ব্ল্যাক মার্কেট প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা ব্ল্যাক মার্কেট প্রশ্ন উত্তর | Class 6th Bangla Black Market Question and Answer Madrasa (NCERT) - Psycho Principal

Fresh Topics

Wednesday, 12 February 2025

ব্ল্যাক মার্কেট প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা ব্ল্যাক মার্কেট প্রশ্ন উত্তর | Class 6th Bangla Black Market Question and Answer Madrasa (NCERT)


ব্ল্যাক মার্কেট 
প্রশ্ন উত্তর




❐ নিচের শূন্যস্থানগুলি পূরণ করো:

1. ব্ল‍্যাক মার্কেট করে ---- পোদ্দার

উত্তরঃ ধনিরাম।


2. কেউ নেই, ----- নেই কিছু অভাবও।

উত্তরঃ ত্রিভুবনে।


3. গরিব চাষিকে মেরে ----- পাকাল।

উত্তরঃ হাতখানা।


❐ সঠিক উত্তরটির পাশে (✔) টিক চিহ্ন দাও:


1. আলু (দুই/তিন/চার) টাকা সের?

উত্তরঃ  তিন।


2. বালিগঞ্জেতে বাড়ি খান (চার/পাঁচ/ছয়) হাঁকাল।

উত্তরঃ ছয়।


3. বিশ্বে কাউকে (রাম/হরি/শ্যাম) কাছে পেতে চান না।

উত্তরঃ রাম।


❐ সংক্ষিপ্ত প্রশ্নাবলি:


1. কে কার দেখা দেখি ব্ল‍্যাক-মার্কেট করে।

উত্তরঃ ধনিরাম পোদ্দারের দেখা দেখি তার চাকর হরি ব্ল‍্যাক-মার্কেট করে।


2. ধনিরাম পোদ্দারের ঢাকরের নাম কী?

উত্তরঃ হরি।


3. সে রাম পোদ্দারের কী কী কাজ করে?

 উত্তরঃ সে রাম পোদ্দারের রোজকার বাজার করে, রান্না করে, বাড়ি পাহারা দেওয়া, এক কথায় বাড়ির সমস্থ কাজ সে করে।


4. আলু ও পটলের দাম কত?

উত্তরঃ আলু তিনটাকা সের এবং পটল পনেরো আনা।


❐ রচনাধর্মী প্রশ্নাবলি:


1.কবিতাটির মূল বিষয় আলচনা করো।

উত্তরঃ আলোচ্য কবিতায় সমাজের বিশেষ শ্রেণীর মানুষকে ব্যঙ্গ করা হয়েছে। এখানে ধনিরাম পোদ্দারের চরিত্র তুলে ধরা হয়েছে। সে গরীব চাষিদের ঠকিয়ে কীভাবে সম্পত্তির প্রতিপত্তি অর্জন করেছে, সেটিই কবিতায় আলোচ্য বিষয়। ধনিরাম পোদ্দারের সংসার বলতে চাকর হরি এবং সে নিজে। এই দুই জনের সংসারে হরি এক সময় মনিবের দেখা দেখি বাজারে গিয়ে টকা পয়সা চুরি করতে আরাম্ভ করে। পরে যখন মনিব হরিকে ধমক দেয় তখন প্রতি উত্তরে হরিও জানিয়ে যে তো তার মনিবের মত ব্লাক মার্কেট করছে।

No comments:

Post a Comment