাখার জন্য , যখন অন্যান্যরা জারকে ভীষণ জরুরি অবস্থার মোকাবিলায় জাদুকরদের সঙ্গে পরামর্শ করার উপদেশ দিয়েছিলেন । উত্তরগুলি জারকে একেবারেই সন্তুষ্ট করতে পারেনি । ]


2. What did the scholars say about the answer to the second • question ? [ পণ্ডিতেরা দ্বিতীয় প্রশ্নের উত্তরের বিষয়ে কী বলেছিলেন ?
Ans . The second question of the Tsar was about the right people to listen to and to avoid . In this regard , the scholars had different opinions . Some said that the Tsar would need his councillors or ministers the most for sound advice . Some advised that the priests , being religious and wise were the right sort of people the Tsar should listen to . Other scholars said that the Tsar's first and foremost requirement would be good doctors as the Tsar must be in sound health for running the administration ( অ্যাডমিনিস্ট্রেশন ) . A few scholars suggested that the Tsar would need soldiers most because they would protect the country from danger . Thus the Tsar got varying opinions from his scholars though none of them could satisfy him . [ জারের দ্বিতীয় প্রশ্নটি ছিল কাদের কথা শোনা উচিত আর কাদের এড়িয়ে যাওয়া উচিত সে বিষয়ে | পণ্ডিতদের এই বিষয়ে বিভিন্ন মত ছিল | কেউ বললেন যে সঠিক পরামর্শের জন্য জারের সর্বাপেক্ষা প্রয়োজন তাঁর উপদেষ্টা পরিষদের সদস্যদের বা মন্ত্রীদের । কেউ পরামর্শ দিলেন যে পুরোহিতরাই ধর্মপ্রাণ ও বিজ্ঞ হওয়ায় তারাই হলেন সঠিক ধরনের লোক যাঁদের কথা জারের শোনা উচিত । অন্য পণ্ডিতেরা বললেন যে জারের প্রথম এবং সর্বপ্রধান প্রয়োজন হল ভালো চিকিৎসকদের যেহেতু জারকে শাসনকার্য চালাতে গেলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে । কয়েকজন পণ্ডিতেরা পরামর্শ দিলেন যে জারের সবচেয়ে দরকার সৈনিকদের কারণ তারাই দেশকে বিপদের হাত থেকে রক্ষা করবে । এইভাবে জার তার পণ্ডিতদের কাছ থেকে নানা ধরনের মতামত পেলেন যদিও তাঁরা কেউই জারকে সন্তুষ্ট করতে পারলেন না ।


3. What according to the scholars was the most important thing to do ? [ পণ্ডিতদের মতে কোন্ কাজটি করা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ?
Or , What answers did the scholars give to the third question of the Tsar ? [ রাজার তৃতীয় প্রশ্নের উত্তরে পণ্ডিতেরা কাঁ বলেছিলেন ? ]
Ans . The Tsar's third question was about the most important occupation or action in this world . The scholars provided the king with different opinions regarding the issue . Some said that science was the most important thing in this world and the most important job was to pursue ( পারসিউ ) it . Some scholars stressed ( স্ট্রেসড় ) that having skill in warfare was the most important thing in the world . A few scholars opined that religious worship ( ওয়ারশিপ ) was the most important thing . However these opinions couldn't satisfy the Tsar .
[ জারের তৃতীয় প্রশ্ন ছিল এই পৃথিবীতে সবথেকে প্রয়োজনীয় বৃত্তি বা কাজের বিষয়ে । পণ্ডিতেরা জারকে এই সম্পর্কে নানা ধরনের মতামত জানিয়েছিলেন । কেউ বললেন যে পৃথিবীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ জিনিস হল বিজ্ঞান এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল বিজ্ঞান সাধনায় মগ্ন থাকা | আবার কিছু পণ্ডিত জোর দিয়ে বলেছিলেন যে যুদ্ধে দক্ষতা থাকাটাই এই পৃথিবীতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ । কিছু পণ্ডিত এই মত প্রকাশ করলেন যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল ধর্মীয় উপাসনা | অবশ্য এই মতামতগুলি জারকে একেবারেই সন্তুষ্ট করতে পারেনি । ]


