👉(সবার আমি ছাত্র প্রশ্ন উত্তর)
❐ নিচের শূন্যস্থানগুলি পূরণ করো:
1. পুকুর ধারে ---- তলে থোকায় থোকায় জ্বলে।
উত্তরঃ নেবুর, জোনাক।
2. দিদির কথায় ---- দিয়ে মুখটি কেন ডাকো?
উত্তরঃ আঁচল।
3. মোড়াস নে মা ---- থেকে আনব যখন জল।
উত্তরঃ পুকুর।
❐ সঠিক উত্তরটির পাশে (✔) টিক চিহ্ন দাও:
1. ফুলের গন্ধে ঘুম আসে না, একলা (বসে/শুয়ে/জেগে) রই।
উত্তরঃ জেগে।
2. খাবার (নিতে/খেতে/দিতে) আসি যখন দিদি বলে ডাকি তখন।
উত্তরঃ খেতে।
3. দিসনে তারে (উড়িয়ে/মাড়িয়ে/তাড়িয়ে) মাগো ছিহড়তে গিয়ে ফল
উত্তরঃ উড়িয়ে।
❐ সংক্ষিপ্ত প্রশ্নাবলি:
1. 'কাজলা দিদি' কবিতাটি কার লেখা কাজলা দিদির কথা কার মনে পড়ে?
উত্তরঃ 'কাজলা দিদি' কবিতাটি কবি যতিন্দ্রনাথ বাগচীর লেখা।
দিদির প্রতি অগাধ ভালবাসা এক সহজ সরল শিশুর কাজলা দিদির কথা মনে পড়ে। খাওয়া ও শোয়ার সময় অথবা যখন তার পুতুলের বিয়ে হয় তখন কাজলা দিদির কথা মনে হয়।
2. কাজলা দিদি কোথায় হারিয়ে গেছে?
উত্তরঃ কাজলা দিদি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছে। আর কোনো দিনও ফিরে আসবে না।
3. 'নেবুর গন্ধে' কার, কেন ঘুম আসে না?
উত্তরঃ বাঁশ বাগানের মাথায় যখন চাঁদ ওঠে, তখন পুকুর পাড়ে ঝোপের ধারে ঝিহঝির ডাকে ও লেবুর গন্ধে কবিতার ছোট্ট শিশুর ঘুম আসেনা।
4. কবির ঘুম আসেনা। দিদির কথায় মা আঁচল দিয়ে মুখ ঢেকে চুপ করে থাকে কেন?
উত্তরঃ ছোট্ট শিশু জানেনা যে আসলে তার দিদি কোথায় গেছে। কিন্তু তার মা তো প্রকৃতি পক্ষে জানে দিদি কোথায় এই 'সত্যটি' সহজ সরল ছোট্ট শিশুকে বোঝাবার ভাষা না থাকায় মা আঁচল দিয়ে মুখ ঢাকে।
No comments:
Post a Comment