ভারতবর্ষ প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা ভারতবর্ষ প্রশ্ন উত্তর | Class 6th Bangla Bharatbarsha Question and Answer Madrasa (NCERT) - Psycho Principal

Fresh Topics

Wednesday, 12 February 2025

ভারতবর্ষ প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা ভারতবর্ষ প্রশ্ন উত্তর | Class 6th Bangla Bharatbarsha Question and Answer Madrasa (NCERT)

 

ভারতবর্ষ 
প্রশ্ন উত্তর 





👉(আজিকার শিশু প্রশ্ন উত্তর)


❐ নিচের শূন্যস্থানগুলি পূরণ করো:


1.  যে-কাহিনি ---- শুনিবার নাহি কোনো সাধ।

উত্তরঃ আরবারা।


2.  ভুবনে রচিয়া থাকে ---- নব-ইতিহাস।

উত্তরঃ সভ্যতার


3. আপন ---- দিয়া যদি পারি করিবারে জয়।

 উত্তরঃ পৌরুষ।


❐ সঠিক উত্তরটির পাশে (✔) টিক চিহ্ন দাও:


1.  সস্মৃতি তার আজ শুধু চিত্ত (ভরি/করি/হরি) জাগায় তিক্ততা।

উত্তরঃ ভরি।


2. সুদূর (বর্তমান/অতীতে/ভবিষ্যতে) যদি আমাদের পূর্বপুরুষেরা।

উত্তরঃ অতীতে।


3. তাসে কাহিনি মিথ্যা আজি। মিথ্যা তারে (বলেছি /করেছি/দেখিছি) আমরা।

উত্তরঃ  করেছি।


❐ সংক্ষিপ্ত প্রশ্নাবলি:

1. অতীতের কথা কেন কবি শুনতে চান না?

উত্তরঃ অতীতের কথা শুনবার কোনো ইচ্ছাই কবির নেই। কারণ সেই কাহিনি তাঁর মনে শুধু তিক্ততা জাগায়। অতীতে আমাদের পূর্ব-পুরুষেরা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ ও সংগ্রাম করে এই ভারতবর্ষ রচনা করেছিল। কিন্তু সেই ঐশ্বর্য সেই ইতিহাস আজ কবির কাছে যেন অতীতের গল্প, তাই কবি সেই অতীতের কথা আর মনে করতে চান না।


2. কোন্ ভারতবর্ষ কবি গড়তে চান?

উত্তরঃ কবি ভারবর্ষের যে প্রাচীন ঐশ্বর্য ছিল সেই ঐশ্বর্য, গৌরবকে নিজ পৌরুষ দ্বারা ফিরিয়ে এনে নতুন ভারতবর্ষ গড়তে চান। কেননা এই ভারতবর্ষ গড়ার পিছনে আমাদের পূর্ব-পুরুষের অনেক অবদান আছে। তারা তাদের নিজেদের জীবন বিপন্ন করে ত্যাগ ও সংগ্রাম করে এক সুন্দর ভারতবর্ষ গড়ে ছিলেন। কিন্তু আমরা নিজেরা বিলাসিতা জীবনে গা ভাসিয়ে দিয়ে সেই ঐশ্বর্য নষ্ট করেছিল তাই আর সময় নষ্ট না করে পুনরায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের জীবনের দৈন্য, ক্ষুধা, ও পৌরুষ দিয়ে পুনরায় স্বপ্নের ভারতবর্ষ গঠন করতে হবে।


3. "সে কাহিনি মিথ্যা আজি" - কোন্ কাহিনি কেন মিথ্যা বলে প্রতিপন্ন হয়েছে?

উত্তরঃ  সুদূর অতীতে আমাদের পূর্বপুরুষেরা এই পৃথিবীতে যে সভ্যতার নব ইতিহাস রচনা করেছিল সেই কাহিনি আজ কবির কাছে মিথ্যা বলে প্রতিপন্ন হয়েছে। ভারতবর্ষের যে ঐশ্বর্য, যে গৌরব ছিল সেই গৌরবের আভাস বঞ্চিত, ক্ষুধিত এই দাসত্বের অপমানে ঘেরা আমাদের জীবনে স্বপ্নেও সেই আভাস পাইনা। আমাদের সেই ঐশ্বর্যকে মিথ্যায় পরিণত করেছি।

No comments:

Post a Comment