4. What were the questions that had occurred to the Tsar ? Why did he need correct answers to those questions ? What did he do when he was not satisfied with the answers of the learned men ? [ জারের মনে কী কী প্রশ্ন এসেছিল ? তার ওই প্রশ্নগুলোর সঠিক উত্তরের দরকার ছিল কেন ? পণ্ডিতদের উত্তরে সন্তুষ্ট না হতে পেরে তিনি তখন কী করলেন ? ]
Ans . The three questions that had occurred to the Tsar were :
i . What was the right time to begin a particular work ?
ii . Who are the right people to listen to and whom to avoid ?
iii . What was the most important thing to do ? .
He needed correct answers to those questions in order to avoid failure in any task .
When the Tsar was not satisfied with the answers of the learned men he decided to consult a hermit , widely renowned for his wisdom . [ জারের মনে যে তিনটি প্রশ্ন এসেছিল সেগুলি ছিল : i . একটি নির্দিষ্ট কাজ শুরু করার সঠিক সময় কী ? ii . কাদের কথা শোনা উচিত আর কাদের এড়িয়ে যাওয়া উচিত ? iii . সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কী ? তার ওই প্রশ্নগুলোর সঠিক উত্তরের দরকার ছিল যাতে তিনি যে কাজেই হাত দিতেন তাতে ব্যর্থ হতেন না । জার পণ্ডিতদের উত্তরে যখন সন্তুষ্ট হতে পারলেন না , তখন তিনি এক সন্ন্যাসী যিনি তার জ্ঞানের জন্যই বিখ্যাত ছিলেন তাঁর কাছে গেলেন |


5. Why did the Tsar go to the hermit ? Why did he go there in disguise ? What was the hermit doing when the Tsar met him ? [ জার সাধুর কাছে গিয়েছিলেন কেন ? কেন - ই বা তিনি ছদ্মবেশ ধারণ করে গিয়েছিলেন ? সাধু কী করছিলেন যখন রাজা তাঁর সাথে দেখা করলেন ? ] [ 2 + 2 + 2 ]
Ans . The Tsar went to the hermit because none of the scholars could satisfy his queries ( ক্যোয়ারিজ ) . Their diverse ( ডাইভার্স ) opinions , in fact , increased the Tsar's confusion . So he went to the hermit who was believed to be a wise man .
The hermit received only common folk . That is why the Tsar had to leave aside ( অ্যাসাইড ) his own royal dress and put on simple clothes before meeting the hermit .
The hermit was digging the ground in front of his hut . The Tsar saw him breathing ( ব্রীদিং ) heavily while striking ( স্ট্রাইকিং ) the spade into the ground . The wise man greeted ( গ্ৰীটেড ) the Tsar but went on digging .
[ জার সাধুটির কাছে গিয়েছিলেন কারণ পণ্ডিতদের কেউই তাঁর জিজ্ঞাসার নিরসন করতে পারেননি । তাদের বিভিন্ন রকমের মতামত প্রকৃতপক্ষেজারের বিভ্রান্তিকে আরও বাড়িয়ে তুলেছিল | তাই তিনি সেই সাধুর কাছে গিয়েছিলেন যাকে অত্যন্ত জ্ঞানী বলে সবাই বিশ্বাস করত । সাধু শুধু সাধারণ মানুষদের অভ্যর্থনা করতেন । এই কারণে জার তাঁর রাজকীয় পোশাক সরিয়ে রেখেছিলেন এবং সাধুটির সঙ্গে দেখা করার আগে সাধারণ পোশাক পরেছিলেন । সাধু তার কুটিরের সামনে মাটি খুঁড়ছিলেন । জার দেখলেন যে সাধুটি ঘনঘন শ্বাস নিচ্ছেন যখন তিনি কোদাল দিয়ে মাটি কোপাচ্ছেন | জ্ঞানী লোকটি ( সাধু ) জারকে অভিবাদন জানালেন কিন্তু তার খোঁড়ার কাজ চালিয়ে গেলেন ।


6. Why did the Tsar help the hermit to dig ? How did his work at the hermit's place help him ? [ জার কেন সাধুকে মাটি খুঁড়তে সাহায্য করেছিলেন ? সাধুর কাছে তাঁর এই কাজ তাকে কীভাবে সাহায্য করেছিল ? ] S [ 3 + 3 ]
Ans . The Tsar saw that the hermit was quite frail and weak . He was digging the ground in front of his hut . Each time he stuck his spade into the ground , he breathed heavily . The Tsar took pity on the hermit . So , he took the spade  from the hermit and started to dig the ground . He wanted to give some respite to the old man .
It benefitted  him in three ways . Firstly , as he remained busy with his work he did not return and was saved from the possible attack by his sworn enemy . Secondly , he saved his enemy and gained ( গেইনড ) his friendship . Thirdly , he thus got the answers to all his questions .
[ জার দেখেছিলেন যে সাধুটি বেশ রোগা এবং দুর্বল সাধুটি তার কুঁড়ে ঘরের সামনে মাটি খুঁড়ছিলেন | প্রত্যেকবার কোদাল দিয়ে মাটি কোপানোর সময় শ্রান্তিতে তাঁর ঘনঘন নিশ্বাস পড়ছিল | জার সাধুটির প্রতি করুণাপরবশ হয়েছিলেন | তাই তিনি সাধুটির কাছ থেকে কোদাল নিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন । তিনি বয়স্ক লোকটিকে একটু রেহাই দিতে চেয়েছিলেন | এটা তিনভাবে তাঁর উপকার করেছিল | প্রথমত , যেহেতু তিনি কাজে ব্যস্ত ছিলেন তাই তিনি ফিরে যেতে পারলেন না এবং ফলে তাঁর চরম শত্রুর সম্ভাব্য আক্রমণের হাত থেকে তিনি বেঁচে গেলেন । দ্বিতীয়ত , তিনি তাঁর শত্রুর প্রাণ বাঁচালেন এবং তার বন্ধুত্ব লাভ করলেন । তৃতীয়ত , এভাবে তিনি তার সব প্রশ্নের উত্তর পেয়েছিলেন ] 


7. " Forgive me , ' said the bearded man ... " - Who was the bearded man ? Why did he ask for forgiveness ? [ দাড়িওয়ালা লোকটিকে ছিল ? কেন সে ক্ষমাপ্রার্থনা করেছিল ? ]
[ 2 + 4 ]
Ans . The bearded man was an avowed enemy of the Tsar . The Tsar had executed his brother earlier and seized his property .
The man waited in ambush to avenge ( অ্যাভেঞ্জ ) his brother's death , but as the Tsar did not return from the hermit's place , the man came out in search of the Tsar . At this time he came across the bodyguard of the Tsar who recognized the man and wounded him fatally . The man would have died as he was bleeding profusely , but the Tsar became his saviour ( সেভিয়র ) He bandaged the wounds and provided him water and rest with the help of the hermit . Now the man repented ( রিপেন্টেড ) his sin and prayed for the Tsar's forgiveness .
[ দাড়িওয়ালা লোকটি জারের স্বঘোষিত শত্রু ছিল | জার আগে তার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন । লোকটি জারের বিরুদ্ধে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ওৎ পেতে অপেক্ষা করছিল কিন্তু জার সাধুর কাছ থেকে ফিরে না আসাতে লোকটি তার গোপন আস্তানা থেকে জারকে খোঁজার জন্য বেরিয়ে এসেছিল । এই সময় তার সঙ্গে জারের দেহরক্ষীর দেখা হয়ে যায় , যে লোকটিকে চিনতে পেরে তাকে মারাত্মকভাবে আহত করে । লোকটি হয়ত প্রচণ্ড রক্তক্ষরণে মারাই যেত কিন্তু জার তার রক্ষাকর্তা হয়ে উঠলেন । তিনি লোকটির ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিলেন , তাকে জল দিলেন এবং সাধুর সাহায্যে তার বিশ্রামের ব্যবস্থাও করলেন | এবার লোকটি তার পাপের জন্য অনুতপ্ত হল আর জারের কাছ থেকে ক্ষমাপ্রার্থনা করল |


8. How did the Tsar spend the night at the hermit's place ? What did he see after waking up ? [ জার কীভাবে সাধুর কাছে রাত্রি যাপন করেছিলেন ? সকালে উঠে তিনি কী দেখলেন ? ] [ 3 + 3 ]
Ans . The Tsar was involved in strenuous work at the hermit's place . His labour at the hermit's place and the strain ( স্ট্রেইন ) that he undertook while nursing the wounded man made him extremely tired . He felt sleepy and crouched down on the threshold . The wounded man lay on the bed . Probably there was no spare bed in the room . So the Tsar lay on the floor but enjoyed a sound sleep . • It was morning when the Tsar woke up . He found the wounded man staring at him with shining ( শাইনিং ) eyes . The Tsar took a long time to recollect the incidents of the previous day . He was surprised when the wounded man earnestly ( আর্নেস্টলি ) asked for his forgiveness ( ফরগিভনেস ).
জার সাধুর জায়গায় শ্রমসাধ্য কাজে যোগ দিয়েছিলেন । সাধুর স্পানে তাঁর যে কায়িক শ্রম হয়েছিল এবং আহত লোকটির লুনা করার সময় তার ওপর যে চাপ পড়েছিল , তা তাঁকে অত্যন্ত ক্লান্ত করে তুলেছিল । তার ঘুম পাচ্ছিল এবং তিনি চৌকাঠের ওপর গুটিসুটি মেরে শুয়ে পড়েছিলেন । আহত লোকটি বিছানায় শুয়েছিল । সম্ভবত ঘরে আর অতিরিক্ত বিছানা ছিল না । তাই জার মেঝেতে শুয়েছিলেন এবং গভীর ঘুম উপভোগ করেছিলেন । সকালবেলা জার ঘুম থেকে উঠলেন । তিনি দেখলেন আহত লোকটি তার দিকে উজ্জ্বল চোখে একদৃষ্টে তাকিয়ে আছে । জার অনেকক্ষপ সময় নিয়েছিলেন আগের দিনের অভিজ্ঞতা ধারণ করতে । তিনি অবাক হয়েছিলেন যখন আহত লোকটি আকুলভাবে তার ক্ষমা চেয়েছিল ।


9. What did the wounded man think about the Tsar and how did he behave with the Tsar thereafter ? How did the Tsar react to his words ? [ আহত লোকটি জারের সম্বন্ধে কী ভেবেছিল আর তারপর তাঁর সঙ্গে কেমন ব্যবহার করেছিল ? জার তাঁর কথাতে কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ? ] [ 4 + 2 ]
Ans . The wounded man was an avowed ener The Tsar had previously killed his brother and seized his property . So the man decided to take revenge by killing the Tsar on his way back from the hermit's place . But the Tsar did not return till sunset . The man lost his patience and came out . The Tsar's bodyguard recognized the man and severely wounded him . Now the man was repentant ( রিপেনটেন্ট ) because the Tsar had saved his life by tending his wounds . He asked the Tsar to forgive him and wished to be his loyal servant ever after .
The Tsar was extremely pleased to gain the friendship of an enemy so easily . He forgave the man . He promised to send his servants and his own doctor to attend him . He also promised to give back the man's property .
[ আহত লোকটি জারের স্বঘোষিত শত্রু ছিল । জার আগে তার ভাইকে হত্যা করেছিলেন আর তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন । সুতরাং লোকটি সাধুর কাছ থেকে ফেরার পথে জারকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল । কিন্তু জার সূর্যাস্ত অবধি ফিরে আসেননি । লোকটি ধৈর্য হারিয়ে ফেলেছিল এবং বেরিয়ে এসেছিল । জারের দেহরক্ষী লোকটিকে চিনে ফেলে এবং লোকটি দেহরক্ষীর হাতে মারাত্মক আহত হয় । এখন লোকটি অনুতপ্ত হল কারণ জারই তার ক্ষতস্থানটির সঠিক পরিচর্যা করে তার জীবন রক্ষা করেছেন । সে জারের কাছে ক্ষমা প্রার্থনা করল আর এরপর থেকে জারের পরম বিশ্বস্ত ভৃত্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল | জার এত সহজে তার শত্রুর বন্ধুত্ব লাভ করে যারপরনাই খুশি হলেন । তিনি লোকটিকে ক্ষমা করলেন । তিনি প্রতিশ্রুতি দিলেন যে লোকটির পরিচর্যা করার জন্য তিনি তার ভৃত্যদের ও তাঁর চিকিৎসককে পাঠাবেন । তিনি লোকটির সম্পত্তি ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও প্রতিশ্রুতি দিলেন । ]


10.What was the first question of the Tsar ? Discuss the answer which he got to this question ? জারের প্রথম প্রশ্নটি কী ছিল ? * প্রশ্নের যে উত্তরটি তিনি পেয়েছিলেন সেটি আলোচনা করো । [ 2 + 4 ]
Ans . The first question of the Tsar was about knowing the right time to begin an action . The Tsar was explained by the hermit that the most important time is the present for it is the only time over which we have got any power and control . The presente is the result of our past and our future is the result of our present . So what we do in our present has a huge  impact on our future . The Tsar helped the hermit and the wounded man according to the need of the time . The man remained alive and befriended an enemy . The hermit thus explained the answer he gave .
[ জারের প্রথম প্রশ্ন ছিল কোনো কাজ শুরু করার সর্বোত্তম সময়ের কথা জানার বিষয়ে । জারকে সাধু ব্যাখ্যা করেছিলেন যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হল বর্তমান এবং এটি একমাত্র সময় যার ওপর আমাদের ক্ষমতা এবং নিয়ন্ত্রণ বজায় থাকে । বর্তমান অতীতের ফল এবং আমাদের ভবিষ্যৎ আমাদের বর্তমানের ফল । সুতরাং যা আমরা বর্তমানে করি তারই বিরাট প্রভাব পড়ে আমাদের ভবিষ্যতে | সময়ের প্রয়োজন মেনেই জার সাধুটিকে এবং আহত লোকটিকে সাহায্য করেছিলেন । লোকটা বেঁচে গিয়েছিল এবং শত্রুকে বন্ধু করেছিল । এভাবেই সাধুটি তার দেওয়া উত্তরের ব্যাখ্যা করেছিলেন । ]


11. How did the Tsar find out the answers to his three questions ? [ জার কীভাবে তার তিনটি প্রশ্নের উত্তর খুঁজে পেলেন ? ]
Ans . The Tsar had three specific questions . But the answers were not found easily . None of the scholars could satisfy the Tsar . So he went to a hermit known for his wisdom . Seeing the hermit working hard , the Tsar did the work for him . This incidentally helped him to make peace with his avowed enemy who came to kill the Tsar but was saved by the Tsar . The hermit elucidated the entire incident to show that the most important time is present , the most important person is the present associate and the most important thing is to do good to that associate . Thus the Tsar found out the answers from his own experience .
[ জারের নির্দিষ্ট তিনটি প্রশ্ন ছিল । কিন্তু জারের প্রশ্নের উত্তরগুলি সহজে আসেনি । কোনো পণ্ডিতই জারকে সন্তুষ্ট করতে পারেননি । তাই জার সাধুর কাছে গেলেন যে সাধু তাঁর জ্ঞানের জন্য বিখ্যাত । সাধুটিকে কঠোর পরিশ্রম করতে দেখে জার তার হয়ে কাজটি করে দিয়েছিলেন । এটা ঘটনাচক্রে তাঁকে সাহায্য করেছিল তাঁর সেই স্বঘোষিত শত্রুর সঙ্গে শান্তি স্থাপন করতে যে জারকে হত্যা করতে এসেছিল কিন্তু জারের দ্বারাই রক্ষা পেয়েছিল । সাধুটি পুরো বিষয়টি । ব্যাখ্যা করেছিলেন এটা দেখাতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল বর্তমান , সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন বর্তমান সঙ্গী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ওই সঙ্গীর ভালো করা । এভাবে জার তাঁর নিজের অভিজ্ঞতা থেকে উত্তরগুলি খুঁজে পেয়েছিলেন |


12. Who , according to you , is the most important person in the story – the hermit , the Tsar , or the wounded man ? [ তোমার মতে গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র কে — সাধু , রাজা , নাকি ওই আহত লোকটি ? ]
Ans . It seems obvious that the most important person in the story is the hermit . It's true that the Tsar was sincerely pursuing ( পারসিউয়িং ) the answers to his questions , but the hermit played the pivotal role of a teacher and a guide . He made the Tsar learn the answers from his own experiences . If the hermit had continued working , the Tsar would not have had a chance to stay and help . As a result the Tsar on his return journey would have been killed . The wounded man was an agent through whom the Tsar got his answers . But the hermit with his wisdom interpreted ( ইন্টারপ্রিটেড ) the events . So he is the most important person in the story .
[ গল্পটিতে নিশ্চিতভাবে , সাধুটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ চরিত্র । এটি সত্য যে জার ঐকান্তিকভাবে তাঁর প্রশ্নের উত্তর খুঁজেছিলেন , কিন্তু সাধুটি একজন শিক্ষকের ও পথনির্দেশকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । তিনি জারকে তাঁর নিজের অভিজ্ঞতা থেকে শিখতে বাধ্য করেছিলেন । সাধু যদি কাজ করতেই থাকতেন তাহলে জার সেখানে থেকে তাঁকে সাহায্য করার সুযোগই পেতেন না । ফলত জার ফিরে যাওয়ার পথে নিহত হতেন । আহত লোকটির মাধ্যমেই জার তার প্রশ্নগুলির জবাব পেয়েছিলেন । কিন্তু সাধু তাঁর প্রাজ্ঞতার দ্বারা ঘটনাগুলির ব্যাখ্যা করেছেন । তাই সাধুই এই গল্পের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ চরিত্র । ]


13. How did the hermit explain the answer to the third question ? [ সাধু কীভাবে তৃতীয় প্রশ্নের উত্তর ব্যাখ্যা করেছিলেন ? ]
Ans , The Tsar's third question was about the most important thing to do at a particular time . The hermit suggested that the most important thing to do is to make people around us happy . The hermit said that the Tsar had shown sympathy by digging the seed bed . What the Tsar hadn't known was that his avowed ( অ্যাভাওড ) enemy had been planning a surprise attack on him . If the Tsar hadn't decided to help the hermit , he would have returned early and got killed . Again , if the Tsar had not helped the wounded man , the man , his enemy would not have made peace with him so eagerly ( ইগারলি ) . So the most necessary thing for a man is to help others around him . This would keep him safe from trouble .
[ জারের তৃতীয় প্রশ্নটি ছিল একটি নির্দিষ্ট সময়ে কোন্ কাজটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সে বিষয়ে | সাধুটি জারকে পরামর্শ দিয়েছিলেন যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হল চারপাশের মানুষকে সুখী রাখা | সাধু বলেছিলেন যে জার সাধুর প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন বীজক্ষেত্র তৈরির জন্য মাটি খুঁড়ে । জার তখন জানতেন না যে তার স্বঘোষিত শত্রু তাঁর ওপর আচমকা আক্রমণের পরিকল্পনা কয়ছিল । জার যদি সাধুকে সাহায্য করার সিদ্ধান্ত না নিতেন তাহলে তিনি আগেই ফিরে আসতেন এবং তাঁকে নিহত হতে হত । আবার জার যদি আহত লোকটিকে সাহায্য না করতেন তাহলে লোকটি , যে তার শত্রু , এত আগ্রহভরে শান্তি স্থাপন করত না । সুতরাং কোনো মানুষের কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল তার আশেপাশের লোককে সাহায্য করা | এটা তাকে সমস্যার হাত থেকে রক্ষা করবে ।


14. Why do you think that the hermit did not give direct answers to the Tsar's questions till the end ? [ সাধু কেন শেষপর্যন্ত রাজার প্রশ্নের সরাসরি উত্তর দেননি বলে তুমি মনে কর ? ]
Ans . The hermit was a wise man and knew that first hand experience is required for the answers to the Tsar's questions . Despite the Tsar's repeated requests the hermit did not give prompt ( 2 ) answers . The Tsar saved the life of an unknown enemy and made peace with him . Then only the hermit told him that his questions had been answered . The hermit could have explained the answers earlier but he knew that one learns only through personal experience . This deep insight ( ইনসাইট ) about human psychology ( সাইকোলজি ) prompted him not to give the Tsar a pre - conceived ( প্রি - কনসিভড্ ) answer . He wanted the Tsar to learn from his own experiences .
[ সাধুটি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং তিনি জানতেন জারের প্রশ্নের উত্তরের জন্য প্রত্যক্ষ অভিজ্ঞতার প্রয়োজন । জার তাঁকে উত্তরগুলি দেওয়ার জন্য বারংবার অনুরোধ করা সত্ত্বেও তিনি জারের প্রশ্নের চটজলদি উত্তর দেননি । জার তার এক অপরিচিত শত্রুর জীবন রক্ষা করলেন আর তার সঙ্গে শান্তিস্থাপন করলেন । তখনই সাধু জারকে বললেন যে জার তাঁর প্রশ্নের উত্তর পেয়ে গেছেন । সাধুটি হয়তো জারকে আগেই উত্তর দিয়ে দিতে পারতেন কিন্তু তিনি জানতেন যে কোনো ব্যক্তি কেবল ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমেই ভালোভাবে কিছু শিখতে পারে । মনুষ্য মনস্তত্ত্ব নিয়ে সাধুর এই গভীর উপলব্ধিই সাধুকে প্রণোদিত করেছিল জারকে মনগড়া উত্তর না দেওয়ার জন্য । তিনি চেয়েছিলেন জার তাঁর অভিজ্ঞতা থেকে শিখুন । ]


No comments:

Post a Comment